নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হুসাইন অলি

স্বপ্ন দেখি পরিবর্তনের

সাজ্জাদ হুসাইন অলি › বিস্তারিত পোস্টঃ

ফেলানি নামটার সাথে ফেলনা ফেলনা একটা ভাব আছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৩

ফেলানি নামটার সাথে মনে হয় প্রায় সবাই পরিচিত আছেন। এবং এই নামটা অনেক টা অবহেলার সাথেই উচ্চারণ করা হয়। কারণ ফেলনা ফেলনা একটা ভাব আছে।



মনে আছে এই বাচ্চা মেয়েটিকে কি ভাবে কাঁটাতারের বেড়াতে ঝুলিয়ে রাখা হয়েছিল? মনে আছে কচি বুকটাতে ময়নাতদন্তের নামে কি ভাবে ছুরি চালনা করা হয়েছিল? হ্যাঁ অনেকের মনে আছে, থাকবে, কিন্তু কিছুই করার থাকবে না। কারণ এই রকম হাজার ফেলানি আছে আমাদের দেশে। প্রতিনিয়ত হত্যার শিকার হচ্ছে ভারত নামক এক বড় ভাইয়ের কাছে। কয়টা ঘটনার কথা আমরা মনে রাখবো?????



এই বার আসি মূল কথায়। আমি সবসময় চাঁড়ালের মত কথা বলি। নিচের লাইন গুলো সহ্য করার মত যদি ক্ষমতা থাকে তবে পড়বেন, নাইলে ভাল থাকুন।





ফেলানি বা প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে সীমান্তে। কিন্তু আমাদের সরকার, বা বিজিবি, বা পররাষ্ট মন্ত্রণালয়ের মুখে কি বাচ্চাদের মত চুসনি লাগানো?????? নাকি চোখে টিনের চশমা?



প্রিয় সরকার তোমাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল ফেলানির বাবা-মায়ের মত হাজারো মানুষ। তাদের ট্যাক্সের টাকায় আজ তুমি শীতাতপ নিয়ন্ত্রিত রুমে থাকতে পারো। কি করেছো এই নিরহ মানুষ গুলোর জন্য? তোমার এক মন্ত্রী তো একবার বলেই ফেলেছিল ""সীমান্তে কি হচ্ছে তা দেখার সময় নেই, সরকারের আরো গুরুত্বপূর্ণ কাজ আছে""" তবে আমার মত মূর্খ বলবে আসলে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে? কারণ দেশটা তো এখনো বিক্রি করতে পারোনি।





আর বিজিবি তোমাদের কথা কি বলল। তোমরা তো সরকার নামক প্রাণীর কেনা গোলাম। তোমাদের অফিসাররা আর্মি থেকে নিয়োগ পাই। এরা কি করে আমি জানি না। বসে বসে খালি পোদ্দারি ফলাতে পারে। তোমরা যে বেতন পাও তার টাকা কোথা থেকে আসে জানো? তোমার এসি গাড়ি, তোমার বাংলো, তোমার খাবার, তোমার চিকিৎসা, তোমার বিনোদন এই সব গুলোর টাকা কথা থেকে আসে জানো?????? হ্যাঁ আসে ফেলানির বাবার ট্যাক্সের টাকা থেকে।

কি শুনে অবাক লাগছে??? লজ্জা লাগে না ফেলানির বাবার চোখের কান্না ভেজা টাকা নিতে?????



২০০০ সালের কথা মনে আছে????? বিডির যখন বিএসএফ কে শিক্ষা দিয়েছিল????? মনে রাখবেন দুনিয়া হচ্ছে "শক্তের ভক্ত আর নরমের জম"



এইবার আসি এক অথর্ব জায়গায় যার নাম পররাষ্ট মন্ত্রণালয়। কি করেছে তারা???? প্রিয় সুন্দরী মন্ত্রী লাস-ভেগাসে শুধু অবকাশ পালন করেলে দেশ চলে না। তুমি যে দেশে আছো সে দেশের মানুষ গুলোর দিকে একবার চেয়ে দেখেছো???





আমি হয়তো অনেক কিছুই ভাল করে বলতে পারিনি। ক্ষমা চাই।



এই পোস্টের সাথে মনে হয় অনেক কিছু উপহার পেতে পারি। সরকারের দেওয়া ৭ বছর জেল, পুলিশের রিমান্ড আর ফ্রি হিসাবে ডিজিএফআই এর বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্যাতন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.