![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে ভালবাসবো বলেই
এই অসভ্য, বাজে, বেয়াদব আমিও সভ্য হবার বৃধা চেষ্টা করি।
তোমাকে ভালবাসবো বলেই,
প্রতিদিন সিগারেট ছেড়ে দেবার চেষ্টায় সফল ভাবে ব্যর্থ হই।
তোমাকে ভালবাসবো বলেই,
নিয়মিত খাবার খাবো বলে পণ করে সকালের নাস্তা বেলা ২টায় খাওয়া হয়।
তোমাকে ভালবাসবো বলেই,
নিয়মিত ঘুমাবো বলে পণ করে রাত ৪টা বেজে যায় ঘুমাতে।
তোমাকে ভালবাসবো বলেই,
পাগলামি ছেড়ে দেবো চিন্তা করি,
কিন্তু দেখো এই যে তোমাকে নিয়েই পাগলামি করছি।
তোমাকে ভালবাসবো বলেই,
তোমাকে ভালবাসার চেষ্টা করি।
তবে জানি না তুমি ভালবাসবে কি না?
২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৬
সাজ্জাদ হুসাইন অলি বলেছেন:
৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩১
মায়াবী ছায়া বলেছেন: হাহাহা
সুন্দর বাস্তব কবিতা ।।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭
ডরোথী সুমী বলেছেন: হায়রে ভালবাসা.........শুধুই মিছে আশা।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালোবাসা কেবলি যাতনাময়।