নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হুসাইন অলি

স্বপ্ন দেখি পরিবর্তনের

সাজ্জাদ হুসাইন অলি › বিস্তারিত পোস্টঃ

আমি জানি তুমি আসবে

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৪

জীবনের ২৩টি বছর পেরিয়ে যাচ্ছে।

আজো কোন সুন্দরী তার কমল হাতটি

আমার হাতের উপর রাখলো না।



মাঝে মাঝে মনে হয়

নীল শাড়ি, হাতে কাচের চুড়ি পরা

কোন পদ্মফুলের মত মেয়ে আমার সাথে রাঙা পা মেলাচ্ছে।

কিন্তু কই? তা তো আজো অধরায় রয়ে গেল।



আজো পূর্ণিমার আলো

নির্লজ্জের মত আমার কাচের জানালা ভেদ করে আসে,

আজো মৃদু হাওয়া দোল দিয়ে যায়,

আজো শিশির আমার বারান্দার ফুলে জমে থাকে।



আজো মনে হয় তুমি আসবে

তুমি আসবে

আমার হৃদয়ের সমস্ত অতৃপ্তি

তোমার হাতের স্পর্শে বেহেস্তের শূরার পরিণত হবে।



আমি জানি তুমি আসবে,

আমি জানি তুমি আসবে।



তোমাকে যে আসতেই হবে

হে সর্গের অপ্সরী।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.