![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিতান্তই অলস প্রকৃতির মানুষ। কোন জায়গাতে না ঠেলে কেউ নিয়ে যেতে পারে না। তবে গতকাল একটা ওয়ার্কশপে গিয়েছিলাম "পাবলিক স্পিকিং" এর উপর। দুইজন বক্তা ছিলেন। তাঁরা পাবলিক স্পিকিং এর উপর নানা বিষয় গুলো নিয়ে বিশদ ধারণা দিচ্ছিলেন। তাদের বাচন ভঙ্গি ও বোঝানোর ক্ষমতা অসাধারণ। উনাদেরকে ধন্যবাদটা আগেই দিয়ে দেই, না হলে নিজেকে অকৃতজ্ঞ মনে হবে।
তো মোটামুটি একটা সমীক্ষায় দেখা যায় মানুষ মৃত্যু থেকেও পাবলিক স্পিকিং এ বেশি ভয় পায়। তাই একজন বক্তা কয়েক জনকে জিজ্ঞাস করছিলেন তাঁরা কিসে ভয় পায়।
অধিকাংশ বললেন পাবলিক স্পিকিং, কেউ বলেন- সাপ, তেলাপোকা, মাকড়শা। কেউ বা বললেন - মা, বউ, প্রেমিকা (সত্যি বলতে এই ৩ জিনিস আসলেই ভয়ঙ্কর)।
এক যুবককে প্রশ্ন করা হল- সে কিসে ভয় পায়, সে একটু ভেবে বলল "কিছুতেই না", সাথে সাথে সবাই জোরে তালি দেওয়া শুরু করলো। আসলে দেশের এই অবস্থায় কেউ কি আছে যে কিছুতেই ভয় পায় না ? ওই যুবকের দেখা দেখি অনেকই বলল না তারাও কিছুতেই ভয় পায় না।
হা আসলেই আমাদের দেশে অনেক যুবক-যুবতি আছে যারা কোন কিছুতেই ভয় পায় না। তাঁরা ভয় পায় না দেখেই, এভারেস্টের চুড়ায় আজ লাল-সবুজের পতাকা থাকে। তাঁরা ভয় পায় না বলেই, ক্রিকেটে একে পরে এক জিতেই যাচ্ছে। তাঁরা ভয় পায় না বলেই রাজনৈতিক অস্থিরতার মাঝেও দেশের রপ্তানি আয় বাড়ে। তাঁরা ভয় পায়না বলেই, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ মিশনে লাল-সবুজের পতাকা পত পত করে উড়ে।
হ্যাঁ আমরা ভয় পাইনা বলেই, বাংলাদেশ আজো পাকিস্তান বা ইন্ডিয়া হয়ে যায় নি।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:১৭
ভোরের সূর্য বলেছেন: ভাই আপনার কথা ঠিক বুঝলাম না। আপনার লেখার বক্তব্যের সাথে আমরা ভয় পাইনা বলেই, বাংলাদেশ আজো পাকিস্তান বা ইন্ডিয়া হয়ে যায় নি এর তো কোন মিল খুজে পেলাম না। দয়া করে পরিস্কার করে একটু ভেঙ্গে বলবেন?