নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হুসাইন অলি

স্বপ্ন দেখি পরিবর্তনের

সাজ্জাদ হুসাইন অলি › বিস্তারিত পোস্টঃ

পাগলি একটা!!!

২১ শে মে, ২০১৪ রাত ৯:৩৮

ভালবাসা একেক জন একেক ভাবে প্রকাশ করে।



কোন মেয়েকে পাত্তা না দেওয়াই আমার স্বভাব, আজ পর্যন্ত মেয়েদের দিকে ওই ভাবে তাকাই নি। কিন্তু তাঁর সাথে রিক্সায় যখন ঘুরতাম পৃথিবীর সকল মেয়েদের দিকে তাকানো ছিল আমার জন্য ফরজে আইন। সে খুব আবেগে আমার হাত জড়িয়ে কথা বলতো, আর চোখের দিকে তাকিয়ে দেখতো আমি অন্য মেয়েদের দিকে তাকিয়ে আছি।



যাক যা হবার তাই হতো বসন্তের আকাশে মেঘ না থাকলেও তাঁর আকাশে বৈশাখের মেঘ সাথে কাল-বৈশাখীর ঝড় ফ্রি। খুব কষ্ট নিয়ে মুখকে পেঁচার মত করে বলতো "না...না ...মো, রিক্সা থেকে নামো, ধাক্কা দিয়ে ফেলিয়ে দিবো"



আমিও কি কম!!! আচ্ছা তুমি যদি ধাক্কা দেও তাহলে তো বাসের চাকার নিচে পড়ে যাবো। তখন কি হবে? এই তুমিই তো কান্না করবে।



সে তখন এক অদ্ভুত আবেগে হাতকে আরো শক্ত করে ধরে কান্না কান্না চোখে আধো আধো বুলিতে বলতো- "ছাগল একটা"



পাগলি লাভ ইউ, তোমাকে না রাগালে কি এতো সুন্দর লাগতো? পাগলি একটা!!!



বি দ্রঃ এই গল্পের সাথে লেখকরে বাস্তব, অবাস্তব কোন সম্পর্ক নেই ;)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.