নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো হারিয়ে যাই ওই অসীম দূরের তারা ভরা আকাশে......

চাদের বুড়ি

খুব সাধারণ এবং অলস একজন মানুষ আমি। জীবনের জটিলতা একদমই বুঝি না। খাই দাই, ঘুমাই আর আড্ডা মারি - এভাবেই তো জীবন কেটে যাচ্ছে বেশ।

চাদের বুড়ি › বিস্তারিত পোস্টঃ

সগিরউদ্দিন নামা - ০২ (রম্য পোস্ট)

১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৮

সগিরউদ্দিন নামা - ০১ (রম্য পোস্ট)



দুপুরে ভরপেট খাওয়া দেওয়ার পর সগির উদ্দিন শুয়ে শুয়ে আরাম করছিল। আজ সকালে এমন একটা ছেঁকা (পড়ুন ধোঁকা) খাওয়ার পর ভাবছিল সে আজকে আর বাইরেই যাবে না। কিন্তু হটাত করে তার রাগ চেপে গেল। সারা সকাল ভিক্ষা করে সে ১০০ টাকাও কামাতে পারল না?? সে তো ভিক্ষুক জাতির কলঙ্ক!! এই কথা যদি বাকি ভিক্ষুকরা শোনে তাহলে তো তার মান ইজ্জত নিয়েই টানাটানি পড়ে যাবে। তাই অগত্যা তাকে আবার থালা নিয়ে বের হতে হল। তবে সে এবার সিদ্ধান্ত নিল এবার আর রাস্তায় ভিক্ষা করবে না। বাসাবাড়িতে যাবে।

কিন্তু বিধি বাম। বাসাবাড়িতেও সেই রাস্তার মতই কাহিনী ঘটতে থাকল। প্রথম বাড়িতে ঢুকে কলিং বেল চাপার পর বাড়ীর কর্ত্রী এসে দরজা খুললেন। সে মুখটা যতটা সম্ভব করুন করে বলল, "আমাগো, ৫ টা টাকা ভিক্ষা দিবেন?"

ঃ"এখন মাফ কর, বাসায় মানুষ নাই।"

ঃ"তাইলে আম্মা, আপনে দুই মিনিটের জন্য মানুষ হইয়া যান।"

এই কথা শুনে বাড়ীর কর্ত্রী ধাম করে দরজা বন্ধ করে দিলেন।

এরপরের বাড়িতে যাওয়ার পর দরজা খুললেন এক ভদ্রলোক। ভিক্ষা চাইতেই তিনি বললেন, "আজ দিতে পারব না, কাল এসো।"

এই কথা শুনে সগির উদ্দিন বলল, "এই কালকের চক্করে পড়ে এই এলাকায় আমার লাখ খানেক টাকা আটকে আছে। কবে যে এই টাকা হাতে পাব.।.।"-- এই বলতে বলতে সে মাথা নাড়তে নাড়তে বাসা থেকে বেরিয়ে আসল।

রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সগির উদ্দিন মনে মনে ভাবতে লাগল, আজ সকালে কার মুখ দেখে যে সে ঘুম থেকে উঠেছিলো!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.