নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো হারিয়ে যাই ওই অসীম দূরের তারা ভরা আকাশে......

চাদের বুড়ি

খুব সাধারণ এবং অলস একজন মানুষ আমি। জীবনের জটিলতা একদমই বুঝি না। খাই দাই, ঘুমাই আর আড্ডা মারি - এভাবেই তো জীবন কেটে যাচ্ছে বেশ।

চাদের বুড়ি › বিস্তারিত পোস্টঃ

নেতৃত্ব !!!!!

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০

গত মাসখানেকের ভিতরে বিএনপির মোটামুটি ১২-১৩ জন কেন্দ্রীয় নেতাকে আটক করেছে সরকার। আর তাই এখন ক্যামেরার সামনে এসে কথা বলার মত কোনও নেতাও নেই বিএনপির!!!

দেশের সবচে বড় দুইটি রাজনৈতিক দলের একটি হচ্ছে বিএনপি। এত বড় একটা দল হওয়া সত্ত্বেও তাদের কথা বলার মত কেন্দ্রীয় নেতা মোটে ১২-১৩ জন!!এখন কোনও কর্মসূচির ঘোষণা দিতে হলে তা অজ্ঞাত স্থান থেকে ভিডিও করে সংবাদ মাধ্যমের কাছে পাঠাতে হয়!!

সব দলের ভিতরেই এই একটা প্রবনতা লক্ষ্য করা যায়, তারা নতুন নেতৃত্ব তৈরি করতে মোটেও আগ্রহী নন। সব ক্ষমতা ও নেতৃত্বের স্বাদ নিজেদের হাতেই রেখে দিতে চান। এইজন্য কোনও সরকারের আমলেই ডাকসু, চাকসু, ইউকসু নির্বাচন হতে দেখা যায় না। সোজা কথায় নতুন নেতৃত্ব তৈরি করার রাস্তা তারা একদম বন্ধই করে রেখেছেন। অথচ ডাকসু নির্বাচনে বিজয়ী একজন ছাত্রের সক্ষমতা রয়েছে দেশের প্রধানমন্ত্রী পদ পর্যন্ত যাওয়ার।

কিন্তু দুই দলের কোনও দলই তা করার জন্য কোনদিনও আগ্রহী হবে বলে মনে হয় না। এখন বিএনপি কিছুটা হলেও হয়ত বুঝতে পারছে নতুন নেতৃত্ব তৈরি করার প্রয়োজনীয়তা কতটুকু। কিন্তু যেহেতু আমাদের রাজনৈতিক দলগুলোর অতীত থেকে শিক্ষা নেওয়ার কোনও উদাহরণ নেই, সুতরাং তারা ক্ষমতায় গেলেও এই অভিজ্ঞতার কথা ভুলে যাবেন তা হলফ করেই বলে দেওয়া যায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

ঢাকাবাসী বলেছেন: সব দলের জন্যই এই কথা প্রযোজ্য। এখানে ইলেকশনে গোহারা হারলেও পার্টি প্রধান পদ আঁকড়ে বসে থাকেন!

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

চাদের বুড়ি বলেছেন: ক্ষমতাতেই সব সুখ নিহিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.