নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো হারিয়ে যাই ওই অসীম দূরের তারা ভরা আকাশে......

চাদের বুড়ি

খুব সাধারণ এবং অলস একজন মানুষ আমি। জীবনের জটিলতা একদমই বুঝি না। খাই দাই, ঘুমাই আর আড্ডা মারি - এভাবেই তো জীবন কেটে যাচ্ছে বেশ।

চাদের বুড়ি › বিস্তারিত পোস্টঃ

উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য প্লে স্টোরে প্রকাশিত আমার প্রথম অ্যাপ

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৬

নতুন নতুন অ্যানড্রয়েড ডেভেলপমেন্ট শিখছি। কিছুদূর শেখার পর মনে হল এবার সত্যিকার অর্থে কাজে লাগে এমন একটা অ্যাপ বানানো দরকার। কি বানানো যায়, কি বানানো যায় ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া আসল ।

উচ্চ মাধ্যমিক পাশের পর ভার্সিটি তে ভর্তির জন্য সবাইকে বিশাল এক ঝামেলা পোহাতে হয়। কোন কোচিং এ ভর্তি হব, একাধিক কোচিং এ ভর্তি হব কিনা, কোন কোচিং ভালো, ইঞ্জিনিয়ারিং কোচিং করলে মেডিকেল আর ভার্সিটি মিস হয়ে যাবে কিনা, কোন ভার্সিটি তে ভর্তি পরীক্ষা কবে ইত্যাদি হাজারো প্রশ্ন শিক্ষার্থীদের মাথায় ভিড় করে। আর মফস্বল বা গ্রামের বাইরের স্টুডেন্ট দের জন্য কিংবা ঢাকার বাইরের স্টুডেন্ট দের জন্য তো ব্যাপারটা আরও কঠিন। এসব জিনিস মাথায় রেখেই মনে হল এমন একটা অ্যাপ বানানো যায় যা এই সব সমস্যাগুলোর সমাধান দিতে পারবে।

এই চিন্তা থেকেই প্রায় সাত মাস খেটে বানিয়ে ফেললাম আমার প্রথম অ্যাপ "HSC AND ADMISSION HELPLINE" । এখানে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান এবং গণিতের সব চ্যাপ্টার এর উপর এমসিকিউ পরীক্ষা দেওয়া যাবে। আরও সুবিধার বিষয় হল ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি এবং মেডিকেলের জন্য আলাদা আলাদা প্রশ্ন দেওয়া আছে। তার মানে যে যেখানে ভর্তি হতে চায় সেই অনুযায়ী ই প্রস্তুতি নিতে পারবে।

এছাড়া যেকোনো ধরনের সমস্যার জন্য আছে ফোরাম। কোনও কিছু বুঝতে না পারলে বা কোনও জিজ্ঞাসা থাকলে সেই ফোরামে প্রশ্ন করলে বুয়েট এবং মেডিকেলের শিক্ষার্থীরা সেই প্রশ্নের উত্তর দিবে। এছাড়া আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সঙ্ক্রান্ত সর্বশেষ খবর। আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষার সিলেবাস এর স্পেসিফিকেশন।

প্রত্যেকবার পরীক্ষা দেওয়ার পর প্রশ্ন সহ সঠিক উত্তর এবং প্রদত্ত উত্তর দেখানোর বেবস্থা আছে। ফলে শিক্ষার্থীরা সাথে সাথেই নিজের ভুল শুধরে নিতে পারবে।

অনেক কস্ট করে তৈরী করেছি অ্যাপটা । যদি উচ্চ মাধ্যমিকের একজন শিক্ষার্থীরও কাজে লাগে তাহলে নিজের কস্ট সার্থক মনে করব।

লিঙ্ক ঃ প্লে স্টোর লিঙ্ক

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৬

ট্রোল বলেছেন: এই এফবি পেজে শেয়ার করতে পারেন
fb.com/indiapakistanishala

২| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫০

সুমন কর বলেছেন: ভালো কাজ করেছেন। শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.