![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ এবং অলস একজন মানুষ আমি। জীবনের জটিলতা একদমই বুঝি না। খাই দাই, ঘুমাই আর আড্ডা মারি - এভাবেই তো জীবন কেটে যাচ্ছে বেশ।
কিছুদিন আগে প্লে স্টোরে প্রকাশিত হল ভ্রমণ বিষয়ক আমার একটি অ্যাপ Tour Bangla ।
আমাদের এই দেশের আনাচে কানাচে অনেক সুন্দর জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে। তার সবগুলোর খোজ খবর হয়ত আমরা জানি না। আবার অনেক পরিচিত জায়গা সম্পর্কেও খুব ভালো জানা না থাকায় সেখানে ঘুরতে যাওয়া হয়ে উঠে না। তাই স্বল্প পরিচিত বা অপরিচিত সুন্দর জায়গা গুলো তুলে ধরার পাশাপাশি জনপ্রিয় জায়গাগুলোকে আরও ভালোভাবে represent করার জন্য এই অ্যাপ Tour Bangla ।
এই অ্যাপ এ বিভাগ অনুযায়ী এবং জায়গার ধরণ অনুযায়ী টুরিস্ট স্পট ব্রাউজ করা যাবে। এছাড়াও প্রত্যেক জায়গার উপর করা যাবে কমেন্ট এবং রেটিং। কোন জায়গা পছন্দ হলে তাকে wishlist এ অ্যাড করে রাখা যাবে।
নিজের ভ্রমণকাহিনী নিয়ে লেখা যাবে ব্লগ। এছাড়াও ব্লগে কমেন্ট অপশনও রাখা হয়েছে। অতীত ট্যুরের স্মৃতি রক্ষা করার জন্য আছে টাইমলাইন। যেখানে ছবি আপলোড করে রাখা যাবে Tour wise ।
বিভাগ অনুযায়ী হোটেল ব্রাউজ করা যাবে অ্যাপ থেকে। এছাড়া দেশের অনেক ট্যুর অপারেটরের বিস্তারিত দেওয়া আছে এখানে ।
এমন কোনও জায়গার কথা যদি আপনার জানা থাকে যেটি এই অ্যাপ এ দেওয়া হয়নি তাহলে Suggest Place অপশন থেকে আপনি সেটি আমাদের সাজেস্ট করতে পারেন। অভিযোগ বা পরামর্শ জানানোর জন্য আছে ফিডব্যাক অপশন। অনুরোধ থাকবে অ্যাপ এর কোন বিষয় মনপুত না হলে লো রেটিং না দিয়ে দয়া করে ফিডব্যাকের মাধ্যমে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী আপডেটে সেটি সংশোধন করতে।
অ্যাপটি ডাউনলোড করার লিঙ্ক ঃTour Bangla
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৭
চাদের বুড়ি বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৭
মানুষ বলেছেন: ফ্রি এ্যাপের পাশাপাশি এ্যাড ফ্রি পেইড এ্যাপ রাখলে ভালো হয়। এ্যাড জিনিষটা কেমন বিরক্ত লাগে।
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৬
চাদের বুড়ি বলেছেন: পেইড অ্যাপ কি আমাদের দেশের মানুষ সেইভাবে ইউজ করবে? আর অ্যাড ছাড়া তো ইনকামের আর কোনও সোর্স নেই ফ্রি অ্যাপ থেকে।
৩| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৭
আহলান বলেছেন: আমাদের দেশে আমরাই যা ঘুরাঘুরি করি ...বিদেশী পর্যটকের সংখ্যা কমতে কমতে শেষ .... নাই বল্লেই চলে ...
৪| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩১
দি রিফর্মার বলেছেন: বর্তমানে লোকাল টুরিষ্টের সংখ্যা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। টুরিজম ইন্ডাস্ট্রিকে বাচিয়ে রাখতে হলে লোকাল টুরিস্টের সংখ্যা আরো বাড়ানোর চেষ্টা করতে হবে। আর এটাকে প্রফিটেবল করার জন্য বিদেশী টুরিষ্টের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
সবাই চলুন নিজেদের অবসর সময়ে নিজের দেশটাকে ঘুরে দেখি।
অ্যাপ নির্মাতাদের ধন্যবাদ।
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৬
চাদের বুড়ি বলেছেন: ধন্যবাদ।
৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০২
সুমন কর বলেছেন: এটি কি অফলাইনে পুরো তথ্য প্রদান করে?
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৪
চাদের বুড়ি বলেছেন: একবার লোড হওয়ার পর জায়গাগুলো অফলাইনে ব্রাউজ করা যাবে।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৫
মানবী বলেছেন: অনেক অনেক অভিনন্দন চাদের বুড়ি।
চমৎকার একটি এ্যাপ মনে হচ্ছে। নিঃসন্দেহে বাংলাদেশের ভ্রমন পিপাসুদের জন্য একটি উপকারী উদ্যোগ।
আন্তরিক ধন্যবাদ আপনাকে।