নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

"তুমি শান্তিতে ঘুমাও ব্লগের জাদুকর।" # ইমন ভাইয়ের পায়ে রাখছি আমার শ্রদ্ধাঞ্জলি । আর সামুর কাছে অনুরোধ।

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

ভালো থাকবেন ব্লগার ইমন জুবায়ের। মন থেকে ইমন ভাইকে সম্মান করতে পেরে নিজে সম্মানিত বোধ করছি।





আমাদের প্রিয় মানুষ ইমন জুবায়ের ভাই আর নেই। কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু আমি কাঁদবনা। কারণ আমি জানি আপনি যেখানেই থাকেন, আপনার স্মিত হাসি কখনো মলিন হবেনা। জানি যেখানেই থাকেন, আপনার হাতদুটো থেমে নেই, নিরলস লিখেই চলেছে। লেখার প্রতি যার এত ভালবাসা, সে কখনো না লিখে থাকতে পারেনা, স্বর্গীয় মহিমায় উদ্ভাসিত আপনি, জানি লেখার আনন্দে এখনো সজীব, প্রানবন্ত। জানি আপনার জাদুকরী হাত আর আমাদের জন্যে লিখবেনা, কিন্তু সাহিত্যের যে সমৃদ্ধ সোনার খনিটি আমাদের জন্যে রেখে গেছেন, তার কৃতজ্ঞতাই বা কিভাবে পূরণ করব? না, পূরণ করতে চাই না, আমাদের পক্ষে সম্ভব ও নয়। তবে জানি, আপনার লেখা পড়তে থাকব, ওগুলো যে সবসময়ই নতুন, পাঠকের মনে প্রাণ সঞ্চালনকারী।



হুমায়ুন স্যার চলে যাওয়াতেও অনেক শূন্য লেগেছিল, আপনি চলে গেলেন। অনুভুতিটা একই রকম হলো, এত তাড়াতাড়ি কেন? না গেলেই কি হতনা? গল্পের জাদুকররা মনে হয় স্রষ্ঠার দেয়া নিয়মেই গল্পের শেষ বাক্যটি লিখে যেতে পারেন না.... ছোট গল্পের একটা চেতনা থাকে, "শেষ হইয়াও হইলোনা শেষ।" পছন্দের লেখকরা যেন জীবনটাকেও একটি সার্থক ছোট গল্প বানিয়েই ইতি টানতে চান।



"শেষ বিদায় নেই,

তবু নেই কোনো পূর্বাভাস,

শেষ হয়ে গেলে তবু,

বুঝি তোমার শেষ নাই।।"




আপনাকে শ্রদ্ধা জানাই, জানাই অনেক অনেক শুভকামনা। আপনার ঋষিসুলভ হাসি ও জীবন যাপন প্রেরণা যুগিয়ে যাবে, লেখার উত্সাহ দিয়ে যাবে। আপনার মত সার্থক নয় বটে, কোনো ছোট গল্পের মত শেষ হয়ে যাবার আগ পর্যন্ত।



"তুমি শান্তিতে ঘুমাও গল্পের জাদুকর"



কখনো ঘুম ভেঙ্গে গেলে কলমটি টেনে নিতে ভুলবেন না, আমরা যে আপনার লেখারই অপেক্ষায় থাকব।।




ইমন জুবায়ের নামটি আমাকে করবে আরো অনুপ্রানিত। ব্লগ যে শুধুই ভার্চুয়ালি লেখালিখি করে যাবার জায়গা নয়, এটিযে আমার একটি পরিবার, আপনাকে দেখে অনুধাবন করতে পারি। "একদিন আমিও ব্লগে একজন হব" ইচ্ছেটা আপনার কাছ থেকেই পেলাম, আশীষ দিবেন আমাকে।



কিছু কথা:



#সামুকে ডানদিকের শোক বার্তাটি দেবার জন্যে ধন্যবাদ দিতে চাই।



#উক্ত সপ্তাহকে প্রতি বছর শোক সপ্তাহ হিসেবে পালন করা যায়কিনা, ভেবে দেখার অনুরোধ করতে বলব কর্তৃপক্ষকে।



# শোক-বার্তার জায়গাটি সবসময়ের জন্যে ইমন ভাইয়ের জন্যে বরাদ্দ করা যায়কিনা ভেবে দেখতে বলব। ওখানে ওনার ছবি ও লেখাগুলো স্লাইড আকারে দেয়া সম্ভব কিনা, ভাবতে অনুরোধ করব। প্রথমপাতা যে আর কখনই ওনার নতুন লেখায় গর্বিত হবেনা, এটুকু কি করা সম্ভব? নাহলে নতুন ব্লগাররা অনেকটা বঞ্চিতই থেকে যাবে। নামটি হতে পারে ইমন স্মৃতি কর্নার।



#তার সব পোস্ট নিয়ে একটি সংকলন পোস্ট করা যায় কি? যেটি কিনা কর্তৃপক্ষ থেকে অফিসিয়ালি দেয়া হবে?



# বুঝি, এবারের অপরবাস্তব-৭ এ হুমায়ুন স্যারকে নিয়ে লেখা দেয়া হয়ে গেছে। তবুও তাকে উত্সর্গ করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।



#অপরবাস্তব-৮ ইমন জুবায়ের ভাইয়ের লেখাগুলো ও তাকে নিয়ে লেখা দিয়ে সাজানো যায় কি? তার জীবনীও করা যায় একটি অংশ জুড়ে।



#অপরবাস্তব ৮ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিলে, সবাই মানসম্মত ও বেশি লেখা জমা দিতে পারবে ইমন ভাইয়ের জন্যে।



#কোনভাবেই, আবার বলছি কোনভাবেই ইমন ভাইয়ের সৃষ্টিগুলিকে হারিয়ে যেতে দেয়া যাবেনা। তাই নির্বাচিত বা কিছু লেখার সংকলন নয়, সাহিত্যগুন সম্পন্ন ওনার সকল লেখার মূলায়ন সহ একটি প্রকাশনা চাই। আমি মনে করিনা, ওনার লেখাকে নির্বাচন/বাছাই করার যোগ্যতা ফলানো আমাদের উচিত। আমি বিশেষভাবে অনুরোধ করব যাতে এমনটি না করা হয়।




ব্লগের হুমায়ুন স্যার, মহান এই লেখককে জানাই শ্রদ্ধাঞ্জলি। পরম করুনাময় বিদেহী আত্মাকে চিরশান্তি প্রদান করুন।



ইমন ভাই, আপনাকে কোটি শ্রদ্ধা জানাই, আপনি ভালো থাকবেন, লিখে যান, ওপারে আমরাও আসছি, আপনার আর হুমায়ুন স্যারের লেখা না হলে সময় কাটবে কি করে?


--------------------------------------------------------------------

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

পরিবেশ বন্ধু বলেছেন:

যিনি আজ দূর আকাশের তারা




তিনি ইমন যুবায়ের যিনি আজ দূর আকাশের তারা
তার অবদান বাংলা ব্লগার জগতে দিয়ে যায় নাড়া
তারি চলে যাওয়া শুন্য খা খা এই মাঠ
আজি ঘুচিয়ে দিয়ে কোথায় তবে জমাবে রসের হাট
যদি মনখানি ফিরায়ে একবার দেখ নজর ভরে
ঘুমিয়ে রইল ভাষার যাদু এই না মাটির তরে
তারে জাগাতে আজি চল ভাই প্রতিজ্ঞা কিছু রাখি
তারি সম্পদ যতনে আগলে তায় ছবি আখি ।

আর ছিলেন সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

তার স্মরণে মুক্ত বাংলা ব্লগ সংঘটন স্মরণ সভার আয়োজন
করা হবে ।
ঢাকার সব বন্ধুরা সম্মিলিত ভাবে এ আয়োজন এবং স্মরণ সভায়
একাত্মতা ঘোষণা এবং পরিবেশ সৃষ্টির লক্ষ্য মুক্ত মতামত আশা রাখি । ব্লগার ভাই প্লিজ সারি করে ইমন ভাইয়ের স্মৃতি সংরক্ষণে
সহযোগিতা আশা রাখি
ইমন যুবায়ের স্মরণ সভা আয়োজক কমিটির সদস্য তারাই যারা
এ পোষ্টে যোগ দিবেন ।
সময় পরে ঘোষণা করা হবে ।

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার এই লেখাটি খুবই ভালো লাগলো... সফল হোক সবাই মিলে তাকে সম্মান জানানো হোক... সাথে আছি, হৃদয় থেকে...

২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

মাক্স বলেছেন: সহমত।

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ বড় ভাই.....

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

অনিক আহসান বলেছেন: ইমন জুবায়ের ভাইর সকল লেখা সংরক্ষন ও সংকলনের জন্য সামহোয়ারিন কর্তৃপক্ষ ও ব্লগারদের অনুরোধ করছি।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার পক্ষ থেকেও অনুরোধ.....



ধন্যবাদ, ভালো থাকবেন...

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

কলম.বিডি বলেছেন: সহমত। +++++++++++

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ আপনাকে!! সময় করে এটি দেখবেন প্লিজ!! অবস্থা ভয়াবহ!!

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: :(

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.