![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাঙ্গাইলের গণধর্ষনের শিকার মেয়েটির কেস কে ভিন্ন খাতে প্রবাহিত করবার পাঁয়তারা শুরু হয়ে গিয়েছে। ভিক্টিমের পরিবার দাবী করছে, পুলিশ এমন ভাবে কেস সাজিয়েছে যাতে করে আসামীরা জামিন পেয়ে যায়। এজাহারের নানান বিষয়ে বাদীর আপত্তি থাকলে পুলিশ সেটা পাত্তা না দিয়ে নিজের মত এজাহার লিখে। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার একজন আইনজীবীর মাধ্যমে এজাহার লিখা হয়েছিল যেটি নিয়ে থানায় গেলে ওসি তা ফেলে দেন। এ সময় ওসি বলেন, 'আসামি গ্রেফতার করছি আমি আর এজাহার লিখব তোর মনমতো?' এ সময় ওসি বিশ্রী ভাষায় গালাগালও করেন এবং নিজের মতো এজাহার লিখেন। শুধু তাই ই নয়, মেয়েটিকে রেললাইন থেকে উদ্ধার করা হলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে সে পালিয়ে ঘটনাস্থল থেকে বাড়ি চলে যায়।এই লাইন থাকলেই ধর্শক রা ইজিলি জামিন পাবে!!১৪/১৫ বছরের যেই মেয়েকে টানা ৪ দিন রেপ করা হয়েছে সেই মেয়ে কি করে প্রায় ৬৫ কি মি পাড়ি দিয়ে রেল লাইনে পৌছাল সেটাও ধোঁয়াশা!!!!
আশা করছি, এই এজাহারের মাধ্যমে ধর্ষকরা খুব দ্রুত ছাড়া পেয়ে যাবে এবং আরেকজন কে ধর্ষন করবে। আসুন, আমরা ঘুমাই।
.... কেমন লাগে বলেন?
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেটাই ভাবছি!! এত কিছুর পরেও!!!!!!!!!!!!
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬
মাক্স বলেছেন: এই খবর সত্য হলেতো খুবই খারাপ লাগবে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেটাই ভাবছি!!
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫
একজনা বলেছেন: খারাপ লাগলেও আমাদের হতাশ হলে তো চলবেনা। পুলিশ প্রশাসন আর বিচার ব্যবস্থা ঠিক করার উদ্দেশ্যে আমাদেরকে গণপ্রতিবাদ, মানববন্ধন, মিছিল অব্যাহতভাবে করে গিয়েই সরকারকে বাধ্য করতে হবে। নইলে আমাদের নীতিনির্ধারকদের টলানো যাবেনা।
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হতাশ নই! আমি তো জানি কতটা মগের মুল্লুক সেটি!!!! আমরা অন্দলের মাধ্যম্যে বিষয়টি সামনে আনবই!!!!
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২২
*কুনোব্যাঙ* বলেছেন: পুলিশ ভাই জিন্দাবাদ! আপনারাই বস!! আসামী পক্ষ মনেহয় ওসিরে ভালোই টাকা পয়সা দিছে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মাথা গরম হইতেছে ভাই!! এইরকম শয়তানের বাচ্চাদের কি করা দরকার!!
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৬
*কুনোব্যাঙ* বলেছেন: ইনফো অথেনটিক হইলে যদি পারেন অপুর্ন ভাইরে এই খবরটা দিয়া দিয়েন। স্টিকি পোষ্টে একটা আপডেট দিয়া দিবনে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: করলাম
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪
শিপন ব্লগার বলেছেন: চব পুলিচ চালারা চয়তান । য়েই ওচি চালাকে দর্চন করা ওক
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৮
বাংলার হাসান বলেছেন: আশা করছি, এই এজাহারের মাধ্যমে ধর্ষকরা খুব দ্রুত ছাড়া পেয়ে যাবে এবং আরেকজন কে ধর্ষন করবে। আসুন, আমরা ঘুমাই।
আমরা কি মানুষ?
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মনে হয়না
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪
বন্ধুহারা বলেছেন: পুলিশ গুলা কবে মানুষ হবে?
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমদের থেকেই শুরুটা হোক...
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭
১১স্টার বলেছেন: যে দেশে ধর্ষকরা প্রকাশ্যে সেঞ্চুরী করে ও ঘুরে বেড়ায় কিছু হয়না সে দেশে এটা স্বভাবিক।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: না, বদলের প্রয়োজন আর চেষ্টার সময় এসে গেছে....
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮
আমিনুর রহমান বলেছেন: আমি হতাশ নই। এখন পর্যন্ত এই ঘটনাগুলোর বেশিরভাগই এমনটিই হয়েছে। আসামী'রা বিনা সাজায় মুক্ত হয়েছে ২/১ টা ব্যতিক্রম ছাড়া। গত রাতে যখন শুনতে পেলাম কেসে'র আইও তথা মধুপুর থানার ওসি কেসটাকে ভিন্ন খাতে নিতে চেষ্টা করছে অবাক হলাম। তাদের বিবেক তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে ভেবেছিলাম মিডিয়া, মানব-বন্ধন এসবে অন্তত সে ভীত হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এরা আমাদের বুড়ো আঙ্গুল দেখাতে তার বিন্দু মাত্র দ্বিধা করলো না! হায়রে দেশের অবস্থা !!!
কে ঘুমায় ঘুমাক। আমি ঘুমাইচ্ছিনা। আমি আমার সাধ্যের মধ্যে আমার বোনের পাশেই থাকবো। আমি ভাবতাম সামু'র ব্লগাররা অন্তত কি-বোর্ডটা ঠিক মত ফাটাতে জানে কিন্তু বলতে বাধ্য হচ্ছি কি-বোর্ডটাও ফাটাতে জানে না
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সাথে আছি, সাথে থাকব, আমি মোটেও হতাশ নই, এমনি হয় জেনে এসেছি!!!! তাই এই ঘটনা প্রতিবাদের আওয়াজে আরো মুখর হবার সাহস!
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
ুঃখবিলাস বলেছেন: এ আর নতুন কি? ছবিটা দিতে পারলাম না। লিঙ্ক দিলাম। দেখতে পারেন
Click This Link
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মূল পোস্টে শেয়ার করে দিলাম!!!! ধর্ষণের চেয়ে মারাত্নক তারপরে তার প্রতিনিয়ত ধর্ষণ!!! বিচার না পাওয়া হচ্ছে সবথেকে বড় মানবাধিকার লঙ্ঘন.....
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
নুসরাতসুলতানা বলেছেন: মন্তব্য করতে ইচ্ছা হলোনা।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হম
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৭
নষ্ট ছেলে বলেছেন: এত প্রতিবাদ আর মিডিয়া কভারেজ পাওয়ার পরও যদি এই অবস্থা হয় তাহলে অন্যদের কি অবস্থা তা অনুমান করাই যায়। কয়টা ধর্ষণের কেস মিডিয়া কভারেজ পায়? তার মানে বেশির ভাগ ধর্ষকই ছাড়া পেয়ে যাচ্ছে!
যতই প্রতিবাদ হোক, মিছিল হোক, মিডিয়া কভারেজ পাক, মানববন্ধন হোক, ধর্ষণ বন্ধ হবে না, যতদিন পুলিশ প্রসাশন আর বিচার ব্যবস্থা ঠিক না হয়।