![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মমতা সীমান্তে থাকেনা,
ভালবাসা বারুদের গন্ধে ছুটে পালায়।
সম্প্রীতি ওই বর্ডারে আর ঘুমোয় না,
ওর ঘুম ফেলানির চিত্কার কেড়ে নিয়েছে।
মানবতা সেই তো সেদিন,
পানি চেয়ে কেঁদেছিল,
তিস্তা নয়, নয় হিমালয়, দু ফোঁটা শুধু চেয়েছিল।
ব্যথা নেই আর, নেই ভালবাসা,
কান্না আসেনা আর, নেই কোনো আশা,
ফেলানি গিয়েছে, কত যে গেল,
হিসেব করে পাইনা,
চোখ বুঁজে আছি, অসহায় আমি,
দেখতেও আজ চাইনা!
তুমি চলে গিয়ে,
ভালো করেছ, থাকলে কাঁদতে বিধাতা,
সীমানা প্রাচীরে,
তুমিও নেই আজ, নেই ওতে কোনো সততা।
শকুনের রাজ্যে হায়েনা প্রহরী,
নেই কোনো দিবা, দেই শর্বরী,
মানবাত্তার শত্রুরা সব,
করে হুড়োহুড়ি,
করে বাড়াবাড়ি।
সেথা প্রেমময়তা পরাজিত শুধু,
উষর বিরান হয়েছে ধুধু,
তোমার শোকে কাঁদে শুধু।
বালিকা তুমি কেদেছ বটে,
অবকাশ নেই শুনবার,
ফেলানি চিত্কার করনা বারবার।
তোমার যন্ত্রণা হায়না দেখেনা,
তোমার কান্না শকুনে শোনেনা,
রক্ত ক্ষুধা, তরল সুধা,
রক্তের ওদের গাহন,
ফেলানি তোমাকে করেছি বারণ।
_____________________________________________________
অসহায় মেয়েটির আর্তচিত্কারকে উত্সর্গ আমার শব্দগুলো।। সীমান্ত হত্যা বন্ধ হোক.......
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এটি দাবি নয় , এটি অধিকার, মানুষ হিসেবে জন্মানোর কারণে পাওয়া মানবাধিকার! ... ভারতে খারাপ কিছু হলে আর খারাপ লাগেনা.. মানবতা ওখানে বসবাস করে বলে আর মনে হতে চায়না
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
শকুনের রাজ্যে হায়েনা প্রহরী,
নেই কোনো দিবা, দেই শর্বরী,
মানবাত্তার শত্রুরা সব,
করে হুড়োহুড়ি,
করে বাড়াবাড়ি।
++++++++++++++++++++++++
বালিকা তুমি কেদেছ বটে,
অবকাশ নেই শুনবার,
ফেলানি চিত্কার করনা বারবার।
তোমার যন্ত্রণা হায়না দেখেনা,
তোমার কান্না শকুনে শোনেনা,
রক্ত ক্ষুধা, তরল সুধা,
রক্তের ওদের গাহন,
ফেলানি তোমাকে করেছি বারণ।
+++++++++++++++++++++++
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ...
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
রাসেল ভাই বলেছেন: সিমান্ত হত্যা বন্ধ হোক না হলে হত্যার বদলে হত্যা করা হোক । বাচঁলে যুদ্ধ করে বাচঁব কাঁটা তারে ঝুলে অসহায়ের মত প্রান দেব না ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দাবি নয় এটি আমাদের অধিকার..
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
রীতিমত লিয়া বলেছেন: আর কাটাতারে ঝুলন্ত কোন ফেলানি নয়। এবার রুখে দাড়াবার সময়!!
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্লাক হ্যাট হ্যাকারস আরো ৫০০ টি ওয়েব সাইট হ্যাক করেছে!!!! এটা চলুক আপাতত!! সরকার তো অথর্ব, ওরা অন্তত কিছু করুক!
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখেছেন
দৃষ্টিপাত
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ
আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।
আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
লিঙ্কনহুসাইন বলেছেন: সীমান্ত হত্যা বন্ধ হোক!
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৫
চৈতী আহমেদ বলেছেন: সীমান্ত হত্যা বন্ধ হোক!