নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

কবিতা ভালবাসার রং কোনটি?

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

নিজেকে অনেক বার জিজ্ঞাসে কুন্ঠিত করা প্রশ্নের উত্তর খুঁজি,

বাইরে বর্ষা অকৃপণ ঝরছিল তখন,

আমি আনমনে আবার যেন জিজ্ঞাসু হলাম,

ভালবাসার রং কি?

কি তার সুষমা, তার রূপ?

বৃষ্টির অবিমার ঝরে পড়া ঝুম শব্দ যেন প্রতিদ্ধনিত হচ্ছিল,

সেই একই শব্দের বিমূর্ত প্রতিচ্চারণে ।

কে যেন প্রবোধের সুরে বলে উঠলো মন মাঝে,

ভালবাসা যে আর কিছু নয়, সে যে এক রংধনু ।

তার শত রং, কোটি রূপ,

শব্দটা ভাবছিলাম চুপ ।

কখনো যা ব্যথার গাঢ় নীল,

সমুদ্র তীরে একা উড়ে চলা গাংচিল ।

মন মাঝে ভালবাসা কভু সাদা-শুভ্র পবিত্রতা,

তার ধ্বনিত আবহে শান্তিময়, শত বিশৃঙ্খল পৃথিবীটা ।

কখনো তা শান্তির সবুজ,

কখনোবা হলুদ হিমুর মত অবুঝ ।

বিষাদের একা পুকুর পারে বসে থাকা কখনো,

ধূষর কালচে ভালবাসা, ভালবাসি তখন ।

লালিমার আবেশ নিয়ে ভালবাসা আসে,

আবিরটুকু হৃদয়ে পরশ বুলিয়ে দেয়,

তাই ভালোবাসাকে রংধনুর রঙ্গে আকাঙ্খা করি ।



ভালবাসাকে কখনো আকাশে খুঁজে পাই, আকাশী শুদ্ধতায়,

বিমোহিত করে যা প্রতি পলকে, নিদারুন মুগ্ধতায় ।



ভালবাসা যেন তুমি, সমস্ত আবেগ আর অনুভুতির রং ও প্রতিচ্ছবি,

ভালবাসা তুমি রংধনু, যে কারণে, কারো মন কবি ।

পৃথিবীর শত রঙ্গে শেষ হয় না যার মহিমা,

সর্গতুল্য দেবী ভালবাসা, মন প্রতিমা ।

এলোমেলো ভাবছি একা একা, হয়ত যুক্তিহীন,

এলো হোকনা, তবু ওতেই চায় মন হতে বিলীন ।



বৃষ্টিটা ঝিমিয়ে এলো যেন কিছুটা,

কিরণের হালকা এলো ছায়া রং মনটা ছুঁয়ে গেল,

দূরে তাকিয়ে একটুকরো ভালবাসা দেখলাম, তোমাকে,

বৃষ্টিকে ছাপিয়ে মিষ্টি হেসে রংধনু দেখছে আমায়,

বললাম, আমি ভালবাসি তোমায় ।।

_____________________________________________________

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

অংকনের সাতকাহন বলেছেন: অনুভূতির প্রকাশটুকু ভাল লাগল :-)

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক বেশি ধন্যবাদ.....

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

নির্জন শিশির বলেছেন: ভাল লাগলো কথামালা

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ..... :D

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

পৃথিবীর শত রঙ্গে শেষ হয় না যার মহিমা,
সর্গতুল্য দেবী ভালবাসা, মন প্রতিমা ।
এলোমেলো ভাবছি একা একা, হয়ত যুক্তিহীন,
এলো হোকনা, তবু ওতেই চায় মন হতে বিলীন ।

প্রথম প্লাস দিলাম শুধু এই লাইন গুলোর জন্য আর পুরো কবিতাটি ২ বার পড়লাম অনেক ভালো লেগেছে ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন:
আপনি পছন্দ করেছেন তাই অনেক ভালো লাগলো... খুশি হলাম...

ভালো থাকবেন ...
:)

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

গ্রাম্যবালিকা বলেছেন: ওয়াও! চমৎকার লিখেন আপনি! ভালোলেগেছে অনুভুতিটুকু, ফিল করতে পারছি----------নাইস

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: @গ্রাম্যবালিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ!!!!! ভালো লেগেছে জেনে প্রীত হলাম!!

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা ভ্রাতা !!!

কাহিনী কি ? :#> :#> :#>

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে ধন্যবাদ ভ্রাতাশ্রী !!!!

কি কাহিনী বিষয়ে বলছেন বলুন তো? আবার লজ্জাও পাচ্ছেন মনে হলো? =p~ =p~ =p~ =p~

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আবারও রংধনু :D

আমাকে কিছু রঙ দেন।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে ধন্যবাদ!!!

কবিতায় করে রং দিলাম, বুঝে নিবেন.....


"আমার দেখা রংধনুটির সবগুলো রং
দিলাম ছড়িয়ে আকাশ পানে,
মাতাল হাওয়ায়, কবিতায়-গানে।
হাত বাড়িয়ে ছুয়ে দিলেই হবে,
ধন্য হবে,
রংগুলো পূর্ণতা পাবে,
আরো একটু রঙিন হবে,
যতটা বেশি আমার হবে,
ততটাই ঠিক তোমার হবে।। "

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.