![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমি সাদাকালো ছিলেম কভু,
আমাতে রং ছিলনা কোনো,
ছিলনা কোনো অস্থির বিরূপতা ।
আমি একটি লাল পেলাম,
রাঙিয়ে দিল যা আমার চোখ ।
আমি পেলাম কিছুটা সবুজ,
রাঙিয়ে নিলাম তাতে এ মনটা অবুঝ ।
আমি তবুও রঙের পিয়াসী,
একদিন একটি নীল এলো,
বলল, আমাকে ছুয়ে দিবে তার নীল এ ।
আমি তবু আকাশী খুজি,
তাও পেয়েছি, আজ বুঝি ।
একটি বেগুনি ব্যথা খুজিনি,
তবুও পেয়েছি তা এমনে ।
না, আমি রং খুজিনা আজ,
রংধনুটা যে এখন আমার ললাট তাজ ........."
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার নামটি স্বার্থক হলো এরই সাথে.. হে হে হে
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
নির্জন শিশির বলেছেন: ভাল লেগেছে, শুভকামনা
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ!!
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
রীতিমত লিয়া বলেছেন: চমেত্কার চমেত্কার
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ !!!!!
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
কিসের এত কষ্ট আপনার যা পুরো কবিতাটি নীল বেদনায় ভরিয়ে তুলেছে
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: উহু, এটি কষ্টে নীল কারো ভালবাসার রংধনু পাবার আনন্দের গল্প....
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
একজন আরমান বলেছেন:
ব্যাথাময় কবিতায় প্রথম ভালো লাগা।
ধর্ষকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন:
-----------------------
তারিখঃ ১০ই জানুয়ারী, ২০১৩
সময়ঃ এখনও নির্ধারণ করা হয়নি।
স্থানঃ বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় সংলগ্ন।
০৯ তারিখ কর্মসূচির বিস্তারিত জানানো হবে।
০৮ এবং ০৯ তারিখ মিটিং আছে।
বরিশালের ব্লগাররা যোগাযোগ করুনঃ
একজন আরমানঃ ০১৯১৮০৫০৫৮০
নেবুলা মোরশেদঃ ০১৭২৩৩৮৮৫৭১
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ, ভালো লাগা ও আপডেটের জন্যে, কাল সব মিলিয়ে একটা পোস্ট দিব বলে ভেবেছি.... সেটি সবার প্রোফাইলে মন্তব্য করে দিয়ে দেব....
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪২
নিয়েল ( হিমু ) বলেছেন: অলিতো এখন VIP বিজি । তাকে খুজে বের করে তার পোষ্ট পড়তে হয় ।
এই কবিতাও আপনার ? ভাল লাগছে খুব
০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এহ এহ এহ ! হিমু ভাই নিজে VIP মানুষ অথচ আমার মত ছোটভাইকে সেসব বলে পঁচান? সিলেটে কি কোনো ফরমালিন নাই? তাও তো শীতকাল!! পঁচান কেন?
জ্বি ভাই, আমার লেখা .... ভাল্লাগছে? ধন্য ধন্য!!!!! অনেক ধন্য যোগ!!
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রঙের দরকার নাই।
ভাল লেগেছে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: রংধনু পেয়ে গেছি, ওতেই সব রং থাকে.....আর কি চাই?
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩
আশিক মাসুম বলেছেন: +++++
না, আমি রং খুজিনা আজ,
রংধনুটা যে এখন আমার ললাট তাজ ........."
০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ ভাইয়া.... ভাল থাকবেন...
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৮
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা ভ্রাতা +++++++
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনকে অনেক বেশি ধনবাদ ভাইয়া.....
প্রতিটি মুহূর্ত ভরে উঠুক হাসিতে,
দিনগুলো ভরে উঠুক খুশিতে,
জীবনটা কেটে যাক, হাসিতে-খুশিতে... শুভকামনা।।
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
ইখতামিন বলেছেন: খুব ভালো লেগেছে
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাই ভাই,
প্রার্থনা করে যাই,
ভালো থাকেন, দারুন যাক,
সব সময়, খুশিতে ভরুক,
আনন্দময় হোক,
আপনার জীবন-মন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
হিহিহি কষ্টময় কবতেক