নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

"অসঙ্গায়িত মানবী"

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

দৃষ্টি আমার বৃষ্টিভেজা নয় তবু,

চেয়ে রয়েছি আকাশে একটু সিক্ত অনুভব নিয়ে,

সমস্ত আনন্দের মূঢ় বহিঃপ্রকাশ তুমি ।

তুমি শব্দের অর্থবোধকতা অস্পষ্ট, কুয়াশাচ্ছন্ন যেন

আমার কাছে, আমার মাঝে এক তুমি বসত কর অহর্নিশ,

কোনো এক স্বর্গীয় পরশ হয়ে,

আমাতে চল বেয়ে,

তোমাকে তাই জীবন নদী বলি ।



"তুমি" আর "তোমাকে" সঙ্গায়িত করতে গিয়ে,

ক্ষণে ক্ষণে দ্বিধান্নিত হই, হই চিন্তিত-ভাবুক ।



তুমি আমার একা পথ চলায়,

এক নিকট পদশব্দ,যা অনুভাবিত করে,

চলার গতি স্লথ করে যা আমাকে কান পেতে শুনতে বলে

অদৃশ্য তোমার নুপুরের নিক্কন ।

তুমি, হৃদয়ের সূর সুষমা, কোনো বিমূর্ত সঙ্গীত যেন,

যেন হাওয়ার ছন্দে কাঁশবনের দোলা দিয়ে যাওয়া সুখ তুমি ।



তবু তুমি আমার মায়াপুরীর এক মোহমায়া যেন,

জানিনা কোন ঘোরে, তোমার মাঝে মন এলোমেলো এত ।

এত আনমনা যেই তুমি তে, তা যেন রহস্য,

তোমাকে ভালোবেসে যাই স্নিগ্ধ মমতায়,

তোমারি ভাবনা রত ।

তোমার চোখে, মিষ্টি পলকে অপলক তকিয়ে,

ভেবে পাবার চেষ্টায় ব্রত হই, তুমি কি ??



আমি তল হতে অতলে হারিয়ে যাই যেন,

ওই গভীর কালো আল্পিত চোখের মায়াময়ী গহবরে ।

সে যেন বড় অমোঘ নিয়তি আমার,

ও চোখে ডুবে মরব, হব তোমার ।

তুমি তাই সুনয়না, মায়া-পরী,

যে আত্মার মোহে বাঁচি, যে দৃষ্টিতে মরি ।

___________________________________________________

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

রীতিমত লিয়া বলেছেন: ও চোখে ডুবে মরব

কবির কবিতা খুবই ভাল লাগল। চালিয়ে যান

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ, আপনাদের উত্সাহেই তো.........


ভালো থাকবেন....

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

টুম্পা মনি বলেছেন: আপনার আর আমার একটা মিল আছে। তা হল আপনিও কবিতায় আমার মত বানান ভুল করেন। :P

কবিতা ভাল হয়েছে। শুভেচ্ছা কবি।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ =p~ =p~ =p~

বাংলা লিখতে পারিনা আসলেই। দাড়ান দেখতেছি !!

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

এহসান সাবির বলেছেন: খুব সুন্দর।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ এহসান সাবির ভাইকে !!

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

লোনলিফাইটার বলেছেন: আগের পোস্ট গেলো কই?

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবাই ব্যস্ত, তাই সরিয়ে নিলাম..... সংশোধন করে পরে একসময় পোস্ট করব হয়ত.....

আপনি ভালো আছেন তো?

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

শান্তা273 বলেছেন: "তুমি" আর "তোমাকে" সঙ্গায়িত করতে গিয়ে,
ক্ষণে ক্ষণে দ্বিধান্নিত হই, হই চিন্তিত-ভাবুক ।

ভালোলাগা রইল খুবই।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ,,,,,

ভালো থাকবেন .............

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি তল হতে অতলে হারিয়ে যাই যেন,
ওই গভীর কালো আল্পিত চোখের মায়াময়ী গহবরে ।


ওরে প্রেম .....................

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেই লেভেলের প্রেমে না পড়লে কিন্তু লেখা সম্ভব না!! দেখেন আমি লিখে ফেললাম, অসম্ভব সম্ভব করলাম না? নুপেল দিবেন না? দেন না প্লিজ লাগে!? =p~ =p~ =p~

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:
:D :D :D

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ;) =p~

৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: ৪র্থ ভালোলাগা ভ্রাতা ++++++++

কি খবর ? আছেন কেমুন ?

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এইত ভাইয়া চলছে, একটু আধটি হৃদয়ে রক্তক্ষরণের ভেতরে .........আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া... আপনি কেমন আছেন!?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.