![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন বিকেলে একটু আশংকা ছিল,
আকাশ জুড়ে কিছুটা মেঘ
দৃষ্টি জুড়ে তুমি।
ছিল ছেঁড়া একটা দিন ,
লালচে আকাশে ছিল ছেড়া কিছু মেঘ,
তোমার হাতদুটো বুকে চেপে ছিলাম আমি।
লালচে তোমার গালে হাত রাখতে দ্বিধা ছিলনা কোনো,
ছিলনা তোমায় হারানোর কোনো ভয়,
তোমার চোখের আয়নায় নিজেকে দেখছিলাম যে।
তোমার আবেগী ঠোঁটদুটো কাঁপছিল,
কাঁপছিল আমার হৃদপিন্ড,
তোমার নাম জপছিল
মন তোমাকে ভালোবেছিল, সেই ক্ষণেতে।
মেয়ে তোমার অধর, আমায় বলছিল ছুঁয়ে দিতে,
কম্পনমান সে স্পর্শে বিলীন হতে চাইছিল,
কিছু লালচে আভা ছিল ওতে।
ওর ভেজা ভেজা বৃষ্টিকণা মিষ্টি ডাকছিল,
ঠোঁটের পানে,
আমি হারিয়েছি সেক্ষণে,
হারিয়েছিলাম অপ্সরা তোমাতে।
কোনো এক স্বর্গের দোর খুলে ওরা আলাদা হয়েছিল,
ব্যাকুল শুধু কোনো স্বর্গের সুষমা নিয়ে,
যেন অপেক্ষায় ছিল।
আমি শত তৃষ্ণার্ত,
পান করব তোমাকে,
আমি শুষ্ক কোনো মরু,
যে বৃষ্টি চেয়েছিল।
অধরে-অধরে সে আলিঙ্গন,
আমি হারিয়েছিলাম,
প্রিয়া তোমাতে, তোমার ঠোঁটের ভাঁজে,
তৃষ্ণার জল করেছি পান,
পুড়েছি কিছু উষ্ণ আর্তনাদে,
লালচে সে গোধুলির লগ্নে, সেই স্পর্শে।
আমি মাতাল পান করেছি সে অধর সুধা,
অস্থির তোমাকে আকড়ে ধরেছি,
প্রচন্ড প্রবল, এই বুকে,
শত প্রার্থনার সে স্পর্শে
ব্যাকুল হয়েছি নিদারুন
সত্তা হতে জমিনে, জমিন হতে আরশে। :#> :#> :#>
____________________________________________________
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: :!> :!> :!> :!> :!> :!> :!> অনেক বেশি!! (লজ্জিত ধন্যবাদ)
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
অপু তানভীর বলেছেন: আহা ! আহা !
আমার কারো কথা মনে পড়ে গেল !
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
ইশ, আমারও............
যারা তাদের প্রিয়জনকে খুব বেশি মিস করে, তাদের জন্যে আমার কয়টি খুব প্রিয় লাইন ...
So lately been wondering,
who will be there to take my place,
when Im gone, you need love,
to light the shadows on your face...
if a great weave shall fall,
it fall upon us all....
and in between sand and stone,
could you make it on your own?
If I could,
then I would
I will go wherever you will go...
way up high, and down low,
I will go wherever you will go........
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
২ য় ভালোলাগা ++
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, আপনি ভালো থাকবেন সবসময়, এই শুভকামনা আপনার তরে....
৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
আশিক মাসুম বলেছেন: সুন্দর।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
মিজানুর রহমান মিলন বলেছেন: অধরে-অধরে সে আলিঙ্গন,
আমি হারিয়েছিলাম,
প্রিয়া তোমাতে, তোমার ঠোঁটের ভাঁজে,
তৃষ্ণার জল করেছি পান,
পুড়েছি কিছু উষ্ণ আর্তনাদে,
লালচে সে গোধুলির লগ্নে, সেই স্পর্শে।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিজানুর রহমান মিলন ভাই
৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৯
মাক্স বলেছেন: সুন্দর!!!!
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই
৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৫
রীতিমত লিয়া বলেছেন: ভালবাসায় মাখামাখি কাব্য
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি, পড়েছেন তাই কৃতার্থ....
৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
ইখতামিন বলেছেন: এখন আর তেমন কেউ নেই.
দুঃখ ছাড়া নেই যে কিছু আর
পড়ে খুব ভালো লাগলো..
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই আপনাকে অনেদ্ক ধন্যবাদ জানাই....
৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
অপূর্ণ রায়হান বলেছেন: ৩য় ভালোলাগা
ভ্রাতা দেখি ভালো কোবতেও লিখেন +++++++
ভালো থাকবেন সবসময়
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা, মেলা প্রতিভা, ভাবতেছি একখান ট্রান্ক ম্যানেজ কইরা সংরক্ষণ করমু!!!!!!
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
গ্রাম্যবালিকা বলেছেন: লজ্জা লজ্জা। :!> :#>
অনেক ভালো লেগেছে ভালোবাসায় ভাসাভাসি কাব্য।