![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন, কাঁদছ কেন একা বসে?
তুমি তো বলেছিলে গর্বিত,
কখনো হেরে যাবেনা,
বলেছিলে কখনো ছেড়ে দেবেনা হাল,
কেন বিষন্ন একা আজ তুমি?
কেন খোলা আকাশে একা তোমার বিচরণ,
কেন মন?
জীবন, তুমিই তো বলেছিলে,
অনেকটা বাঁচবার রয়ে গেছে,
আরো বেশি ভালোবাসবার আছে,
তবে ভালবাসা দুরে সরিয়ে,
ঘৃনা জড়িয়ে কেন আজ তুমি?
মৃত কেন তোমার স্পন্দন?
কেন বাচতে চাইছনা আর এমন?
কেন জীবন?
স্বপ্ন, তুমিই তো দেখিয়েছিলে,
রঙিন কিছু গল্প বলেছিলে,
সত্য বলেছিলে ওদের, আমার তরে।
আর ধূসরবর্ণ কেন তবে তুমি?
বড্ড রংহীন দুস্বপ্ন কেন আমার এই ক্ষণে,
সব হারিয়ে কেন তবে আজ, কান্নায় তোমার বিচরণ?
কেন স্বপ্ন, তুই এমন?
প্রেম, তুমি আমার হবে বলেছিলে,
বলেছিলে ভাসাবে আমায়
তোমার অপার আনন্দ সুধায়,
ডোবাবে আমার, তোমার অমৃত সায়রে।
আমি তোমায় তবে কেন পেলাম না?
পারলাম না, ধারণ করতে তোমায় এই মনে,
এই জীবনে,
কেন চলে গেলে
প্রেম, সব আমার ছেড়ে যাবার এই ক্ষণে?
আঁধার, আমায় শুনিয়েছিলে, কখনো ডাকবেনা,
আলোর সাথে আমার বন্ধুত্ব, টুটবেনা।
আমার ছিল, সকল প্রদীপ, সকল আলো,
তবে কেন বলো, ওরা নিভে গেল?
সকল রশ্মি কেন দূর হয়ে গেল,
আমার সুর্যালোক কে কেড়ে নিলো?
আঁধার, এ আমার কি হলো?
বেদনা, আজীবন আড়ি নিলাম তোমার সাথে,
তবে কেন তোমার ফিরে আশা, এই আমাতে?
অমিত তোমায় চাইনি,
আমাতে এসো, কভু বলিনি।
আনন্দ বিনে, আর কিছু জানিনি,
কান্নার জল শুকিয়ে গেছে বলেছিলে,
আজ কেন তবে এ আঁখি আমার হল ছলছল?
এ আমার কায়মন, তোমা হতে নিস্তার চায়,
বেদনা, তুমি আজ এ আমাতে কেন হায়?
তুমি দুর্বার হও মন,
তুমি দুর্বিনীত হও জীবন।
আরেকটু স্বপ্নিল হও স্বপ্ন,
হও আরেকটু রঙিন কোনো গল্পের শিরোনাম।
প্রেম তুমি যেওনা আমায় ছেড়ে,
তুমি ছাড়া আমি একা যাব শুধু হেরে।
আঁধার তোমারা দুরে চলে যাও,
এ মন-এ প্রাণ, আলোতে হারাও।
বেদনা তুমি থেকে যেতে পারো,
আমাতে থাকো, আনন্দের অপেক্ষা করো।
_____________________________________________________
অনুভুতিগুলো বৃক্ষের মত, ওরা ডালপালা মেলতে ভালোবাসে।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দীর্ঘশ্বাস থেকেই যে লেখার জন্ম........
২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০২
সুপান্থ সুরাহী বলেছেন:
চমৎকার একটি কবিতা...
সহজেই মনের ভেতর জমে থাকা কথামালার উদগীরণ...
কিপিটাপ ব্রো............
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যান্কস আ লট ব্রো!!!!!!!!
৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
রীতিমত লিয়া বলেছেন: তুমি দুর্বার হও মন,
তুমি দুর্বিনীত হও জীবন।
আরেকটু স্বপ্নিল হও স্বপ্ন,
হও আরেকটু রঙিন কোনো গল্পের শিরোনাম।
চমৎকার চমৎকার চমৎকার
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ লিয়া !!!!!
শুভকামনা জানাই....
৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার একটি কবিতা
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!!
ভালো থাকবেন কান্ডারী অথর্ব
৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: অনুভুতিগুলো বৃক্ষের মত, ওরা ডালপালা মেলতে ভালোবাসে।
এজন্য দুঃখকে প্রশ্রয় দেয়া উচিত না
১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ট্রু, ওদেরকে লালন করলে বড্ড বেশি পেয়ে বসে.....
হুমায়ুন স্যারের লেখায় পরেছিলাম বোধয়, "মানুষ নিজেকে দুখী ভাবতেই ভালবাসে......" বড় বেশি সত্য মনে হয় কথাটি....
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++++
অনেক সুন্দর লিখেছেন ভ্রাতা
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ ব্রাদার!!!
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১
নিয়েল ( হিমু ) বলেছেন: আমার সূর্যালক কে কেড়ে নিল ?
(একটা দির্ঘনিঃশ্বাস বেড়িয়ে গেল অজান্তেই এই লাইনটা পড়ে)