নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

♣ মেয়ে, ও চাঁদে যেন ছায়া না পড়ে..............♣

১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮





“নীল আকাশ থেকে একটু সাদা মেঘ নিয়ে এসে,

তোমার গালে ছোঁয়াব,

আর নদী তটে কিছু শুভ্র কাশঁফুল ফোটাব,

তোমার তরে।

তুমি হাসবে বলে, আমি চেয়ে রব তোমার চোখে,

মন খারাপের চুলগুলো যখন ও চোখে এসে পড়বে,

সরিয়ে দেব ওদের।

উদাস কখনও হতে পারেনা সূর্য,

হতে পারেনা এই ধরিত্রী কভু বঞ্চিত,

তোমার হাসির মিষ্টতা হতে,

হতে পারেনা বিধাতা কভু তুষ্ট,

দেবী তোমায় দেখে এততুকু রুষ্ট।”

মন্তব্য ১৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: +++++++++++

১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ *কুনোব্যাঙ* :)

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লেগেছে। :)

১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ___________________________________________________
স্বর্ণা বলেছেন, ভালো লেগেছে,
দিকভ্রান্ত*পথিক তাই, ধন্যবাদ দিয়েছে!!!!
B-)

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৮

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: আপনার কবিতা ভালো লাগে........সুন্দর।

১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা নিন, সাথে থাকবেন...... :) :)

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭

এহসান সাবির বলেছেন: খুব ভালো।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি!!!

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি!!!

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

+++++++++++++++++++

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ ভাইয়া!!!


ভালো থাকবেন!!! :#)

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

রীতিমত লিয়া বলেছেন: একটু খানি হাসির জন্য এত কষ্ট!!! ঐ মেয়েকে বলি,

মেয়ে পেয়েছিস এমন মানুষ তুই
করিস নে আর গাই গুই!
:P :P ;)

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বোঝেনা সে বোঝেনা,
সে তো আজও বোঝেনা........
B:-/

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর +

অটঃ পড়বে।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ করে দিলাম..।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০

আমিভূত বলেছেন: বাহ ভালো লাগলো ,প্রিয়তে নিলাম :)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রীত হলাম ভাই!! ধন্যবাদ!!!!! B-)

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: ৭ লাম্বার পিলাচ +

কি শুরু করছেন ভ্রাতা ! আমি দুই এট্টা কোবতে লিখতাম , আপনে দেখি আমার প্লেস মাইরা দিতাসেন X(

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রায় তিনশোর বেশি লাইনে আছে







মুহাহাহাহাহাহা
=p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.