![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেবেলা পিছে ফেলে দিয়ে, ওর পিছে ছুটে চলা,
শৈশব হারিয়ে, শৈশব খুঁজে চলা,
কথা সব শেষ করে, কথাগুলো ফের বলা,
হয়না বাস্তবতার সাথ ওদের দেখা তব,
আঁকড়ে ধরে থাকি অবাস্তব সব।
কেড়ে নিয়ে কত স্বপ্ন, সময়ে পেরিয়ে গেছে,
কত উচ্ছল দিন কোথায় যেন হারিয়ে গেছে,
তবে হারানোকেই ভালবাসি, ঋণ কিছু ওদের কাছে।
শুধু ফিরে ফিরে চাওয়া, শুন্যের পানে,
শুধু বারে বারে হারানো, পুরনো গানে,
এগিয়ে যাবার পথ ধরে, পিছু কে যে টানে।
অবিরাম অনুভুতির ঢেউ যেন প্রতিকূলে বইতে চায়,
কেন ফিরে যেতে চায় হারিয়ে ফেলা সময়ে?
কেন আবার মন দেখতে চায় নিজেকে, ফেলে আশা অবয়বে?
নিজেকে নিজে ঠকানো কোন এক মায়া,
পিছে দেখে যায় সে অস্তিত্ব কায়া?
কেন আজকের জীবন, কালকের ছায়া?
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ব্রো!!
২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
শান্তা273 বলেছেন: কবিতায় ভালোলাগা রইল অনেক!
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি আপনাকে... ভালো থাকবেন সবসময়...
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
ইখতামিন বলেছেন: ভালো লাগা সহ +++
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি আপনাকে... ভালো থাকবেন
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
বাংলার হাসান বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল +++
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ আপনাকে!!!!!
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: I MISS YOU .....
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: dedicated
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
নিয়েল ( হিমু ) বলেছেন: ভাল লাগল খুব