![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজবাড়ীতে পাঁচ(৫) বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামিন পাওয়া তরুণ একই শিশুকে গত ১৩ ই জানুয়ারি, ২০১৩, রোববার ধর্ষণ ও তারপরে হত্যা করে।
সদর উপজেলার মূলঘর ইউনিয়নের গোপালপুর গ্রামে গতকাল রোববার সকালে ধর্ষণ ও হত্যার ঘটনাটি ঘটে। মেয়েটি(৫) স্থানীয় একটি ব্র্যাক স্কুলের শিশু শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মেয়েটি সকাল ১০টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় গ্রামের মৃত আশরাফ আলী শেখের ছেলে রইচ শেখ (১৮) তাকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। এর আগে ওই শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় রইচ শেখকে গত বছরের ১৫ জুন গ্রেপ্তার করা হয়। ওই দিনই শিশুর বাবা আফজাল মৃধা বাদী হয়ে রইচের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন। ওই মামলা বিচারাধীন অবস্থায় তিনি হাজতবাস করেন। গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তিনি জামিন পান।
পুলিশের হেফাজতে থাকা অবস্থায় রইচ শেখ মেয়েটিকে হত্যার কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ওর (মেয়েটির) জন্য আমি ছয় মাস জেল খাটছি। এ সময়ে আমার বাবাও মারা গেছে। আমি ওকে বাঁশবাগানে ডেকে নিয়ে পেটে লাথি মেরে হত্যা করেছি।’ তবে তিনি ধর্ষণের কথা অস্বীকার করেন।
১৪ তারিখের প্রতিক্রিয়া:
আমি কি বলব? আমার সত্যি আজ কিছু বলার নাই .......... এই হলো আমাদের আইন, যেখানে ধর্ষককে ছেড়ে দেয়া হয় জামিনে গিয়ে ধর্ষিতাকে আবার ধর্ষণ করে করার জন্যে!!!
এই হলো আমাদের বিচার!!
বিচারক, আমি আপনাদের জন্যে তালি বাজাতে চাই!! আপনারা অসাধারণ!!! এমন ভয়াবহ কোনো কিছু আমি আর শুনিনি... আমি হতবাক হয়ে গেলাম.....
আর কি জানতে চান? আরো কিছু জানার আছে? মেয়েটিকে মেরে ফেলা হয়েছে!! আর কি বলার আছে? আমি নারী হলে আর ভয় পেতাম, আমি পুরুষ হয়ে আজ লজ্জিত!!!! আমি মানুষ হিসেবে আজ লজ্জিত!!! আমি মেয়েটির আত্নার মাগফেরাত কামনা করছি!!!
______________________
এখন রাজবাড়ির সেই নরপিশাচ, ধর্ষনকারীকে অপ্রাপ্ত বয়স্ক প্রমান করার জোর চেষ্টা চলছে। এলাকার প্রভাবশালী, চেয়ারম্যান ও পরিবারের সদস্যরা চেষ্টা করছে তাকে ততাকথিত "১৪ বছর বয়সী, অপ্রাপ্ত বয়স্ক" বানানোর চেষ্টা করা হচ্ছে। এই কাজে তদন্ত কমকর্তারাও সাহায্য করছেন বলে জানা যায়!!
তার জন্ম নিবন্ধন সার্টিফিকেটে কাটা ছেঁড়ার প্রমান পাওয়া গেছে। ছেলেটিকে দেখে অপ্রাপ্তবয়স্ক মনে হলেই আদতে সে ১৮/১৯ বছরের একজন প্রাপ্ত বয়স্ক বলে তার স্কুল সার্টিফিকেট থেকে প্রমান পাওয়া যায়।
কতটা ঘৃণ্য মনোভাব হলে ক্ষমতাবানরা একজন ধর্ষক ও হত্যাকারীকে বাঁচানোর চেষ্টা করতে পারেন? আজ যখন ওদের মত পশুকে বাঁচানোর জন্যে গ্রামের প্রভাবশালীরা ও কর্মকর্তারা চেষ্টা করেন, আমার সত্যি কিছু বলার নেই, আমি নির্বাক......
ধর্ষকদের কোনো ক্ষমা নাই,
একটাই শাস্তি ফাঁসি চাই।।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
জুলকারনাই১৯৬৭ বলেছেন: এজন্যে ইসলামী পাথর ছুঁড়ে মারার আইন উত্তম---আত্মা বের না হওয়া পর্যন্ত এমন পাপাত্মাদের পাথর ছুড়েই মারতে বলেছে আল্লাহ!! সেই আইন ছাড়া অন্য কিছুতেই কিছু হবেনা ?
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধর্ষকদের নির্মমতর ও দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য!!!!
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
শার্লক বলেছেন: আমি ওকে বাঁশবাগানে ডেকে নিয়ে পেটে লাথি মেরে হত্যা করেছি।’ তবে তিনি ধর্ষণের কথা অস্বীকার করেন। হারামীরে তিনি বলে কোন হারামী পত্রিকা লিখছে।
হারামী যে কাজটা করছে সেটা কি শিশু শুলভ কাজ? হারামীর বয়স যদি ১৬ বছরও হয় তাইলেও ওর কঠিন বিচার হওয়া উচিত। ওর মতো উঠতি পোলাপানরা যেন শিক্ষা নিতে পারে যে, ধর্ষণ করলে কি শাস্তি হয়। আর পুলিশের কথা কি বলবো লজ্জা হয় এরা পুলিশ তো মানুষের পেট থেকে হয় নি, হইছে কুত্তার পেট থেকে।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি শুধু ভাবি, এদেরকে বান্চারণ এমন তোড়জোড় চেষ্টা? এরা কি মানুষ??? হত্যার কথা সে স্বীকার করেছে ও ধর্ষণের আলামত পাওয়া গেছে....... দৃষ্টান্ত মূলক শাস্তি চাই, সময় টিভিকে ধন্যবাদ, এমন একটি বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন দেবার জন্যে...
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর নিকৃষ্টতম পুলিশ এসব শুনবে আর আমলে নিবে কারণ তারা স্বাভাবিক নিয়মে ঘুষ খেয়েছে আরো খাবে তারপর আইনের ফাক দিয়ে সব ধর্ষক যাকে সমস্ত মন্ত্রীরা পালন করে তোষন করে পা চাটে সে বেরিয়ে যাবে।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পৃথিবীর নিকৃষ্টতম প্রসাশন ও ক্ষমতাবানদের কানে ওই নিষ্পাপ শিশুটির চিত্কার পৌছায়নি, আমার পরিচিত কেউ এরকম করলে আমি নিজ হাতে খুন করতাম আগে, তারপর অন্য কোথা....
কেমন পরিবার এরকম কুলাঙ্গারকে বাঁচানোর চেষ্টা করতে পারে!?
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: ছিহ!!!!
ধর্ষকদের কোনো ক্ষমা নাই,
একটাই শাস্তি ফাঁসি চাই।।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন:
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১
নাজিয়া জামান বলেছেন: দুঃখের কথা হল এত যে ধর্ষণ চলছে , ধর্ষণ করে আবার মেরে ফেলা হচ্ছে , আবার যাদের ধর্ষণ করছে তারা আবার শিশু অথবা বালিকা ।
তাদের ধর্ষনের কারণ কেউ কেউ বলে মেয়েদের পোশাক নাকি দায়ী । কি বলবো দুঃখের কথা , ঘৃণার কথা ! যারা বলছে তারা আবার ব্লগে লেখে । http://www.shobdoneer.com/siddiquee/38424
Click This Link
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওদেরকে মন প্রাণ থেকে ঘৃনা, কিন্তু এসব তো আরো ভয়াবহ, ধর্ষক বাঁচানোর চেষ্টা!!!
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
বিষন্ন একা বলেছেন: ধর্ষকদের কোনো ক্ষমা নাই,
একটাই শাস্তি ফাঁসি চাই।।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পৃথিবীর নিকৃষ্টতম প্রসাশন ও ক্ষমতাবানদের কানে ওই নিষ্পাপ শিশুটির চিত্কার পৌছায়নি, আমার পরিচিত কেউ এরকম করলে আমি নিজ হাতে খুন করতাম আগে, তারপর অন্য কোথা....
কেমন পরিবার এরকম কুলাঙ্গারকে বাঁচানোর চেষ্টা করতে পারে!?
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬
ধমাধম বলেছেন: সোব ডুষ ৈ মািয়ার। হে কেন বুরোকা পোরে নাি!
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
নিয়েল ( হিমু ) বলেছেন: কিছু বলার নেই, আমি নির্বাক......