নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

♣ কবিতা: তোমার তরে ♣

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১



জন্ম- জন্মান্তরে একজনা তুমি,

মন মাঝে গোপনে, প্রিয়তমা তোমারে ভালবাসিলাম,

শত জন্মে তোমায় নিজের করে চাইলাম ।



ভোরের স্বপ্ন নাকি সত্য হয় শুনেছি,

তারকা যেক্ষণে ধরনী চুমে যায়,

ইচ্ছে নাকি পূর্ণ হয় জেনেছি।

মানবী তোমাকে ভালবাসি প্রতিক্ষণে,

সকাল-দুপুর-রাত্রি প্রহরের স্বপ্ন তুমিই জীবনে,

হতে কি পারে তবে, তোমায় পাবোনা?

শুধুই আমার তরে,

আপন তরে আপনার করে ?



হৃদয়ের সমস্ত রংতুলির অবুঝ আঁচরে তোমাকেই এঁকে চলি,

তুমি, তুমি আর তুমি রব শুধু মনটা জুড়ে ।

দিবা-রাত্র একটি চাওয়ার নাম যখন তুমি,

কি করে হতে পারে বল,

তুমি একটুও দূর হতে পারো এ মনের?

তোমায় যে বেসেছি ভালো,

খুব বেশি, ভেবেছি এ প্রানের ।



নাইবা দেখলাম সপনে তোমায়,

তুমি যে আমার জাগরণে, বাস্তব,

মনের পটভূমিতে অত্যন্ত ধ্রুব ।

স্বপ্ন কিংবা সচেতন,

যেই তুমির তরে দিশেহারা এই মন,

দেবী সুপ্রিয়া, থাকবে কি করে এই জন

তোমায় ছাড়া ?

কি করে বাঁচবার প্রয়াসে দেখাবে ধৃষ্টতা বলো?



স্বর্গরাজ্য যদিবা দেবী তোমায় না করে আমার,

শূন্য হাতে বাঁচব কেমনে প্রিয়তমেষু?

এই আমার শুরু থেকে শেষ,

আদি থেকে অন্ত,

বর্তমান থেকে ইতিহাস,

শুধুই যে এক "তুমির" বিশ্বাস,

এক অবুঝ অনুভুতির স্পন্দন তুমি,

তুমি নিশ্বাস ।



আমি মানিনা গ্রহ কিংবা নক্ষত্র,

বুঝিনা, মনুষ্য নিয়ম-গোত্র,

জানি শুধু আমি বলতে আমি নেই আর,

যেন কোনো রুপান্তরিত মানবাত্না, শুধু তোমার ।

জানিনা কোনো বাধা, চিনিনা কোনো পথ,

শুধু জানি চলতে, তোমার পথে, তোমার সাথে

জানি এক বন্ধন, এই হাত, তোমার হাতে ।।




___________________________________________________

উত্সর্গ:

তুমি যেই হও, তুমি মানবী নও, তুমি পরম প্রার্থিত কোনো দেবী।

স্বর্গের রানী, তোমায় যে নামেই ডাকি, জানি তুমি এক, রয়েছ আমার,

জানি তুমি আছ, কোনো অজানায়,খুঁজে নেব একদিন, সেই ঠিকানায়...

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

নিয়েল ( হিমু ) বলেছেন: + +

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধইন্যা ধইন্যা !! ;) ;)

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

ইখতামিন বলেছেন: ৩য় ভালো লাগা

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধইন্যা ধইন্যা ইখতামিন মডু ভাই!!

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

দেবী সুপ্রিয়া, থাকবে কি করে এই জন
তোমায় ছাড়া ?
কি করে বাঁচবার প্রয়াসে দেখাবে ধৃষ্টতা বলো?

++++++++++++++++++++++++

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাক ভাইয়া, ভালো থাকবেন..... :)

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

মাহী ফ্লোরা বলেছেন: উৎসর্গ পড়তে ভাল লাগছিলো। কবিতাও।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক বেশি ধন্যবাদ, পড়ার জন্যে ও ভালো লাগা জানানর জন্যে।

আমার ব্লগ পাতায় স্বাগতম।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

আশিক মাসুম বলেছেন: ভালই :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ নিন ভাই, ভালো থাকবেন!!!

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: মন ছুয়ে গেলো :D

১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, সময় করে পড়েছেন জন্যে কৃতজ্ঞতা, ভালো থাকবেন, শুভকামনা রইলো ....

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

আমি ইহতিব বলেছেন: ৫নম্বর ভালো লাগা, আবার আপনার ফিউচার গার্লফ্রেন্ডের কপাল দেখে হিংসা হচ্ছে ;)

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ =p~ =p~ =p~

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

আমিনুর রহমান বলেছেন: কবিতায় প্লাস। ভালো হয়েছে+++




২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.