![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আর আমি কাঁদবনা,
নি:শব্দ গুমোট চিত্কারে ডাকবনা তোমাদের,
নিজেকে একা করে দিয়েছি,
এমন নয় এটিই চেয়েছি।
আমি আর করবনা অভিমান,
দেখবনা কোনো স্বপ্ন,
বাসবোনা আর ভালো কোনদিনও।
স্বপ্ন হারিয়ে ফেলেছি আমি,
কোনো অচেনা পথের বাঁকে,
তবু আজ অভিযোগ করবনা,
বলবনা কাউকে খুঁজে দিতে,
যা হারিয়ে গেছে, যাবনা আর খুঁজতে।
আঁকবোনা কোনো আশার দৃশ্যপট।
তোমরা ভেবেছ আমি একাই ভালো,
নির্বাসিত আমি আজ ভাষা হারিয়ে ফেলেছি,
হারিয়ে ফেলেছি কান্নার জল,
আমি দিশেহারা হেঁটে চলেছি,
খুঁজে পাইনা, পথের ঠিকানা,
তাকিয়ে রই দৃষ্টি সীমানা,
নিজেই যেন নিজের কাছে অজানা
করেছি আত্নগোপন।
আমি আর দ্বিধা ভরে জানতে চাইবনা,
তোমরা কেমন আছ।
আমি আর ভাববনা কেন,
আমাকে একা করে চলে গেলে সব,
কোথায় পালালে,
জিজ্ঞাস করবনা।
স্বপ্নহারা এই আমি, আর কাঁদবনা,
করবনা নিরব চিত্কার, ভাববনা কোনো কিছু, কাউকে।
_____________________________________________________
উত্সর্গ: এই কবিতা পথ হাতড়ে চলা এক বিষন্ন পথিকের, জানি আপনারা আশাবাদী।
১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ও কিছুনা, মনের মধ্যে থেকে যাওয়া কিছু....... ধন্যবাদ আপনাকে
২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭
লাবনী আক্তার বলেছেন: স্বপ্নহারা এই আমি, আর কাঁদবনা,
করবনা নিরব চিত্কার, ভাববনা কোনো কিছু, কাউকে।
ভালো লাগিল বেশ!
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে পড়ার জন্যে, ভালো লাগেছে জেনে প্রীত হলাম.... ভালো থাকবেন সবসময়
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভালো লিখেছেন । পড়ে ভাল লাগলো।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ, কষ্ট করে পড়ার জন্যে, ভালো লাগেছে জেনে প্রীত হলাম.... ভালো থাকবেন সবসময়
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
প্রিয়তমেষূ বলেছেন: আজ আর আমি কাঁদবনা,
নি:শব্দ গুমোট চিত্কারে ডাকবনা তোমাদের,
নিজেকে একা করে দিয়েছি,
এমন নয় এটিই চেয়েছি।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ, কষ্ট করে পড়ার জন্যে, ভালো থাকবেন সবসময়
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
মামুন রশিদ বলেছেন: কবিতা ভালো লেগেছে । ছবিটাও সুন্দর ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছবিটা আমার সবথেকে ফেবারেট, দিকভ্রান্ত পথিকের প্রতীক আমার কাছে এটা, ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই, আপনি ভালো থাকবেন,,,
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
মেহেদী সুমন বলেছেন: কবিতা ?
হুউ ভাল লাগছে
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ, কষ্ট করে পড়ার জন্যে
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা ভালো লেগেছে ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ ভাইয়া, আপনি কেমন আছেন?????
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
মুহাম্মদ ফজলুল হক বলেছেন: অনেক সুন্দর কবিতায় ভালো লাগা। +++++++++++++
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ ভাইয়া, আপনি ভালো থাকবেন!
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
ঘুড্ডির পাইলট বলেছেন:
অসহায় পাখিরা ঝড়ের আঘাত থেকে বেচে ফেরে
বৃক্ষের সমবেদনায় , আকাশের ভালো বাসায় ওরে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিছু ভালবাসা ও সমবেদনার অপেক্ষায় নির্বাসনেই তবে চলুক দিকভ্রান্তের এই পথচলা ! ধন্যবাদ ভাইয়া
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
সানড্যান্স বলেছেন: এটা কবিতার চে লিরিক্স হিসেবে ভাল হবে,গান করে এমন কাউকে দিয়ে দেখতে পারেন।
+
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমিতো তেমন চিনিনা, আপনার ভালো লাগলে দেখতে পারেন..... ভালো আছেন তো ভাইয়া?
১১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি আছি সুখ দুঃখ মিলেয়ে ভালই
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: খুশি হলাম গো জেনে!!
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪০
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: ভালো লাগলো, বিষাদের এমন রাগী আত্নপ্রকাশ ! খুবই অনুভূতিময় ....