নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

♣ কবিতাঃ জীবনের সত্যি মানে। ♣

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩



পৃথিবীর সীমানায় দাড়িয়ে আছি,

শুধু শুন্যতার বিশাল হাহাকার সম্মুখে ধরে,

কাঁদছি অসীমে চেয়ে,

ভাবছি একা আমি, বড় রিক্ত হয়ে।



আমি স্বপ্ন দেখছি, বাস্তবতা বিলীন করে দিয়ে।

জীবনে আর বিরাজ করিনা, কোনদিন করিনি,

জীবন অপার্থিব।

স্বপ্নের আমি'র স্বপ্নের নাম জীবন,

স্বপ্নের কল্পিত রূপ বেঁচে থাকা,

অলিক অবাস্তব এই প্রশ্বাস নাটক।



ফাঁকা বুকের নিশব্দ চিত্কারে আমি নির্বাক শুধু,

কিছু প্রশ্নে জর্জরিত আমি, কিছু অবিশ্বাসে আহত,

অশ্রুহীন চোখে রক্তাক্ত চেয়ে রয়েছি, হচ্ছি, ক্ষত বিক্ষত,

অদৃশ্য চেতনার ধারালো এই অনুভুতিতে।



কখনো কি ভাবতে পেরেছ,

অবাস্তবের মায়াজালে বন্দী হয়ে রয়েছ?

প্রতিটি সত্বা কতটা মিথ্যে হতে পারে?

তুমি-আমি-আমরা স্বপ্নের জগতেই করছি বাস।

জীবন সেতো স্বপ্ন মাত্র!

সেই স্বপ্নিল ভুবনের মানুষগুলোর,

প্রতি মুহুর্তে নতুন গল্প বুনে চলা, ঘুমিয়ে কোথাও নিশ্চিত মনে,

জেনেছ কভু, জীবনের সত্যি মানে?



___________________________________________________

"জানিনা কোন খেয়ালের বসে ভাবতে শুরু করি, ঘুমুতে গিয়ে স্বপ্নে দেখা সেই সাদাকালো জগতটাই বসবাসক্ষেত্র সকলের।

আর জীবন? স্বপ্নলোকে ঘুমিয়ে দেখা একটি স্বপ্ন মাত্র..... এই আমার তাই স্বপ্নে বসবাস।"


মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জীবন সেতো স্বপ্ন মাত্র!
সেই স্বপ্নিল ভুবনের মানুষগুলোর,
প্রতি মুহুর্তে নতুন গল্প বুনে চলা, ঘুমিয়ে কোথাও নিশ্চিত মনে,
জেনেছ কভু, জীবনের সত্যি মানে?
:( :( :( :( :( :( :(

২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: "জানিনা কোন খেয়ালের বসে ভাবতে শুরু করি, ঘুমুতে গিয়ে স্বপ্নে দেখা সেই সাদাকালো জগতটাই বসবাসক্ষেত্র সকলের।
আর জীবন? স্বপ্নলোকে ঘুমিয়ে দেখা একটি স্বপ্ন মাত্র..... এই আমার তাই স্বপ্নে বসবাস।"

২| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:
"জানিনা কোন খেয়ালের বসে ভাবতে শুরু করি, ঘুমুতে গিয়ে স্বপ্নে দেখা সেই সাদাকালো জগতটাই বসবাসক্ষেত্র সকলের।
আর জীবন? স্বপ্নলোকে ঘুমিয়ে দেখা একটি স্বপ্ন মাত্র..... এই আমার তাই স্বপ্নে বসবাস।"

++++++++++++++++++++++++++++++++++++

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার দিন শুভো হোক!!

৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

রীতিমত লিয়া বলেছেন: স্বপ্নে বসবাস
চমত্‍কার

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে ধন্যবাদ! স্বপ্নের রাজ্যে স্বাগতম আর অরিজিন খুঁজে পাবার অপেক্ষা রইলো....

৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

রাইসুল নয়ন বলেছেন: "জানিনা কোন খেয়ালের বসে ভাবতে শুরু করি, ঘুমুতে গিয়ে স্বপ্নে দেখা সেই সাদাকালো জগতটাই বসবাসক্ষেত্র সকলের।



শুভকামনা রইলো কবি।।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক শুভকামনা ও ধন্যবাদ জানাই। ভাল থাকবেন।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

মামুন রশিদ বলেছেন: প্রতি মুহুর্তে নতুন গল্প বুনে চলা, ঘুমিয়ে কোথাও নিশ্চিত মনে,
জেনেছ কভু, জীবনের সত্যি মানে?


সুন্দর । :)

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইজান, ভাল থাকবেন, শুভকামনা থাকল আপনার জন্যে।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

রবিউল ফকির বলেছেন: ভাল লাগলো

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাই, ভাল থাকবেন ভাইয়া।

৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: ফাঁকা বুকের নিশব্দ চিত্কারে আমি নির্বাক শুধু,
কিছু প্রশ্নে জর্জরিত আমি, কিছু অবিশ্বাসে আহত,

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মন্তব্যের জন্যে কৃতজ্ঞতা ভাইয়া। ভাল থাকবেন।

৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বাপ্রে কবি হিসেবেও আপ্নে অচাম।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমিতো গুড ফর নাথিং ভাইয়া, আপনার প্রসংশায় তাই লজ্জা পেয়েছি, দোয়া করবেন, আমি আপনার ভক্ত মানুষ। :#> :#>

৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বপ্নের আমি'র স্বপ্নের নাম জীবন

সুন্দর!

শুভকামনা রইল।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মুল লাইন এটিই !! আপনার ভাল লেগেছে যেনে অনেক খুশি হলাম, ভাল থাকবেন সবসময় ।

১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

============
ভালোলাগা
============

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: স্নিগ্ধ শোভন কে অনেক অনেক শুভকামনা, ভাল থাকবেন ভাই। পড়ার জন্যে অনেক কৃতজ্ঞতা।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

এম ই জাভেদ বলেছেন: তুমি -আমি-আমরা স্বপ্নের জগতেই করছি বাস।
জীবন সেতো স্বপ্ন মাত্র!

ভাল লাগেনা যখন দেখি

রচিত হয়েছে লালিত স্বপ্নের সলিল সমাধি।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: একশতে নব্বই ভেঙ্গে যাওয়া,
প্রতি মুহূর্তে নতুন করে বিদ্ধস্ত হওয়া,
স্বপ্ন বোধয় একেই বলে,
একটি সত্যি হবার আনন্দে
ভুলে যাওয়া
কোটি না পাওয়া >>>>>>>>>

১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

ভিয়েনাস বলেছেন: কখনো কি ভাবতে পেরেছ,
অবাস্তবের মায়াজালে বন্দী হয়ে রয়েছ?
প্রতিটি সত্বা কতটা মিথ্যে হতে পারে?
তুমি-আমি-আমরা স্বপ্নের জগতেই করছি বাস।
জীবন সেতো স্বপ্ন মাত্র! .......... চমৎকার।

আপনি তো দেখি সুন্দর কবিতাও লিখেন :)

৫ম ভালো লাগা।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল লাগা দেবার জন্যে কৃতজ্ঞতা আপনাকে, আমি আসলে কিছুই পারিনা, তাই সব চেষ্টা করি! (গুনিজন বলেছিলেন) :P :P :P :P


অনেক ভাল থাকুন, সেই কামনা করি।

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

একজন আরমান বলেছেন:
কখনো কি ভাবতে পেরেছ,
অবাস্তবের মায়াজালে বন্দী হয়ে রয়েছ?
প্রতিটি সত্বা কতটা মিথ্যে হতে পারে?
তুমি-আমি-আমরা স্বপ্নের জগতেই করছি বাস।
জীবন সেতো স্বপ্ন মাত্র!


ভালো লাগলো ভাই। :)

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাই ভাইয়া, আপনি ভাল থাকুন সবসময়য়, সেই শুভকামনা থাকল।

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

গ্রাম্যবালিকা বলেছেন: কি অদ্ভুত করে ভাবেন আপনি! নাইস! :)

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওই জগতটাকে সত্য আর এটাকে স্বপ্নের জগতের ইমপ্যাক্ট মনে হতে থাকল একসময়, তখন আমার বয়স সাত কি আট। স্পষ্ট মনে পড়ে, তখন ঘুমিয়ে আমার আসল জগত দেখার চেষ্টা করতাম। এমনও হয়েছে, আমি একটা সময় খুব সিরিয়াসলি এটা ভাবতে শুরু করি!

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আমি মহরাজা পৃথিবীর সব রমনি আমার অনুগত
আমি তাদের চরম কাম্য
আমরই আরাধনা করে তারা
আমি সপ্তডিঙির সুখ ধারণ করি
আমায় পেলে জীবন ধন্য তোমর হে নারী
হে কাব্যকলা ধরণীরে আমি দাসী করে রেখেছি
অবহেলে তোমাদের আরাধনা
সুতীব্র কামনার দেবতা আমি
রচি স্বর্গ ধরণীর বুকে
আমায় পেয়ে তোমরা তাই আজ আছো মহাসুখে।।



শুভকামনা। সুন্দর কবিতা কবি ভালো থাকবেন সবসময়

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার কবিতার শব্দ অসাধারন মুগ্ধতা ছড়ায়, আমার বিচার করার কনরুপ যোগ্যতাই নেই, একজন ভক্ত হিসেবেই বলছি, অসাধারন লেগেছে।


কৃতজ্ঞতা সেলিম ভাই।
ভাল থাকবেন।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

কালোপরী বলেছেন: ++++++++++

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা আপনাকে, ভাল থাকবেন সবসময়য়।

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অফটপিকঃ এখান থেকে এন টিভি দেখতে পারেন View this link

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: http://bdlivestream.blogspot.com/

খুবই ভাল, সবগুলোই পাবেন, এমন একটা লিঙ্কের খোঁজ আমার অনেকদিনের ছিল, ভাল জিনিষ একটা!

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪

ভাইরাস ২০১৩ বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা @ এটা তো এনটিভি ইউরোপ। কিন্তু এটা কি আসল এনটিভি? যেটা বাংলাদেশে দেখা যায়?

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: http://bdlivestream.blogspot.com/

খুবই ভাল, সবগুলোই পাবেন, এমন একটা লিঙ্কের খোঁজ আমার অনেকদিনের ছিল, ভাল জিনিষ একটা!

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যা, আসল এন টিভি ই, কিন্তু টাইমিং টা একটু ভিন্ন মনে হয়। একটু আগে নিউজ দেখলাম, মধ্যরাতের খবর। মনে হয় ইংল্যান্ডের নিয়মে চলে। আর ইটিভিও দেখা যায়, এটা পুরো লাইভ View this link

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: B-)

২০| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২২

ভাইরাস ২০১৩ বলেছেন: তাই নাকি! আমি ভাবছিলাম দুইটা আলাদা। এজন্য এনটিভি দেখতাম না। থ্যাংক ইউ :) ইটিভির জন্যও।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: B-)

২১| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ফাঁসি !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: !:#P !:#P

২২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

শান্তা273 বলেছেন: জীবন সেতো স্বপ্ন মাত্র!
সেই স্বপ্নিল ভুবনের মানুষগুলোর,
প্রতি মুহুর্তে নতুন গল্প বুনে চলা, ঘুমিয়ে কোথাও নিশ্চিত মনে,
জেনেছ কভু, জীবনের সত্যি মানে?

চমৎকার লিখেছেন।
ভালোলাগা রইল অনেক।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কষ্ট করে পড়ার জন্যে ও মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা আপনারা জন্যে। :) :) :)

২৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: অসাধারণ কবিতাটির জন্যে কবিকে অভিনন্দন! চিন্তার সঠিক রুপায়ন .... খুব ভালো লাগলো ++++++++

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানাই!! :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.