![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা কি কেউ দেখেছ?
জনারণ্যে হারিয়ে যেতে কাউকে?
দেখেছ চাঁদ খুঁজে না পেয়ে বিষণ্ণ কাউকে
বিপন্ন করে অনুভূতি,
তাকিয়ে থাকতে আকাশ উঁচু
কোন ইট-পাথরের জঞ্জালে?
শুনেছ অবাক করা সে সূর কত
বাতাশে ভেসে হারিয়ে যায় অবিরত ,
যান্ত্রিক যানের বিকটতায় মাথা করে নত।
শুনে কি দেখেছ মানবের কোলাহলে,
হারিয়ে যাওয়া শত গান।
শীতল হাওয়ায় কভু নিভতে দেখেছ,
মন মাঝের কোন শিখা অনির্বাণ?
করে ফেলে কত কবিতার লাইন নিভৃতে-নিরবে হত্যা,
চলতে দেখছ সভ্য নামের নির্বোধ সে সত্তা?
কখনও গুনেছ কত কোটি তারা,
রয়েছে তাকিয়ে ওই আকাশটা ভরা?
কত ক্ষুধা, কত পিপাশা
তোমার দিকে চেয়ে, পেয়েছে হতাশা,
চাওনি ফিরে, তুমি নাগরিক, তুমি সভ্য, তুমি দুরাশা।।
___________________________________________________
উৎসর্গঃ যান্ত্রিক জীবনের মরে যাওয়া কিছু অনুভুতির তরে।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: উমমম???
২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ছবিটা কোথায়?
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কোন ছবিটা ? আমি সত্যি বুঝতে পারছিনা....
৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
লাবনী আক্তার বলেছেন: শীতল হাওয়ায় কভু নিভতে দেখেছ,
মন মাঝের কোন শিখা অনির্বাণ?
সুন্দর কবিতা। ভালো লাগল।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক অন্নেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন
শুভকামনা রইলো আপনার প্রতি
৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: সুন্দর!!!!
ভাল লাগা দিয়ে গেলাম।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, ভালো আছেন তো?
শুভকামনা রইলো
৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা। পোষ্টের ছবিটা কোন জায়গার?
হা হা হা। আপনার কথা ঠিক ছিল।
আপু(আপু আপনার কোনো কোনো মন্তব্যের গভীরতা ধরতে না পেরে অনেক সময় আবার একটি পোস্ট লিখতে ইচ্ছে করে, মন্তব্যটির উপরে),
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
হি হি হি হি !!!!!! আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছিল যে আমার কাছে আপনার কোনো ছবি আছে, তাই ই চাইছেন!!
এটা NEW YORK - CIRCA আপনার চেনা হতে পারে।
৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি পড়ে বুঝেছি
হ্যা, জায়গাটা চেনা লাগছে।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: Good to know that. Take care আপু!
৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: এইতো ভালো, আশা করি আপনিও ভালো আছেন।
শুভকামনা আপনার জন্যেও
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ জানাই..
৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কত ক্ষুধা, কত পিপাশা
তোমার দিকে চেয়ে, পেয়েছে হতাশা,
চাওনি ফিরে, তুমি নাগরিক, তুমি সভ্য, তুমি দুরাশা।।
সুন্দর +
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পড়ার জন্যে ও আপনার ভালো লাগার জন্যে কৃতজ্ঞতা !!
অনেক অনেক ভালো থাকুন সবসময়, শুভকামনা থাকলো
৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন! সকাল সকাল এক খানি সুন্দর কবিতার জন্য আপনাকে ধন্যবাদ। +++
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্যে অনেক কৃতজ্ঞতা, ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম........
ভালো থাকবেন সবসময়...
১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগা দিয়ে গেলাম।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, কেমন আছেন???? ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম!!!
ভালো থাকবেন।
১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
ফারহান চৌধুরী আসিফ বলেছেন: ভালো লাগলো ++
১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে!
ভালো থাকবেন।
১৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: +++++
২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে!
ভালো থাকবেন।
১৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
ছোট্ট নিথী বলেছেন: ভালো লাগলো!! +++
হঠাৎ অনেক কবিতা লিখছেন দেখি!!! ???
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: উমম, হিজিবিজি কবিতা লিখতেই থাকি আসলে, প্রতিদিন। আর একটু ব্যস্ততা যাচ্ছে এখন, যেকোনো পরিস্থিতিতে এই একটা জিনিসই লিখতে পারি।
১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩১
ঘুড্ডির পাইলট বলেছেন: এখন আর পাখিরা কবিতা লেখে না
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া.............. নাগরিক ব্যস্ততা জীবন থেকে কত কিছু যে কেড়ে নেয়.... হিসেব করে শেষ করার সাধ্য নেই কারো
১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
রীতিমত লিয়া বলেছেন: আমি দেখিনি.......আমি শুনিনি.........আমি বুঝিনি কোন কিছু.........
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: একদম গা ছাড়া হয়ে গেল!! হা হা হা
১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
নীল আকাশে স্বপ্নডানা বলেছেন: অসাধারণ একটি কবিতা, ভালো লাগা
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাই!!!!
১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
shfikul বলেছেন: +++
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাই!!!!
১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩২
তুহিন সরকার বলেছেন: এক কথায় অসাধারণ।
শুভকামনা রইল।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তুহিন ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ভাইয়া, অনেক ভাল থাকুন
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে
অভিশাপ তোমাকে দিলাম,
তুমি সুখী হবে, খুব সুখী হবে।
বেদনা আমাকে নিয়ে আশৈশব
খেলেছে তুমুল আর
তিলে তিলে শিখিয়েছে সহনশীলতা,
নিলাজ নখের মত দুঃখ কেটে কেটে আমি
আজকাল অর্জন করেছি ঠিক উদ্ভিদের অদ্ভুত
মৌনতা,
ওলো উল্লাসিনী
না জেনে শুনে কেনো দিতে গেলে টোকা?
তুমি আর কী বেদনা দেবে,
কতোটা নাড়াবে?
বালখিল্য এই খেলায় আমার চেয়েও
বেশী তুমিই হারাবে।
এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে
অভিশাপ তোমাকে দিলাম,
তুমি সুখী হবে,
ব্রহ্মপুত্রের মেয়ে, দেখে নিও, খুব
সুখী হবে।
ছবিটা কোথায়?