নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

সোনার তরী (প্যারোডি)

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

--------------------------আমার সোনার ঘুম-------------------------

লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর(একেবারেই মিছা কথা, বিশ্বাস যাইয়েন না)



প্রভাতে গরজে ওঠেন বাবা সহসা, X(

একা আমি আছি শুয়ে, নাহি ভরসা। :(

ঘুমে কাবু, মাত্রাছাড়া, |-)

লাগছে খুবই দিশেহারা, #:-S

জেগে ওঠার নেই তাড়া :-<

সবই দুরাশা— :((

ঘুমুতে ঘুমুতে বেলা হলো সহসা! :( :(





একখানি ছোট বেড, আমি একেলা— :|

উপরেতে ফ্যানখানি করিছে খেলা। :)

চোখ খুলে চাহি বাঁকা, ;)

মোবাইলটা পাশে রাখা, B:-/

জানালাটা পর্দা ঢাকা :||

উফ! প্রভাতবেলা— X((

এই আমার ছোট বেড, আমি একেলা। :(



দিবা টু সন্ধ্যা আড্ডা মেরে, ;)

প্রভাতে কি আর উঠতে পারে? B-)

ক্ষণগুলো চলে যায়, : :-*

ঘুম কেন এতো পায়, :-<

শুয়ে থাকি নিরুপায় B:-)

ডেকোনা মোরে— X(

এয়েছি দিবা-সন্ধ্যা আড্ডা মেরে। B-)



ওগো, তুমি কৈ যাও, আসোনা পাশে। ;)

স্বপ্নে ডাকছে কোনো অপ্সরী এসে। :#>

যেওনা কভু কোথাও, :!>

আমার বুকে হারিয়ে যাও— :#>

যতটা গভীরে চাও, B-))

ক্ষণিক হেসে, :#)

ওগো, তুমি কৈ যাও, আসোনা পাশে। :#>



চাও যত ঘুমিয়ে লও ধরণী পরে। :D

আরো আছে?_স্বপ্ন কোনো তরুণী তরে? :!> :!>

এত বেশি ঘুমালে :-<

চোখ-মুখ যায় ফুলে :-&

জানি, তবু যাই ভুলে B:-)

আমি কি করে?— #:-S

এখন ঘুমুতে দাও করুনা করে। /:)



হায় হায়, টাইম নাই, এখন কি করি? :-* :-*

আমারি ক্লাসের হায় হয়েছে দেরী! :-/

জেগে উঠি ধীরে ধীরে, :|

বাস্তবে আসি ফিরে, :(

"নাতিদীর্ঘ" ঘুম সেরে :((

ক্লাসে গেনু দৌড়ি! X((

ক্লাসের হয়েছে দেরী, এখন কি করি? :||








"DON'T WAKE ME UP UNTIL IT'S TOO LATE" X((



_____________________________________________________

সোনার তরী____রবীন্দ্রনাথ ঠাকুর

__________________________________



গগনে গরজে মেঘ, ঘন বরষা।

কূলে একা বসে আছি, নাহি ভরসা।

রাশি রাশি ভারা ভারা

ধান-কাটা হল সারা,

ভরা নদী ক্ষুরধারা

খরপরশা–

কাটিতে কাটিতে ধান এল বরষা।।



একখানি ছোটো ক্ষেত, আমি একেলা—

চারি দিকে বাঁকা জল করিছে খেলা।

পরপারে দেখি আঁকা

তরুছায়ামসী-মাখা

গ্রামখানি মেঘে ঢাকা

প্রভাতবেলা—

এপারেতে ছোটো খেত, আমি একেলা।।



গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে!

দেখে যেন মনে হয়, চিনি উহারে।

ভরা পালে চলে যায়,

কোনো দিকে নাহি চায়,

ঢেউগুলি নিরুপায়

ভাঙে দু ধারে—

দেখে যেন মনে হয় চিনি উহারে॥



ওগো, তুমি কোথা যাও কোন্‌ বিদেশে?

বারেক ভিড়াও তরী কূলেতে এসে।

যেয়ো যেথা যেতে চাও,

যারে খুশি তারে দাও—

শুধু তুমি নিয়ে যাও

ক্ষণিক হেসে

আমার সোনার ধান কূলেতে এসে।।



যত চাও তত লও তরণী-পরে।

আর আছে?— আর নাই, দিয়েছি ভরে।।

এতকাল নদীকূলে

যাহা লয়ে ছিনু ভুলে

সকলি দিলাম তুলে

থরে বিথরে—

এখন আমারে লহো করুণা ক’রে।।



ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী

আমারি সোনার ধানে গিয়েছে ভরি।

শ্রাবণগগন ঘিরে

ঘন মেঘ ঘুরে ফিরে,

শূন্য নদীর তীরে

রহিনু পড়ি—

যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।।







একদম খাঁটি সোনার তরী =p~





_____________________________________________________

উত্সর্গ: "তাদের, যারা সকালে ঘুম থেকে না উঠার অজুহাত বছরের পর বছর সফলভাবে খুঁজে পেয়ে চলেছেন।" ;););)

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

খেয়া ঘাট বলেছেন: Wow!!!! Liked it a lot.

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,



ভাল থাকবেন!! B-)

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

গ্রাম্যবালিকা বলেছেন: =p~ =p~ =p~


বিরাট মজা পেয়েছি!

খুব ফানি আপনি! হাহা

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ =p~ =p~ =p~

থেঙ্কু থেঙ্কু !!! এট্টু বিটলামি করলাম আর কি, এমনিতে আমি কিন্তু ছেলে ভালো, ৯৯% আর কি! :P :P

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

নেংটি ইদুর বলেছেন: এমন একখান নাও লাগব আমার B-)
কোবতে পড়ে চমৎকৃত হলেম :)
+-+-+-+-- ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হে হে হে আমি তো মানুষ, নাও আমার দরকার, আপনি ইঁদুর মানুষ নাও দিয়া কি করবেন? হা হা হা

ধন্যবাদ, ভালো থাকেন(ফানে রাগ করা কিন্তু আইনত দন্ডনীয় অপরাধ) =p~ =p~ =p~

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

স্নিগ্ধআকাশ বলেছেন: এভাবে যে কতদিন সকালের ক্লাস মিস করছি তার কোন হিসাব নেই। মনে হচ্ছে এক্কেরে হামাগো লাইগ্যা লেকা.......হে হে

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: উত্সর্গই তো "হামাগো" করলাম!!! =p~ =p~ =p~

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: হা হা প গে!!! =p~ =p~ =p~ =p~ =p~


অসাধারণ মজা পেয়েছি!!! =p~ =p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ =p~ =p~

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব ফানি হৈসে, খুব মজা পাইসি :P
এয়েছি- এসেছি
মেবাইলটা- মোবাইলটা
খেত- ক্ষেত
হবে সম্ভবত ||

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রথমটা ইচ্ছে করেই দেওয়া, মোবাইলটা হবে, ঠিক করে দিলাম, ধরিয়ে দেবার জন্যে কৃতজ্ঞতা, ভালো থাকবেন ভাইয়া।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

বিডি আমিনুর বলেছেন: কোবতে B-) B-) B-)
পড়ে :D :D :D
মজা পেলুম =p~ =p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ =p~ =p~ =p~ ধইন্যা ভ্রাতা!!

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

শায়মা বলেছেন: হাসতে হাসতে শেষ আমি ভাইয়া!!!




এখন কি ঘুম ভেঙ্গেছে????:P

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঘুম থেকে উঠেই তো লিখলুম গো!!


হা হা হা হা হা হা =p~ =p~ =p~

পড়েছেন জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই। ভালো আছেন আশা করি?

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

দায়িত্ববান নাগরিক বলেছেন: চমৎকার কাব্য! ভালো লাগলো ! ছবি খানাও চমৎকার হয়েছে, ভালোই ঘুম দিছে ;) ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধইন্যা ধইন্যা ধইন্যা =p~ =p~




অ: ট:- নতুন কিছু স্ক্রিন শটস দিয়েছি, দেখিয়েন ভাই, আমার ফেবুতে এড করতে পারলে ভালো হইতো।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ভাঁলোঁ হঁইঁছেঁ । :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধইন্যা ধঁইঁন্যাঁঁঁঁঁঁঁ :P

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: https://www.facebook.com/dayittoban.nagorik

ফেবুতে আমি আপনার ফ্রেন্ড লিস্টে আছি ব্রো। ছাগুদের ব্যাপারে আমি আশা ছেড়ে দিয়েছি। হবে না। ওরা যা ইচ্ছা করুক। বড় কোনো ঝামেলা ছাড়া ছাগুদের সাথে আমি মনে হয় আর তর্কাতর্কি করব না। সামু কর্তৃপক্ষেরও মতামত মোটামুটি জানি। ছাগুমাত্রই ব্যান করা সামুর মূলনীতিতে নাই, সুতরাং লিস্ট বা প্রমাণের কোনো দরকার আর আছে বলে মনে হয় না। সামুর মূলনীতি যতদূর বুঝতে পেরেছি উনারা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সবাইকে গনহারে ব্যান করবেন না। তবে সবাই রিপোর্ট করলে ব্যান করবেন। সো আমার কাছে লিস্ট কোনো কাজের জিনিস মনে হচ্ছে না এখন।

তবে সবার সুবিধার্থে প্রমানগুলো স্ক্রিনশট আকারে ছাগু আর্কাইভ নামে ফেবু গ্রুপে সংগ্রহ করার উদ্যোগ নিয়েছি। শুধু স্ক্রিনশট প্রুফ রেখে দেব পেজটিতে। যাতে মুক্তিযুদ্ধের আদর্শের ব্লগাররা সহজেই হাতের নাগালে ছাগুদের প্রমাণ হাতে পায়।

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বুঝি, তবে নামগুলো একসাথে করা দরকার, মেসেজে বলছি।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: হায় হায় এইডা আপ্নে কর্লেন কি?? এখন তো রবিকবির 'সোনার তরী' পরতে গেলে আপ্নের টাই মনে আসবে, কবিতার হাহাকার ছাপিয়ে পেট ঠেলে বের হয়ে আসবে হাসি!! :) :)

আপ্নেরে কইষ্যা মাইনাচ। X(( X(( X((


=p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খুশি মনে গ্রহণ করিলাম!! =p~ =p~ =p~ =p~ :P :P

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

মাক্স বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধইন্যা ধনিয়া ধনী য়া! =p~ =p~ =p~ =p~ =p~

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

ঘুড্ডির পাইলট বলেছেন: মজা পাইলাম :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধইন্যা ধনিয়া ধনী য়া! =p~ =p~ =p~ =p~ =p~

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

নীল আকাশে স্বপ্নডানা বলেছেন: লোল মজা পেয়েছি!!!!!! =p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধইন্যা ধনিয়া ধনী য়া! =p~ =p~ =p~ =p~ =p~

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

রীতিমত লিয়া বলেছেন: হা হা হা হা.....আপনি পারেনও বটে। খুব হাসলাম। =p~ =p~ =p~ =p~ =p~

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনুপ্রেরনা পেলাম, আপনাকে অনেক ধন্যবাদ =p~

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

রবি কিরণ বলেছেন: বইমেলায় আপনার কবিতার সংকলন বের করা উচিত।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনিও কিনবেন নাকো!! জানি জানি, সব জানি হে হে হে =p~ =p~

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৮

প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~



আমর জন্যে লিখছেন নি? পারফেক্ট মিলে!

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হ =p~ =p~ =p~ আমগো

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আসলে আগেই পড়েছিলাম। ভাল লেগেছিল। হাসির।

আমাকে উতসর্গ না করায় কষ্ট পেলাম /:)

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপ্নি কি ঘুমকাতুরে? মানে সেইরকম ঘুম কাতুরে? আর্লি রাইজার হলে তো উৎসর্গ কেমনে কি? :P

২০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সেইরকম :P কিন্তু আর্লি রাইজার মানে আই হ্যাভ টু /:)

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমিও, মানে আই হ্যাভ টু, এক সময় এমন ছিলাম।। ওই সময়টা খুব মিস করি ।

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

দারুন লিখছেন ভাই!!



একখানি ছোটো ক্ষেত, আমি একেলা—
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।



৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: একখানি ছোট বেড, আমি একেলা—
উপরেতে ফ্যানখানি করিছে খেলা।
চোখ খুলে চাহি বাঁকা,
মোবাইলটা পাশে রাখা,
জানালাটা পর্দা ঢাকা
উফ! প্রভাতবেলা—
এই আমার ছোট বেড, আমি একেলা।
=p~

২২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১

নীল-দর্পণ বলেছেন: হাহঃ হা........

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.