![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে.এল. সেন্ট্রাল, প্রতিদিন সে স্টেশন
সামান্য অথচ কতটা আপন,
যখন কেউ নেই পাশে, তুমিও জীবন।
নিয়ত পেরোতে গিয়ে ভাবুক হই-
ট্রেনের অপেক্ষায় সেই দশটি মিনিট সময়,
বসে বসে ক্লান্তির হিসেব মেলান ক্ষণগুলো,
অথবা প্রতিটি মুহূর্তে প্রানবন্ত সেই জীবনগুলো,
নতুন অনুপ্রেরণায় চলার পাথেয় তুমি।
কোনায় দাঁড়ানো সেই পথশিল্পী,
একমনে গিটার বাজিয়ে গাইছে,
সে জানে না একজন কত তন্ময় শুনেছে।
ওর জানাও নেই, কত অবাক হই ওর সুরে
ব্রায়ান অ্যাডামস থেকেও মিষ্টি লাগে সে গান,
যখন শত ব্যস্ততা পেরিয়ে ঘরে ফেরার সময় হয়।
কোন এক কোনায় বসে একটি ছেলে কবিতা লেখে,
স্টেশনের তা কোনদিনও জানা হয়না।
নিয়ত কর্মে যাবার সেই অলস প্রভাত,
কিংবা ঘরে ফেরার সেই ক্লান্তিকর অনুভূতি,
তোমার মোহময় স্পর্শে প্রানের ছোঁয়া পায়।
কে.এল. সেন্ট্রাল, তুমি প্রানবন্ত,
তুমি শত ব্যস্ততা তবু অস্থিরতা কর শান্ত
তোমাকে দেখে ভুলি সব, যতটাই হই ক্লান্ত।
___________________________________________________
"প্রতিটিদিন পেরিয়ে যেতে হত এই স্টেশন, প্রথমে KTM নামক ট্রেন থেকে নেমে LRT তে চড়তাম। ঘুম লাগা কোনো ভোরে অথবা ক্লান্ত বিকেলে...... ঘরে ফেরা অথবা ঘর থেকে যাওয়া... জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল এই জায়গাটিও। ওখানে বসেই ট্রেনের অপেক্ষায় নিজেকে নিয়ে পাঁচ মিনিট ভাবার সুযোগ পেতাম.... ওখানে একজন স্ট্রিট সিঙ্গার প্রতিদিন গিটার বাজিয়ে গান করেন... কি অসাধারণ তার কন্ঠ, মুগ্ধ দাঁড়িয়ে শুনতাম..... কে.এল সেন্ট্রাল একটি প্রানবন্ত কর্মশালা, জীবন শেখার পাঠশালা..... "
২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪০
মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: ভাই আপনার কবিতা ভালো লেগেছে। জায়গাটা কোথায়?
Click This Link
২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এটা কুয়ালালামপুর সেন্ট্রাল স্টেশন....অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪২
আমিই মিসিরআলি বলেছেন: চিরচেনা পথের মাঝে এক দিকভ্রান্ত পথিক ++++++
২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার মন্তব্য অনেক ভালো লেগেছে।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২
গেদির বাপ বলেছেন: ঐখান থাইকা কেটিএম ট্রেইনে তুমার চাচিরে লইয়া বেংকক গেছিলাম।১ দিন আছিলাম
২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৭
১১স্টার বলেছেন: হুম এখনও মাঝে মাঝে দেখি একলোক কে গিটার বাজাতে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ব্রো
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
ঘুড্ডির পাইলট বলেছেন: তাও ভালু আমগোর মতো লুকাল বাসে উঠতে হয় না।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ঘুড্ডিব্রো
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
একজন আরমান বলেছেন:
বাহ !
কবিতায় ভালো লাগা।
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরমান ভাই!!!!
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা রইলো।
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা নিন,
ভালো থাকবেন, শুভকামনা
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
গ্রাম্যবালিকা বলেছেন: অনুভুতির চমৎকার প্রকাশ! +++
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা নিন,
ভালো থাকবেন, শুভকামনা জানাই
১০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: ট্রেন স্টেশন নিয়ে? অসাম!
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা নিন,
ভালো থাকবেন, শুভকামনা জানাই
১১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
রীতিমত লিয়া বলেছেন: ভাইয়া কি প্রাবাসী?
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী একদম ঠিক ধরেছে্ন
১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৫
প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: দারুণ
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানাই।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩
নীল আকাশে স্বপ্নডানা বলেছেন: ভাল লাগা ++++++