![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলিনি এসো ভালবাসা, আমায় ভালোবাসো।
বলিনি হৃদয়ের অংশ হও,হৃদ্যতা দাও।
তবু, এসেছ ভালবাসা,
ভালবেসেছ, বাসিয়েছ, দিয়েছ আশা।
নির্বাক দেখছি শুধু, তোমার আনাগোনা।
চেনা নিজেকে হতে দেখেছি, কত অচেনা।
কভু চাঁদ দেখিনি, সন্ধ্যার লগনে মেঘ খুঁজিনি,
তোমায় দেখেছি, তোমায় খুঁজেছি, পাইনি আমি পাইনি।
তুমি ছিলে, কিন্তু তোমার মতো করে তোমাকে পেতে গিয়ে,
নিজেকে কখন যেন কোন পথের বাঁকে ফেলেছি হারিয়ে।
আজ যখন বলছ নিজেকে খুঁজে নিতে-
আবারও সেই তোমার হতে,
অন্ধ আমি আর হাতড়ে পাইনা পথ কোন,
আমি যে তোমারই ছিলাম, সর্বক্ষণ।
খুঁজে পাইনা কোন দিশা,
জীবন শত সঙ্কটে আজ, ঘোর অমানিশা।
তুমি বলছ ভীত আমায় করতে জয়
তোমাকে, বলছ আসতে কাছে, দিচ্ছ অভয়।
নিজেরে হারিয়ে হায়,
নই আর ভীত, আতঙ্কিত, প্রতি পদক্ষেপে,
মনের অনুভুতি, শোনে না কথা, চলেনা মেপে।
বলিনি এসো ভালবাসা, আমায় ভালোবাসো।
বলিনি হৃদয়ের অংশ হও,হৃদ্যতা দাও।
তবু, এসেছ ভালবাসা,
ভালবেসেছ, বাসিয়েছ, হয়েছ নিরাশা।
বলিনি আমার হও,
চাইনি কভু, তুমি হারাও।
পেয়ে হারিয়ে ফেলা তোমাকে,
কেন পেয়েছিলাম তবে?
কেন তবে ফিরে এলে-
এলোমেলো করে দিয়ে চলেই যাবে যদি,
এলোমেলো আমায় সবকিছু, গুছানোর পথ খুঁজি,
অন্ধকার দেখি শুধু, অবুঝ মনে এততুকুই বুঝি।
বলিনি এসো ভালবাসা, আমায় ভালোবাসো।
বলিনি হৃদয়ের অংশ হও,হৃদ্যতা দাও।
তবু, এসেছ ভালবাসা,
ভালবেসেছ, বাসিয়েছ, হারিয়েছ সহসা,
দিয়েছ হতাশা-
কেন যন্ত্রণা এতোটা মনে, কেন ভালবাসা?
_____________________________________________________
"কেউ একজন আসে, দখল করে নেয় ..... কখনও একা করে দেয়... ফিরে আসা পূর্ণিমাকেও বড় বিষণ্ণ দেখায়, সে জানত না ..... আমি জেনেছি। "
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ জানাই।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: বলিনি হৃদয়ের অংশ হও,হৃদ্যতা দাও।
তবু, এসেছে ভালবাসা
ভালো লাগা রইলো।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ আপনাকে, পড়েছেন তাই কৃতজ্ঞতা।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
রাইসুল সাগর বলেছেন: কবিতাঃ কেন এসেছিলে, এক বুক ব্যাথা হতে?
আমারো একি প্রশ্ন। পোস্টে + সহকারে ভালো লাগা।
এবং শুভকামনা।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: উত্তর আর হয়না খুঁজে পাওয়া,
চলেছে তাই জীবন তরী বাওয়া।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
শূন্য পথিক বলেছেন: +++
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ জানাই ভাই।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
তারছেড়া লিমন বলেছেন:
"কেউ একজন আসে, দখল করে নেয় ..... কখনও একা করে দেয়... ফিরে আসা পূর্ণিমাকেও বড় বিষণ্ণ দেখায়, সে জানত না ..... আমি জেনেছি। "অসাধারন।।।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ জানাই ভাই।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
একজন আরমান বলেছেন:
পেয়ে হারিয়ে ফেলা তোমাকে,
কেন পেয়েছিলাম তবে?
ভালো লাগলো।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরমান ভাই।
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো লাগলো ব্রো ! +++++++
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সময় করে পড়েছেন বলে কৃতজ্ঞতা জানাই ভাইয়া।
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৮
প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: সেইরকম লাগলো বড় ভাই।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক কৃতজ্ঞতা ভাইয়া, সময় করে পড়ে মন্তব্য করেছেন জন্যে ধন্যবাদ জানাই।
ভাল থাকবেন ভাই।
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
নেক্সাস বলেছেন: বলিনি এসো ভালবাসা, আমায় ভালোবাসো।
বলিনি হৃদয়ের অংশ হও,হৃদ্যতা দাও।
তবু, এসেছ ভালবাসা,
ভালবেসেছ, বাসিয়েছ, হারিয়েছ সহসা,
দিয়েছ হতাশা-
কেন যন্ত্রণা এতোটা মনে, কেন ভালবাসা?
++++++++++
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সময় করে পড়ে মন্তব্য করেছেন জন্যে ধন্যবাদ জানাই।
অনেক ভাল থাকবেন।
১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
আরজু পনি বলেছেন:
বলিনি এসো ভালবাসা, আমায় ভালোবাসো।
বলিনি হৃদয়ের অংশ হও,হৃদ্যতা দাও।
তবু, এসেছ ভালবাসা,
ভালবেসেছ, বাসিয়েছ, হয়েছ নিরাশা।........................
আহা! ভালোবাসাময় বিষাদ কবিতা।
ভালো লাগা রইল।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: গুনিজনের মন্তব্যে একজন অলেখক অনুপ্রানিত হল।।
ভাল থাকবেন আপু।
১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
সঞ্জয় নিপু বলেছেন:
"ভালবেসেছ, বাসিয়েছ, হারিয়েছ সহসা,
দিয়েছ হতাশা "
অসাধারন লেগেছে কথাগুলো ।
অনেক অনেক ধন্যবাদ
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ জানাই ভাই। কষ্ট করে পড়েছেন জন্যেও ধন্যবাদ।
অনেক অনেক ভাল থাকবেন।
১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
প্রত্যাবর্তন@ বলেছেন: বেশ ভাল হয়েছে
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পড়েছেন জন্যে ধন্যবাদ জানাই, ভাল লেগেছে জেনে কৃতজ্ঞ।
১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
আমি ইহতিব বলেছেন: অদ্ভুত সুন্দর, দারুন,
তবে কবিতাটা পড়েই আমার কেন যেন আরমানের কথা মনে পড়ে গেলো।
আরমান কিছু মনে কোরনা প্লিজ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালো লেগেছে জেনে প্রীত হলাম!! একজন আরমান ভাইয়ের কথা বলছেন নাকি?
১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো বাসা ভালো নয়।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি তো বেসেছেন ।
১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
আমিভূত বলেছেন: বাহে ভাই বাহে !! চমৎকার বিরহের কবিতা লিখেছেন
বেশি ভালো লেগেছে শেষ দুইলাইন "কেউ একজন আসে, দখল করে নেয় ..... কখনও একা করে দেয়... ফিরে আসা পূর্ণিমাকেও বড় বিষণ্ণ দেখায়, সে জানত না ..... আমি জেনেছি"
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রংপুরের নাকি গো?????
১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
রীতিমত লিয়া বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো বাসা ভালো নয়।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি বাসেন নি?
১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি লেখাগুলো মাঝে মাঝে দুইবার প্রকাশ করেন কেন? একবার করে দেখি আবার ডিলিট করেন, পরে আবার দেন।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভুলভাল হয়ে গেলে সংশোধন করে তারপরে দেই।
১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১
টিনটিন` বলেছেন: কবিতা ভাল্লাগসে।
র্যানডি ওরটনের ফ্যান নাকি?
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল্লাগছে জেনে খুশি হলাম ভাই,
অরটন ভালই লাগে, কিন্তু কেমনে কি? বুঝলেন কি ভাবে?
১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৭
আমিভূত বলেছেন: না ভাই অংপুরের না তবে রংপুরের মানুষ জনের সাথে হৃদ্যতা অনেক বেশি ,ভালো থাকবেন ।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তাইলে তো আমার সাথেও আপনার হৃদ্যতা হয়ে যাবে।
ভাল থাকবেন অনেক।
২০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
আমি ইহতিব বলেছেন: জি ভাই একজন আরমানের কথাই বলেছি।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার ছবি দেখলাম। আপনার বেবি খুবই কিউট, আদর বলবেন
২১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
টিনটিন` বলেছেন: আপনার প্রোপিক তো চিক্কুর মাইরা কইতাসে।
আমার ফেভ কিন্তু বর্তমান রয়্যাল রাম্বল উইনার।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা, আপনের কত মেধা!
২২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
সাহসী আমি বলেছেন: ভালো লাগলো ...
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সময় করে পড়ে মন্তব্য করেছেন জন্যে ধন্যবাদ জানাই।
অনেক ভাল থাকবেন।
২৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
+++++++++++++++++
০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক দিন পরে!!!! তাও অনেক অনেক বেশী ধন্যবাদ ভাইয়া!!
২৪| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৯
লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ!! মিল রয়েছে কিনা জানা হল না কিন্তু। চিমটি।
২৫| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৭
লেখোয়াড় বলেছেন:
ভালবাসা আসলে তাকে ফিরিয়ে দিবেন না।
তাকে বুকভরে আলিঙ্গন করবেন।
প্রাণ দিয়ে আগলে রাখবেন।
নির্ভেজাল ভাল কবিতা।
শুভ সকাল, ভাল থাকুন।
১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার দিন শতশুন্দরে ভরে উঠুক। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: ভাল লাগা +++++++++++++++++