নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

♣"প্রিয় মায়ের প্রতি লেখা যে চিঠিটি কোনোদিনও পোস্ট করা হয়না....."♣

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

প্রিয় মা,



তোমাকে উদ্দেশ্য করে কোনদিন লিখেছি কিনা আজ আর মনে করে বলতে পারিনা। মনে করতে পারিনা তোমার জন্যে কতগুলো শব্দকে মস্তিষ্ক থেকে কাগজে স্থানান্তর করেছি। তাতে কি হয়েছে? তোমার উপর আমার আজন্ম অধিকার, আজ লিখব! নিঃশ্বাস কোন মুহূর্তে নেওয়া শুরু করেছি, তাও তো মনে নেই আমার... শ্বাস নেওয়া তো থামিয়ে দেইনি।



তুমি জেনে থাকবে, কোন মুহূর্তে প্রথম প্রান বায়ুটি নিজেতে নিয়েছিলাম। তুমি জেনে থাকবে, আমি প্রথম কখন কেঁদেছি, কিভাবে। এই পৃথিবীতে সবথেকে প্রথম তুমি আমায় ভালবেসেছ । আমি যখন সবুজ দেখিনি, অবুঝ কাঁদিনি, তারও আগে থেকে লালন করেছ মমতা, আমার তরে।



শত-কোটিবার তোমাকে জিজ্ঞেস করেছি, এটা কোথায়, ওটা কোথায় ... তুমি অক্লান্ত উত্তর দিয়ে গেছ ... বিনা প্রতিবাদে। আমার প্রতিটি জিনিষের এনসাইক্লোপিডিয়া যেন তুমি! আমার পছন্দের জিন্সটি কবে আমার লাগবে আমার তা জানা নেই, তুমি কিভাবে যেন ঠিকই জান। তুমি হচ্ছ সেই মানুষ, যে আমার থেকেও আমাকে বেশী চেনে। আমার মন খারাপ দেখে তোমাকে দুঃখ পেতে দেখেছি... আমাকে রেগে থাকতে দেখে তোমাকে কাঁদতে দেখেছি। আমার অসুখে-বিসুখে তোমাকে পাশে পেয়েছি..... ঘণ্টার পরে ঘণ্টা যখন আমার অসুস্থ আমার জন্যে ব্যয় করেছ, আমি কৃতজ্ঞ কেঁদে চোখের পানি লুকিয়েছি কতবার সে হয়ত শুধু সৃষ্টিকর্তা জানেন।

তোমার শাসনের প্রতিটি শব্দ যে কতটা মুল্যবান আজ বুঝতে পারি কিছুটা... প্রতিটি শব্দ ছিল আমার কল্যানে। আমার ভালোর জন্যে। সব সব সব আমার! তোমার কি মা? আমিও কি তোমার হতে পারলাম বল? নিয়মের নিষ্ঠুরটায় তোমার বাঁধন ছিঁড়ে এসে পড়েছি দেখ।



কত বেশি ভালবেসেছ মা? আমি তো তোমায় এতো ভালবাসতে পারিনি! তোমার অসুখে সেবা করিনি রাত জেগে, কষ্ট দিয়েছি, অনেক অনেক কষ্ট দিয়েছি। সব সময় নিজেকে নিয়ে থেকেছি, তোমায় ছেড়ে একা থেকেছি... আজও তোমায় ছেড়ে এতো দূরে চলে এসেছি, তোমাকে একা করে দিয়ে। অপরাধী লাগে, যখন তোমার এতো এতো কিছু দেবার বিনিময়ে কিছুই দিতে না পারার যন্ত্রণা এসে ঘিরে ধরে। যে মুখটা তোমার দেখতে ইচ্ছে করে, সেই তোমার সন্তানের সময় হয়ে ওঠে না তা দেখানোর।



তুমি হলে সে, যার ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, হ্যাঁ, তুমি আমাকে ভালবাস, নিঃস্বার্থ ভাবে, আমৃত্যু... এই বিশাল এক পৃথিবীতে, তুমি সেই একজন, আমার প্রতি যার ভালবাসায় এতটুকুও খাদ নেই...... তোমাকেও কি অতটা ভালবাসতে পেরেছি মা? সত্যি জানিনা, তবে জানো, আমিও তোমাকে অনেক ভালবাসি। মিথ্যে বলিনি মা, আমি জানি আমি মিথ্যে বললে তুমি বুঝতে পারো।



তুমি আমার প্রথম কান্না শুনেছ মা... দেখছ, অনুভব করেছ প্রথম অশ্রুকণা। আমি আজও কাঁদছি, তোমাকে মনে করে। তোমাকে অনেক মিস করছি মা।



তোমাকে কোনোদিন বলা হয়নি কতটা ভালবাসি, জানিনা, হয়ত বলা হবেওনা... তবে আমার ধারণা তুমি জানো...... তুমি যে আমার সবকিছুই জানো।



ভাল থেক মা...... তোমার সন্তান বলছি.....











-------------------------------------------------------------------

ছবি: ইন্টারনেট (গুগল) থেকে।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: ছুঁয়ে গেল লেখা। কোন কথাই বলা হয়না মা কে, মা নিশ্চয় জানে?

পোস্টে অনেক ভালো লাগা রইলো।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কথা তো কতই বলা হয়, কোনোদিন বলা হয়না, প্রকাশ করা হয়না, কত বেশী ভালবাসি ওই মানুষটিকে, মিস করছি, দেখতে ইচ্ছে করছে খুব। :( :(

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

রান০০৭ বলেছেন: সামুর পরিবেশ আর আগরে মত নেই। অনেকদিন পর খুব ভাল ধরনের একটা লেখা পড়লাম এবং পড়ে খুব ভাল লাগল। আহা! আগের দিনগুলো কি কখনোই আর ফিরে আসে না???

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ জানাই। আগের সামুকে আমি জানিনা, তবে লেখা ভাল লেগে থাকলে অনেক ধন্যবাদ আপনার জন্যে।



ভাল থাকবেন সব সময়।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

নিয়েল ( হিমু ) বলেছেন: অলি প্রঃপিক টা ঝাক্কাছ হৈছে :)
পোষ্ট পরে পড়ব :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া!! পইরেন, আশা থাকল।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

সানজিদা হোসেন বলেছেন: ভাল লাগা। ++++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সানজিদা।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

মাক্স বলেছেন: সুন্দর লিখেছেন।
২য় ভালোলাগা!

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মাক্স ভাই, অনেক কৃতজ্ঞতা জানাই।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

বলাক০৪ বলেছেন: মনে পড়ে গেল আমি যে এক অপদার্থ সন্তান।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মা, একটি মহান নাম, ফেরেশতার থেকে নিচে, আর মানব জাতি থেকে অনেক অনেক উপরে যার অবস্থান। আমরা সাধারণ মানুষ, কি সাধ্য তার সমান মহান হবার? নিভৃতেই তাই ভালবেসে চলেছি, আমার প্রিয় মা কে।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার হৃদয় ছুঁয়ে যাওয়া লেখা।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ জাকারিয়া মুবিন ভাই।



শুভকামনা রইল, ভাল থাকবেন।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

স্পাইসিস্পাই001 বলেছেন: JUST TOUCHING .........

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

জুন বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন যা হৃদয় ছুয়ে গেল। উপরের একটি ছবিটা যদিও নেট থেকে নেয়া তথাপি আমকে চমকে দিল ক্ষনিকের তরে ।
মনে পড়ল আমার নিজের পোষ্টের কথা। তবে সেটা আপনার পোষ্টের ঠিক উলটো অর্থাৎ এক মা এর অনুভূতি তার সন্তানের প্রতি।
দেখতে পারেন আপনার সময় হলে
Click This Link

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার চমৎকার মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ, অবশ্যই পড়ব, অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

িসেলট বলেছেন: u make me cry bro

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: EVEN I WAS........... SO SORRY :(

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

অস্থির ভদ্রলোক বলেছেন: মন ছুয়ে গেলো

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানাই। ভাল থাকবেন ভাই।

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

লাবনী আক্তার বলেছেন: চোখ দুটি মনের অজান্তেই ভিজে গেল।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল থাকবেন আপনি।

আপনার অশ্রু মানবতার একফোঁটা সুদ্ধ নির্যাশ । মায়ের কথা ভুলে অনেকেই আছে, তাদের প্রতি আমার সহানুভুতি আছে, কিন্তু মায়ের প্রতি অন্যায় করাও অনেকেই আছে, তাদের প্রতি শত ঘৃণা। আপনার চোখের জল তাদেরকে ধুয়ে দেবার জন্যে যথেষ্ট।

মাতৃত্বের জয় হোক, জয় হোক মায়ের প্রতি ভালবাসার।

দোয়া করবেন যাতে একদিন সাহস করে বলতে পারি, কত বেশী ভালবাসি আমার মা কে। :(

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

তানিয়া হাসান খান বলেছেন: খুব সুন্দর!++++++++++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানাই।



ভাল থাকুন, এই শুভকামনা রইল।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ঘুড্ডির পাইলট বলেছেন: মন ছুয়ে গেলো।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানাই ঘুড্ডিব্রো !!

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

ভিয়েনাস বলেছেন: মাকে ভালোবাসি এই কথাটা বলতে হয় না, তিনি ঠিকি বুঝে ফেলেন।
অনেক সুন্দর আবেগী লেখা। চোখ ভিজে গেল। মায়ের মতো নিস্বার্থ ভালো কেউ বাসতে পারেনা।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আশা নিয়ে রয়েছি, হয়ত বুঝবেন। একবার নিজ মুখে বলার আসা রাখি। যদি । । ।

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

এ্যাংগরী বার্ড বলেছেন: যদি কোন দিন বড় না হতাম।
যদি কোন দিন ক্লাস না পেরুতাম
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ধ্যনবাদ পথিক, সুন্দর লেখার জন্য।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পড়ার জন্যে আপ্নাকেও অনেক ধন্যবাদ । ভাল থাকবেন সবসময়।

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

মামুন রশিদ বলেছেন: ভালো থেকো মা । তোমার জন্য ভালোবাসা ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই।

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

আমিনুর রহমান বলেছেন: তোমাকে কোনোদিন বলা হয়নি কতটা ভালবাসি, জানিনা, হয়ত বলা হবেওনা... তবে আমার ধারণা তুমি জানো...... তুমি যে আমার সবকিছুই জানো।


+++

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমিনুর ভাই।



আশা করি ভাল আছেন?

১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

আরজু পনি বলেছেন:

মার কথা ভাবতে ভাবতে ছবিগুলো মনে করিয়ে দিল আমার বাচ্চাদের কথা।

কতোদিন মায়ের পিঠে মুখ লুকিয়ে ঘুমাই না..... :(


অনেক ভালো লাগা রইল পোস্টে।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার কথাগুলো অনেক ভাল লাগল !

আপনি ভাল থাকবেন।

২০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: অসাধারণ লেখাটি এখন আমার প্রিয় পোস্ট তালিকায়।



ভাল থেক মা। :( :( :( :( মিস ইউ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নডানা

২১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: মায়ের খারাপ সন্তান আমি :( :( :( :(

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :( :( :( :( :( :( :( :(

২২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

মাহী ফ্লোরা বলেছেন: ভাল থেক মা...

ভাললাগা লেখা!

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মাহী ।

ভাল থাকুন, এই কামনা করি।

২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

সাহসী আমি বলেছেন: +

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাক,

ভাল থাকুন, এই কামনা করি।

২৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

তারছেড়া লিমন বলেছেন:
ভাল থেক মা...... তোমার সন্তান বলছি.....

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাক,

ভাল থাকুন, এই কামনা রইল

২৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো লাগলো ব্রো। ++++++++

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন ব্রো

২৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

নিয়েল ( হিমু ) বলেছেন:
মা'র কাছে এরকম চিঠি পাঠাতে নেই । তারা প্রিয় সন্তানের বর্তমান শারিরীক অবস্থা , দুপুরে খেয়েছে কিনা, ঠিক মত ঘুমায় কিনা এসব নিয়ে টেনশন করে । (আমাদের ইমোশন বুঝতেই চায় না) তাই মা'র কাছে এই আবেগি চিঠি না পাঠানোই বেশি বুদ্ধিমানের কাজ ।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই চিঠি কোনদিনও পোস্ট করা হয়না.... তবে কোনো একদিন অন্তত এটুকু বলতে চাই, অনেক বেশি ভালোবাসি তাকে....... বাবাকে বলার সময় ছিল, বলা হলোনা ভাইয়া..তার আগেই চলে গেলেন

২৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

নিয়েল ( হিমু ) বলেছেন: চাচা যেখানেই থাকুন না কেন অনেক ভাল আছেন । আমি জানি ।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দোআ করি, আর কিছু করারও নেই তো

২৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

রাফা বলেছেন: মাকে কোন দিনই বলা হয়নি।মা আমি তোমাকে অনেক ভালোবাসি।চিঠিও লিখতে পারিনি মাকে।কিন্তু মা তবুও ফোন করলেই বলতো, খোকা তুই ভালো আছিসতো বাবা।

মাকে হারানোর ব্যাথা কিছুতেই পুরণ হয়না।

দি.প.-ব্রাদার।

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সত্যি কথাই বলেছেন রাফা, আপনাকে অনেক ধন্যবাদ.........


ভালো থাকবেন, সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.