![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ তুমি এসেছিলে তাই-
মায়ের কোলে শিশুটি আজ বাংলায় কাঁদে,
নৌকা বেয়ে ভাটিয়ালি কোন মাঝি বাঁধে।
একুশ তুমি এসেছিলে তাই-
রাজপথ ভরা তাজা রক্ত দেখেছি।
বাঙালি হয়েছি,
বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছি,
প্রতিবাদ শিখেছি।
একুশ তুমি এসেছিলে তাই-
হারিয়েছি স্বজন, হারিয়েছি ভাই,
তবু এই চোখে কান্না তো নাই।
নিয়েছ বটে, দিয়েছ শত,
এসেছ বলে, বলছি কথা, অবিরত।
একুশ তুমি এসেছিলে তাই-
পেয়েছি আবাস, পেয়েছি শক্তি,
কেড়ে এনেছি মায়ের মুক্তি।
পেয়েছি জমিন-বাতাস-পাহাড়,
পেয়েছি মান, অন্ন ক্ষুধার।
একুশ তুমি এসেছিলে তাই-
পল্লি কবি-বিদ্রোহী এলো,
শত ব্যাথা গ্লানি ধুয়ে মুছে গেল,
তুমি এলে বলে বাংলা এলো
আমার কথা স্বীকৃতি পেল।
একুশ তুমি এসেছিলে তাই-
আমি গাই বাংলায় গান,
আমার শব্দে কবিতা লিখি,
বাংলা আমার প্রান।
বাংলা আমার-একুশ আমার, এই প্রানে অম্লান।
একুশ তুমি এসেছিলে তাই-
পথ পেয়েছি হেঁটে চলবার, একাত্তুরের পানে,
ওরা মরেনি, মরবেও না, রইবে সবার মনে,
এসেছিলে তাই, শ্রদ্ধা জানাই, সকল শহীদ জনে।
কবিতা লিখব, বলব কথা, বায়ান্নর তরে,
শহীদ মিনার, ফুলগুলো নাও, আমার ভাইয়ের পরে।
___________________________________________________
উত্সর্গ: যাদের বুকের রক্তে বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে রঞ্জিত হয়েছিল বাংলার রাজপথ.... যাদের "দান" বাংলা ভাষাকে ব্যবহার ছাড়াও কারণে অকারণে অপব্যবহার ও বিকৃত করছি আমরা কোটি বাঙালি। সালাম সালাম, হাজার সালাম।
ছবি:- ইন্টারনেট(গুগল)
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই, সবার মাঝে জাগ্রত হোক একুশের চেতনা
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: ভাই, এক কথায় অসাধারণ!!!!!!
++++++++++++++++++++++++++++++++++
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
নিয়েল ( হিমু ) বলেছেন:
মায়ের কোলে শিশুটি আজ বাংলায় কাঁদে,
অসাধারন একটা কবিতা অলি । অনেক ভাল লাগল
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, পড়েছেন জন্যে।
ভালো থাকবেন.... জাগ্রত হোক একুশের চেতনা
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: একুশ তুমি মাতৃভাষা
অ,আ, ক, ১,২ শেখা বুলি
পাখির গান , শিশুর হাসি
আর শহীদ শ্রদ্ধাঞ্জলি
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
শান্তা273 বলেছেন: সালাম সালাম, হাজার সালাম।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শান্তা273, সবার মাঝে জাগ্রত হোক একুশের চেতনা।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ++++++++++++
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, সবার মাঝে জাগ্রত হোক একুশের চেতনা।
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
লোনলিফাইটার বলেছেন: +++++
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ভাই
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
গ্রাম্যবালিকা বলেছেন: ++++
অসাধরন লিখেন আপনি।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার মত তো আর না, ধন্য হলাম
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
গ্রাম্যবালিকা বলেছেন: খোঁচা দিলে কষ্ট পাবো। আমি জানি আমি ভালো লিখিনা।
আপনি সত্যি অনেক ভালো লিখেন, আমি অবাক হই
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সত্যি কথা বলার চেষ্টা করি.... আপনার লেখা ভালো লেগেছে বলেই বললাম.. ভালো না লাগলে এমনিতে আমি কখনই বলিনা ..... আমি চেষ্টা করি লেখার.. খুব ভয়ে পোস্ট দেই.. অনেক জ্ঞানী গুনি মানুষ এই ব্লগে বিচরণ করেন....
অনেক ভালো লেখক-পাঠক আপনারা... আমার লেখাগুলোকে ভালোভাবে নেন, তাই কৃতজ্ঞতা জানাই...এটুকুই সার্থকতা আমার.. অনেক ভালো থাকুন...
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
াগলা শান্তু বলেছেন: অসাধারন
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা , ধন্যবাদ জানাই !!
অনেক ভালো থাকুন...
১১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
ঘুড্ডির পাইলট বলেছেন: ২১শের কবিতা খুব সুন্দর হয়েছে +++++
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাই ভাইয়া!!
অনেক ভালো থাকুন...
১২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
মাক্স বলেছেন: সুন্দর!
১০ম ভালোলাগা।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সময় করে ও কষ্ট স্বীকার করে পড়ার জন্যে অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।
ভাল লাগাতে খুশি হলাম, অনেক ধন্যবাদ
১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
স্বপনবাজ বলেছেন: একুশের কবিতায় ভালোলাগা !
জাগ্রত হোক আমাদের দেশ ও নিজস্ব সংস্কৃতির প্রতি প্রেম !
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার লেখায় অনেকদিন পরে আপনার মন্তব্য পেলাম ভাইয়া, ভাল লাগছে। ভাল আছেন আসা করি?
ভাল লেগেছে জেনে খুশি হলাম, মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ
১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
শূন্য পথিক বলেছেন: অ-সা-ধা-রন!
৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম, মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ
১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর লিখেছেন ! অনেক ভালো লাগা রইলো!
আসলেই লেখাটা ভালো হইসে।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সময় নিয়ে পড়েছেন জন্যে অনেক ধন্যবাদ জানাই।
১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
জাকারিয়া মুবিন বলেছেন: কবিতা ভাললেগেছে।
ফেব্রুয়ারি আসার আগেই দিয়ে দিলেন?
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাষা দিবস নিয়ে আমি প্রায়ই লিখি, একুশ নিয়ে অন্যরকম কিছু একটা লেখার চেষ্টা করছি। সেদিন রাতে হঠাৎই লাইনগুলো এলো, তাই নতুন ব্লগ লিখুন এ গিয়েই লিখে ফেললাম !
ভাল লেগেছে বলে খুশি হলাম ভাই, ধন্যবাদ অনেক।
১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
আমিনুর রহমান বলেছেন: অসাধারণ +++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই
১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০২
আলুভর্তা বলেছেন: একুশ তুমি এসেছিলে তাই এলো ৭১
পেলাম স্বাধীনতা...............
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: সালাম সালাম, হাজার সালাম।