![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
_______________স্বপ্নলোকের বন্দিশালা_______________
স্বপ্ন দেখার অধিকার নিয়ে জন্মানো প্রতিটি মানবাত্নার কাছে,
এসেছি আমি, স্বপ্নজগতে আটকে পড়েছি অসহায়,
বাঁচতে চাইছি আমি বড্ড নিরুপায়।
বড় সহজ কল্পরাজ্যে বিচরণ,
সেথা নেই কোন প্রহরীর বাড়াবাড়ি,
নেই মানবের ভীর বা আতংকিত কোন হৃদয় ঘড়ি।
শুধু হারিয়ে চলার দেশে আমি,
স্বপ্নের মাঝে হারিয়ে খুঁজছি,
স্বপ্নবাজের অবুঝ কল্পনাগুলো।
বাস্তবতার রঙতুলিতে ওদেরকে আঁকতে বসেছিলাম,
স্বপ্নগুলোকে থলে ভরে এনে, লিখতে বসেছিলাম, স্বপ্নময় কোন গল্প।
কল্পকথা যদি হবেইনা সত্য, কেন লিখতে বলেছিলে কবিতা?
নির্বোধ এই হৃদয়কে কেন বলেছিলে স্বপ্ন বুনতে অযথা?
কল্পনার রানী কেন বলেছিলে আমায়-
স্বপ্ন দেখা, স্বপ্ন ভাবা, কল্পনাতে সাঁতার কাটা
সবার মাঝে একা থাকা, ভীড়ের মাঝে একা হাঁটা,
মেঘ হওয়া বা পাখি মত উড়ে চলা,
নিজের সাথে কথা বলা;
কল্পলোকে দু'একটা ক্ষণ,
হারিয়ে যায় যদি এ মন;
অপরাধ নয় চিন্তা এমন।
আমি যে হারিয়ে গেলাম ধূসর কল্পনাতে,
কিছু ভাবনাতে, কিছু অক্ষরে বা শব্দতে।
নিজেকে খুঁজে ফিরি তবু পাইনা খুঁজে কল্পনগরীতে নিখোঁজ ঠিকানা
জীবনে ফেরবার পথ অজানা।
জীবনে ফেরা হয়না আর স্বপ্নবাজের,
কেন বন্দি সে কল্পনার নির্বাক জালে,
কেন তবে জীবন খোঁজা স্বপ্নের অন্তরালে?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ ভাই।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
স্বপনবাজ বলেছেন: শুধু হারিয়ে চলার দেশে আমি,
স্বপ্নের মাঝে হারিয়ে খুঁজছি,
স্বপ্নবাজের অবুঝ কল্পনাগুলো।
আমার জন্য লিখেছেন নাকি ??+++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: না ভাই সবার জন্যে, একজন স্বপ্নবাজ, আমিও
ধন্যবাদ ভাইয়া।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫
মাক্স বলেছেন: সুন্দর!++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ মাক্স ভাই,
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭
রুদ্র মানব বলেছেন: আমিও মন্তব্য না করেই, শুধু প্লাস দিয়েই যাইতাম ,
কিন্তু আপনার উপরের মন্তব্যের প্রক্ষিতে মন্তব্য না করে পারলাম না ।
কবিতা জ্ঞান বেশি নাই , কিন্তু আপনার কবিতা পুছন্দ হইছে । তাই ++++++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা, অনেক ধন্যবাদ ভাইয়া।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো লাগলো ব্রো ! চালিয়ে যান !
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৯
তানিয়া হাসান খান বলেছেন: সুন্দর!++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ তানিয়া।
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা রইলো।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি পড়েছেন তাই অনেক ধন্যবাদ জানাই।
অ,টঃ আপনার নাম জানতে মুঞ্ছায় ৎঁৎঁৎঁ, কেমনে কি?
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
নিয়েল ( হিমু ) বলেছেন:
তোমার কবিতা গুলো ভাল লাগে খুব । প্রতিটাই একটা আরেকটা থেকে ভাল হচ্ছে ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ হিমু ভাই, আপনাদের উৎসাহেই চেষ্টা করছি।
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
shfikul বলেছেন: +++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়াকে অনেক ধন্যবাদ।
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
রীতিমত লিয়া বলেছেন: ভাল লিখেছেন ভাই। বরাবরের মত প্লাস
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে লিয়া, সময় করে পড়েছেন জন্যে।
১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
ঘুড্ডির পাইলট বলেছেন: সবসময়ের মতোই ভালো লাগলো ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার মন্তব্যে অনেক উৎসাহ পাই ভাইয়া, অনেক ধন্যবাদ জানবেন।
১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
এহসান সাবির বলেছেন: ওহ! গরম গরম পড়তে পারলাম না। একটু লেট হলো। ভালো লাগা রইলো ভাইয়া।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সময় করে পড়তে পেরেছেন তাই অনেক ধন্যবাদ ভাইয়া, ভাল থাকবেন শুভকামনা রইল ।।
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭
অবচেতনমন বলেছেন: বপ্নের মাঝে হারিয়ে খুঁজছি,
স্বপ্নবাজের অবুঝ কল্পনাগুলো।
দারুন অনুভূতি ভাললাগা রইল সাথে অফুরন্ত ভালবাসা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে!! নিরন্তর ভাল থাকুন এই শুভকামনা আপনার জন্যে। আমার ব্লগে স্বাগতম।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: ++++++++++++++++++++++++++ লন ভাই, ভাল লাগছে!!!