![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনি বলেছেন,
"আমি শাহবাগ স্কয়ারের ঘোষনার দিকে তাকিয়ে আছি।
এটা কি নতুন রাজনীতির সম্ভাবনার পথ খুলতে পারে? যে সব
সোনার ছেলেরা এই স্বপ্ন-জাগানি আন্দলোনের
পেছনে আছে তারা কি যুদ্ধাপরাধীর বিচারের চেয়েও বেশি কিছুর
স্বপ্ন দেখবে? যুদ্ধাপরাধীর বিচার হতেই হবে। কিন্তু সোনার
বাংলা গড়তে যে আরো অনেক কাজ বাকি থেকে যায়। সে সব-ও
এই সোনার ছেলেরা না করলে কে করবে? আমাদের এই
পচা রাজনৈতিক ব্যবস্থা বদলাতে হবে, আমাদের
অর্থনীতি দেশীয় উদ্যোগ-বান্ধব হতে হবে, আমাদের
প্রাকৃতিক সম্পদ আমাদের দেশের কাহে লাগাতে হবে,আমাদের
সংস্কৃতির আকাশ মেঘ মুক্ত রাখতে হবে, প্রতি বছর পাস
করে বের হওয়া হাজার হাজার ছেলের জন্য কাজের সুজোগ
তৈরি করতে হবে, আমাদের সামনে কত কাজ। এই সব কাজ
কে করে দেবে? আমি তো এই তরুনদের ছাড়া আর
কাউকে দেখি না। সোনার বাংলাদেশ গড়ার একটা নতুন
ইশতেহার কি আসতে পারে এই শাহবাগ থেকে? আমি কি এক
সাথে অনেক কিছু চাইছি? লাখো তরুনের সম্মিলিত শক্তির
এই বিস্তর সম্ভাবনা দেখলে আমি তো একটু বেশী চাইবই।
আর এখনি যদি না চাই তবে কবে চাইবো, কবে আবার এই
জমায়েত হবে?"
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২
রিওমারে বলেছেন: এই শাহাবাগ আন্দোলনের ভিতর থেকে আগামীদিনের রাজনৈতিক নেতৃত্ব বের হয়ে আসুক যারা দেশ টাকে নিয়ে যেতে পারে অনেক দূর এগিয়ে। পুরোনো সকল ঘুনে ধরা রাজনইতিকে পিছনে ফেলে নুতন সম্ভাবনার দ্বার খুলে দেবে।। মুক্তি পাবে শ্রম জীবি মানুষ --সকল বঞ্চনা ও প্রতারনার হাত থেকে।।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
শিপু ভাই বলেছেন:
এই মুহুর্তে এসব সম্ভব না। তাহলে মূল লক্ষ্যই বিনষ্ট হবে বলে মনে করি।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
বাদল দিনের গান বলেছেন: আগে আমরা আমাদের মূল লক্ষ্য সফল করি। জমায়েত তোঁ আর যখন তখন ভেঙ্গে যাচ্ছেনা, দেখা যাক কি হয়। আমরা সবাই সোনার বাংলার সপ্ন দেখি। একবার যখন জোয়ার এসেছে সকল আবর্জনা ভাসিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশাই করি।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: শাহবাগের ঐ সমাবেশের লক্ষ্য যুদ্ধাপরাধিদের ফাঁসী। বাকি কথা পরে।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩
স্বপনবাজ বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আর এখনি যদি না চাই তবে কবে চাইবো, কবে আবার এই
জমায়েত হবে?"
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবাইকে ধন্যবাদ, এটি একটি উক্তি বলে নিজের কোন মতামত দিতে চাইনি, এখন মুল লক্ষ্যেই এগিয়ে যেতে হবে, আমরা পারব, এবং পারবই, সবকিছু করার বিশ্বাস এবার এসে পড়েছে।
ভাল থাকবেন সবাই।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আর এখনি যদি না চাই তবে কবে চাইবো, কবে আবার এই
জমায়েত হবে?"
++++++++++++++++++++++++