![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ণমালারা জন্ম থেকে জেনে আসছে --
অ-তে অজগরটি আসছে তেড়ে!
আ-তে আমটি আমি খাবো পেড়ে!
কিন্তু নতুন প্রজন্ম তাদের আজন্ম লালিত চেতনা ও শিক্ষাকে ঠেলে দিয়েছে হুমকির মুখে। এই কারনে তারা সম্মিলিত ভাবে আত্নহত্যার সিদ্ধান্তর দিকেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
আজ আ তে ঘৃণ্য আব্দুল আলিম কিংবা ক-তে কামরুজ্জামান এর মত নরপিশাচদের নাম জড়িয়ে একটা স্ক্যানডাল প্রজন্ম চত্বরে সকলের মুখে মুখে!
বাংলা বর্ণমালার প্রধান মন্ত্রী ও একাধারে প্রেস সচিব "অ" একটি প্রেস ব্রিফিং-য়ে এই বিষয়ে বিস্তারিত বলেন সাংবাদিকদের।
এ সময় কান্নাজড়িত আবেগঘন একটি পরিবেশ শুরু হয় কনফারেন্স হলে। অশ্রুসিক্ত হয়ে তিনি বলেন, ব্যাংলিশ ও আরজেদের জ্বালায় আমাদের জীবন এমনিতেই ভেজাল তেলে ভাজা ভাজা হচ্ছিল। এরই মধ্যে আমাদের ঈদের মাস ফেব্রুয়ারি তে কিনা রাজাকারদের নামের সাথে আমাদের নাম মিলিয়ে সূর করে স্লোগান দেওয়া হচ্ছে! এই লজ্জা আমি কই রাখি?
আমাদের মাঝে সবচেয়ে লজ্জাহীন "ল" পর্যন্ত বিষয়টি মেনে নিতে না পেরে দুই দুইবার সুইসাইড করার চেষ্টা চালিয়েছে।
আসার সময় আমি ওকে কথা দিয়ে এসেছি, মরি যদি একসাথেই মরব, বাঁচব তো একসাথেই!
এই সময়, জনাবা "আ", মন্ত্রিপত্নি ও বর্ণমালা ফার্স্টলেডী, উনার দিকে সান্ত্বনার দৃষ্টিতে তাকান ও একটি টিস্যু এগিয়ে দেন।
ডানপাশে বসা বর্ণমালা সমাজের প্রেসিডেন্ট "ক" (কামরুজ্জামান ও কাদেরের নাম যার সাথে জড়িয়ে গেছে বলে গুজব) নির্বাক বিশ্বয়ে তাকিয়ে থাকেন এবং এমন একজন গুনি নেতাকে ভেঙ্গে পড়তে দেখে উনাকেও সজল হতে দেখা যায়। উনি কিছুই বলতে পারেন নি। জানা যায় জনৈক কামরুজ্জামান এর সাথে তার নাম আসার পর থেকেই প্রেসিডেন্ট নির্বাক ও প্রায় প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছেন।
বর্ণমালা দেখভাল কমিটি অসুস্থ হওয়া সত্ত্বেও বেচারা হাঁটুভাঙ্গা "দ" কে পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রী বরাবর একটা প্রতিবাদলিপি প্রদানের জন্যে। কিন্তু দায়িত্ব পালনে ব্যর্থ "দ" কে দারোয়ান ভিতরে যেতে দেয়নি বলেই সে জানিয়েছে! কারন হিসেবে দারোয়ান জানিয়েছেন উনাদের সাবেক যোগাযোগ মন্ত্রী দেশপ্রেমিক হওয়াতে পদ্মাসেতু তৈরি হতে পারলনা। আর এই নিয়ে দ্বিধা-দন্দ চলছে দপ্তরে। "কে সেই মন্ত্রী?" "দ" সাহেবের এমন প্রশ্নের জবাবে দারোয়ান বলে উঠেন "আ" তে আবুল! জনাব "দ" সেখানেই মূর্ছা গেলে তাকে জরুরী ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়।
এই সমস্যা থেকে উত্তরনের পথ কি? কিভাবে আন্দোলন চালিয়েও তাদের এমন লজ্জার হাত থেকে বাঁচানো যায়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জনাব "অ" বলেন, "খ" এর কূটনৈতিক তৎপরতায় আমরা শেষ পর্যন্ত একটি সমাধানে আসতে পেরেছি, আন্তর্জাতিক ভাষা ইংলিশকেই শেষ সমাধান মেনেছেন বিভিন্ন গন্যমান্য বর্ণমালা। ইংরেজির এই বিশ্বয়ে কোন আপত্তি নেই, সে মানুষের মুখে বদলে বদলে অনেকটা কি যেন বলল, শেমলেছ হয়ে গেছে। আর যতদিন রাজাকারদের বিচার হয়নি ওরা নাকি কানে তুলো দেবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
উক্ত চুক্তির বিষয়াদি আমি নিজের তদারকি করছি। তাই আজ থেকে বলুন,
K তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার!
আন্দোলনের আরেকটি এক্সক্লুসিভ খবর হিসেবে রয়টার্স জানিয়েছে, সাউথ এশিয়ান টেবিল, লইটটা ফিশ ও পানেরা দলে দলে শাহবাগের পানে প্রতিবাদ কর্মসূচি পালনে একতাবদ্ধ হবার প্ল্যান করছে, কারন, তারা সব গালি মানতে রাজি আছে, রাজাকার মানতে রাজি নয়।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: K তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার!
নাইলে এরা মইরা যাবেগো ভাই
মন্ত্রী "অ" যে কষ্টের মধ্যে আছে সেইটা অবর্ণনীয়
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯
সাকিন উল আলম ইভান বলেছেন: আমার নিজের নামের অক্ষরেই তো মাইর খাইয়া গেসি
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইংলিশ প্রমট হোক, সে কানে তুলা দিছে এই উপলক্ষ্যে।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০
আখিলিস বলেছেন: অসাধারণ !
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থেঙ্ক্যু জানাই আপনাকে।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১
াগলা শান্তু বলেছেন: অসাধারন !!!!!!!!!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, মজা পেয়েছেন দেখে খুশি হলুম!
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২
আখিলিস বলেছেন: ঘুড্ডির পাইলট, একটা আগুন লেখার অপেক্ষায় আছি আপনার কাছ থেকে !
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমিও!!!
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯
আমিই মিসিরআলি বলেছেন: হালাগো যদি ওগো পিতৃভাষায়(উর্দু) বক্কা দিয়ন যাইত ..........
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: লা হাউলা, কি কুন ভাই? উর্দু কমুনাকো! ঠ্যাকায় পড়লেও এড়ায় যাই এই জিনিষ।
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মাইরালা আমারে মাইরালা ...
আগুন পোস্ট ...
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওদিকে ওরা মরতে চাচ্ছে এদিকে সমাজের মন্ত্রীরে মাইরা ফেললে তো সব অচল!!! বাইচা থাকেন, কিন্তুক, মজাক পাইলে একটু হাইসা লিয়েন
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২
বর্ণালী পাল বলেছেন: পোস্টে প্লাস ++++++++++++++++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি অনেক ধন্যবাদ আপনার বর্ণালী ++স এর জন্যে
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সাকিন উল আলম ইভান বলেছেন: আমার নিজের নামের অক্ষরেই তো মাইর খাইয়া গেসি
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এইতো! স্বর্ণামনি ইজ ব্যাক উইথ দা নাইসেস্ট পিক!
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
শান্তা273 বলেছেন: মাইরালা আমারে মাইরালা..........
পোস্টে+++++++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আরেহ না, আমরা আপনাকে কত পছন্দ করিনা? উল্টে দীর্ঘায়ু কামনা করছি!!!!!
ভাল থাকবেন, সবসময়
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
বিশ্বাস০০৭ বলেছেন: "তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না।(আল্ কোরআন সূরা আল্ বাকাঁরাহ্ আয়াত ৪২)"
সত্যের জয় হবেই, জয় বাংলা।
শেয়ার করুন , ছাগুদের মিথ্যাচার রুখে দিন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সত্যের জয় হবেই, জয় বাংলা।
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: সিরিয়াস বিষয় নিয়ে এমুন ফান?
ম তে মাইরালান আম্রে! মেলা হাসলাম!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যান! হেসেছেন যখন তখন মেরে ফেললাম !
১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
নিয়েল ( হিমু ) বলেছেন:
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেকেন, বর্ণমালার দুক্কে আপনে হাসলেন ? আপনে এত রুঢ় !!
১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২
স্বপনবাজ বলেছেন: মাইরালা আমারে মাইরালা ...
আগুন পোস্ট ...
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধইন্যা পাতা ভাইজান!!!
১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১
রমিত বলেছেন: Click This Link
আমার ভাষা - আমার ভালোবাসা - পর্ব ১
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেখব ব্রাদার, অনেক ধন্যবাদ
১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬
mrikadey বলেছেন: জামাত-শিবিররা দয়া করে কয়েকটা উর্দু গালি supply দে
তোদেরকে এি ভাষায় ডাক(...লি) দিমু
mind করিস না
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: উর্দু না ওদেরকে শরীরের ভাষায় যা দেওয়ার দেওয়া উচিৎ।
১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬
হাবিব০৪২০০২ বলেছেন: +++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি ধন্যবাদ ভাই
১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০
htusar বলেছেন: মজা পাইসি ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থেঙ্কু ভাই
১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫
স্থপতি শিহাব বলেছেন: অসাধারণ ! অসাধারণ ! অসাধারণ ! অসাধারণ ! অসাধারণ ! অসাধারণ ! অসাধারণ ! অসাধারণ ! অসাধারণ ! অসাধারণ ! অসাধারণ ! অসাধারণ !
কপি না মেরে পারলাম না ভাই ফেবুতে ! ! ! অসাধারণ ! অসাধারণ !
আপনে মাইন্ড খাইলেও কপি মারবো ! !
অসাধারণ !
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কোন মাইন্ড নাই ভাই, হাসাতে পেরে আমার দায়িত্ব পালন করেছি, আপনি ছড়িয়ে যদি আরও একজনকে ........
এতো প্রসংশা করলেন ধনিয়া পাতা আর না দেই, লাঞ্ছের দাওয়াত নেন একবারে
২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪
স্পাইসিস্পাই001 বলেছেন: হা হা হা
পোষ্টে প্লাস++++....ধন্যবাদ আপনাকে আন্দোলনের মাঝে বিনোদন দেওয়ার জন্য ধন্যবাদ
রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......
সকলের চোখে বিজয়ের নেশা দেখতে পাচ্ছি
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মনটা ভাল থাকেনা ভাই, শাহবাগে থাকতে পারিনা বলে কষ্টে থাকি। তাই নিজেকে সান্ত্বনা দিতেই আপনাদের সাথে একটু হাসি শেয়ার করলাম, আপনার ভালো লেগেছে দেখে অনেক খুশি।
বিজয় যে আর অন্তরে!
বিজয় পথ আর ঘাট পরে!
বিজয় হবে বিজয় হবে, ঠ্যাকায় কেরে, ঠ্যাকায় কেরে?
২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
ইখতামিন বলেছেন:
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি ভ্রান্তা ধইন্যা!!!!
২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
অনীনদিতা বলেছেন: সাধারণ ! অসাধারণ ! অসাধারণ !
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে অনীনদিতা !!
ভাল থাকবেন!!
২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
রিমন রনবীর বলেছেন: ক্ষিকজ!!
ওরে আল্লারে! লল
++++++++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হেই রিমন ভাই, হাই!
জি হা ভাই!
কষ্ট করে পড়েছেন সালাম জানাই!
আসিবেন অলঅয়েজ ব্লগে, দাবিটা তাই!
ভাল লাগিছে জেনে খুশিতে হারাই!
এখনকার মত বাই বাই!
২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
তারছেড়া লিমন বলেছেন: “ক” তে কাদের মোল্লা তুই রাজাকার , তুই রাজাকার! আবার
“ক” তে কাম্রুজ্জামান তুই রাজাকার তুই রাজাকার!
“ম” তে মুজাহিদ তুই রাজাকার তুই রাজাকার
“স” সাইদি তুই রাজাকার তুই রাজাকার !! আরে
“স” তে সাকা তুই রাজাকার তুই রাজাকার! ওরে ও
“গ” গোলাম আজম তুই রাজাকার তুই রাজাকার।
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দুক্ক দুক্ক দুক্ক
২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
ফারজানা শিরিন বলেছেন: ভাইয়া আপনার সাথে একমত । বর্ণমালা নিয়ে এই শ্লোগান গুলো ভালো লাগে নাই ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, বর্ণমালার অপমান লাগছে
২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
আমি ইহতিব বলেছেন: বাংলা বর্ণমালার শোকে আমিও আজ শোকাহত
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কে এদের আশা দিবে, কে দিবে ভরসা বলেন?
২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ রাজকন্য।
২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
মাইরালা আমারে মাইরালা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই কেমন আছেন???
২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
মাক্স বলেছেন:
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ মাক্স ভাই।
৩০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
মওদুদ আহমেদ ৮৮ বলেছেন: আমিই মিসিরআলি বলেছেন: হালাগো যদি ওগো পিতৃভাষায়(উর্দু) বক্কা দিয়ন যাইত ..........
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম্মম্মম্মম্ম
৩১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
অপূর্ণ রায়হান বলেছেন: ৮ম ভালোলাগা ভ্রাতা ++++++ আপনাদের ওখানে কি কোন ইভেন্ট হয়েছে ?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হয়ে গেছে তো ভাই। মোটামুটি তিনটা ইভেন্ট হল।
৩২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
কান্টি টুটুল বলেছেন:
আমাদের বর্ণমালার অন্তর্নিহিত দুঃখের কথা তো এইভাবে ভাবি নাই,
দারুণ লিখেছেন ভাই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিকই বলেছেন।
৩৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
ডট কম ০০৯ বলেছেন: K তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পছন্দ হইছে তাইলে???
৩৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন:
আমার ছবিব্লগ দেইখ্যা যাইয়েন
অষ্ট্রেলিয়ার পার্থের কিংস পার্কের ওয়ার মেমোরিয়াল যেন একটুকরো শাহবাগ বা প্রজন্ম চত্বর (ছবি ব্লগ)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যামু তো!! অবশ্যই!
৩৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারন লিখিয়াছেন ভাই!!!
+++++++++++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: খেকজ, ধন্যবাদ আপনাকে, ফান পোস্ট এ আপনাকে বেশী পাইনা যে?
৩৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: বাচ্চাকাচ্চাদের ভেতরে এগুলোর ব্যবহার বাড়তে পারে।ইংলিশঅক্ষর কানে তুলা লাগা....
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
ঘুড্ডির-পাইলট বলেছেন: তাইলে কি বলুম ? গাইল দিমু কেমনে ?