নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক রঙ্গঃ ভালবাসা দিবসে ফেসবুক স্ট্যাটাস তথা একটি স্ট্যাটাসীয় পূর্বাভাস।(হাসার প্রস্তুতি নিয়ে না ঢুকলে কেমনেকি?) :#> =p~ :P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কার ফেসবুক স্ট্যাটাস কেমন হতে পারে? আসুন একটু চেখে নেই। ;) ;) ;) ;)



 নব্য প্রেমে পড়া তরুণঃ তুমি আমার সোনা ময়না পাখি, আমি বেঁচে আছি তোমার কারনেই! তুমি না থাকলে আমিও নাই, Thanks for being my girlfriend(ট্যাগ টু “Princess” হতে পারে অথবা Shown to “Angel /পরী” only)



নব্য প্রেমে পড়া তরুণীঃ উফ, কি যে জাদু করলা! তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারিনা। Friends, Life is beautifuuuuuuuuuullllllllllll...... {বিগ ফুল না ফর শিউর}(Shown to Friends or পরিস্থিতি ভেদে Only to Him.)



 কবিঃ

সিঙ্গেল- “ভালবাসা সে তো কিছু নয়, শুধু অর্থহীন যাতনা,

কবি তো বলেই গেছেন, প্রেমের নাম বেদনা।” :((



প্রেমের ভিত্রে- “পারতাম যদি, ভালবাসার এই দিবসে,

মেঘ গুলো এনে দিতাম তোমার আকাশে।

পকেটে টাকা থাকলে ডেট এ যাইতাম,

ফোনে মিছা হাত ভাঙছে বলে কি আর কানতাম?” :((

(খবি মাত্রই খান্না খাটি, ধুর ধুর)



 ছাগুঃ পেরমের মধ্যে বা বাইরে-

আগে আম্রা ভাবছিলাম যে এই বিষয়ে ইসলামে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তুক! যখন আম্রা সাইদি হুজরের মহান বানী শুনলাম তারপরে হুজুর এক এক করে আমাদের সবার স্বপ্নে আসল। বলল, “বাবারে, মাইকে তো আর কইতে দিলনা, আমি কইয়া যাইতে চাইছিলাম, তোমরা পেরেম করবা, পেরেম করা ভাল। আমার মনে দেখনাই কত পেরেম? লইটটা ফিশ নিয়মিত খাবা ও পেরেম করবা। ফোনসেক্স একটা হেলদি বিষয় আর মনে রাখপা, টেবিল ও পান খুব ভাল জিনিশ। আমার দোয়া চাইলে তোমরা পেমের করবা”



তাই আম্রা এখন বিষয়টা নিয়ে ভাবতেছি ও চেষ্টা চালাইতেছি। :| :| :| :|



 রাজনীতিবিদঃ (যদিও এনাদেরকে প্রেমে বা বিরহে কোনটিতেই এই দেশে খুঁজে পাওয়া কঠিন এবং উনারা বিয়েতে বিশ্বাসী, তবু সাহারা খাতুন এর মত কাউকে ধরে নিলাম)



(বিরোধীদলের রাজনৈতিক) প্রেমে- দেশের এই সঙ্কটময় পরিস্থিতিতে এমন একটি দিন দেয় দু’দণ্ড স্বস্তির পরশ। রাজপথে কপোত-কপোতীর হাতে-হাত কাঁধে-কাঁধ মিলিয়ে চলতে দেখে মনে হয় দেশে শেষ পর্যন্ত একটি সঠিক জোট গড়ে উঠেছে!



(বিরোধীদলের রাজনীতিবিদ) পাত্তা দেয়না কেউ- মুল্যস্ফীতির অভিশাপে যুবসমাজ যে বিধ্বস্ত হবার পথে বিষয়টি কি কেউ দেখবেনা? তারা আজ একটি প্রেম চালানোর সামর্থ্য হারিয়ে ফেলেছে! অন্যদিকে তরুণী নেত্রীকে জেলে ভরে রাখা হয়েছে। কাল অর্ধদিবস হরতাল, গাড়ি গ্যারেজে রাখবেন।



(সরকারী রাজনীতিবিদ) প্রেমে- ভালবাসা দিবস এই দেশে অনেক উদ্দীপনার সাথে পালন করা হচ্ছে। আমাদের নেত্রী বেগম অমুক এই বিষয়ে উৎসাহ দিয়ে বলেছেন সায়ারা খাতুন না পারলে কি? আমাদের ছেলে মেয়েরা অবশ্যই পারবে! (শেষে ভিক্টরি সাইন হিসেবে V থাকবে, তাই বলে আবার ওনাকে ভারজিন ভাবাটা ঠিক হবেনা)

(সরকারী রাজনীতিবিদ) বিরহেঃ ভালবাসা দিবস! (ফোঁস!) হ্যাঁ পদ্মা সেতু আমরাই করে যাবো, যেভাবেই হোক, আর এতে যদি ভালবাসা দিবসের মত অর্থহীন দু’একটা দিবস বাদও দিতে হয়, এতে দাতা দেশগুলো কিছু মনে করবে বলে মনে হয়না। আবুল সাহেব দেশ প্রেমিক মানুষ, আবুল(২) অনেক বুদ্ধিমান মানুষ, একটা উপায় হবেই। আর হ্যাঁ, কি যেন বলছিলাম? ভালবাসা দিবস? সব যুদ্ধপরাধিদের বাঁচানোর কৌশল, এসব পশ্চিমা দিবশ-টিবশ দিয়ে রাজাকারদের বাঁচানো যাবেনা। B:-/ B:-/



 ডাক্তার আইজুদ্দিন(আমার চেনা জানা ডাক্তার এই একপিসই)

প্রেমে- জীবনটা ঠিক ওপেন হার্ট সার্জারির মত, তুমি আছ বলে প্রতিটি মুহূর্তে একটি টেনশন! কি হয়, কি হয়! তবে শুধুমাত্র এই এক অপারেশনেই আমি টাকা পয়সা না নিয়েও খুশি আছি।



বিরহে- তুমি চলে গিয়েছ, স্টেথস্কোপ ছাড়াই তোমার হৃদস্পন্দন এখনও শূনতে পাই। তুমি আমায় ছেড়ে গেছ, ঠিক যেমন আমার হাসপাতালে ভর্তি হওয়া প্রায় রোগীর শরীর থেকে জানটা বের হয়ে যায়। B:-) B:-) B:-)



 বিবিএ/এমবিএ/সিএ/এসিসিএ, আইবিএ, ছিএমএ ইত্যাদিঃ

প্রেমেঃ বাজেট তৈরি করে ফেলেছি। অবশেষে ফাইনাল একাউনট মিলিয়ে অবচয় দেখিয়ে পকেট ভরলাম ও নিজেকে বুঝ দিলাম। বাবার তহবিল তসরুপ করার বিষয়ে ভেবেছিলাম, তবে এটি ব্যাবসায়িক নৈতিকতার সাথে স্লাইটলি সাংঘর্ষিক বলে নেগেটিভ ডিসিশন মেকিং এর মধ্যেই থাকলাম। তবে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ভয়ে রয়েছি, সুদূরপ্রসারী পরিকল্পনা করে এখনই উদ্যোগ নেওয়া কতটা উচিৎ হবে বিষয়টি নিয়ে কোন একটি কন্সালটিং মিটিং দরকার, বন্ধুর সাথে। মেয়ে লিখবে, কনফিডেন্স ও প্রেজেন্টেশনটা ঠিক রাখতে হবে।



বিরহেঃ এল.এইচ.হ্যানি ও এম. এন. মিশ্রা বলেছেন, (নিজের মত করে)“ ভালবাসা সবসময়ই ব্যাবসা বান্ধব পরিবেশ তৈরিতে নেগেটিভ প্রভাব রাখে, কর্মচারী ও শ্রমিকদের কাজের প্রোডাক্টিভিটি নেমে যায় ............ব্লা ব্লা ব্লা।”



 ইঞ্জিনিয়ার(বুয়েট নাও হতে পারে)

প্রেমেঃ কলকব্জার টুংটাং এর মতই মধুর তোমার নুপুরের শব্দ। যখনই আমার কর্ণপটে ৯০ ডিগ্রি কৌণিক এসে ধাক্কা দেয় এর ভাল লাগা কোন এককে পরিমাপ করতে পারিনি। তবে একবার চেষ্টা করেছিলাম, অনেকক্ষন গভীর পর্যবেক্ষণ ও গননার পড়ে e=mc^2 সূত্র ধরে পাই .................. (forget it)

“অনেকক্ষণ পরে, দেখেছ, আমি তোমাকে কত ভালবাসি? প্রমান হয়ে গেল তো???” মেয়েটি ছেলের বেসুরো গলার আওয়াজ একই সূত্রে প্রমান করে দিতে পারে।



ছ্যাঁকা খাওয়া ইঞ্জিনিয়ারঃ আজ ভালবাসা দিবসে একটি দারুন খবর দিতে চাই, বাস্তবের চেয়েও অনেক বেশী ভাল সুবিধা সম্পন্ন একটি মেয়ে রোবট এর ডিজাইন প্রায় শেষ করে এনেছি! মেয়েটি ছেলে রোবটের কথা লিখতে পারে।



(এইখানে নিয়া যাব, তাও হ্যাঁ কও পিলিজ সোনা) :P :P



 অর্থনীতিবিদঃ

প্রেমে- ভালবাসা দিবসে চাহিদা ও যোগানে যে হঠাৎ তারতম্য দেখা দেয় বিষয়টি কিন্তু খারাপ নয়। কারন এতো এতো কার্ড, ফুচকা-চটপটি ও গিফট সামগ্রী বিক্রি হবার কারনে গিফট শপগুলো তাদের যে বানিজ্য ঘাটতি সেটি পুষিয়ে উঠতে পারে।



বিরহেঃ প্রথমত এইরকম দিবসগুলো হল অর্থের অপচয়। এছাড়াও প্রেমিকের পকেটের যোগানের বিপরীতে প্রেমিকার যে অসম্ভব চাহিদা, একটি সমৃদ্ধ অর্থনীতি গঠনে এটি একটি বিশাল প্রতিবন্ধকতা। তাই আমি “ভালবাসা দিবস ও অর্থনীতির উপরে এর ক্ষতিকর প্রভাব” শীর্ষক গোল টেবিল বৈঠক আয়োজন করতে যাচ্ছি। ১৪ই ফেব্রুয়ারি বিকেল ৪ টা।



একটি সতর্কবার্তা, আইজ যতই দৌড়ানি দেন মাইয়াগো, ভুইলা যাইয়েন না, ১৪ নভেম্বর কিন্তু সামনে। B:-) B:-) B:-)



যদিও ফেবুতে ঘুড্ডির পাইলট, বোকা ডাকু ও রিমন রনবির ভাই সহ মিটিংয়ে একটি সমাধান প্রস্তাবনা এসেছিল, ১৮+ পোস্ট নয় জন্যে আর কইলাম না!

___________________________________________________

"আজকাল আমারও ফেরেমে ফরতে ইচ্ছা করে, কি যে করি, সারাদিন চাপ চাপ ব্যাথা অনুভব হয়। আমার খুব লইজ্জা লইজ্জা লাগে, এইকারনে কিছু কইতে পারছিনা কাউরে। আপনারা ফেরেম করুইন, পাবলিকলি বেশীকিছু কইরেন না, সিঙ্গেল পুলাপাইনদের খ্রাপ লাগেনা বলেন দেখি???"







আর বন্ধুগন, ইনি হচ্ছেন মডেল ঊর্মিলা, :!> :!> যাতা মার্কা একটা ক্রাশ খাইছি, কেমনে কি করব বুঝিনা, চাপ চাপ ব্যাথার জন্যে ইনিই দায়ী, এত্ত কিউট কেন হয় বলেন তো!? তুমি মডেল বলে কি তোমাকে আমি পাবনা সুইটি? মনে রাকপা আরিপ খানও কিন্তু মডেল! :(( :((

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

বোকা ডাকু বলেছেন: মনে রাকপা আরিপ খানও কিন্তু মডেল! =p~ =p~ =p~ =p~ :P :P

দিমুনি কইয়া সমাধান প্রস্তাবনা টা ! :P :P B-)) B-))

চখাম অইচে বস !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আর বন্ধুগন, ইনি হচ্ছেন মডেল ঊর্মিলা, যাতা মার্কা একটা ক্রাশ খাইছি, কেমনে কি করব বুঝিনা, চাপ চাপ ব্যাথার জন্যে ইনিই দায়ী, এত্ত কিউট কেন হয় বলেন তো!? তুমি মডেল বলে কি তোমাকে আমি পাবনা সুইটি? মনে রাকপা আরিপ খানও কিন্তু মডেল!

কিছু একটা করেন্নন্নন্ন???

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

মাক্স বলেছেন: ভালুবাসা দিবস ইজ এ প্রহসন ফর সিঙ্গেল পিপল :(:(:(

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি হুদাই পুলাপাইন ভাব নেওয়ার জন্নি এই কাজ করছে!

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

াগলা শান্তু বলেছেন: মাইয়ার কিন্তু বেশ পুরুষ্টু মোচ আছে মনে হয়, রেগুলার শেভ করে মনে হইতেছে :P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই, মেয়ে খুবই সুন্দর, পারলে ব্যাবস্থা করে দেন :#> :!> :#> :!>

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

ঘুড্ডির-পাইলট বলেছেন:
আহারে অখন আর সেই দিন গুলা ফিরা পামু না :(

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আহহারে ঘুড্ডি ভাইয়ের মত লাইফ যদি ............ :(( :((

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

স্বপনবাজ বলেছেন: সিঙ্গেল মহাপুরুষদের জন্য ঘুমানোর অতি উত্তম দিন ! ঘুমেই শান্তি ! কবি বলেছেন ঘুম এবং লম্বা ঘুমের পরবর্তী অনুভুতি প্রেমিক পুরুষরা কখনই পায়না ! তারা এ স্বাদ হতে বঞ্চিত !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কবি তো প্রেমের কোথাও বলে গেছে ভাই, দুঃখটা সেখানেই গো

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

নেপোলিয়ন বলেছেন: @পুরো জাতি... কিউট মানে আসলে বোঝায় টা কি? আমি পোলা মানুষ... আমারে নাকি কিউট লাগে... এইডা কেমুন কতা... বুঝাইয়া কৃতজ্ঞ করবেন প্লীজ... :p

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপ্নে যেহেতু নামে বুঝেন না আপনাকে কিউট বললে সংবিধান পিটাইতে পারে খেক খেক

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

নেপোলিয়ন বলেছেন: @পুরো জাতি... কিউট মানে আসলে বোঝায় টা কি? আমি পোলা মানুষ... আমারে নাকি কিউট লাগে... এইডা কেমুন কতা... বুঝাইয়া কৃতজ্ঞ করবেন প্লীজ... :p

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: লুল

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

আমিই মিসিরআলি বলেছেন: বুজছি,আইজকা টিনের চশমা পিন্দা বাইর অইতে অইব B-) B-))

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেন ভাবি কি বাপের বাড়ি????

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২

শান্তা273 বলেছেন: সাইদি হুজরের মহান বানী শুনে,

হাসতে হাসতে শেষ আমি!

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খেকজ আপনাকেও!!! অনেক অনেক শুভ হোক,

ভাল থাকবেন।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহাহাহাহাহা

জব্বর হইসে ভাই।

পিলাস।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার মন্তব্য পাইনা, খুবই রেয়ার, খুশি হলাম ভাই!

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

ওস্তাদজী... বলেছেন: ভাল্ববাসা দিবস বাতিল চাই :( X(( X( :||

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

নেপোলিয়ন বলেছেন: "আপ্নে যেহেতু নামে বুঝেন
না আপনাকে কিউট
বললে সংবিধান
পিটাইতে পারে খেক খেক"... মাথার উপর দিয়া গেলো গা... সুজা বাংলায় কইতে পারেন না? আরও প্যাঁচ লাগাইয়া দিলেন... :/

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: @পুরো জাতি... কিউট মানে আসলে বোঝায় টা কি? আমি পোলা মানুষ... আমারে নাকি কিউট লাগে... এইডা কেমুন কতা... বুঝাইয়া কৃতজ্ঞ করবেন প্লীজ... :p

কিউট মানে না জানলে কইলাম আপ্নে কিউট নন =p~

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

আমিই মিসিরআলি বলেছেন: আপনারা ফেরেম করুইন, পাবলিকলি বেশীকিছু কইরেন না, সিঙ্গেল পুলাপাইনদের খ্রাপ লাগেনা বলেন দেখি???"

ভাই,এর লেইগাই টিনের চশমা দরকার :P :P :P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আফনে সিঙ্গেল? তাইলে কি আফনেই মিসির আলি? :-* :-* :-*

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

রিমন রনবীর বলেছেন: আপনি আরিপ খানের সাথে মডেল সুইটির তুলনা খাইলেন?
পিরিতি আর হইলনা আপনার তাইলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.