নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

থাবা বাবা বা রাজীব ভাইকে হত্যার নিন্দা জানাই, সোনার বাংলা ব্লগ হ্যাক হয়েছে(অথবা একটি ছাগু কারসাজি)।X(

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭

ছাগুদের ব্লগ, যেখান থেকে তার উপরে হুমকি এসেছিল,

থাবা বাবা কে হত্যার প্রতিবাদে সেই সোনার বাংলা ব্লগ হ্যাক করা হয়েছে। (সূত্রঃ শাহবাগে সাইবার আন্দোলন)



এমনই দেখাচ্ছে লিঙ্কে ক্লিক করলে। তবে জানতে পেরেছি ব্লগ কর্তৃপক্ষ ছাগুরাই উক্ত লিঙ্কে রিডাইরেকট করে রেখেছে ও সাইটটি যাতে কেউ এক্সিস করতে না পারে সেই ব্যাবস্থা করেছে। কিন্তু বিধিবাম হল, পোস্টটির সম্পূর্ণ স্ক্রিনশট রয়েছে সবার কাছেই। :|



তোরা যারা এই কাজ করেছিস, তোদের ক্ষমা নেই। এতো কেবল শুরু।



জোরছে বলুন , জয় বাংলা!



রাজীব ভাইকে কেন মারা হয়েছে? উত্তর?? তার নাস্তিকতা নয়, দেশপ্রেমিক হয়ে লড়াই করাই তার মৃত্যুর কারন।

তাই নাস্তিক হিসেবে একজনকে গালি দিয়েন না যখন সে দেশপ্রেমিক হিসেবে মরেছে। একাত্তুরে সহযোদ্ধা পাশের জনকে ধর্ম জিজ্ঞাস করে বাঁচায়নি! আর উনি আমাদের সাহসি সহযোদ্ধা!!





একজন ভাইয়ের মন্তব্য কোট করতে চাই,



"প্রি প্ল্যানড ... নাস্তিককে মারা হইলো যাতে তার আন্দোলনকারী পরিচয় ছাপিয়ে নাস্তিক পরিচয় উঠে আসে ... আর মানুষ দ্বিধাবিভক্ত হয় ...



পরিকল্পনাকারীরা শতভাগ সফল ...

বিভ্রান্তি আর বিভক্তি স্পষ্ট"




(কি বলবেন?????)



আরও একটি কথা উঠে এসেছে যা সমর্থন করিঃ



ডাক্তার আইজূ

28 minutes ago


কোন হারাম খোর যদি থাবার ধর্ম বিশ্বাস কিংবা তার অবিশ্বাস নিয়া তার গলা কাটনের জাসটিফেকশন খুইজা পান তাইলে আমারো গলা কাটেন কারোন থাবার আমার ভাই আমার বন্ধু আমার সহযোদ্ধা তার ধর্ম বিশ্বাস কিংবা তার অবিশ্বাসের দায় আমারো! আসেন আমার গলা কাটেন!! কয়জনের গলা কাটবেন আপনার- ৭১ এ তিরিশ লাখের গলা কাইটা থামাইতে পারেন না নাই এবার কতো কাইটা থামাইবেন?



আরেকটিঃ



Ether



জামাত শিবির এর প্ল্যান টা এরকমঃ



১ম ধাপঃ রাজিব হায়দার ( থাবা বাবা ) এর মৃত্যু



২য় ধাপঃ রাজাকার বিরোধী আন্দোলন এর পক্ষের লোকজন এর সহযোদ্ধা হারানোর শোক এবং এর তিব্র প্রতিক্রিয়া



৩য় ধাপঃ কিছু নব্য কুতুব এর (যারা এর আগে জীবনেও বাংলা ব্লগ পইড়া দেখে নাই) থাবা বাবার ব্লগ শেয়ার দিয়া... সে যে কত খারাপ আসিল সেইটা দেখায়া ইসলামের ধারক ও বাহক সাজনের চেষ্টা



৪র্থ ধাপঃ সাধারন ধর্ম ভীরু মানুষ মনে করা শুরু করব "নাহ তইলে তো ঠিক ই আসে, ভালইসে মরসে"



৫ম ধাপঃ কিছু মানুষ মনে করা শুরু করা " ও তাইলে তো শাহাবাগ এর পোলাপান আসলে এরুম, এরা তো নাস্তিক, নাহ, অমুক তমুক জামাতি গ্রুপ তো ঠিক ই কইসিল, নাহ আর আমি শাহবাগ এ যামু না, এর চেয়ে শিশা খাইতে যাই"



৪২ বছরের পুরানা শয়তান যে কিনা সব দল রে ধুয়া খায়া এখনও টিকা আসে তারা অস্তিত্ত রক্ষার জন্য যে কোন কিসু করতে পারে ... তাই Alert থাকেন। আমি ধুমায়া ৩য় ধাপ এ উল্লেখিত নব্য কুতুব দের delete মারতাসি।



পাকিস্তান এর প্রেতাত্মা ... পাকিস্তান এ ফেরত যা




Omi Rahman Pial

53 minutes ago


অদ্ভুত কিছু সুপারিশ আসতেছে ইনবক্সে। অনুরোধ করা হইতেছে আমার ব্লগ থেকে থাবা বাবার লেখা সব পোস্টগুলা ড্রাফট করতে। কেনো? কারণ সেইগুলা তার নাস্তিক পরিচয় বহন করে। আজিব লোকজন! তার মানে কি দাড়ায়? বাংলাদেশ শুধু মুসলমানদের জন্য আর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সেই ইসলামের রক্ষক? তারা মুসলমান বাদে যে কাউরে জবাই করে দেবে আর আপনারা সেটা মেনে নিবেন একজন বিধর্মী কাফের মারা গেছে বলে? শেইম অন ইউ, শেইম অন ইউর ধর্মবোধ যা মনুষত্বরে জাগাইতে ব্যর্থ হয়



--------------



রাজীব ভাই, তুমি আস্তিক না নাস্তিক ছিলে সেটির থেকে আমার বড় কষ্ট তুমি দেশের জন্যে ভালবাসায় তাদের প্রতিহিংসার শিকার হলে!



কিন্তু আমার বড় বেশী কষ্ট হয়েছে যখন মুহূর্তের মধ্যেই কিছু মানুষ তোমার নাস্তিকতাকে সামনে এনে আন্দোলনকে ও তোমাকে অযথাই বিতর্কিত করেছে। তোমার রক্ত যখন এই বাংলার মাটিতে ঝরেছে, মাটি তো ওদের জিজ্ঞেস করেনি ওগুলো নাস্তিকের কি না! তবে এদের কেন এতো জিজ্ঞাসা?



দেশ তোমাকে একজন দেশপ্রেমিক হিসেবেই মনে রাখবে, আর তোমার রক্ত বৃথা যেতে দেবনা ভাই, আমরা তোমার হত্যাকারীদের শেষ দেখেই ঘরে ফিরবো।






রেস্ট ইন পিস ভাই। /:)

মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০১

পীরসাহেব বলেছেন: এইটা ছাগুব্লগের ক্যামেফ্লেজ, কারন পুলিশে যখন জিগাইবো ওমুক পোষ্টের (থাবার ইনফো নিয়া পোষ্ট) লেখকের আইপি আর বাকিডি ডাটা দেও তখন এরা কৈব, "সাইট হ্যাকড, কিছুই নাই"

মনে করায়ে দেই, পোষ্টের টাইটেলের শেষে "১" ছিলো - তার মানে পোষ্টের সিরিজ আসার কথা ছিলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, এই বিষয়ে অনেক তদন্ত প্রয়োজন, তবে দ্রুত।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩

নীলকন্ঠ. বলেছেন: যাহার ইচ্ছা নাস্তিক হওয়ার তিনি নাস্তিক হইয়া যাইতে পারেন। কিন্তু নাস্তিক্যগিরি প্রকাশ করিতে গেলে কেন ইসলামকে আক্রমন করিতে হইবে? ইসলামকে আক্রমন না করিলে নাস্তিক্যের পরিপূর্ণতা ঘটে না এই জন্য? নাস্তিক হিসেবে কদর পাওয়া যায়না এই জন্য? আমাদের বিশিষ্ট শাহবাগী থাবা বাবা (রাজীব) নাস্তিক হিসেবে কদর পাওয়ার জন্য যে সব লিখিলেন নাস্তিকরা কোন মস্তিষ্কে ইহাকে সঠিক বলিয়া মানিয়া নেয়?

আমরা দাবী জানাইতেছি, থাবা বাবা গ্রুফ মৃত্যুর পর তাদের সৎকার কীরূপে হইবে - এই বিষয়টা খোলসা করিয়া দিক।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হইছে, প্রতিটি মানুষ মরলেই কিছু মানুষ সমালোচনা করে, আপনারও হবে, কেউ সাধু নয়।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: আমার মনে হয়না হ্যাক হৈছে। ওরা নিজেরাই করছে যাতে কেউ ঐখান থেকে কোনো ইনফো নিতে না পারে।ফাকি কুবুদ্ধি মাথায় ভরা শালাদের।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী ভাই, ধন্যবাদ

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: হ্যাক হয় নাই। এটাও ছাগু ব্লগের কারসাজি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী ভাই, ধন্যবাদ তথ্যটির জন্যে

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৫

পুংটা বলেছেন: স্টিকি করা হউক।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :/

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৭

মাহবু১৫৪ বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: আমার মনে হয়না হ্যাক হৈছে। ওরা নিজেরাই করছে যাতে কেউ ঐখান থেকে কোনো ইনফো নিতে না পারে।ফাকি কুবুদ্ধি মাথায় ভরা শালাদের।


আমারো তাই মনে হয়

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, ওরা নাকি রিডাইরেকট করে দিছে আলাদা লিঙ্কে, ওই সই, আসল পোস্টের স্ক্রিন শট সবার কাছেই আছে।

বাঁচার কোন সুযোগ এই চাঁদুগো নাই!!

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্র্যাকটিক্যালি দেখলে, সাইটটি ডাউন! এটাও পজেটিভ, আর আসল জিনিষ তো সবার কাছে আছেই।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১০

জাতিস্বর বলেছেন: এইটা ওরাই করসে।হ্যাক হয়নাই।যাতে করে ইনফো না নিতে পারে কেউ।কজ আলরেডী হিউজ স্রিনশট নেওয়া হয়ে গেসে ওদের ব্লগের যেখানে স্পষ্টতঃ প্রমান যে প্লান ঐখান থেকেই হইসে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী, আমি দুঃখি পোস্ট করার পড়ে জানতে পেরেছি সম্পূর্ণ, কারো আপত্তি থাকলে বা নিশ্চিত করে জানালে যে ছাগুরাই করেছে, পোস্ট সরিয়ে নেব বা এডিট করে দিব।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৭

মিনেসোটা বলেছেন: পোস্ট এডিট করে দেন

এটা ছাগুদের কারসাজি, ওদের এবার ছাই দিয়ে ধরতে হবে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: করে দিয়েছি, আসা করি কোন ভুল বোঝাবুঝি হয়নি।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৭

হরিসূধন বলেছেন: আইজু কি বুজাইতে চায় ৭১রে ৩০ লাখের সবাই তার মত নাস্তিক ছিল? আর কোন প্রমান ছাড়া হাসিনার মত সব কিছু জামাত শিবির করছে!!ইসলামি জঙ্গিরা যেমন দেশের শত্রু থাবা বাবার মত
নাস্তিক জঙ্গিরা ও দেশের শত্রু!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ও ত্রিশ লক্ষ শহীদের কথা বলছে! আপনার তো মানসিকতাতেই সমস্যা, আগে সেইটা ঠিক করেন।

থাবা কে কি তার এক বছর আগে করা নাস্তিক নোংরা পোস্ট এর জন্যে খুন হয়েছে? নাকি খুন হয়েছে যেই ইস্যুতে সে হুমকি পাচ্ছিল?

ব্রেইন নামক বস্তু থাকলে একটু ভাইবেন

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২১

বিডি আইডল বলেছেন: এটা হ্যাক তো না অবশ্যই। হ্যাক হলে হ্যাকাররা রিডাইরেক্ট লিংক হ্যাক-হ্যাক-হ্যাক লিখে রাখে না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী আপনি ঠিক বলেছেন

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

চলতি নিয়ম বলেছেন: স্টিকি পোস্টে হত্যাকারীদের কিছু অনুসারীদের পাবেন। এই পোস্টেও পাবেন তেমন কিছু কবর থেকে উঠে আসা নিক।


আর কত? X( X( X(

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেখেছি আপনার পোস্টটি, বুঝাই যায় সব।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: রাজীব ভাই, তুমি আস্তিক না নাস্তিক ছিলে সেটির থেকে আমার বড় কষ্ট তুমি দেশের জন্যে ভালবাসায় তাদের প্রতিহিংসার শিকার হলে!

কিন্তু আমার বড় বেশী কষ্ট হয়েছে যখন মুহূর্তের মধ্যেই কিছু মানুষ তোমার নাস্তিকতাকে সামনে এনে আন্দোলনকে ও তোমাকে অযথাই বিতর্কিত করেছে। তোমার রক্ত যখন এই বাংলার মাটিতে ঝরেছে, মাটি তো ওদের জিজ্ঞেস করেনি ওগুলো নাস্তিকের কি না! তবে এদের কেন এতো জিজ্ঞাসা?

দেশ তোমাকে একজন দেশপ্রেমিক হিসেবেই মনে রাখবে, আর তোমার রক্ত বৃথা যেতে দেবনা ভাই, আমরা তোমার হত্যাকারীদের শেষ দেখেই ঘরে ফিরবো।


সহমত! অনলাইনের শুকরদের প্রতিহত করতে হবে!! এবং জলদি করতে হবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: যে যেভাবে পারি ওদের বিপক্ষে শক্তহাতে লড়তে হবে।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: শেয়ার দিলাম।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নির্দ্বিধায়।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

নিয়েল ( হিমু ) বলেছেন:
রেস্ট ইন পিস

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :(

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
এটা সোনাব্লগের টেকনিক।
ব্লগটিতে রাজিব কে হুমকি দেয়া অনেক পোষ্ট ও কমেন্টস ছিল।
ব্লগটিতে সকল খুনের আলামত ধুয়েমুছে সাফ করার জন্যই পরকল্পিত ভাবে এটা সাময়িক বন্ধ রাখা হয়েছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

স্পাইসিস্পাই001 বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন:
রেস্ট ইন পিস

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :(

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

একজন ঘূণপোকা বলেছেন: স্পাইসিস্পাই001 বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন:
রেস্ট ইন পিস

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :(

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

আমি শুধুই পাঠক বলেছেন: বুঝাই যাচ্ছে জামাতের মূল উদ্দেশ্য দুইটা। প্রথমত ব্লগার আর অনলাইন এক্টিভিস্টদের মাঝে ভয় ঢুকানো আর দ্বিতীয়ত আস্তিক নাস্তিক ক্যাচাল বাজিয়ে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা। যারা এখনো এই চাল ধরতে পারে নাই তাদের উদ্দেশ্যে আর কিছু বলার নাই। এখন আর ফাসি না, হারামীগুলাকে জবাই করা হোক

২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

হাঁসি মুখ বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: স্পাইসিস্পাই001 বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন:
রেস্ট ইন পিস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.