নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

"ব্লগার থাবা বাবার নকশায় স্মৃতিসৌধ! খুব ভাল লাগলো খবরটি জেনে। রাজীব, শান্ত, তোমাদের ভুলবোনা।"

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯



ব্লগার থাবা বাবার (আহমেদ রাজীব হায়দার) নকশায় নির্মিত হচ্ছে কাপাসিয়ার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। নকশাটি ইতোমধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। চলতি অর্থ বছরের বাজেটে অর্থও বরাদ্দ হয়েছে। শিগগিরই এর কাজ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। মূল স্মৃতিসৌধটি হবে প্রায় ৮তলা ভবনের সমান উঁচু। মাটি থেকে ৮ ফুট উঁচু হবে এর মূল বেদি। রাস্তা থেকে ২১টি সিঁড়ি পেরিয়ে যেতে হবে মূল বেদীতে। এই ২১টি সিঁড়ি মূলত অমর একুশের চেতনার স্মারক।





"জয় বাংলা!! এতোদিন একটি ধারনা চেপে বসেছিল, এই দেশ মনে হয় মানীকে মান দিতে আসলেই জানে না( ড.ইউনুস), কিন্তু এই খবরটি দেখে মনে হল, এই দেশ তার সন্তানদের অবহেলায় ভুলে যায়না। বাংলা মায়ের বুক অনেক বড়। সে তার ত্যাগী সন্তান এর ধর্ম বিশ্বাস নিয়ে তাকে অসন্মান করেনা। সাম্প্রদায়িকতার নোংরা স্বার্থপর চাল চেলে তাকে হেয় করেনা। বরং মৃত সন্তানের প্রতি নৃশংসতা দেখে দুফোঁটা চোখের জল ফেলে। তার মন আমাদের দেশের কিছু হিপক্রেটের মত সংকীর্ণ নয়। সেই মনে তার গরিব বাচ্চাটির প্রতিও কোন অবহেলা নেই।"



এই দেশটা আমার সোনার বাংলা। অনেক সোনার ছেলে রয়েছে এই দেশের, তবে দুঃখের বিষয় সোনার বাংলা মায়ের সব সন্তান সোনার মানুষ আর হয়ে উঠতে পারলাম না।





খবর সূত্রঃ বিডিনিউজ, ছবি সংগ্রহঃ তানভীর চৌধুরী পিয়েল ভাই।

মন্তব্য ৬৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্বর্ণা আপু।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

দাসত্ব বলেছেন: রাজাকারকে যেমন আমি নামাজের ইমাম মানবো না তেমনি এই কুৎসিত জঘন্য লোকটার নকশায় তৈরী স্মৃতি সৌধের দিকে আমি ফিরেও তাকাবোনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই লোকটিকে কুৎসিত ও আপনাকে সুন্দর মানব, দেশবিরোধীদের বিপক্ষে কথা বলে যান দিয়ে দেখান। ধর্ম নিয়ে কাদা ছোড়াছুড়ি কোন মুসলমানের কাজ বা পরিচয় হতে পারেনা।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

অাবু জাফর বলেছেন: রাজনীতি/ইসলামী রাষ্ট্র/খেলাফত ব্যাতীত কোন ইসলাম হয় না
নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ !!!
http://www.amarblog.com/boiragi/posts/152332
রাষ্ট্রশক্তি ছাড়া ইসলাম ইসলামই নয়
Click This Link
খিলাফত ও আমাদের অবস্থান
http://www.amarblog.com/iidob/posts/157258
মুসলিম দুনিয়ার মুশরেক নেতৃত্ব
Click This Link

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ৮০% এর অধিক মুসলমান যে দেশে সেই দেশে ইসলাম বিরোধী কোন সিদ্ধান্ত জনগনই প্রতিরোধ করতে পারবে, রাজনীতির দরকার হবেনা। আর বাংলাও কোনোদিন আফগান হবেনা।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

ওয়ানিলা বলেছেন: তোদের মরার ভয় নাই, মুসলমান হইলে আললাহর নাম নে তোরা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি মুসলমান বলেই আমি আমার ধর্ম ও দেশকে ভালবাসি। আর পছন্দ করি শ্রদ্ধা করি একজন দেশপ্রেমিক মানুষকে। এখন ইসলাম মানে যদি তোমার কাছে মউদুদি আদর্শ হয়ে থাকে তাইলে মারি পিছা, তোমারে।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

নেক্সটডোর বলেছেন: ওয়াক থু!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: উপর দিকে থুথু দিলে নিজের মুখেই ...............

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

ইকবাল পারভেজ বলেছেন: @দাসত্ব: আপনার কমেন্টে প্লাস।

শুধুমাত্র কমেন্টে প্লাস দেওয়ার জন্য এই পোস্টে কমেন্ট করছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সাঙ্গ পাঙ্গ নিয়া আর কি করবেন, মানীকে মান্য করার লোকের অভাব হয় নাকি।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

লিন্কল্ন বলেছেন: রাজিব নাস্তিক না হয়ে নাস্তিকতার বোঝা বইবে কেন?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সে আস্তিক নাকি নাস্তিক তাতে সবার এতো কেন চুলকায় সেটাই তো বোধগম্য নয়!

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

পেস মেকার বলেছেন: ওয়াক থু থু থু

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: উপর দিকে থুথু দিলে নাকি নিজেরই

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

শার্লক বলেছেন: দাসত্ব বলেছেন: রাজাকারকে যেমন আমি নামাজের ইমাম মানবো না তেমনি এই কুৎসিত জঘন্য লোকটার নকশায় তৈরী স্মৃতি সৌধের দিকে আমি ফিরেও তাকাবোনা।
টাকা গাছে ধরে আমাদের টাকায় এসব নকশামী করার জায়গা পায় না।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, আমাদের টাকায় শিবির বাস ভেঙ্গে মানুষ মেরে কিন্তু দারুন কাজ করতেছে, কি বলেন ভাইজান? আল্লাহ নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে নাকি ২০০ টাকায় ছাগু ভারা করে নিয়ে এসে ছাগু স্কয়ার বনাইতে চায়!

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

নেক্সটডোর বলেছেন: লিন্কল্ন সাহেব কি নতুন নাকি সামুতে। http://www.facebook.com/thaba.baba

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নতুন পুরান বইলা তো কথা না, এতো চুলকায় কেন, জামায়াত করেন? আপনার লুঙ্গি তুলে কেউ দেখতে গেছে আপনি কোনতিক?

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

স্বপনবাজ বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনার জয় হোক !

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

ডাব্বা বলেছেন: @দাসত্ব : আপনার ক্ষোভটা বুঝতে পারি। আপনি একা নন।

তবে একটা জিনিস খেয়াল করে দেখুন, যে লোকটা এত 'কুৎসিত জঘন্য' সে লোকটার কিন্তু নামাজে জানাজার ভাগ্য হল। ১৯৭১ এ আমাদের ভাই-বোনদের অনেকেরই কিন্তু এই সৌভাগ্য হয়নি।

আল্লাহ যে কখন, কাকে, কেন, কিভাবে হেদায়েত দেন আমরা বলতে পারি না। মাফ করার মালিক আল্লাহ। একজন মৃত মানুষের প্রতি এত ক্ষোভ রেখে লাভ নেই ব্রাদার।

জামাত ধর্ম বেচে খায়, আওয়ামী লীগ ধর্ম নিয়ে লাভ লোকসানের খেলা খেলে। বিএনপি একটা মেরুদন্ডহীনের দল।

শাহবাগের আন্দোলনের নিট ফলাফলটা কি হয় সেটা দেখার অপেক্ষায় আছি। আশংকায় বুক ধরে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: টপিকে থেকে বিশ্লেষণ করার জন্যে ধন্যবাদ।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: @দাসত্ব, অাবু জাফর, ওয়ানিলা, নেক্সটডোর, ইকবাল পারভেজ, পেস মেকার, শার্লক

কিছু বলার প্রয়োজন মনে করছিঃ

পোস্ট ও মন্তব্য পড়ে যা বুঝলাম, সকলের কথার উত্তর পোস্টেই রয়েছে। মন ছোট। এই দেশ তো আপনাদের মতো হিনমন্য নয়! কি আর করা। এই দেশ না আপনাদের হতে পেরেছে না আপনারা পেরেছেন এই দেশের হতে। মা দুগগা মা দুগগা, জাত গেল জাত গেল, এগুলো নাকি হিন্দুরা করত জানতাম, মুসলমানদের বাইরের একটি জাত, জামায়াত নাকি তাদের থেকেও কট্টর শ্রেণির পাগল ছাগল।

একজন দেশপ্রেমিককে সম্মান দেওয়া হচ্ছে তার জীবন দিয়ে করা ত্যাগকে মর্যাদা দেওয়া হচ্ছে, এখন এই অবস্থায় ধর্মে খোঁচা দিয়ে কোন এজেন্ডা বাস্তবায়নে জামাতিরা নেমেছে তা খুব সহজেই অনুমান করা যায়। কিন্তু এবারও উপায় ফেইল, বাঙালি তোমাদেরকে চিনে গেছে কিনা!!


সিদ্ধান্তঃ শেখ মুজিব মুসলিম না হলে তোরা উনাকেও গালি দিতি আজকে।

(মন্তব্যকারীদের সবাই হয়ত জামায়াতি নন, তবে মুসলিম হলেও আমার মন্তব্যের আংশিক অবশ্যই খাটে)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সাবাশ! সবার কথা খালি দেখতেছিলাম, কিছু মানুষের রুচি এতো নীচ যে কথা বলতেও ঘেন্না হচ্ছিল, আপনি আমার কাজটা করে দিলেন, আপনার মন্তব্যে ইনফিনিটি প্লাস।

বাংলাকে যারা চায়নি, তারা কোনোদিন বাংলার মমতা বুঝবেনা, মন যাদের কদর্য তারা সবকিছুই কুৎসিত আর বীভৎস দেখে।

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

মূর্ধণ্য ষ বলেছেন: শুনে একটু শান্তি লাগল...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা, অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

লিন্কল্ন বলেছেন: নেক্সটডোর আমি নতুন না। এটি পুরাতন। তবে আপনার চেয়ে পুরাতন কি না জানি না। সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে রাজীবকে নিয়ে কাহিনী গুলা । আমি নিশ্চিত হতে চাই রাজীব করো ধর্মী অনুভুতিতে আঘাত করছে কি না। ফেসবুক তার লিখা নিয়ে কথা। ব্লগের লিখাকে অনেকে মিথ্যা বলছে। ফেসবুকে ও কি এককই কাহিনী।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সত্য মিথ্যা কই বেঁচে থাকতে তো কারই চুল্কায়নি! আজ যখন চুলকাচ্ছে তাইলে উদ্দেশ্য ধরে নিতে কি কষ্ট হয়?

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

নেক্সটডোর বলেছেন: তার (থাবা বাবার) কাব্যগুলা কেও ওয়েব থেকে বিদায় করে দিয়েসে---@ লিন্কল্ন

@প্রিন্স অফ পার্সিয়------আমি জামাত-শিবির নই, আমি আঃলিঃ নই; বি এন পি ও নই। তাই আপনাদের দেয়া খেতাব আমার গায়ে লাগে না। আমি মুসলিম বলেই আমার গায়ে লাগে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নিজেই নিজেকে মুল্যায়ন করতে পারা ভাল।

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

জিয়ান আহমেদ বলেছেন: একজন বিতর্কিত মানুষ এর দেয়া জিনিষ কেও গ্রহন করবেনা। যারা তার, মানুষকে আঘাত করে লেখাগুলা পড়েন নাই আমি আহবান জানাচ্ছি সত্যগুলা জানার জন্য। ৯৯% মানুষই তাকে ঘৃণা করবে সত্য ভালমতো জানার পর।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নাস্তিক নোবেল নিয়া আসলেও আপনাদের রুচে না, চুপে চুপে তসলিমার বই পড়তে আপনাদের বাধেনা।

আপনারা মহান। সালাম।

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: কী প্রতিভাবান ছিলেন তিনি, কাউকে বুঝতেই দেননি।

থাবা বাবা বেঁচে থাকবেন থাকবেন আমাদের চেতনায়।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: থাবা বাবা যে ত্যাগ করে গেছেন এটার প্রতিদান হবার নয়।

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

নেক্সটডোর বলেছেন: @ ডাব্বা ---- শাহবাগের আন্দোলনের ফল দেখার অপেক্ষায় আমিও আছি, কিন্তু আমার মত জনগণের ভাগ্যে শেষ পর্যন্ত মিলবে শুন্য।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেখাই যাক।

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ডাব্বা অঙ্কে ডাব্বা হইলে কমেন্টে প্লাস দিলাম --

:)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: না, উনি গ্রেস পেয়ে পরে পাস দিছিলেন। এখন উনি ট্রেনের ডাব্বা

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

লিন্কল্ন বলেছেন: তানভীর চৌধুরী পিয়েল ফেসবুকে লিখা গুলা কে প্রতিবা বলছেন? তিনি তো ফেসবুকে লিখ এটা ও সত্য এটা তোঁ মানবেন। না কি?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মানা হল, কি করতে বলেন? বেঁচে থাকতে কই ছিলেন আপনারা?

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

চন্দনকন্যা বলেছেন: রাজীব নাস্তিক কিনা সেটা সঠিক ভাবে বলতে পারছি না। অবাক হচ্ছি সরকারের কাহিনী দেখে। দেশের ঊন্নতির কাজ করার সময় বাজেটের টাকা থাকেনা আর এখন ব্লগার রাজীবের নকশা তৈরী করার জন্য এত দ্রুত বাজেটের সিদ্ধান্ত নিয়ে নিল?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এর দরকার ছিল, শহীদ মিনার নাকি খুব দ্রুত তৈরি হয়েছিল, এমনই শুনেছিলাম। বোধ কাজ করার সময়েই এটা সেরে ফেলা সমর্থন দেই।

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

মোহাম্মাদ তারেক হোসাইন বলেছেন: @দাসত্ব: আপনার কমেন্টে প্লাস।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি, চুরে চুরে নাকি কি ভাই।

২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

নীল আকাশে স্বপ্নডানা বলেছেন: +++++++++++++++

উনি নাস্তিক ছিলেন, আমার কিছু আসে যায়না, তার পাপ থাকলে সে বুঝবে।

উনি দেশপ্রেমিক ছিলেন, উনি এই কারনে জীবন দিয়েছেন, আমি ওনাকে স্যালুট দিবই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দারুন কথাই বলেছেন, আমারও তাই কথা।

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ব্রো, ফলো দিস আর টুইট করেন বাম পাশে View this link

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি টুইট দিয়েছিলাম, বাপ্রে! এতো বিজি, সবাই দিচ্ছিল!!!

২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৪

সিবাক বলেছেন: আসল ব্যপারটা হল বেশিরভাগ মানুষই (মুসলমান সহ) জানে না ইসলাম জিনিসটা কী, তারা সুধু চারপাস থেকে ধারনা পায় আর সেটার উপর ভিত্তি করেই চিন্তা করে ও বলে, এর কারনটা হচ্ছে কোরআন-এর সাথে কোন সম্পর্ক না থাকা এবং বাস্তব জীবনে এর প্রয়োগ না করা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত।

২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১

বনলতা মুনিয়া বলেছেন: জয় বাংলা!!


উনি নাস্তিক ছিলেন, আমার কিছু আসে যায়না, তার পাপ থাকলে সে বুঝবে।

উনি দেশপ্রেমিক ছিলেন, উনি এই কারনে জীবন দিয়েছেন, আমি ওনাকে স্যালুট দিবই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিক!

২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ++++++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ।

২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

শার্লক বলেছেন: @প্রিন্স অফ পার্সিয়া আপনার মন অনেক বড় তাই তো? আমার মন ছোট খুশি তো। আমার বাপে যুদ্ধ করছিল, স্বাধীনতা পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে জড়িত ছিলেন। দেশপ্রেম কি জিনিষ তা আমাকে শিখাইতে আইসেন না, আমি কারো কাছ থেকে শিখতেও চাই না। যথেষ্ট বয়স হইছে আমার, ভাল করে জানি কারা দেশপ্রেমিক আর কারা ভন্ড।

@ লেখক উত্তর দিতে পারতাম কিন্তু ইচ্ছা করছে না টাইপ করতে। আপনি তো মানুষ আমরা তো মানুষ না রুচি না হইলে রিপ্লাই দিয়েন না।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: না, নোংরামি দেখলে খুব কষ্টই হয়, বেঁচে থাকতে একে নিয়ে কেউ নেগেটিভ কিছু লেখেনি, আজ যখন সে পজেটিভ কিছুর কারনে সমার চেনা, তখন তার খারাপ কোন কিছু থাকলে তা টেনে এনে কি হাসিল করতে চান আপনারা? উদ্দেশ্য কি বোঝা যায়না?

৩০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

জিয়ান আহমেদ বলেছেন: দেশকে নিয়ে কবিতা লিখলাম, স্মৃতিসৌধ আঁকলাম, কিন্তু দেশের অধিকাংশ মানুষের(মুসলমান) মনে আঘাত দিলাম, এটা তো ঠিক না। just like আমি আমার বাসা সুন্দর করে সাজালাম আর পরিবারের মানুষদের torture করলাম। প্রকৃত দেশপ্রেমিককে দেশ ও দেশের মানুষকে সমানভাবে ভালবাসতে হবে। আমি এজন্যই ১৭ নং এ বিতর্কিত বলেছি। মানুষ না থাকলে একটা দেশের কোন মূল্য থাকে?? আর আমি এখনও তস্লিমার বই পড়ি নাই, বিন্দুমাত্রও ইচ্ছা নাই।

৩১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

শার্লক বলেছেন: নোংরামি দেখলে আপনার কষ্ট হয়। আর নোংরা লেখা দেখলে আপনার কষ্ট হয় না? একবার নিজের কাছে প্রশ্ন করেন এসব পোস্ট পড়েছেন তাকে সাধুবাদ দিয়েছেন না কি? যদি দিয়েই থাকেন তাহলে আল্রাহর কাছে কাছি কি জবাব দিবেন? আর সবাইকে এক কাতারে ফেলবেন না। আমি ছাত্র জীবনে ওদের অনেক নোংরামী দেখছি। যারা দেখেনি, জানে না তারাই অন্ধ সাপোর্ট করে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই, জাফর স্যার নাস্তিক, তার ধর্ম বিশ্বাস আমাকে প্রভাবিত করে না, কিন্তু তার বই আমি অনেক ভালবাসি। এটাতেই একটু দেখেন। তার ধর্মবিশ্বাস তার কাছে। আর তার অনুসারি ছিল নাস্তিকেরাই। তাহলে আমার কি এসে যায়? ওগুলো কেন ছড়ানো হয়েছে ভাই সেটা সবাই জানে। বাদ দেন। এই নিয়া কামরাকামড়ি করা অনর্থক। সে অপারে গেছে তার হিসাব তো সেই আল্লাহই করবেন। আমাদের কি? কিন্তু তাকে কেন মারা হয়েছে ভাবলে বলতেই হয়, সে তার জীবনটা কিছু নরপিশাচের হাতে তাদের খারাপ উদ্দেশ্য হাসিলে হারাইছে। আজ জাফর স্যার নাস্তিক বলে কেউ যদি তার উপরে হামলা করে তা মেনে নেওয়া বিশৃঙ্খল মুসলমান আমি হতে পারিনাই, দুঃখিত। আমি বিশ্বাস করি, ইসলাম শান্তির ধর্ম, এবং সেই ধর্ম কাউকে খুন করা সমর্থন করতে পারেনা। তাই আমি একজন মৃত মানুষের গীবত করতে আগ্রহ পাইনা।

৩২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

শার্লক বলেছেন: আপনার শেষ কথার সূত্র ধরে কিছু বলতেই হয়। দেখুন ইতিহাসের ঘৃণিত ব্যক্তিরা কিন্তু চিরকালই ঘৃণার পাত্র। যদিও এখন তারা কেউ বেঁচে নেই তারপরও কিন্তু সবাই তাদেরকে ঘৃণা করে এবং যতদিন এই পৃথিবী থাকবে তাদের নামও সেভাবে উচ্চারিত হবে। হোক সে মুসলিম অথবা অন্য কোন ধর্মের । যেমন আমরা মীরজাফর আর মোশতাকের ক্ষেত্রে যেটা করে থাকি। আপনি বললেন একজন মৃত মানুষের গীবত করতে আগ্রহ পাইনা আর আমরা সবাই জানি গীবত করা ঠিক না। তাহলে কেন তারা এসব লেখা লিখে? সেটা কি ঐ পর্যায় পড়ে না? তাদেরকে কি আপনি এভাবে বুঝিয়েছেন কখনো? কেউ যদি নাস্তিক হয় তাতে আমার সমস্যা নেই সমস্যা হলো নাস্তিকতার দোহাই দিয়ে কুরূচিপূর্ণ লেখা লিখে। তাদেরকে তো এরকম লেখার অধিকার কেউ দেয়নি। আসলে সমস্যা হইলো এরা মুসলিম পরিবারে জন্মগ্রহন করছে বলে এদের সহ্য হয় না, কেন ইহুদী পরিবারে হইলো এই জন্য এদের এতো আপসোস।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জাস্ট এটার উত্তর দেন, একজন শহীদ মুক্তিযোদ্ধা, সে তার জীবদ্দশায় যা করেছে তা আপনার কাছে গুরুত্বপূর্ণ নাকি সে দেশের জন্যে জীবন দিয়েছে তা আপনার কাছে গুরুত্বপূর্ণ? শেখ মুজিব ছাত্র থাকা কালীন যা করেছেন তা গুরুত্বপূর্ণ নাকি সে ৭১ বা তার পরে যা করেছে তা নিয়ে আলোচনা হয়?

এটা একটা সিম্পল উদাহরণ। নাস্তিকতা তার, দেশ সবার, আর থাবাকে সবার জন্যে মরতে হয়েছে, নিজের জন্যে না।

৩৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: বেশ কয়েকটা ছুপারে দেখতে পাচ্ছি আপনার ব্লগে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: থাকুক, এখন ছুপা স্টাইলেই চলছে ছাগুরা। গালির হাত থেকে বাঁচতে।

৩৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

সবুজ ভীমরুল বলেছেন: রাজীব নাস্তিক ছিল সেটা কোন সমস্যা না। সে আল্লাহ ও নবীজী মুহাম্মদ (সঃ) এর প্রতি ভয়াবহ রকমের কুৎসিত ভাষা ব্যাবহার করেছে। এই রকম নোংরা কীটের প্রতি একজন মুসলিম হিসেবে কোন ধরনের সহানুভূতি নাই। তার ঐ নোংরা কাজের জন্য সে এক বিন্দু পরিমান সহানুভূতি পাওয়ার যোগ্য না।

শুধু এটাই বলতে পারি তার হত্যাকারীদের গ্রেপ্তার করা হোক, কেননা ইসলাম কাউকে নিজ হাতে আইন তুলে নেয়ার অনুমোদন দেয় নি।

আপনারা আপনাদের আন্দোলন সফল করতে চাইলে রাজীবের নাম, নিশানা, গন্ধ ওখান থেকে সরিয়ে ফেলুন। না হলে সাধারন পাবলিকের সাপোর্ট কখনও পাবেন না।

৩৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

শার্লক বলেছেন: আপনি একটা কথার জবাব দেন যে ব্যক্তি আল্লাহকে মানে না, যে ব্যক্তি তার রাসূলকে কটাক্ষ করে তার কাছ থেকে কি দেশপ্রেম শিখতে হবে আমাদের? যদি আপনি প্রকৃত দেশপ্রেমী হয়ে থাকেন উত্তর দিয়েন।

৩৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭

মাহির কাবির বলেছেন: ইকবাল পারভেজ বলেছেন: @দাসত্ব: আপনার কমেন্টে প্লাস।

শুধুমাত্র কমেন্টে প্লাস দেওয়ার জন্য এই পোস্টে কমেন্ট করছি।

৩৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৩৬

নেক্সটডোর বলেছেন: থাবা বাবা দেশের জন্য মরেছে না কী জন্য মরেছে এতদিনে নিশ্চই ক্লিয়ার? ঐ ব্যাটা মরে যাবার পর সবাই ওকে চিনেছে, তাই এখন থু থু দিসচে, আগে চিন্তনা তাই দিতে পারেনাই, তাই এতদিন আপনারা কোথায় ছিলেন এই প্রশ্ন এখন অবান্তর। থাবা বাবা কিংবা তকি খুন হবার পর পরঈ আপনার মত লকজন কিছু না বুঝে না জেনে জামাতকে দোষারোপ করেছেন। আওয়ামীলীগের সাপরটারদের এই এক প্রবলেম। অন্ধ বিসসাশ। এরা দল কানা। দল যা বলে তাই তোতা পাখির মত বলে যায়। নিজের ঘিলু ব্যাবহার করে না।
থাবা বাবা, তকি, বুল বুলের ভাই কারো খুনের জন্য একজন জামাতিকেও তো সরকার গ্রেফতার করল না।
আর শাহবাগের বাপারটা বল্লাম না। এতদিনে অইটা নিয়া যে লাফানি লাফাইচেন, অল রেডি ঠ্যাং ভাইঙ্গা গেছে নিশ্চই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.