নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

♣ একুশের কবিতাঃ “রক্তাক্ত বর্ণমালা” ♣

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০





-------------------------------------------

বাংলা মাগো আমি তোমাতে নিবেদিত,

এই আমার তরে তুমি বারবার রক্তাক্ত।

বায়ান্নে তোমার বুক সেই যে লোহিত সিক্ত,

আমি আজও কাঁদি, দেখে আমার মায়ের বুক রিক্ত।

মায়ের খালি বুক নিবেদন করি তোমায়,

রক্ত নিয়েছ, দিয়েছ শব্দ আমায়।



প্রতিটি উচ্চারনে অপূর্ব ভালোলাগার শিহরণ,

রক্তধোয়া তোমার মিষ্টি বুলিতে প্রানে আলোড়ন,

স্লোগানে হই কম্পিত, বাংলা আমি, বাংলাতে আমার আন্দোলন,

মুখের বুলি গো মা একুশ, ও চরণে তাই পুষ্প আমার সমর্পণ।

তুমি স্বাধীনতা মাগো, কথা কইবার, সুখে হাসবার,

তুমি ফিরে ফিরে আসো কোটি হৃদয়ে তাই বারবার।



স্নেহময়ি মা, আমার একুশ, আমার সোনার বাংলা,

তোমার পাশে সোনার ছেলেরা, কোনোদিন নও একলা!

হায়েনা কতো এসেছে, মেরেছে, দিয়েছে তোমাকে জ্বালা,

এই সন্তান ছাড়েনি মাগো, ওদের ছাড়েনা বাংলা!

কত ভাই যে হারিয়েছি মাগো, কষ্ট পাহাড় সমান,

একুশ তুমি রয়েছ হর্ষে, অশ্রু হয়ে বহমান।



রয়েছ তুমি চির ভাস্বর, শহীদ মিনারে বা এই অন্তর,

হাসি-কান্না-কথা-গল্প, কবিতায় একুশ হয়েছ অমর,

তুমি বাংলার, তুমি বিশ্বের, একুশ তুমি শুধুই আমার।










উৎসর্গঃ একুশটি চরন ভাষা শহীদদের চরণে সমর্পিত।



সকলের মাঝে একুশের চেতনা জাগ্রত হোক, অমর একুশের জয়।







ছবিঃ ইন্টারনেট।

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল হোক/ শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ,
সবাইকে শুভেচ্ছা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ কবি বন্ধু, একুশের শুভেচ্ছা।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: প্রতিটি উচ্চারনে অপূর্ব ভালোলাগার শিহরণ,
রক্তধোয়া তোমার মিষ্টি বুলিতে প্রানে আলোড়ন,
স্লোগানে হই কম্পিত, বাংলা আমি, বাংলাতে আমার আন্দোলন,
মুখের বুলি গো মা একুশ, ও চরণে তাই পুষ্প আমার সমর্পণ।
তুমি স্বাধীনতা মাগো, কথা কইবার, সুখে হাসবার,
তুমি ফিরে ফিরে আসো কোটি হৃদয়ে তাই বারবার।



অসংখ্য অসংখ্য ভাল লাগা কবিতায়!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক কৃতজ্ঞতা নিবেন, একুশ অমর হোক।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো।

মাতৃভাষা দিবসের চেতনা সবার মাঝে ছড়িয়ে যাক। আশা করি আবার একতাবদ্ধ হবে সবাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আশা করি ভাষার মাসেই শাহবাগ থেকে জয়ের আনন্দ সংবাদ পাব(প্রেক্ষাপট বিবেচনায় হতাশ)

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

যুবায়ের বলেছেন: অসাধারন কবিতা....
ভালোলাগা++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ যুবায়ের ভাইকে।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

একজন আরমান বলেছেন:
বরাবরের মতো চমৎকার লিখেছেন ভাই।
আমি কেন জানি কোন কিছুর উপলক্ষে লিখতে পারি না। মনে যখন আসে তখন লিখি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবই পারি, কোনটাতেই মোক্ষ অর্জন আর হলনা ভাইয়া।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

আমিনুর রহমান বলেছেন: সুন্দর +++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমিনুর ভাইয়া।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: রয়েছ তুমি চির ভাস্বর, শহীদ মিনারে বা এই অন্তর,
হাসি-কান্না-কথা-গল্প, কবিতায় একুশ হয়েছ অমর,
তুমি বাংলার, তুমি বিশ্বের, একুশ তুমি শুধুই আমার।



একুশ লাইনের অসাধারণ কবিতা! একুশের চেতনা জাগ্রত হোক সবার মধ্যে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া আমার কবিতা বেশ নিয়মিত পড়েন, অনেক ধন্যবাদ জানাই ভাই। আপনারা আমাকে উৎসাহ না দিলে হয়ত লিখতে ইচ্ছে করত না, কৃতজ্ঞতা নিন।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

নিয়েল ( হিমু ) বলেছেন:
তোমার পাশে সোনার ছেলেরা
কোন দিনও নও একলা ।

হায়না দের ছাড় নাই ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা- আহ অতুল দা! অতুলনীয়!

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

নিয়েল ( হিমু ) বলেছেন: সুন্দর সময়ে অসাধারন একটা কবিতা ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনারা এভাবে উৎসাহ না দিলে লেখা লেখির সামান্য চেষ্টাটাও হয়ত সম্ভব হতো না :)

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অনেক সুন্দর!

তুমি বাংলার, তুমি বিশ্বের, একুশ তুমি শুধুই আমার।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, একুশের শুভেচ্ছা।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩২

আমিই মিসিরআলি বলেছেন:
হৃদপিণ্ডে শিহরণ তুলে দেয়ার মত কবিতা লিখেছেন,ভাই
অনেক ভালো লাগলো +++++++

বিধাতার কাছে চির কৃতজ্ঞ,বাংলা আমার মাতৃভাষা ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা।


ভাইয়া, আপনার ভাল লেগেছে জেনে সত্যি অনেক ভাল লাগল। নাহলে চেষ্টাটা ব্যর্থ লাগত।

ভাল থাকবেন ভাইয়া, এভাবে নিরন্তর।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

ইখতামিন বলেছেন:
দারুণ কবিতা.
++++++++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ইখতামিন ভাই।

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

আমরা তোমাদের ভুলব না বলেছেন: ৮+++++++++++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: একুশ অমর হোক। শুভেচ্ছা সকলের তরে।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

স্বপনবাজ বলেছেন: সকলের মাঝে একুশের চেতনা জাগ্রত হোক, অমর একুশের জয়। +++
কবিতা ভালো হয়েছে !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.