![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৬টি আলটিমেটাম:
১) ঘাতক জামাত শিবিরের হামলায় শহীদ রাজীব হায়দার, জাফর মুন্সী, বাহাদুর মিয়া, কিশোর রাসেল মাহমুদ হত্যাকান্ডে জড়িতদের আগামী ৭দিনের মধ্যে গ্রেফতার করতে হবে।
২) ২৬ শে মার্চের পূর্বে স্বাধীনতা বিরোধী ঘাতক সন্ত্রাসী জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার লক্ষ্যে যুদ্ধাপরাধ ও গণহত্যায় নেতৃত্বদানকারী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সুশোধনী আইনের অধীনে অভিযোগ গঠন এবং নিষিদ্ধের আইনি প্রক্রিয়া শুরু করতে হবে।
৩) অবিলম্বে যুদ্ধাপরাধী সংগঠনগুলোর আর্থিক উৎস, যেসব উৎস থেকে সকল প্রকার জঙ্গিবাদী, এবং দেশবিরোধী তৎপরতার আর্থিক জোগান দেয়া হয়, সেগুলো চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে।
৪) যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া গতিশীল ও অব্যহত রাখতে অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালকে স্থায়ী রূপ দিতে হবে।
৫) গণমানুষের নিরাপত্তার স্বার্থে জামায়াত-শিবিরের সন্ত্রাস ও তান্ডব বন্ধে অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ অভিযান পরিচালনা করে সকল সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ গোপন আস্তানা সমূহ উৎখাত করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এদের ভয়ংকর রূপ প্রকাশ করে দিতে হবে।
৬) যুদ্ধাপরাধীদের রক্ষক এবং হত্যা ও সাম্প্রদায়িক উসকানিদাতা গণমাধ্যমগুলির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
এবার দেখে নিন, এই দাবী আদায়ের লক্ষ্যে নিচের যে ১১ কর্মসূচী ঘোষণা করা হয়েছেঃ
১) ২২ ফেব্রুয়ারি, শুক্রবার মহান স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তী সময়ে যুদ্ধাপরাধী জামাত-শিবির চক্রের হাতে নিহত শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জুম্মাহ প্রতিটি মসজিদে বিশেষ দোআ অনুষ্ঠিত হবে । একই সাথে প্রতিটি মন্দির, গীর্জা, প্যাগোডা এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিজ নিজ উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতিতে প্রার্থনা অনুষ্ঠিত হবে।
২) ২২ ফেব্রুয়ারি থেকে ৭ই মার্চ, ২০১৩ পর্যন্ত দেশ ও দেশের বাইরে ছয় দফা দাবির প্রতি একাত্মতা জানানো মানুষের গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে।
প্রত্যেকে যে যার যার অবস্থানে থেকে নিজ দায়িত্বে নিজ নিজ পরিবার, প্রতিবেশী, কর্মক্ষেত্র, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের সকলের স্বাক্ষর সংগ্রহ করে পাঠিয়ে দিবেন প্রজন্ম চত্বরের গণজারণ মঞ্চের ঠিকানায়। এছাড়া অনলাইনে গণস্বাক্ষর সংগ্রহের জন্য গণ জাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। দেশব্যাপী সংগৃহীতত গণস্বাক্ষরগুলো সংগ্রহের জন্য শাহবাগের প্রজন্ম চত্বরে আমাদের একটি সংগ্রহশালা থাকবে। আমরা এই গণস্বাক্ষর নিয়ে মাননীয় স্পিকারের মাধ্যমে মহান জাতীয় সংসদের কাছে গণমানুষের রায় পৌঁছে দিবে।
৩) ১লা মার্চ থেকে ২০ মার্চ, ২০১৩ প্রতিটি বিভাগীয় শহরে স্থানীয় জনসাধারণের সুবিধাজনক সময়ে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। যার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।
৪) ২৩শে ফেব্রুয়ারি রায়েরবাজর বধ্যভূমিতে বিকাল তিনটায় সমাবেশ। মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত সর্বস্তরের জনগণকে উক্ত সমাবেশে উপস্থিত থাকার উদাত্ত আহবান জানাচ্ছি।
৫) ২৫ ফেব্রুয়ারি মিরপুর ১০ নং গোল চত্বরে বিকাল তিনটায় আমাদের দাবিসমূহ আদায়ের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হবে।
৬) ২৭ ফেব্রুয়ারি বিকাল তিনটায় রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ। উক্ত সমাবেশে উপস্থিত থেকে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে চলমান সংগ্রামে শামিল হওয়ার জন্য সবাইকে আহবান জানাচ্ছি।
৭) ১লা মার্চ স্বাধীনতার মাসে সূচনা দিনে ঢাকার প্রজন্ম চত্বরের গণ জাগরন মঞ্চসহ সারাদেশের সকল গন জাগরণ মঞ্চে প্রতিবাদী গান পরিবেশিত হবে। কর্মসূচী শুরু হবে যথারীতি বিকাল তিনটায়।
৮) ৩রা মার্চ বাহাদুর শাহ পার্ক এবং ৫ই মার্চ যাত্রাবাড়ী চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকাল তিনটায় ঐ সমাবেশে উপস্থিত হয়ে দীপ্ত শপথ গ্রহনের আহবান রইলো সবার প্রতি।
৯) ৭ই মার্চ সোহরাওয়াদী উদ্যানের শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন সমাবেশ ও প্রতিবাদী গান।
১০) পাশাপাশি শাহবাগে প্রজন্ম চত্বরসহ সারা দেশের সকল গণজাগরণ মঞ্চে সাংস্কৃতিক কর্মসূচী অব্যাহত থাকবে এবং প্রতি শুক্রবার প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে।
১১) এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রতিটি রায় ঘোষণার আগের দিন জামায়াত শিবিরের তান্ডব প্রতিহত করতে বিকাল তিনটা থেকে প্রজন্ম চত্বরের গণ জাগরণ মঞ্চে জমায়েত হবো। সূত্রঃ শাহবাগে সাইবার যুদ্ধ
আমার কিছু বলার নেই, বলতে আসলে ইচ্ছাও করছেনা। আপনারা নিজ নিজ মতামত দিবেন প্লিজ, অনুরোধ থাকল। কতটা আশাবাদী আপনি? কতটাই বা সাফল্যের সম্ভাবনা দেখছেন?
শাহবাগ তার লক্ষ্যে সফল হোক, মন থেকে চাই। তবে যা হচ্ছে তা ঠিক হচ্ছে তো??
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি আমার কাজ করেছি, করে যাবো যেভাবে পারি। ওরা ওদেরটা করবে এই আশাই রাখছি।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
ফায়ারম্যান বলেছেন: প্রতিদিন যদি এভাবে চলতে থাকে তাহলে একটা না একটা সময় এই যৌক্তিক আন্দোলনটাও আমাদের দেশের নোংরা রাজনীতি গ্রাস করবে ।অলরেডী গ্রাস করতাছে ।তখন আর এই আন্দোলনে সাধারন মানুষ যাবে না , যাবে শুধু দলীয় লোকজনেরা । তখন জন-মানুষের আন্দোলন হিসেবে শাহবাগ আন্দোলন তার মর্যাদা হারাবে ।ভালো খাবার প্রতিদিন খাইলে যেমন ঐ খাবারের টেষ্টও একসময় বিস্বাদ- অরুচি লাগে ।তেমনি প্রতিদিন অনবরত এই যুদ্ধপরাধ ইষ্যু -যুদ্ধপরাধ ইষ্যু করতে করতে ইহাও একসময় ভেল্যুলেস হইয়া যাইবে ।
শাহবাগ আন্দোলন জন-মানুষের আন্দোলন হিসেবে এখনো সফল ।ইতিমধ্য এই আন্দোলনের প্রক্ষিতে সরকার দ্রুত আইন সংশোধন করতেও বাধ্য হইছে । কিন্তু প্রতিদিন যদি এভাবে চলতে থাকে তাহলে একটা না একটা সময় এই যৌক্তিক আন্দোলনটাও আমাদের দেশের নোংরা রাজনীতি গ্রাস করবে ।অলরেডী গ্রাস করতাছে ।তখন জন-মানুষের আন্দোলন হিসেবে শাহবাগ আন্দোলন তার মর্যাদা হারাবে ।
শাহবাগ আন্দোলনকারীদের উচিৎ সরকাররে দ্রুত অন্তত শীর্ষ রাজাকারগুলানের বিচারকাজ শেষ করনের আল্টিমেটাম দিয়া চলমান আন্দোলন সাময়িক বন্ধ করা উচিৎ ।
সরকারের কাছে আল্টিমেটাম হতে পারে এরূপঃ
১। যুদ্ধপরাধীদের বিচার ছিল এই সরকারের নির্বাচনী ওয়াদা । এই ওয়াদার কারনে আমরা অনেকেই এই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম । এখন সরকারের কাছে আল্টিমেটাম জানাচ্ছি যে , সরকার তার মেয়াদ শেষ হবার আগেই অন্তত ধৃত শীর্ষ রাজাকার লিডারগো বিচার কাজ সম্পন্ন করতে হবে । আর যদি রায়ে কারো ফাসি হয় ।তবে সরকার তার মেয়াদ শেষ হবার আগেই ফাসির দন্ডপ্রাপ্ত আসামীকে ফাসিতে ঝুলাতে হবে । রায় দিবে এই আমলে আবার রায় কার্যকর বাকি রাইখা ভোটের ব্যবসা করবে , এই টাইপের ফাজলামী করলে ভোটের সময় আওয়ামী লীগকে বাশ দেয়া হবে ।সুতরাং সরকার তার মেয়াদ শেষ হবার আগেই অন্তত ধৃত শীর্ষ রাজাকার লিডারগো বিচার কাজ এবং রায় কার্যকরের কাজ সম্পন্ন করতে হবে । আল্টিমেটাম শ্যাষ
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালই বলেছেন।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
অনা-বিল বলেছেন: রাজাকার বিরোধী আন্দোলন থেকে ক্রমে ক্রমে এটি কেবল জামাত শিবির বিরোধী আন্দোলনে সীমাবদ্ধ হয়ে গেল ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জামায়াত তো সক্রিয় ক্ষতিসাধন কারী এই দেশের!! মূল দাবিই এই দুইটা ছিল!! রাজাকারদের ব্যাবস্থা হচ্ছে, কিন্ত জামাত শিবির এর কোন ব্যবস্থা সরকার নিচ্ছেনা।!!
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
ফায়ারম্যান বলেছেন: কোন ইসলামপ্রেমী মুসলমান কাবা শরীফ নিয়ে মিথ্যা কথা বলে? আমার দেশ পত্রিকায় ৬ ডিসেম্বর প্রকাশিত একটি রিপোর্ট দেখুন
কাবা শরীফরে নিয়া জামাত- শিবিরের দোষর দৈনিক আমারদেশ এর অপপ্রচারের জবাবে জাগরন মঞ্চ থেকে প্রতিবাদ জানানো হলো না কেন ???
জামাত- শিবিরের দোষর দৈনিক আমারদেশ কি জঘন্য মিথ্যাচার করে কাবা শরীফ/ ইসলাম অবমাননা করে নি ??? Click This Link
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১
নিশ্চুপ শরিফ বলেছেন: দয়া করে আর কেও রাজীব কে শহীদ বলে তাকে অপমান করবেননা। উনি যদি জানত উনাকে শহীদ বলা হচ্চে তাহলে আমি সিউর উনি অট্ট হাসি দিয়ে বলতেন "মাইরালা আমারে মাইরালা"
শাহবাগী নেতাদের হঠাত ধার্মিক হবার চেষ্টাটা খুবই হাস্যকর লাগলো। সোনা ব্লগ বন্ধ করতে পারে রাতারাতি আর নাস্তিকদের ২/৪টা একাউন্টে হাত দিতে পারে না--এখন হুজুরদের ভয়ে আসছে ধার্মিক সাজতে। উনাদের শহীদ দরকার, তাইলে ওই লিফট ম্যান জাফর মুন্সী ভাই কি দোষ করলো, যে পোষ্টার ছিড়তে বাধা দেয়ায় শিবিরের পোলাপান পিটায়ে মাইরা ফেলল। তার রক্ত কি কম লাল ছিল? নাকি শহীদ হইতে হইলে ভার্সিটির ডিগ্রী আর ২/৪টা অশ্লীল ব্লগ লিখতে হবে?
দাবিগুলার মধ্যে একটা সরকারের দিকে মোলায়েম করে ছুড়ে দেয়া হয়েছে। সেটাও এই সরকার না, পরের সরকারের দিকে। বাকিগুলা ছাগুনিধন কর্মসূচির অংশ। বিচারের জন্য কোন দাবি নাই!
বাচ্চু রাজাকারকে কবে ধরা হবে? কে ছেড়ে দিয়েছিলো?
সাঈদির রায় কবে হবে?
প্রসিকিউশনে বিশাল কাজের চাপ এই ছোট্ট টিম দিয়ে কিভাবে সামলাবে? মাত্র একজন নুতুন ব্যারিস্টার নিয়োগ দিয়েই খালাস। প্রসিকিউশনের সুযোগ সুবিধা, নিরাপত্তা বাড়ানোর দাবিটা সরকারের কাছে করলে কি কাল থেকে সিটি কর্পোরেশনের পানি, হাগাখানা শাহবাগ থেকে সরায়ে ফেলবে?
জামাতের বিচারের জন্য ২৬ মার্চের মধ্যে অভিযোগ গঠনের দাবি জানালো নাকি "প্রক্রিয়া শুরু" বলতে কাগজ কলম কেনাকে বোঝালো? জামাত নিষিদ্ধ করছি করবো বলে এখন 'প্রক্তিয়া শুরু'? তাইলে এইটা নির্বাচনের আগে আর শেষ হচ্ছে না। জয় প্রশ্নহীন জাগরণ, জয় প্রশ্নহীন জনতা। আপনারা সরকারের দিকে এগিয়ে যেতে যেতে কোলে উঠে বসেন। এমন পোষা আন্দোলন কে কবে দেখেছে
বাঙ্গালের লেখা তুলে দিলাম।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
ব্লুম্যাজিক বলেছেন: "কিছু লোক বিচারের দাবীরে তাদের হ্রদয়ে ধারন করে আর কারো জন্য এটা রাজনীতিক সিড়ি!"
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কথা সত্য।
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
rainbristi বলেছেন: সহমত পোষণ করছি ফায়ারম্যান এর সঙ্গে--
জামাতের বিচারের জন্য ২৬ মার্চের মধ্যে অভিযোগ গঠনের দাবি জানালো নাকি "প্রক্রিয়া শুরু" বলতে কাগজ কলম কেনাকে বোঝালো? জামাত নিষিদ্ধ করছি করবো বলে এখন 'প্রক্তিয়া শুরু'? তাইলে এইটা নির্বাচনের আগে আর শেষ হচ্ছে না। জয় প্রশ্নহীন জাগরণ, জয় প্রশ্নহীন জনতা। আপনারা সরকারের দিকে এগিয়ে যেতে যেতে কোলে উঠে বসেন। এমন পোষা আন্দোলন কে কবে দেখেছে
)
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
পাইলট ভয়েচ বলেছেন: ব্লুম্যাজিক বলেছেন: "কিছু লোক বিচারের দাবীরে তাদের হ্রদয়ে ধারন করে আর কারো জন্য এটা রাজনীতিক সিড়ি!
সহমত
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
শিপু ভাই বলেছেন:
আল্টিমেটামগুলোর সাথে সহমত। যদিও আরো ১ সপ্তাহ আগেই এমন আল্টিমেটাম দেয়া উচিত ছিল।
কর্মসূচী কয়েকটা পছন্দ হয় নাই।
আরেকটা বিষয় এই ফাকে বলে যাই- প্রজন্ম চত্বরে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতি টানানো হয়েছে। মুহুর্মুহু "জয়বাংলা শ্লোগান" ধ্বনিত হচ্ছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুর কোন প্রতিকৃতি নাই শাহবাগে। "জয় বঙ্গবন্ধু" শ্লোগান দিতেও যেন আমাদের অনেক অনিহা (অধিকাংশই ভয়ে!!!- কিসের ভয়ে?? আম্লীগ ট্যাগের ভয়ে!!!)
এই মহান মানুষকে ছাড়া আমাদের স্বাধীনতার কথা চিন্তা করা যায় না। আর তাকে একপ্রকার উপেক্ষা করেই "যুদ্ধাপরাধীদের বিচারের দাবী" তে আন্দোলন করে যাচ্ছি আমরা।
হিপোক্রেসী কি আমাদের জাতিয় বৈশিষ্ঠ্য???
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হিপোক্রেসী আমাদের জাতিয় বৈশিষ্ঠ্য, এবং ঘোড়ায় চড়িয়া মর্দ কেন যে হাঁটিয়া চলিল এই প্রশ্নের উত্তর আমিও পাইনা।
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
বোকামন বলেছেন: শিপু ভাই বলেছেন:
আল্টিমেটামগুলোর সাথে সহমত। যদিও আরো ১ সপ্তাহ আগেই এমন আল্টিমেটাম দেয়া উচিত ছিল।
কর্মসূচী কয়েকটা পছন্দ হয় নাই।
আরেকটা বিষয় এই ফাকে বলে যাই- প্রজন্ম চত্বরে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতি টানানো হয়েছে। মুহুর্মুহু "জয়বাংলা শ্লোগান" ধ্বনিত হচ্ছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুর কোন প্রতিকৃতি নাই শাহবাগে। "জয় বঙ্গবন্ধু" শ্লোগান দিতেও যেন আমাদের অনেক অনিহা (অধিকাংশই ভয়ে!!!- কিসের ভয়ে?? আম্লীগ ট্যাগের ভয়ে!!!)
এই মহান মানুষকে ছাড়া আমাদের স্বাধীনতার কথা চিন্তা করা যায় না। আর তাকে একপ্রকার উপেক্ষা করেই "যুদ্ধাপরাধীদের বিচারের দাবী" তে আন্দোলন করে যাচ্ছি আমরা।
হিপোক্রেসী কি আমাদের জাতিয় বৈশিষ্ঠ্য???
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: উনি যথার্থই বলেছেন।
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
ধ্রুব মহাকাল বলেছেন: যে দাবিতে তরুণদের একত্রিত করা হয়েছে তারতো কিছুই নেই ।হাস্যকর কর্মসূচী ।অবশ্য পুলিশী নিরাপত্তা ও সরকারের সর্বাত্মক সহায়তায় আর যাই হোক বিপ্লব হয়না ।হয়সাজানো নাটক, রাজনৈতিক ধান্ধাবাজি আর মাঠা কর্মসূচি।আশা করি সামনেঅনেকটাই স্পষ্ট করে বুঝবেন ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: একটু যেন অন্য লাইনে চলে গেলেন?
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
শিপু ভাই বলেছেন:
জয় বাংলা- জয় বঙ্গবন্ধু!!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইয়ে, মানে আমার লজ্জা লাগে, ভয় লাগে। পড়ে আমাকে কুত্তালিগ বলা হবে। ছাগুরা আমাকে আওয়ামীলীগের দালাল বলবে।
উঁহু, এমন বলা আমার পক্ষে সম্ভব নয়, আওয়ামীলীগ রে পুছিনা, মুজিব আমার নেতা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!!!!!!!!
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১
বোকামন বলেছেন: সত্য বলতে ভয় কিসের !
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা, জয় বঙ্গবন্ধু !! ভয় মুজিব করত না, আমিও করতে শিখলাম না তাই।
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: প্রথমেই , গনজাগরনের মঞ্চকে ধন্যবাদ জানাই , দেরীতে হলেও তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে ।
কিন্তু আমার শুধু একটাই প্রশ্ন , যে দাবী নিয়ে আমরা মাঠে নামলাম '' সব রাজাকদের ফাঁসী '' সেই বিষয়ে কোন আল্টিমেটাম নেই কেন ? যেমন , রাজাকারদের ফাঁসী কতদিনের মধ্যে কিংবা অমুক শুনানি কেন পিছানো হল অথবা যেহেতু ইতিমধ্যে দুইজন রাজাকারের শুনানি শেষ হয়েছে তাহলে বাকিগুলো শেষ হতেও বেশি সময় লাগার কথা নয় । তাহলে সেগুলোও অমুক তারিখের মধ্যে শেষ করতে হবে এই জাতীয় কোন আল্টিমেটাম নেই কেন ? আমি বুঝলাম না ।হয়তো কম বুঝে থাকতে পারি । আপানারা কেউ বুঝে থাকলে ব্যাখ্যা করে গেলে উপকৃত হতাম ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এটা তো বস চাইলেই সময়ে বাঁধা যায়না, বিচারের একটা প্রসেস আছে তো।
তবে আওয়ামীলীগ যদি এইটা নিয়ে ভোটের রাজনীতি করে তাইলে কইলাম ওদের খবর আছে।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
সিউল রায়হান বলেছেন: ঠিক-ভুল যেটাই ভাবেন না কেন আল্টিমেটলি তো একটা জিনিসই ভাবছেনঃ রাজাকারদের ফাঁসি এবং জামাত-শিবিরের মত যুদ্ধাপরাধীদের বিলুপ্তি। সুতরাং সেই ভাবনাতেই অটল থাকুন এবং ব্লগের ছাগুগুলোকে গদাম দেয়া অব্যাহত রাখুন।
কোনভাবেই হতাশ হবেন না।