নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

জামায়াত শিবির ও সমমনা দলগুলো যখন পাগলা কুত্তার মত হিংস্র! ইসলাম এর সংজ্ঞা কি এদের কাছে আলাদা? X(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

১) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজের জন্য পাতা গালিচায় আগুন ধরিয়ে দিয়েছে জামায়াত ঘেঁষা ইসলাম আশ্রয়ী দলগুলোর নেতাকর্মীরা।



শুক্রবার জু’মার নামাজের পর তাদের শাহবাগ অভিমুখী জঙ্গি মিছিলে পুলিশ বাধা দিয়ে তারা বায়তুল মোকাররমের উত্তর দিকের সিঁড়ি সংলগ্ন এলাকায় পাতা নামাজের গালিচায় আগুন ধরিয়ে দেয়।



তবে মসজিদের খাদেমরা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর উদ্যোগ নেয়। আসে ফায়ার সার্ভিস। ফলে বড় ধরনের আগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পায় জাতীয় মসজিদ।



২) জামায়াত ও ইসলামি বিভিন্ন দলের সহিংসতায় সাতজন সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন।



শুক্রবার দুপুরে জামায়াত-শিবির সমর্থকরা মিছিল বের করে। চারটি ব্যারিকেড ভেঙে তারা মিছিলটি নিয়ে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয়। সহিংসতা প্রতিরোধে পুলিশ ফাঁকা গুলি ছুড়ছে।



গুলিবিদ্ধ সব সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।



প্রত্যক্ষদর্শীরা জানান, গাজী টিভির সাংবাদিক মাসুদুর রহমান, একাত্তর টিভির আরিফুজ্জামান পিয়াস, ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাম্যান নুরুল ইসলাম, আমার দেশের চিফ ফটোগ্রাফার মীর আহমেদ মীরু, বিটিভির একজন ক্যামেরাম্যানসহ মোট সাতজন সংবাদ কাভার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন।



জুমার নামাজের আগে থেকেই জামায়াত ও সমমনা দলগুলো বায়তুল মোকাররম এলাকা ঘিরে সহিংসতা শুরু করে।



এদিকে, কাটাবনে জামায়াতপন্থীদের হামলায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আহত হয়েছেন।





৩) জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে জামায়াত ইসলামীর সমর্থিত কর্মীরা।

শুক্রবার দুপুর দেড়টার দিকে আন্দরকিল্লা সমজিদের সামনে এ হামলার ঘটনা ঘটেছে। নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ শুরু করার আগেই তারা সাংবাদিকদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় ৬জন সংবাদকর্মী আহত হন। সাংবাদিকদের ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দৈনিক ইনকিলাবের সিনিয়র ফটো সাংবাদিক কুতুব উদ্দিন গুরুতর আহত হন। তাকে অজ্ঞান অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেছেন।



৪) শাহবাগ থেকে নিখোঁজ কনস্টেবলের মৃত্যু।



তথ্যসুত্রঃ বিডিনিউজ, বাংলা নিউজ।



"সিদ্ধান্তঃ ইসলাম এর আলাদা কোন সংজ্ঞা রয়েছে এদের কাছে। জঙ্গিবাদ নিপাত যাক।"

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজের জন্য পাতা গালিচায় আগুন ধরিয়ে দিয়েছে ছাগুরা। এরা নাকি ইসলামের রক্ষক!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জঙ্গিবাদ ধ্বংস হোক! হার্ড লাইনে না গেলে এই দেশ পস্তাবে।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

রাফা বলেছেন: এদের আর কোন ছাড় দেওয়া উচিত নয়।৭১-এর পিশাচদের আসল রুপ প্রকাশিত হোচ্ছে আবার।

জয় বাংলা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শাহবাগ ছেড়ে দিয়েই ছাড় দেওয়া হয়ে গেছে। দেখেন এখন কি হয়।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

রুদ্র মানব বলেছেন: ছাগুরা ইসলামের আসল শত্রু । এদের আসল রূপ আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে । এখনই এদেরকে দমনের সময় । সবাই এগিয়ে আসুন , জামাত শিবির দমনে ।

জয় বাংলা ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেখা যাক কি হয়!! সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ করুন!!!!!!

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সিলেটে শহীদ মিনার ভাঙ্গা হয়েছে। X( X( X(

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

সোহাগ সকাল বলেছেন: হাজিরা দিয়া গেলাম!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঘৃণা প্রকাশ করে যান!

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজের জন্য পাতা গালিচায় আগুন ধরিয়ে দিয়েছে ছাগুরা। এরা নাকি ইসলামের রক্ষক!
+++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.