![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোদ চশমাটি একদিকে পড়ে আর বইগুলোতে ধুলো।
সূর্যটা আমার কই হারালো, আলোগুলো কোথা গেলো?
সত্য আমার রক্তাক্ত কেন কাঁদে ঘরকোণে একা,
অশ্রু কেন এই আমার চোখে দেখে ওই চাঁদ বাঁকা?
পড়বনা আর, দেখবনা আলো, বলবনা সত্য কোন,
অশ্রু জলে ভিজাবোনা চাঁদ, করবোনা অভিমানও।
পথগুলো আজ বিষণ্ণ বড়, ধুসর দূর আকাশ,
সাগরের নীল আর নয় আমার, নয় শুভ্র কাঁশ।
আমি রিক্ত বড় কাঁদছি একা সব দৃষ্টির আড়ালে,
কি করে বাঁচি স্বপ্ন-জীবনের মাঝে, মৃত্যু এসে দাঁড়ালে?
কত নীল এঁকে চলেছি এই মন ক্যানভাসে,
ছবি আঁকা শেষ তবু কেউ দেখবার নেই পাশে।
আমি একা, একাকীত্বের সাথে অযাচিত বন্ধুত্ব নিয়ত,
কোন আক্রোশে জানিনা, জীবনের এই প্রতিশোধ শত।
ধূলি খুদ্র অস্তিত্বের কল্পনা,
কোন ফিকশনের অবাস্তবে হারাবার যাতনা,
কতবার সইতে চেয়েছি, পারিনি, পারবোনা-
মিথ্যে অনুভূতির সাথে আর কতোকাল সন্ধি? জানিনা।
উৎসর্গঃ ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুকে। ওকে ভালবাসি।
ছবিঃ ইন্টারনেট (গুগল, ফ্লিকার)
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্লাসের জন্যে কৃতজ্ঞতা ভাই।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: সার্থক কবিতা এবং সুন্দর হয়েছে! ছবিগুলোও ভাল লাগলো। +++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
মাক্স বলেছেন: সুন্দর!!+++++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ!!!!!! ভাল থাকবেন ভাই।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লেগেছে! +++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ, ভাল লেগেছে জেনে প্রীত হলাম। ভাল থাকবেন
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯
বোকামন বলেছেন: “অনুভূতির সাথে আর কতোকাল সন্ধি? জানিনা।”
বেশ ভালো
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ জানাই, ভাল থাকুন সবসময়য় ভাই
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২
স্বপনবাজ বলেছেন: আমি একা, একাকীত্বের সাথে অযাচিত বন্ধুত্ব নিয়ত,
কোন আক্রোশে জানিনা, জীবনের এই প্রতিশোধ শত। +++
ছবি + কবিতা অসাধারণ হয়েছে কবি !
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: একটু ছন্দ ছন্দ খেললাম! আর মনের কথাগুলোও বলে ফেললাম! অনেক ধন্যবাদ ভাইয়া।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮
আমিই মিসিরআলি বলেছেন: দিন দিন তো ভাই আপনার কবিতার ভক্ত হয়ে যাচ্ছি ++++++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সব সময় উৎসাহ দেন বলেই আসলে লেখার আগ্রহ পাই। অনেক ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
shfikul বলেছেন: +++