নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

♣ কবিতাঃ জীবন প্রান্তে ♣

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০





জল-হিল্লোল, হয়ে কল্লোল-

কাছে ডাক শুধু, দাও মনে দোল ।

কে তুমি প্রিয়া, এ মন জুড়ে?

তুমি শুধু তুমি, মন অন্তপুরে ।

নিজেরে করিনু শুধু তোমার তরে,

এ মন রাখিনু ও হৃদ পরে ।



সুহৃদ হলে তুমি কোনো প্রহরে,

অজানা অজান্তে নিলে আমারে-

আমার হতে আমি আজ নেই আমাতে,

নিজেরে হারানু সখী, শুধু তোমাতে ।



কে তুমি প্রিয়া বল, হলে আপনার আপন?

কে তুমি এত দূরবাসিনী, হলে আমারি জীবন?

হলে প্রিয়তমা, প্রিয়জনের সত্তা, এ প্রানের আত্মা?

হলে আপন থেকেও বেশি আপন, হলে স্বসত্তা ।



বল প্রিয়া কেন তোমার গানে, উঠিল ঝড় এমনে?

তোমাকে ভালোবাসলাম, অন্তরাত্তার থেকেও প্রিয় করে,

বলতে পারো কি করে, আমি পেলাম, তোমারে? হারালাম নিজেরে?

ব্যাখ্যা চেয়োনা আমার কাছে, হাত জোরে বলি,

আমি যে আজ একটি সত্য ছাড়া আর কিছু জানিনা,

তোমাকে ভালবাসি, শুধু তোমাতেই শত ভাবনা ।



শত প্রশ্ন থাকুক, থাকুক কোটি ভুল,

তুমি আমার, শুধু আমার, ভালোলাগার ফুল ।



ঢেউ হারিয়ে ঢেউ আসে, জানতো

ভালবাসা ফিরে আসেনা, আসেনা মানুষ ফিরে,

তোমাকে বেসেছি ভালো, যেওনা প্রিয়া দূরে ।



মন দিয়েছি, জীবন নাও, রাখো তবু আমারে,

রেখেছি মাথা ওই বুকেতেই, শেষ নিশ্বাস তরে ।

ও বুকে নিলে, প্রিয়া আমারে, বোলনা, যেতে সরে ।।




মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

লাবনী আক্তার বলেছেন: শত প্রশ্ন থাকুক, থাকুক কোটি ভুল,
তুমি আমার, শুধু আমার, ভালোলাগার ফুল ।


ভালই লিখছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি অনেক ধন্যবাদ আপনাকে :) :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

মাক্স বলেছেন: ১ম ভালোলাগা!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

এম হুসাইন বলেছেন: ঢেউ হারিয়ে ঢেউ আসে, জানতো
ভালবাসা ফিরে আসেনা, আসেনা মানুষ ফিরে,
তোমাকে বেসেছি ভালো, যেওনা প্রিয়া দূরে ।

২য় ভাললাগা!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল লাগার জন্যে কৃতজ্ঞতা জানাই!!! ভাল থাকুন নিরন্তর।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

একজন আরমান বলেছেন:
মন দিয়েছি, জীবন নাও, রাখো তবু আমারে,
রেখেছি মাথা ওই বুকেতেই, শেষ নিশ্বাস তরে ।

দারুন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া কেমন আছেন? একদমই দেখা হয়না আপনার সাথে!

অনেক ধন্যবাদ সুযোগ করে পড়েছেন।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

স্বপনবাজ বলেছেন: বেশ ছন্দময় ! খুব ভালো লাগলো !

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ জানাই!!!! ভাল থাকুন নিরন্তর এই শুভকামনা রইল।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

গ্রাম্যবালিকা বলেছেন: শত প্রশ্ন থাকুক, থাকুক কোটি ভুল,
তুমি আমার, শুধু আমার, ভালোলাগার ফুল


এটুকু খুব পছন্দ হয়েছে। :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তাই তাই? অনেক অনেক ধন্যবাদ আপনাকে! শত শুভকামনা রইল। ;) ;) ;)

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো লাগলো ! :)

ভালো কাব্য!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, সুযোগ করে পড়েছেন জন্যে।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

একজন আরমান বলেছেন:
এইতো ভাই আছি।
আপনার খবর কি?
কেমন আছেন?
আমি ফেবুতে অফলাইনে থাকি। তাই দেখা হয় না। ইনবক্স করলে রিপ্লাই পাবেন ঠিকই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.