![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাত ধরো,
মনটাকে নিজের করো,
যতটা পারো, এই আমাকে ভালবাসতে,
বাসোনা! প্রতি মুহূর্তে পাশে থাকতে যদি চায় মন,
থাকোনা! করেছি কবে বারন?
যদি আবেগে উত্তপ্ত হতে ইচ্ছে করে,
যদি ইচ্ছে করে মাথা রাখতে এই বুকের পরে,
শুধু একটু কোমল পুড়িয়ে দিও সেথা নিঃশ্বাস দিয়ে,
দাওনা! জ্বালিয়ে খাঁক করে ফেল এই উষর দেহ-মন,
করোনা! আমায় দিশেহারা, করিনি তো কভু বারন।
যদি শিশির ধরার ইচ্ছে হয়,
ছুটতে চাও, করতে তেপান্তর জয়,
শুধু সওয়ার হও মনের আবেগী রঙে,
সেথা আলোকচ্ছটা ভাসাবে তোমায় সঙ্গে,
হোকনা! আমার ভাঙা নাওয়ে জীবন বরন,
ভাসিনা! কিছুক্ষণের আজীবন, করবোনা বারন।
রুপোলী বিকেলের সব আলোতে,
তোমাকে সাজাবো, যদি রাখো তোমাতে,
যদি মন নাও, চল পথিকের সাথে,
রবে ভালোবাসা, তোমার তরে, প্রভাতে কিংবা নিশিতে,
এসোনা! মেয়ে ভালোবাসোনা, এ মনে করেছি লালন,
যেওনা! হারিয়ে, তোমার তরে, রয়েছি আমি আজীবন।
উৎসর্গঃ চাওয়া পাওয়ার হিসেব মিলাতে না পেরে যার সামনে দাঁড়িয়ে পড়ি, সেই জানালাটাকে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া অনেক অনেক ধন্যবাদ!!
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৯
দাদুভাই বলেছেন: সুন্দর হইছে
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!!
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৬
তারছেড়া লিমন বলেছেন: অসাধারন...............মনের কথাগুলোর সহজ সাবলীল উপস্থাপন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া অনেক অনেক ধন্যবাদ নিবেন,ভাল থাকুন এই শুভকামনা।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬
আমিই মিসিরআলি বলেছেন: ছবি দুটো যেন কবিতার পূর্ণ অর্থ বহন করছে
ভালো লাগলো +++++++++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!!!
নিরন্তর ভাল থাকুন এই শুভকামনা রইল!
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩১
shfikul বলেছেন: +++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!!!
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো হয়েছে। ++
উৎসর্গটা ইন্টারেস্টিং !
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। যাদের জীবনে মানুষ কম, তারা অন্য অনেককিছুকেই আপন করে নেয় হয়ত।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ!++++++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ সময় করে পড়েছেন ও মন্তব্য দিয়েছেন জন্যে!!
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: বাসোনা! প্রতি মুহূর্তে পাশে থাকতে যদি চায় মন,
থাকোনা! করেছি কবে বারন?
অসাধারণ এই দুটি লাইন !!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ ভাইয়া!
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: wow ! দারুণ হয়েছে ... প্রতিটা লাইনে কি অসীম আকুতি... অনেক ভালো লাগা এবং প্লাস ...
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক অন্নেক ধন্যবাদ!!! সময় করে পড়ে মন্তব্য দেবার জন্যে। ভাল লেগেছে জেনে আপ্লুত হলাম।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
ইখতামিন বলেছেন:
সুন্দর!
বাতায়ন কি জানতে পেরেছে?
+++++++++++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হয়তোবা ভাইয়া
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বেশ হয়েছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক কৃতজ্ঞতা আপনার মতামত এর জন্যে! ভাল থাকুন নিরন্তর
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর, সুন্দর !!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। বেশ অনেকদিন পরে আমার লেখায় মন্তব্য দিলেন!
১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
মাক্স বলেছেন: যদি আবেগে উত্তপ্ত হতে ইচ্ছে করে,
যদি ইচ্ছে করে মাথা রাখতে এই বুকের পরে, ++++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক কৃতজ্ঞতা মাক্স ভাই
১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
নিয়েল ( হিমু ) বলেছেন:
রূপালী বিকেলের সব আলোতে ............
++++
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই!!
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭
স্বপনবাজ বলেছেন: আমার হাত ধরো,
মনটাকে নিজের করো,
যতটা পারো, এই আমাকে ভালবাসতে,
বাসোনা! প্রতি মুহূর্তে আমার পাশে থাকতে যদি চায় ও মন,
থাকোনা! করেছি কবে বারন? ++