নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

একাত্তুরের দেইল্ল্যা রাজাকার বা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে যত অভিযোগ, উনিশটি প্রমানিত হলে ফাঁশি দিতে হবে! X(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

একাত্তুরের দেইল্ল্যা রাজাকার বা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে যত অভিযোগঃ (এর মধ্যে শুধু একটি মামলা নিশ্চিতভাবে প্রমান করা যায়নি কারন দালিলিক প্রমান থাকলেও ওই একটি মামলায় মৌখিক সাক্ষ্য হাজির করা সম্ভব হয়নি। বাকিগুলো প্রমান হয়েছে মৌখিক সাক্ষ্য ও দালিলিক প্রমানের মাধ্যমে। চাপ টাপ আবার কি? এতো অপরাধের পরেও যদি একজনকে ফাঁশি না দেওয়া যায় বা না দেওয়া হয়, অর্থ বুঝে নিতে হবে।)



অভিযোগ-১: পিরোজপুর সদর এলাকার মধ্য মাসিমপুর বাসস্ট্যান্ডের পেছনে পরিকল্পিতভাবে আগে থেকে জড়ো করা ২০ জন নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যার সহযোগিতা।



অভিযোগ-২: মাসিমপুর হিন্দুপাড়ায় হিন্দু বাড়িগুলোতে লুট এবং আগুন ধরিয়ে দেয়া। মানুষ পালাতে শুরু করলে সাঈদী ও তার দলের সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ১৩ জন শহীদ।



অভিযোগ-৩: সাঈদী নিজে মাসিমপুর হিন্দুপাড়ায় মনীন্দ্রনাথ মিস্ত্রী ও সুরেশ চন্দ্র মণ্ডলের বাড়ি লুট এবং আগুন ধরিয়ে দেন।



অভিযোগ-৪: ধোপাবাড়ির সামনে এবং পিরোজপুর সদর পুলিশ স্টেশনের এলজিইডি ভবনের পেছনের হিন্দুপাড়া ঘিরে গুলি চালানো হলে দেবেন্দ্রনাথ মণ্ডল, জগেন্দ্রনাথ মণ্ডল, পুলিন বিহারী ও মুকুন্দ বালা মারা যান।



অভিযোগ-৫: তৎকালীন পিরোজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাইফ মিজানুর রহমান, পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান আহমেদ এবং ভারপ্রাপ্ত এসডিও আবদুর রাজ্জাককে কর্মস্থল থেকে ধরা হয়। সাঈদীর উপস্থিতিতে এ তিন সরকারি কর্মকর্তাকে গুলি করে লাশ বলেশ্বর নদে ফেলে দেওয়া হয়।



অভিযোগ-৬: সাঈদীর নেতৃত্বে শান্তি কমিটির একটি দল পাকিস্তানি সেনাদের নিয়ে পারেরহাট বাজারের আওয়ামী লীগ, হিন্দু সম্প্রদায় এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বাড়িঘর ও দোকান চিনিয়ে দেয়। এসব দোকান ও বাড়িতে লুটপাট করা হয়।



অভিযোগ-৭: সাঈদী পাকিস্তানি সেনাদের নেতৃত্ব দিয়ে বাদুরিয়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে শহীদুল ইসলাম সেলিমের বাড়িতে নিয়ে যান। সেখানে নুরুল ইসলাম খানকে আওয়ামী লীগের ও শহীদুল ইসলামকে মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করেন এবং পাকিস্তানি সেনাদের হাতে সোপর্দ করেন। পরে তাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।



অভিযোগ-৮: সাঈদী ও তার দলের সদস্যরা চিথোলিয়া গ্রামের মানিক পসারির গ্রাম লুট করেন। এখানে পাঁচটি ঘরে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। মানিক পসারির ভাই ইব্রাহিম কুট্টিকে হত্যা।



অভিযোগ-৯: সাঈদী ও তার সশস্ত্র সহযোগীরা ইন্দুরকানি পুলিশ স্টেশনের নলবুনিয়া গ্রামের আবদুল হালিম বাবুলের বাড়িতে লুটপাট করে মূল্যবান জিনিসপত্র লুট এবং আগুন ধরিয়ে দেন।



অভিযোগ-১০: সাঈদীর নেতৃত্বে সশস্ত্র দল উমেদপুর গ্রামের হিন্দুপাড়ার ২৫টি ঘরে আগুন ধরিয়ে দেয়। সাঈদীর ইন্ধনে বিসা বালী নামের একজনকে নারকেল গাছের সঙ্গে বেঁধে গুলি করে হত্যা করা হয়।



অভিযোগ-১১: সাঈদী টেংরাখালী গ্রামের মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম হাওলাদারের বাড়িতে পাকিস্তানি সেনাদের নিয়ে যান। সেখানে তার বড় ভাই আবদুল মজিদ হাওলাদারকে ধরে নির্যাতন করা হয়। এরপর সাঈদী নগদ টাকা লুট ও মূল্যবান জিনিস নিয়ে যান। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।



অভিযোগ-১২: সাঈদীর নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল পারেরহাট বাজারের ১৪ জন হিন্দুকে ধরে দড়ি দিয়ে বেঁধে পাকিস্তানি সেনাদের কাছে নিয়ে যায়। পরে তাদের গুলি করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়।



অভিযোগ-১৩: মুক্তিযুদ্ধ শুরু হওয়ার দুই-তিন মাস পর সাঈদীর নেতৃত্বে পাকিস্তানি সেনারা নলবুনিয়া গ্রামের আজহার আলীর বাড়িতে যায়। সেখানে আজহার আলী ও তার ছেলে সাহেব আলীকে ধরে নির্যাতন করা হয়। সাহেব আলীকে পিরোজপুরে নিয়ে গিয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়।



অভিযোগ-১৪: সাঈদীর নেতৃত্বে ৫০-৬০ জনের একটি রাজাকার বাহিনী হোগলাবুনিয়ার হিন্দুপাড়ায় যায়। মধুসূদন ঘরামীর স্ত্রী শেফালী ঘরামীকে ধর্ষণ। পরে এই হিন্দুপাড়ার ঘরে আগুন দেওয়া হয়।



অভিযোগ-১৫: সাঈদীর নেতৃত্বে ১৫-২০ জনের রাজাকার দল হোগলাবুনিয়া গ্রামের ১০ জন হিন্দু নাগরিককে ধরে। পাকিস্তানি সেনারা তাদের সবাইকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়।



অভিযোগ-১৬: সাঈদীর নেতৃত্বে ১০-১২ জনের রাজাকার দল পারেরহাট বন্দরের গৌরাঙ্গ সাহার বাড়ি থেকে তার তিন বোন মহামায়া, অন্ন রানী ও কমলা রানীকে ধরে পাকিস্তানি সেনা ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তিন দিন ধরে ধর্ষণ করে পরে তাদের ছেড়ে দেওয়া হয়।



অভিযোগ-১৭: সাঈদী ও তার নেতৃত্বের রাজাকার বাহিনীর সদস্যরা পারেরহাটের বিপদ সাহার সাহার মেয়ে ভানু সাহাকে তার বাড়িতে আটকে নিয়মিত ধর্ষণ করে।



অভিযোগ-১৮: ভাগীরথী পাকিস্তানি সেনাদের ক্যাম্পে কাজ করতেন। সাঈদী এক দিন খবর দেন, ভাগীরথী মুক্তিযোদ্ধাদের নিয়মিত নানা খবরা-খবর দেন। পাকিস্তানি সেনারা তাকে হত্যা করে লাশ বলেশ্বর নদে ফেলে দেয়।



অভিযোগ-১৯: সাঈদী প্রভাব খাটিয়ে পারেরহাটসহ অন্য গ্রামের ১০০-১৫০ জন হিন্দুকে ইসলাম ধর্মে রূপান্তর করে। তাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে বাধ্য করা হতো।



অভিযোগ-২০: সাঈদীর নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল পরিকল্পিতভাবে ইন্দুরকানি গ্রামের তালুকদার বাড়িতে আক্রমণ চালায়। ৮৫ জন ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে মালামাল কেড়ে নেওয়া হয়। ১০-১২ জন বাদ দিয়ে বাকিদের কাছ থেকে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়া হয়।





সরকার পক্ষের আইনজীবী নিজে গনমাধ্যমে দাবি করেছেন যে কমপক্ষে ১৯টি মামলা সার্বিকভাবে প্রমান হয়েছে।



সিদ্ধান্তঃ

ফাঁশি, ফাঁশি, ফাঁশি চাই,

ফাঁশি ছাড়া দাবি নাই!!!
X(



জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা!!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

উদাসী স্বপ্ন বলেছেন: ৩৫০ টার হত্যার জন্য যাবজ্জীবন সেখানে ৭ টা ধর্ষন আর ৫-৬ টা খুনের স হযোগীতা আর কিছু হত্যা..... সেই হিসাবে এর বেকসুর খালাস হওয়া উচিত!

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

উদাসী স্বপ্ন বলেছেন: ৩৫০ টার হত্যার জন্য যাবজ্জীবন সেখানে ৭ টা ধর্ষন আর ৫-৬ টা খুনের স হযোগীতা আর কিছু হত্যা..... সেই হিসাবে এর বেকসুর খালাস হওয়া উচিত!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হয়ত পোস্ট পড়েননি, আগের রায় এর সাথে ছোট্ট করে তুলনা করে যুক্তি দিয়েছি।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১

বিদ্রোহী মজলুম বলেছেন: হায় হায়!! সাক্ষীরা একি বলে শুনি!! ওরা ত সাইদির নাম জানে না

https://www.facebook.com/REAL.WAR.CRIMINAL

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তুই তো ব্যান আছস।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

আমি তুমি আমরা বলেছেন: Waiting 4 justice

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অপেক্ষায় বাংলাদেশ, বাংলাদেশি, ন্যায় চাই, ফাঁশি চাই।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৮

পথ-হারা এক পথিক বলেছেন: আমি তুমি আমরা বলেছেন: Waiting 4 justice

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০

রুদ্র মানব বলেছেন: ফাসির রায়ের অপেক্ষায় রইলাম :)

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৮

মেকগাইভার বলেছেন: এইবার ফাসি না হইলে হাসিনার উপরে ডাইরেক্ট একশ্যান নেয়া হইবে।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.