![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নোয়াখালী সহ সারাদেশে এই পর্যন্ত পাওয়া খবর অনুসারে প্রায় ২৫ জন নিহত! আহত তিন শতাধিক।
১)
সিরাজগঞ্জে হরতাল চলাকালে পুলিশ ও জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চন্ডিদাসগাতিতে রাস্তায় কাঠের গুড়ি ফেলে জামায়াত-শিবিরকর্মীরা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে।
এ সময় র্যাব ও পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে।
সংঘর্ষে আহত হয়েছে প্রায় ২৫ জন।
২)
হোটেল রূপসীবাংলার কাছে পরিত্যক্ত গ্রেনেড ও ককটেল উদ্ধার!
৩)
রংপুরের মিঠাপুকুরে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এবং আওয়ামীলীগ অফিসে আগুনও দেওয়া হয়।
৪)
যাত্রাবাড়ীতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর যাত্রাবাড়ীর শহীদ ফারুক হোসেন রোডের মেডিকো হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবির কর্মীরা।
দুপুর আড়াইটার দিকে ২০-৩০ জন শিবির কর্মী হঠাৎ মিছিল নিয়ে বের হয়ে ব্যাপক ইট-পাটকেল ছুঁড়তে থাকে ও পুলিশকে লক্ষ্য করে ৬-৭টি ককটেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশ নিরাপদ দূরত্বে গিয়ে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এক পর্যায়ে মিছিলকারীরা কয়েকটি দোকান ভাংচুর করে ও পুলিশের তাড়া খেয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
৫)
পাবনায় চারটি প্রতিষ্ঠানে শিবিরের হামলা, সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর পাবনায় ৪টি প্রতিষ্ঠান ভাঙচুর ও ৩টি ট্রাক পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির।
প্রতিষ্ঠানগুলো হলো-জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাবনা জেলার কোঅডিনেটিং অফিস ভবন, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের একাডেমিক এ প্রশাসনিক ভবন।
দুপুর সোয়া ২টার দিকে পাবনা নগরবাড়ির রাজাপুর এলাকায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।
৬)
চট্টগ্রামে জামায়াত-শিবিরের তান্ডব শুরু, আটক ১৮। মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এবং সাতকানিয়া উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার রায় ঘোষণার আধঘন্টার মধ্যেই নগরীর নিউমার্কেট এলাকায় মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলে বাধা দিতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ টিয়ারিশেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে। এ সংবাদ লেখা পর্যন্ত নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজারসহ এর আশপাশের এলাকার বিভিন্ন ভবনে থেকে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা ইট পাটকেল ছুঁড়ছে।
পুলিশের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দিয়ে জামায়াত-শিবিরকে প্রতিরোধের চেষ্টা করছে।
৭)
সাতকানিয়া রণক্ষেত্র:
এদিকে রায় ঘোষণায় পর পরই জামায়াত শিবিরের তান্ডবে রণক্ষেত্রে পরিণত হয়েছে জেলার সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকা। এসময় তারা বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল বের করে কেরানীহাট এলাকায় জড়ো হতে থাকে। পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে।
এখবর লেখার সময় পৌনে তিনটার দিকে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ অর্ধশত রাবার বুলেট ছুড়েছে বলে জানা গেছে।
সাতকানিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বাংলানিউজকে জানান, মিছিলে বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মিছিলকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করছে।
এ পর্যন্ত পুলিশ অর্ধশতাশিক রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
"ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন, দলবদ্ধ হয়ে প্রতিরোধ করুন একাত্তুরের পাকিস্তানি কঙ্কালগুলোকে! আমরা আমাদের কাঙ্ক্ষিত রায় ছিনিয়ে এনেছি, এর প্রতি দায়িত্বশীলতা আমাদেরকেই প্রদর্শন করতে হবে। ওদেরকে সর্বাত্নকভাবে হটিয়ে দিয়ে প্রমান করতে হবে, বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি টিকে থাকতে পারেনা, পারবেনা।"
জয় বাংলা! জয় বাংলা!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শক্ত প্রতিরোধ চাই!!! জয় বাংলা!!
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
নিয়েল ( হিমু ) বলেছেন: জয় বাংলা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
রিমন রনবীর বলেছেন: ুটু বাঁচানোর শেষ চেষ্টা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পোস্টে ছাগুরা ঢুকে, কিন্তু পইড়া দ্রুত ভাগে। হে হে হে !!
কেমুন আছেন ভাই??
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
রুদ্র মানব বলেছেন: জয় বাংলা
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
চলতি নিয়ম বলেছেন: এমন খরা চলতেছে ক্যান? অবশ্য ছাগুরা তো আইজকা মাঠে নামছে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছাগুভাইদের মৃত্যুর খবরে সবাই চোখ মুছতে মুছতে পোস্ট থেইকা পলাইছে!!
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
মেহেরুন বলেছেন: শেষ পর্যন্ত কি যে হবে দেশের
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: রাজাকার মুক্ত শিবির মুক্ত হলে ভালটাই হবে।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
সৌমিক জামান বলেছেন: (Y)
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: :/
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
মঞ্জুর অনিক বলেছেন: বাঁচার শেষ চেষ্টা, তয় লাভ নাই
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ত্রিশ এর মতো লাশ পড়েছে।
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬
প্রিন্স হেক্টর বলেছেন: ভাইরে আপনেরে দেখলে কান্দন আসে, পোষ্ট হিট, মাগার কমেন্ট খরা।
আমি নিশ্চিত সব ছাগুরা হাজিরা দিয়া গেছে, কিন্তু গদাম খাওয়ার ভয়ে কমেন্ট করে নাই।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিক ধরেছেন। তয় পরে ভাইরা মতামত জানায় গেছে। এইখানে আজকের সব সহিংসতার রেকর্ড রাখব ইনশা আল্লাহ।
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
মৃন্ময় বলেছেন: মরার আগে হালকা লম্পজম্প করিব…….টেনশনের কিছু নাই, ভাইয়েরা আমার রাজপথ ছাডেনাই……..
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
প্রগতিশীল ইকবাল বলেছেন: Jammater sathe 80% people ase............
১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
মোহাম্মদ সোহেল হাসান বলেছেন:
গাইবান্ধা আপডেট
জামায়াত- পুলিশ সংঘর্ষে ৩ জামায়াত কর্মী ও ৪ পুলিশ সদস্য নিহত
১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
ফারজানা শিরিন বলেছেন: জামায়াত শিবিরের এই ছেলেগুলোকে কেউ বুঝাবে ??? আল্লাহ্র ইচ্ছায় সব হইছে । তারা এত আল্লাহ্ আল্লাহ্ করে তারপরেও আইন কেন নিজের হাতে নিতে চায় !! এই মৃত্যু যাত্রায় কত বাবা মা যে কাঁদবে আল্লাহ্ বলতে পারেন । প্রার্থনা 'ওদের বোধের উদয় হোক, ।
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
তাসজিদ বলেছেন: জামাত শিবির মরন কামড় দিচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে।
১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ পাঁচ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণার পর সুন্দরগঞ্জে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবল ও তিন জামায়াত কর্মী নিহত হয়েছেন বলে গাইবান্ধার পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান।
নিহত পুলিশ সদস্যরা হলেন, বাবলু ও নিজাম।
১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দিনাজপুরের রানীরবন্দরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
রামডুবিতে সংঘর্ষে আহত হয়েছে এক সহকারী পুলিশ সুপারসহ সাতজন।
১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
উদাসী স্বপ্ন বলেছেন: ছাগু গুলার কত বড় বড় কথা আছিলো যে ফাঁসি হইলে গৃহযুদ্ধ লাগায় দিবো। আসলেই ছাগু গুলার মাথায় পঁচা গোবর কারন গরুর মাথাতেও এর চেয়ে ভালো বুদ্ধি থাকে। ধ্বজ পুলিশের গুতা থিকাই বাচবার পারে না আবার লাগাইবো যুদ্ধ!
বিজিবি নামাইলে তো হালাগো লাশ খুইজা পাওয়া যাইবো না! যাই হোউক, সকল ছাগুকে বিনা বিচারে নির্দয় ভাবে হত্যা কইরা গাছে ঝুলায় রাখা হউক!
জামাত শিবির মানেই ছাগু আর তাগো যেইখানেই পাও নির্মমভাবে হত্যা করে ঐটার উপর ইনডেমনিটি চালু করা হউক!
এক দড়িতে ফাঁসিতে লটকাইলেই এখন খুশী, আফসোস মন মত চপ্পল দিয়া জুতাইবার পারলাম না!
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আফসোস মন মত চপ্পল দিয়া জুতাইবার পারলাম না!
১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
অংকনের সাতকাহন বলেছেন: জয় তবু প্রজন্মের
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!
১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০
সঞ্জিত ভৌমিক বলেছেন: মানুষ মরবে কেন? মানুষ মারা হবে কেন? একটি গনতান্ত্রিক দেশে এতোগুলা মানুষ মারা যাচ্ছে। এর কোন বিচার হবে না?
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: খাইছে আম্রে! বাংলাদেশ!!
২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
সঞ্জিত ভৌমিক বলেছেন: ১.কোন শিক্ষিত জাতি বিচার ছাড়া পুলিশের নির্বিচারে মানুষ মারা সমর্থন করতে পারে না। যে জাতি এটাকে সহ্য করে নেয় সে জাতি গাধা ছাড়া কিছুই না। এরশাদ সরকারের আমলেও এমনটা হয়নি।
২. তারপরও যদি বলেন যারা মরছে তারা মানুষ না। তারা জামাত শিবির। তবে এ কথাও মনে রাখবেন জামাত শিবির ছাড়াও অনেক নিরীহ লোক মারা যাচ্ছে। এ হত্যা কান্ডের বিচার কে করবে?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যে রকম আক্রমণাত্মক ওদের কর্মকাণ্ড বাধ্য না হলে কি নির্বিচারে গুলি চালায়? হিন্দুদের উপরে আক্রমন ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে। নেক্কারজনক
২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
আব্দুর রহ্মান বলেছেন: হতাহত ৫০ ছাড়িয়ে গেছে। আর কত লাশ পড়লে ওরা নিষিদ্ধ হবে?
মরতে হলে ওদের নিষিদ্ধ করেই মরি। আমাদেরকে বৈধ ভাবে হত্যা করার অধিকার ওদের হাত থেকে কেড়ে নিতেই হবে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রশ্ন এখন নিষিদ্ধের নয়, এই সহিংসতা আগে থামাতে হবে।
২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
আব্দুর রহ্মান বলেছেন: The question has always been about baning the Jamatists and it comes prior to ensuring the capital punishment of the war criminals even.
Whats going on is inevitable. They will kill themselves if unable to kill you. So the casuality will be there be it this side or that.
The seed has been sawn long ago. We have to pull them out to the deepest roots. The sooner, the better.
২৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:৪১
মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: If the video and comment I posted is not removed, you guys will find that Sayidi is talking in favor of the liberation war.
Please don't allege without your utmost knowledge.
Don't rely on what you hear from your buddy or the media.
Free your mind.
Bangla type korte partesi na tai englishei likhlam.
doya kore keu kon galagali korben na, please. eta chhagu ar bangalir dondo noy.
nijer bibek diye bhabun. sottikarer rajakarder bichar korun..
২৪| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:০৫
ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: মুহাম্মদ যিয়ান ইলাহী
কোরান হাতে নিয়ে ওয়াজ দিলেই কি লোক ভালো হয়ে যায়? তাহলে ফুরফুরা দেওয়ানবাগী আটরশীর নামের ধর্ম ব্যাবসায়ী গুলো ভালো হয়ে গেলো?
মাথায় গোবর না থাকলে আদালতে গিয়ে যুক্তি দেখিয়ে তাকে নির্দোষ প্রমান করুন। এই ব্যাটা একটা রাজাকার, ব্যাভীচারী এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি কারী মিথ্যুক, যেটা নিজ চোখে দেখা এবং শোনা। এর চেয়ে কি প্রমাণ আর থাকতে পারে?
২৫| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:১৫
মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: @ঘুমাইলে চোখে দেখি না!
First of all let me tell you that I asked not to say bad words. But you did and showed your family trends.
Second of all, out of all the media you have learned he is a war criminal. I guess you were not even born during the liberation war of 1971 but you are claiming he has done mischieves.
Do you have any solid evidence other than the lies you have heard?
Again whoever wants to reply please mind your language.
I am also demanding the penalty of the true RAJAKARS.
২৬| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:১৬
মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: @ঘুমাইলে চোখে দেখি না!
First of all let me tell you that I asked not to say bad words. But you did and showed your family trends.
Second of all, out of all the media you have learned he is a war criminal. I guess you were not even born during the liberation war of 1971 but you are claiming he has done mischieves.
Do you have any solid evidence other than the lies you have heard?
Again whoever wants to reply please mind your language.
I am also demanding the penalty of the true RAJAKARS.
২৭| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:২১
মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: @ঘুমাইলে চোখে দেখি না!
And also a reply to your argument. You said if someone talks about islam holding the quran is not always a good person,
Then I say, someone involved in Jamat e Islami is not always a
RAJAKAR.
২৮| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৬:৫৩
ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: মুহাম্মদ যিয়ান ইলাহী, আপনি জামাত ই ইসলামী সমর্থক আর জামাত ই ইসলামের উপরের পর্যায়ের প্রায় সকল নেতাই ১৯৭১ সালে বাংলাদেশের বিরুদ্ধে অবস্হান করেছিলো এবং তার জন্য তারা এখনও ক্ষমা চায়নি।
আপনি এই ভিডিওতে তার সত্যতা পাবেন:
যেহেতু মীর জাফর সরাসরি বাংলার বিরুদ্ধে অবস্হান নিয়ে ইতিহাস স্হাপন করেছেন সেহেতু আপনারাও তার কাতারে। মীরজাফর যত ভালো কাজই করুক তাতে কিছু যায় আসে না। আর ভিডিওতে এই জামাতের লোকটি নিজামীর আত্মীয় (খুব সম্ভবত তার মেয়ে বা নাতীর জামাই)
সাঈদী সাম্প্রদায়ীক দাঙ্গা লাগাতে বেশী আগ্রহী কারন তার ওয়াজের ৪ টা ক্যাসেটের মধ্যে একটা ক্যাসেট আছে যেখানে ভারত এবং হিন্দু সম্পর্কে খুব বাজে কথা বলা হয়েছে। সে ভারতের বিরুদ্ধে জিহাদের কথা বলছে। ভারত খারাপ এটা অবশ্যই স্বীকার যোগ্য কিন্তু আপনি একটা ছোট দেশ হয়ে বড় দেশের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া মানে নিজের গলায় দড়ি দেয়া। খোদ নবিজী মদিনায় হিজরত করার সাথে সাথেই মক্কা আক্রমন করেননি।
সাঈদী সাহেবের সম্প্র্তি যে ফোনালাপে তার ব্যাভীচারের কথা জানতে পারিনি, জামাত শিবিরের কেউ এটার বিরুদ্ধে শক্ত কোনো প্রমান দেখাতে পারেনি। তারা বলেছিলো সফটওয়ারের মাধ্যমে এটা করা হয়েছে কিন্তু শিবিরের সমর্থক বুয়েটেও অনেক আছে। তারাও তেমন কোনো প্রমান দেখাতে ব্যার্থ হয়েছে।
সাঈদীর ওয়াজে আমি নিজে গিয়েছিলাম ২০০৭ এ দিকে সিরাজগন্জ্ঞে। সেখানে দেখেছিলাম অন্য এলাকা থেকে একজন শিবিরের ছেলেকে হিন্দু সাজিয়ে বসিয়ে রাখা হয়েছিলো। পরে হঠাৎ করে ওয়াজের মাঝখানে দাড়িয়ে কলেমা বলতে শুরু করে এবং নিজেকে হিন্দু দাবী করে মুসলমান হবার বাসনা জানায়।
তার দুয়েক দিন পর আমি এলাকার কিছু বন্ধু নিয়ে ঐ এলাকায় গেলে ঐ ছেলেটিকে আর পাওয়া যায়নি। আমাদেরকে বলা হয় ছেলেটি নাকি ঢাকায় পড়া শোনা করতে গেছে।
এসব আমাদের নিজ চোখে দেখা। এখন বলেন ভন্ডামী কি কোরান বা দু পাতার ইংলিশ লিখলেই ভুল প্রমানিত করা যায়?
আর আপনার যদি সত্যি এই শয়তানটা সম্পর্কে জানার ইচ্ছা থাকে পিরোজপুরে যেতে পারেন। ওখানে ভোটের সময় কিভাবে শিবিরের পোলাপান এলাকাবাসীকে ইসলামের নামে মোটিভেট করে আর যারা হিন্দু তাদেরকে কিভাবে ভয় দেখায় সব জানতে পারবেন।
আর জামাত শিবির যেখানেই দেখা হবে তাকে সেখানেই গদাম, আপনাকেই গদাম! উস্টা সহকারে।
২৯| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৪৫
কুষ্টিয়ারশুভ বলেছেন: আপনি কোন দলের পক্ষে?
Click This Link
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনারে চিনি।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
শেষ বারের মতন ফালায় তাছে আর কি
জয় বাংলা
জয় প্রজন্ম