![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"যখন ইসলামি ছাত্রী সংস্থার এফবি আইডি থেকে বলা হয়েছিল, নোয়াখালীতে ৫০০০ জনের উপরে ফেরেশতা সাইদীর মুক্তির জন্যে মিছিল করেছে তখন আপনাদের মতো সবাই এটা নিয়ে এফবিতে হাসাহাঁসি, মজা করছিল, বাস্তব অবস্থা ভিন্ন। আসলে ওই স্ট্যাটাস থেকে মুসলিমদের মধ্যে এইটা প্রচার করতে বলা হয়েছিল যে ওদের সাথে ফেরেশতাও আছে! সাইদির ফাশির আদেশ হওয়ার পর ওই সেম আইডি থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়। যা পরবর্তীতে পালন করা হয়েছে। এট লিস্ট, দেখলাম ওরা শনিবারই এফবিতে স্ট্যাটাস দিতে থাকলো, সাইদিকে চাঁদে দেখা গেছে, আসলে ওটাও একটা নির্দেশনা ছিল, যার পরিনাম রবিবার নোয়াখালী, সাতকানিয়া, উত্তর বঙ্গতে দেখলাম। আর আমাদের "নতুন মুক্তিযোদ্ধারা" কিছু না বুঝে এইসব নিয়ে মজা করতে লাগলো। প্লীজ, ওদের এই ধরনের স্ট্যাটাস হাল্কাভাবে না নিয়ে আসল অর্থ খুজার চেষ্টা করুন। জয় বাংলা!"
উপরের কথাগুলো ফেসবুক থেকে নেওয়া, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আমরা মনে হয় ভাবছিনা।
প্রথম কথা হচ্ছে, আমরা বাস্তবে একটি যুদ্ধে রয়েছি যা আমরা হালকাভাবে বা ঠাট্টাচ্ছলে নিচ্ছি। আমরা যারা মুলতঃ অনলাইনে সক্রিয় তাদের যুদ্ধটা আলাদা, আমাদের কাজ হচ্ছে সাইবার ওয়ার্ল্ড পরিষ্কার রাখা। আমরা সমানে সাইদির ছবি এডিট করছি। সানি লিওনের ছবিও জুড়ে দিচ্ছি মুহূর্তে। কিন্তু এটা কি ভেবে দেখছি? ওই ছবিটি সচেতনতার বদলে আসলে উস্কে দিচ্ছে সাম্প্রদায়িকতা? ওই ছবি একজন সাধারণ মুসলিম এর ধর্ম অনুভুতিতে দিতে পারে আঘাত। আর এভাবেই একজন মুসলিম বা সাধারণ মুসলিমকে ওরা ওদের কল্পিত জিহাদে উদ্বুদ্ধ করছে। না বুঝে মোটিভেশন হয়ে দাঁড়াবেন না ছাগুদের জন্যে!
আমরা যে যেখানে রয়েছি, আমাদের যুদ্ধটা আলাদা। যারা মাঠে এই সব হায়েনাদের বিরুদ্ধে লড়াই করে আহত হচ্ছেন বা মরে যাচ্ছেন, সে সব পুলিশ ভাইয়েরা চরম নিরাপত্তাহীনতায় আমাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে, তাদের কথা একবার ভাবুন। কোনভাবেই তাদের কাজটি কঠিন করে দিবেন না আপনারা, অনুরোধ করছি।
যারা অনলাইনে সক্রিয় এবং সীমাবদ্ধতার কারনে জামায়াত শিবির এর বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ করতে পারছেন না, এখন সময় অনলাইনে দায়িত্বশীল হবার। নিয়মিত নজর রাখুন ওদের কার্যক্রমের উপর। মিথ্যাকে মিথ্যা প্রমান করে দিন। তা নিয়ে হাঁসি তামাশা করে রেজাল্ট পাওয়া যাবেনা। আমাদের এই "আমুদে" স্বভাবের আড়ালে জামাত শিবির তাদের ফায়দা ঠিকই লুটে নিয়ে যাবে। সাবধান!!!!
০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া, পোস্টটা পেজ/ওয়ালে শ্যেয়ার করতে পারেন, আমার ফেবুতেও পাবেন।
ব্লগেও তামাশা কম হচ্ছেনা, ওরা নাস্তিকের ব্লগ "প্রমান" করে ব্লগের উপরেও মানুষদের উস্কে দিবে। আমিও একটা স্টেজ পর্যন্ত ফাইজলামি করেছি। কিন্তু যখন দেখলাম সবাই এই বিষয়ে ফাইজলামি করছে, তখন বুঝতে পারলাম এর কনসিকিউএন্স কি হতে পারে।
২| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৭
রাখালিয়া বলেছেন: লিঙ্ক দেন এফবি এর
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: Click This Link
৩| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১১
দায়িত্ববান নাগরিক বলেছেন: অসাধারন সচেতনমূলক পোষ্ট! আশা করি সবাই ফেসবুকে লেখাটা শেয়ার করবে। সবার সচেতন হওয়ার দরকার আছে।
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ অনেক অনেক ভাইয়া!!
৪| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৪
তুহিন সরকার বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।
জামায়াত-শিবিরের অপপ্রচার রুখে দিন।
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি অনেক ধন্যবাদ, নিজ নিজ জায়গা থেকে সচেতন হই সবাই।
৫| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১১
িলপু_িসলেট বলেছেন: 10x. Assa akta kota imran saheber dada na ki rajakar !!! Ai deser kahini buji na re vai !! Ajob kahini
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যা ভাগ! নাইলে ফরমালিন ছাড়া কাঁঠাল পাতা খাওয়াই দিমু।
৬| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৩
প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: ভাই আমি ফেবুতে শেয়ার দিয়েছি!!! খুব ভাল বিষয় তুলে ধরেছেন।
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!!
৭| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৪
নীল আকাশে স্বপ্নডানা বলেছেন: +++++++
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি ধন্যবাদ জানাই!
৮| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এতক্ষণে এই বিষয়ে একটা কাজের পোস্ট পেলাম।
ওরা জানে, আমরা বিনোদন নিলে নিতেই থাকি, রাজাকারের উপর আক্ষেপ থেকেই এর শুরু।
এটাকে কাজে লাগাচ্ছে। যে পরিমাণ সময় চাঁদ নিয়ে ফটোশপ আর মন্তব্য করতে পার করছি, সেটা যদি কাজে লাগাতাম, তথ্যযুদ্ধে অনেক এগিয়ে যেতাম।
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি ভাই অনেক ধন্যবাদ। এই বিষয়ে আপনার গবেষণাধর্মী ও সচতনতামূলক পোস্ট এর অপেক্ষায় আছি। সচেতনতা সৃষ্টি হোক সবার মাঝে।
৯| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪১
সেলিম আনোয়ার বলেছেন: ফেরেশতাদের আর কাজ নাই
কোন ধর্মভিত্তিক দল যাদের দর্শন সমর্থন করে না
ফেরেশতারা তাদের করে তাই না?
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
১০| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫১
স্পাইসিস্পাই001 বলেছেন: দারুন বিশ্লষন.....।
সচেতনতা মুলক পোষ্টে প্লাস++++
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১১| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
ঠিকই বলেছেন
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১২| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪২
ওই চোরা বলেছেন: প্রথম কথা হচ্ছে, আমরা বাস্তবে একটি যুদ্ধে রয়েছি যা আমরা হালকাভাবে বা ঠাট্টাচ্ছলে নিচ্ছি। আমরা যারা মুলতঃ অনলাইনে সক্রিয় তাদের যুদ্ধটা আলাদা, আমাদের কাজ হচ্ছে সাইবার ওয়ার্ল্ড পরিষ্কার রাখা। আমরা সমানে সাইদির ছবি এডিট করছি। সানি লিওনের ছবিও জুড়ে দিচ্ছি মুহূর্তে। কিন্তু এটা কি ভেবে দেখছি? ওই ছবিটি সচেতনতার বদলে আসলে উস্কে দিচ্ছে সাম্প্রদায়িকতা? ওই ছবি একজন সাধারণ মুসলিম এর ধর্ম অনুভুতিতে দিতে পারে আঘাত। আর এভাবেই একজন মুসলিম বা সাধারণ মুসলিমকে ওরা ওদের কল্পিত জিহাদে উদ্বুদ্ধ করছে। না বুঝে মোটিভেশন হয়ে দাঁড়াবেন না ছাগুদের জন্যে!
সহমত
সাইদী, মতিদের হাম্বারা যাচ্চেতাই ভাষায় গালাগালি করে, সানি নিলওনের ছবি লাগিয়ে ছেড়ে দেয়, উলঙ্গ পটো পোষ্ট করে আর জামাতিরা সেইটা সাধারন জনগনের কাছে ইসলামের অপমান হিসেবে তুলে ধরে সহানুভুতি আদায় করে নিচ্ছে খুব সহজেই। বালে হাম্বারা এসব বুঝেনা কেন???
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তাওতো ভেজাল লাগিয়ে রেখে গেলেন। ছাগু বনাম আওয়ামীলীগ না, ছাগু বনাম জনতা নিয়েই কথা হচ্ছিল।
তবু সহমত এর জন্যে ধইন্যা।
১৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০০
প্রত্যাবর্তন@ বলেছেন: ++++
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধইন্যা। সচেতনতা এখন খুবই গুরুত্বপূর্ণ।
১৪| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯
bangal manus বলেছেন: সময় উপযোগী পোষ্ট। ধন্যবাদ।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেল ধন্যবাদ বাঙ্গাল।
১৫| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭
রুদ্র মানব বলেছেন: চরম পোস্ট , চোখ-কান খুলে রাখার উপযুক্ত সময় এখনি !!!
সবাই তথ্যটা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিলে আরো ভাল হয় .
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী ভাইয়া, অনেক ধন্যবাদ বিষয়টি নিয়ে সবাই অনেক ভাল রেসপন্স করেছে। এবং চোখের সামনেই বেশ কয়েকজন নিজেদের ভুল বুঝতে পেরে সংশোধন করেছে।
১৬| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩
ফারহান ফারদিন বলেছেন: ওরা দেশের মানুষকে কিভাবে গাঁজাখুরি গল্প শুনিয়ে ঘরের বাইরে নিয়ে আসে ভাব্ লে অবাক হয়ে যাই !!!!!!!!!! সাধারন জনতাকে সচেতন করতে মাঠ পর্যায়ে নামতে হবে আমাদের।
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সাধারন জনতাকে সচেতন করতে মাঠ পর্যায়ে নামতে হবে আমাদের।
১৭| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪
ইখতামিন বলেছেন:
++++++++++
আমাদের আরও সচেতন হতে হবে.
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই।
১৮| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫
লেজকাটা বান্দর বলেছেন: একদম ঠিক বলেছেন। আপনার সাথে সম্পূর্ণ সহমত।
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী ধন্যবাদ, সবাইকে সচেতন হতে হবে নিজ নিজ দায়িত্বে।
১৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৮
পিয়ার আহসান বলেছেন: জনসচেতনতামূলক পোস্টে ++++
পয়েন্টে পয়েন্টে সহমত।
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ পিয়ার আহসান।
২০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১
মঈনউদ্দিন বলেছেন: সহমত +++++++++++
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
২১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২৩
ফারজানা শিরিন বলেছেন: যারা অনলাইনে সক্রিয় এবং সীমাবদ্ধতার কারনে জামায়াত শিবির এর বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ করতে পারছেন না, এখন সময় অনলাইনে দায়িত্বশীল হবার। নিয়মিত নজর রাখুন ওদের কার্যক্রমের উপর। মিথ্যাকে মিথ্যা প্রমান করে দিন। তা নিয়ে হাঁসি তামাশা করে রেজাল্ট পাওয়া যাবেনা। আমাদের এই "আমুদে" স্বভাবের আড়ালে জামাত শিবির তাদের ফায়দা ঠিকই লুটে নিয়ে যাবে। সাবধান!!!!
হুম । :/
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ আপনাকে ফাশি
২২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮
ঝটিকা বলেছেন: গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এতক্ষণে এই বিষয়ে একটা কাজের পোস্ট পেলাম।
ওরা জানে, আমরা বিনোদন নিলে নিতেই থাকি, রাজাকারের উপর আক্ষেপ থেকেই এর শুরু।
এটাকে কাজে লাগাচ্ছে। যে পরিমাণ সময় চাঁদ নিয়ে ফটোশপ আর মন্তব্য করতে পার করছি, সেটা যদি কাজে লাগাতাম, তথ্যযুদ্ধে অনেক এগিয়ে যেতাম।
খুব সত্যি কথা। ওদের চাল অনেক সুক্ষ্ম।
২৩| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯
মাথাল বলেছেন: পয়েন্টটা মাথায় নেয়ার মতো। বিবেচনা করা প্রয়োজন।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৪
আমিই মিসিরআলি বলেছেন: ঠিকই বলেছেন,
বিষয়টা এভাবে ভেবে দেখিনি,আমাদের সবারই চোখকান খোলা রাখা উচিৎ