নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

♣♣ কবিতাঃ বহ্নিমানের আতংক ♣♣

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৫





প্রাণহীন অরন্যের বিরানে বিচরণ করে ক্ষণগুলোর আবেগ ছুঁয়ে দেখার অবকাশ আর হয়নি,

রাত জেগে জেগে ঘুমের খোঁজে হন্যে হয়ে উড়ে বেরিয়েছি,

ঘুরে বেড়িয়েছি কতো প্রান্তর নিজ কল্পনার মাঝে, ঘুমিয়ে পরা আর হয়নি।

স্বপ্নমাঝে আরেকটু বিষাদী হবার প্রচণ্ড আকাংখা নিয়ে চোখ বুজে অপেক্ষায় থাকি,

অপেক্ষায় থাকি ঘুমের মাঝে নিজেকে হারিয়ে ফেলার! অপেক্ষা ফুরায় না কভু,

ভাবি অন্ধকারের এ পথ আর কতটা বাকি?

সুপ্ত মনবেদন এর প্রদর্শনে কিছু চেয়ে নেওয়ার মানবতা আমি নই,

অনুভূতির সাথে দু’দণ্ড কিছু গল্পের আঁকিবুঁকি তাই আর হয়না।

আমি ঘুমন্ত সচেতনতার নামান্তর, পষ্ট চেতনায় বাঁচি অচেতন-

ভালবাসা আমাকে আর ছোঁয়না কোন মেঘলা বিকেলে,

মৃত্যু গননায় বেঁচে থাকাকে বিদায়ে করেছি কলংকিত আজ প্রতি ভোর-সকালে।

স্বপ্নগুলো সত্যি হবার ছিল, শত্রু হল অকালে,

ভুল পথে হেঁটে অনেকটা বেশী গিয়েছি চলে।

ঘুমের প্রশান্তিকে পুঁজো করিনা আর,

কল্পনার সাথে কথোপকথন হয়না; শুধু নিজেকে ভেঙে চলেছি আমি, নিষ্ঠুর হাতে বারবার।

নিজেকে ছিঁড়ে দেখেছি, চর্মগর্ভে আদিম নিজেরে,

ছিঁড়েছি হাড়-পাঁজর, হিঁচড়ে টেনেছি হৃদপিণ্ড।

আমি দেখেছি মস্তিষ্কের প্রতিটি আন্দোলন আর করেছি রক্তে পিপাসা মোচন,

হিংস্র বহ্নিতে অঙ্গার হয়ে অস্থি শূন্যে বিসর্জন,

জীবন হবার কতো প্রয়াসে করেছি বরন মরন।

ঘুমুতে পারিনা, স্বপ্ন দেখিনা কোন প্রহরে,

শুনতে পারিনা, সূর কোন চেনা, কবিতা কোন জানা,

আপন কর্ণকুহরে।



মানব নই আর, পিশাচের দীর্ঘশ্বাস শুধু আমাতে,

কুৎসিত, বড্ড রক্তাক্ত লাশের আবহ আমাকে ঘিরে।

মৃতের আত্মা নই, জীবনের স্বত্বা নই, হারানো প্রেতাত্মা নই,

ধ্বংস আমি, নিয়ত নিজেতে ধ্বংসপ্রাপ্ত হই।




(৩/৩/২০১৩, সকাল ৭:০৯ মিনিট)







উৎসর্গঃ প্রিয় সহব্লগার কাণ্ডারি অথর্ব ও একজন আরমান-কে। যৌথ প্রয়াসে তাদের পছন্দের কবিতা সংকলন পোস্টে আমার কয়েকটি কবিতা স্থান পেয়েছে তা ভাবতেও অবাক ও অনেক ভাল লাগছে। কৃতজ্ঞতা জানানোর ভাষা সত্যিই আমার জানা নেই।

মন্তব্য ৬৪ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৭

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: নিজেকে ছিঁড়ে দেখেছি, চর্মগর্ভে আদিম নিজেরে,
ছিঁড়েছি হাড়-পাঁজর, হিঁচড়ে টেনেছি হৃদপিণ্ড।
আমি দেখেছি মস্তিষ্কের প্রতিটি আন্দোলন আর করেছি রক্তে পিপাসা মোচন,
হিংস্র বহ্নিতে অঙ্গার হয়ে অস্থি শূন্যে বিসর্জন,
জীবন হবার কতো প্রয়াসে করেছি বরন মরন।



এই অংশটুকু !!!!! অসাধারণ!!! ++++

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ মেঘের দেশে স্বপ্নডানা

২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩০

দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর কবিতা !

তবে কেমন যেন আত্মঘাতী মনে হল :|

+++

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তা তো কিছুটা বটেই! তবে কারন আমি নই।

৩| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৯

লেখোয়াড় বলেছেন:
আমি ভীত।
এত আগুন!!

++++++++++++

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মনের আগুন।

৪| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই, ভাল থাকবেন, আর জ্বালাময়ী কবিতায় +++

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জানাই ভাইয়া!!!

৫| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৮

সিদ্ধার্থ. বলেছেন: “A revolution is not a dinner party, or writing an essay, or painting a picture, or doing embroidery; it cannot be so refined, so leisurely and gentle, so temperate, kind, courteous, restrained and magnanimous. A revolution is an insurrection, an act of violence by which one class overthrows another.”

-Mao Zedong

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: That was so inspiring !! Thanks for such beautiful words.

৬| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব সুন্দর লাগলো পথিক!! :)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ সময় নিয়ে পড়েছেন বলে!!!! ;) ;) ;)

৭| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Sundor.

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া এত্তদিন পরে!!!! অনেক ধন্যবাদ B-)

৮| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: সকাল বেলাতেই আগুন লাগায়া দিলেন মনে !! আজকা অফিসে বস ঝাড়ি দিলে বসের খবর আছে !! মেজাজ আগুন !!


অগ্নিগর্ভা কবিতায় প্লাস।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভালা মনের ভালা মানুষ ভাই!

৯| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০০

বোকামন বলেছেন: ......................................... দারুন

০৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ বোকামন।

১০| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: এই ছেলে এত সুন্দর করে কঠিন কঠিন কবিতা লিখে কি করে আশ্চর্য হয়ে যাই।চমৎকার।কিপ ইট আপ ব্রো।+

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কি যে বলেন ভাই!! প্রসংশা অনুপ্রেরনা হিসেবে নিলাম ভাইয়া!! অনেক ভাল থাকুন।

১১| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৫

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর কবিতা। ১০ম ভালোলাগা রইল।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্য ও ভাল লাগার জন্যে!! :)

১২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩০

মাক্স বলেছেন: ভালবাসা আমাকে আর ছোঁয়না কোন মেঘলা বিকেলে,
মৃত্যু গননায় বেঁচে থাকাকে বিদায়ে করেছি কলংকিত আজ প্রতি ভোর-সকালে।

কি বিষণ্ণতা!!!
ভালো লাগা জানিয়ে গেলাম।

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!!!

১৩| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪

সৌমিক জামান বলেছেন: অস্থির অবস্থা ভাই। ভালো লাগল পড়ে। :)

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আরে বন্ধু যে! :)

১৪| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

শিপু ভাই বলেছেন:
মানব নই আর, পিশাচের দীর্ঘশ্বাস শুধু আমাতে,
কুৎসিত, বড্ড রক্তাক্ত লাশের আবহ আমাকে ঘিরে।
মৃতের আত্মা নই, জীবনের স্বত্বা নই, হারানো প্রেতাত্মা নই,
ধ্বংস আমি, নিয়ত নিজেতে ধ্বংসপ্রাপ্ত হই।
++++++++++++++++++++++++++++++++++++++

অসাধারন!!!
আত্মদহনের মূর্ত প্রকাশ!!!

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ শিপু ভাই!!!!

১৫| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২

নিয়েল ( হিমু ) বলেছেন: বাহ । সবকিছুই যেন ছিল । ভাল লাগল খুব :)

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ হিমু ভাই।

১৬| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫২

ইখতামিন বলেছেন:
১৩তম ভালো লাগা.
অনেক চমৎকার হয়েছে.
আপনি ধীরে ধীরে পুরোদস্তুর কবি বনে যাচ্ছেন কিন্তু ;)

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হে হে হে, ধন্যবাদ ভাইয়!!!

ভাল থাকবেন সবসময়।

১৭| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

স্পাইসিস্পাই001 বলেছেন: ""মৃতের আত্মা নই, জীবনের স্বত্বা নই, হারানো প্রেতাত্মা নই,
ধ্বংস আমি, নিয়ত নিজেতে ধ্বংসপ্রাপ্ত হই। ""


কোন কথা হবে না পথিক ভাই .....শুধু প্লাস দিয়ে গেলাম+++

ধন্যবাদ.. ভাল থাকবেন

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!!! :) :)

১৮| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

রুদ্র মানব বলেছেন: আমার মন্তব্যের আর কিছুই অবশিষ্ট নাই ,
সবাই উপরে মন্তব্য করে গেছে :)

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা হা

১৯| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

তারছেড়া লিমন বলেছেন: ধ্বংস আমি, নিয়ত নিজেতে ধ্বংসপ্রাপ্ত হই। এই অংশটুকু !!!!! অসাধারণ!!! ++++

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!

২০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩২

একজন আরমান বলেছেন:
কান্ডারী অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই, ভাল থাকবেন, আর জ্বালাময়ী কবিতায় +++


ভাই ছোট ভাই হিসেবে একটা কথা বলি।
আমার মনে হয় ইটালিক করে দিলে কবিতা পড়তে কেমন যেন লাগে।

শুভানুধ্যায়ী ছোট ভাই হিসেবে বললাম। কিছু মনে করবেন না।

পোস্ট প্রিয়তে নিয়ে রাখলাম।

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মনে কেন করব ভাই! আর আমি তো আপনের ছোট ভাই! কি যে কন না!!! নেক্সট টাইম মনে রাখব অবশ্যই।

অনেক অনেক ধন্যবাদ ভাই!!!

২১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাই!!

২২| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২৪

কাজী মামুনহোসেন বলেছেন: সরাসরী প্রিয়তে .....

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :) :)

২৩| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৮

আমিই মিসিরআলি বলেছেন: PROTINIYOTOI DOGDHO HOCHCHI MONER AGUNE,
OSADHARON BHAI+++++++

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!! :)

২৪| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ভালো লিখেছেন অনেক ... দারুণ !



মৃতের আত্মা নই, জীবনের স্বত্বা নই, হারানো প্রেতাত্মা নই,
ধ্বংস আমি, নিয়ত নিজেতে ধ্বংসপ্রাপ্ত হই।
........................ অনেক অনেক ভালোলাগা লাইনগুলোর জন্যে

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শত কৃতজ্ঞতা জানবেন!!!!

২৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬

একজন নিশাচর বলেছেন: "স্বপ্নগুলো সত্যি হবার ছিল, শত্রু হল অকালে,
ভুল পথে হেঁটে অনেকটা বেশী গিয়েছি চলে।"

অ সা ধা র ন!!!

০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই সময় করে পড়েছেন!!!

২৬| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৯

রহস্যময়ী কন্যা বলেছেন: প্লাস দিয়ে গেলাম ভাইয়া........... :D

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ রহস্যময়ী আপুনি!!! :)

২৭| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

ভুল উচ্ছাস বলেছেন: মানব নই আর, পিশাচের দীর্ঘশ্বাস শুধু আমাতে,
কুৎসিত, বড্ড রক্তাক্ত লাশের আবহ আমাকে ঘিরে।
মৃতের আত্মা নই, জীবনের স্বত্বা নই, হারানো প্রেতাত্মা নই,
ধ্বংস আমি, নিয়ত নিজেতে ধ্বংসপ্রাপ্ত হই।





খুব খুব সুন্দর কিছু লাইন। ভালো লিখেছেন। প্লাস। :) :)

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে!!! :)

সময় করে পড়ার জন্যে কৃতজ্ঞতা।

২৮| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কবি দারুন কবিতা..বিমুগ্ধ হলাম,আবেগআপ্লুত হলাম।অসাধারণ কবিতা ভালো লাগলো।

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হে হে হে, কাজ হয়েছে, আপনি এসেছেন!! :) :) :)


অনেক ধন্যবাদ ভাইয়া!!!

২৯| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

শের শায়রী বলেছেন: আগেও হয়ত বলছি কবিতা খুব একটা বুজি না তবে কিছু কিছু কবিতা পড়ার পরও মনে হয় অনুরনিত হচ্ছে মনের মাঝে। ভাল লাগা জানবেন। কেমন আছেন ব্রো?

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি ভাল আছি ভাই, আপনি তেমন একটা আসেন না আর গরিবের পাতায়। :((

আপনার পোস্টের জন্যে অপেক্ষা করে থাকি, ভাল ভাল পোস্ট দিয়ে সবসময়ই অনেক ভাল লাগা দেন!!

কবিতা লিখতে গিয়েও পারিনা ঠিক.. চেষ্টাটা চালিয়ে যাচ্ছি।


খুব ভাল থাকুন, এই শুভকামনা।

৩০| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এহ্‌ রে কবিতাটাতো আগেই পড়েছি। কমেন্ট করতে পারি নাই। হলের নেট স্পীড ঐসময় প্রায়ই ডাউন হয়ে যেত।

যাহাই হোক কবিতায় প্লাস। এত কঠিন কবিতা লিখেন কি করে?


উৎসর্গওয়ালাদ্বয়কেও লাল সালাম। :)

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই কাম কইরেন না কো মিয়া ভাই!!!!! পড়লে মন্তব্য দিয়েন কো! হাম্রা নয়া বলগান, মাইনসে আইসে না বড়!! আবার যদি মন্তব্য না দিয়াই কাট হয় কেমনে কি? কান্তেই থাকুম!! =p~ =p~

৩১| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কান্দুনের ইমু না দিয়া আলজিহ্‌বা দেখাইয়া হাসুনের ইমু দেখান কিলা??? :-B

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইশপিশাল কান্দুন।

৩২| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১০

আমি ইহতিব বলেছেন: মানসিকভাবে খুব অস্থির দিন কাটাচ্ছি ভাই, আপনার কবিতাগুলো বুঝতে হলে অনেক সময় নিয়ে পড়তে হবে, হাজিরা দিয়ে যাচ্ছি, পরে আবার আসবো।

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এসেছেন সুযোগ করে তাই অনেক কৃতজ্ঞতা আপু, আর আপনারদের সবার জন্যে মন থেকে দোয়া। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.