নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

এই ফ্যাসিবাদি ক্রিকেট মানিনা, আগামীকাল হরতাল। গাড়ির চাকা ঘুরবে না, ব্লগের পাতা নড়বে না। X(X(X(

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

বাংলাদেশ আজ মোটেই আন্তর্জাতিক মানের, স্বচ্ছ ও নিরপেক্ষ খেলা উপহার দিতে পারলো না।



আমরাও চাই বাংলাদেশ খেলুক। তবে সকল খেলোয়াড়কে আস্তিক হতে হবে। আম্রা নাস্তিকদের প্রশ্রয় দেইনা আর ফ্যাসিবাদি ক্রিকেট খেললে আম্রা মোটেই তা মেনে নেবো না। এই বিষয়ে তাদের এপ্রুভড হতে হবে শ্রেষ্ঠ কোচ-রেপারি মাহমুদুর রহমান দ্বারা।



ভারতের ঘৃণ্য প্রভাবে আজ সাহসী ক্রিকেটার মমিনুল হককে যেভাবে আম্পায়ার আউট দিলো এটি জাতি মেনে নেবে না। মনে রাখতে হবে, সবাই মিলে এই বাকশালি আউট আমাদেরকে প্রতিরোধ করতেই হবে। আর যেহেতু উনার নামের সাথে "সরকার" নেই, সাধারণ ক্ষমা উনার জন্যে প্রযোজ্য হওয়াই ছিল আমাদের কাম্য। এছাড়াও ভারতের ফেভিকলের প্রভাব আজকের আউটফিল্ডে প্রকট ভাবেই ধরা পড়েছে।



এছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে অত্যাচারী-গনহত্যা চালানো পুলিশের ন্যায় আচরন করে প্যাভিলিয়নে ফেরত দিয়েছে, এর দায় সরকারকেই নিতে হবে।



শাহ্‌বাগের সাথে যদি কোন ক্রিকেটারের সম্পর্ক থাকে তাদেরকে প্রতিহত করতে বিরোধী খেলোয়াড়দের বাড়তি খাওয়া দাওয়ার ব্যাবস্থা করে দিবো আমরাই।



তত্ত্বাবধায়ক কোচ না থাকায় ক্রিকেটারদের পারফর্মেন্স এর এই অবনতি, এই বিষয়ে কঠোর আন্দোলন কর্মসুচিতেই যাবে এই জাতি।



ক্রিকেটাররা যদি পদ্মাসেতু নিয়ে প্রতিবাদী ভাব নেয় এবং বলের উপরে চড়াও হয়, তাদের জয় আমরাই নিশ্চিত করবো।



সার্বিক সাফল্যের জন্যে ক্রিকেটারদের সবাইকে দাড়ি(লাল মেন্দি সহ) রাখতে হবে এবং পিঙ্ক জার্সি পড়তে হবে।



গোলাপি বল জিন্দাবাদ।


মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮

ক্ষত্রিয় বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হাসেন ক্যান ভাই? সিরিয়াস হন না!! :(

কাল হরতাল দিলাম ভাই, বাসা থেকে বেরাইয়েন না। হরতাল সফল করতে আপামর জনতা এগিয়ে আসুন। এই ফ্যাসিবাদ ক্রিকেটের উত্থান আম্রা রুখে দেবোই।

গোলাপি শাড়ি/আন্ডু পড়ে আন্দোলনে যোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে।

২| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

আশিকুর রহমান ১ বলেছেন: তাই ক্রিকেটারদের শাস্তির দাবীতে একটি নিরুপক্ষ চার স্তরের নিরাপত্তা বিশিষ্ট ক্রিকেট জাগরন মঞ্চ তৈরীর দাবী জানাচ্ছি। এবং মতির হলুদ আলুতে নিয়মিত কভারেজ আশা করছি! ;)

কলম্বোতে ঘাস খাওয়ার জন্য কোন হাম্বা না থাকায়, মাঠের ঘাস গুলোর কারনে আউটফিল্ড খুব স্লো ছিল। তাই বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমানে হাম্বা পাঠিয়ে কমম্বোর মাঠের ঘাষ কমানোর দাবী জানাচ্ছি!

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই সব ফাঁশি-বাদী মন্তব্যের জবাব দিবে সমুচিত জবাব দিবেন মেটাম গোলাপি শাড়ি =p~ B:-) :-B

৩| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০

সাদ আরেফিন বলেছেন: আশিকুর রহমান ১ বলেছেন: তাই ক্রিকেটারদের শাস্তির দাবীতে একটি নিরুপক্ষ চার স্তরের নিরাপত্তা বিশিষ্ট ক্রিকেট জাগরন মঞ্চ তৈরীর দাবী জানাচ্ছি। এবং মতির হলুদ আলুতে নিয়মিত কভারেজ আশা করছি! ;)

কলম্বোতে ঘাস খাওয়ার জন্য কোন হাম্বা না থাকায়, মাঠের ঘাস গুলোর কারনে আউটফিল্ড খুব স্লো ছিল। তাই বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমানে হাম্বা পাঠিয়ে কমম্বোর মাঠের ঘাষ কমানোর দাবী জানাচ্ছি!

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই সব ফাঁশি-বাদী মন্তব্যের জবাব অবশ্যই দেওয়া হবে। সমুচিত জবাব দিবেন মেটাম গোলাপি শাড়ি =p~ B:-) :-B

৪| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

রিফাত হোসেন বলেছেন: বোল্ড করেন কেলায় ! বোল্ড এর ইজ্জত তো ধুলায় মিশায়া দিলেন :(

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এহ! বোল্ড করতে মুনে অয় ট্যাহা লাগে? পরিশোধ করিনাই?? B:-) B:-)

৫| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

শব্দহীন জোছনা বলেছেন:
ভারতের ফেভিকলের প্রভাব আজকের আউটফিল্ডে প্রকট ভাবেই ধরা পড়েছে।


=p~ =p~


খেলা দেখে আমারও তাই মনে হয়েছে। তবে আমি এর মাঝে কিঞ্চিত আন্তর্জাতিক ষড়যন্ত্রের ও আভাস পাচ্ছি B-)

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খেলা দেখে আমারও তাই মনে হয়েছে। তবে আমি এর মাঝে কিঞ্চিত আন্তর্জাতিক ষড়যন্ত্রের ও আভাস পাচ্ছি

আপনি কি আভাস পাওয়ার সার্টিফিকেট শাহ্‌বাগ থেকে পাইছেন? আমার তো জাতীয়তাবাদী আভাস, আমি পুরাই আভাস এর উপ্রে ছিলাম।

৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ;) ;) =p~ =p~ =p~

এইটা ষড়যন্ত্র করা হইছে। কাল্কা হর্তাল দিলাম। সরকারকে দায়িত্ব বহন করতে হবে। :P :P

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বেশী ওজন হইলে ভারতের হেল্প নেওয়া যাবে, কিন্তু বহন করতেই হবে ;) ;)

৭| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫২

বাংলাদেশী দালাল বলেছেন: সব শালারা দালাল।আমি আছি আফনের লগে।

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সাবাস!! আপ্নারেই দরকার!!!

৮| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

দি সুফি বলেছেন: সার্বিক সাফল্যের জন্যে ক্রিকেটারদের সবাইকে দাড়ি(লাল মেন্দি সহ) রাখতে হবে এটা কি একটু বেশি স্যাটায়ার হয়ে গেল না???????
একটা মানুষরুপী পশু দাড়ি রেখে খারাপ কাজ করবে, আর সেই কারনে আপনারা গণহারে দাড়ি নিয়ে ফাজলামি করে যাবেন??????????????????????????????????????

ইডিয়টস

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: গালি দিলেন ভাই? অন্নেক ধন্যবাদ ভাই। আপনি আমার ব্লগে আসেন নাই আগে। এবার এলেন, গালি দিলেন। তাও এসেছেন বলে খুশী হয়েছি :) :) আশা করি অন্য লোখা দিয়ে ভাল লাগা দিতে পারবো। এটি তে না পারার জন্যে দুঃখিত।

৯| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮

তারছেড়া লিমন বলেছেন: আগামীকাল হরতাল। গাড়ির চাকা ঘুরবে না, ব্লগের পাতা নড়বে না। X(X(X(

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: একদম!!!

১০| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

কাজী মামুনহোসেন বলেছেন: হরতাল হরতাল হরতাল......

উল্লেখ্য শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক এই হরতাল প্রতিহতের ঘোষনা দিয়েছেন... :D :D :D

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: যে কোন ধরনের সহিংসতা বা ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব তাকেই নিতে হবে।

১১| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২

জাগ্রত জাবি বলেছেন: মাইরালা রে আমারে মাইরালা

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শাহ্‌বাগকে সমর্থন করেন? তাইলে গুলাবি বাইয়ের সাথে কন্টাক্ট করলেই আপনার মনের আশা পূরণ হইবেক।

১২| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭

নিরপেক্ষ মানুষ বলেছেন: ;) ;)

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আন্তর্জাতিকমানের না হইলে চোখ টেপা যাবেনা ভাই X( X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.