নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

♣♣ কবিতাঃ “সমাপনের সমর্পণ” ♣♣

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪





ছিল এক কুয়াশায় ঢাকা প্রান্তর, আর চৌচির ধরণীর কিছু বিদীর্ণ বেদনা,

ছিল এক বুক হতাশার ভারী দীর্ঘশ্বাস, খুঁজেছিল দু’ফোঁটা করুনা,

ছিল অক্ষি গোলোক ঠিকরে বেরোনোর ভয়াবহতা, কিছু আতংক।

শুধু মৃত্যু আর আত্মা ছিল। কোন কিনারা ছিল না, এমন এক নদী ছিল,

পাতা বিহীন প্রায় বিলীন এক বৃক্ষ ছিল, ছিল সবুজের লাশ, একরাশ।

বিবেক ছিল, মানবতার আস্ফালন ছিল জড় সবে, তবে মানুষ ছিল না,

শব্দ, অগনিত কম্পনের ছড়াছড়িতে বলার আকুতি ছিল, কোন ভাষা ছিল না।

এখানে এক সাগর ছিল, অগাধের সাথে বিবাদে গলাটিপে খুন করা হল,

বুভুক্ষের প্রয়োজনে পান করা হল আকণ্ঠ। নীল সব হল রক্তাক্ত! তবু ছিল,

তবু ছিল নষ্টের সব আখড়া, টিকে ছিল সর্পিল ধুলিপথ, আর নোংরা কাদার দলা,

ছিল সব কুৎসিত চেহারার বিকৃত হাঁসি-চিৎকার আর অশ্লীল কথা বলা।

প্রহার যাতনে মৃত প্রায় কতো দাসী ছিল, কতো কান্না-হাঁসি গল্প ছিল,

ছিল কতো শত লাশ খুবলে খাওয়া কুকুর আর বিষ নখরের শকুন-চিল,

ফিরে পাবার আকংখা নয় শুধু, ধ্বংসের কতো আকুতি ছিল।

এখানেই ছিল পৃথিবীর বসবাস, আর সবুজের সাথে রুপালির খেলা হতো,

পাখির ডাক নির্মম আর্ত চিৎকারে প্রতিস্থাপিত অভিশাপে, এখানে পাখিরাও ছিল, গুঞ্জনরত।

গ্রহদের কক্ষপথ ছিল, বিক্ষিপ্ততা তাড়িয়ে তাদের প্রানবায়ু কেড়েছিল,

কতো স্বপ্ন ছিল হেথা, দুঃস্বপ্নে নিমজ্জিত সব হারালো।

আমিও ছিলাম, পথ হাঁটতে হারিয়েছিলাম, একদিন আমিও ছিলাম,

দুহাত লোহিত রঙিন, আমি দাঁড়িয়ে আজ, পথের শেষে। সময়যন্ত্র থেমে গিয়েছে,

সময়যন্ত্র বলে দিয়েছে, ঘূর্ণনে আর নয় যাপন মুহূর্তেরও, সময় সকলি শেষ হয়েছে।

আর “হবে”র প্রত্যাশা রবে না, কুৎসিতের পূজন হবে না কোন কালে,

আর কবে-কোথায় এর জিজ্ঞাসা রবে না, ওরা বিলুপ্তিতে পূর্ণ হল,

সার্বিক ধ্বংস নয় তবে পূর্ণস্তব্ধতার আগমন। সময় জানিয়ে দিয়েছে, যাবার সময় হল।















মন্তব্য ৫৮ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭

লাবনী আক্তার বলেছেন: প্রথম ভালোলাগা রইল। সুন্দর কবিতা।

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন :)

২| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩

শিপন মোল্লা বলেছেন: বাহ।
++++

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আবুশিথি :) :) :)

৩| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭

টুনটুনি সুখি বলেছেন: সুন্দর কবিতা , :) :)

++++

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ টুনটুনি সুখি !! :) :)

৪| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

সুকানী বলেছেন: সুন্দর কবিতা :)

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সুকানী :) :)

৫| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮

নিয়েল ( হিমু ) বলেছেন: খোভ এবং তেজ পেলাম কবিতায় । তাই ভাল লাগা জানবে ।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হতাশা আর বিষাদ খুঁজলেও দেখা পাবেন নিশ্চিত :)

৬| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮

যুবায়ের বলেছেন: সুন্দর লিখেছেন....
প্লাস++

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!!! :)

৭| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

ইখতামিন বলেছেন:
ভালো লাগা.

আপনি কীভাবে এতো সুন্দর কবিতা লিখেন? :-*

২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জানি ভাই মানুষ জন্যে ভালবাসেন, তাই অনেক প্রশংসা করেন। :( :( আপনার মতো কি লিখতে পারি? দোয়া করবেন যেন লেখা ইম্প্রুভ করতারি :)

৮| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

চেয়ারম্যান০০৭ বলেছেন: বরাবরের মতোন ই বলতে হয় সামুতে এমন বড় পরিসরের কবিতা শুধু আপনিই লেখেন এবং খুব ভালোই লিখেন।

চমৎকার ব্রো।কিপ ইট আপ।
পোস্টে ভালোলাগা।
শুভাকামনা জানবেন।

২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই, আপনার অনুপ্রেরনাটুকু নিজের সাথে নিলাম। সামনে লিখতে যা অনেক সাহায্য করবে। আপনারা এভাবে সমর্থন দেন বলেই লিখে যাবার ইচ্ছাটা মরে যায়না, বরং সতেজ হয়। :)

৯| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

একজন আরমান বলেছেন:
দারুন।

আপনার মতো সুন্দর কবিতা যে কবে লিখতে পারবো কে জানে। /:) /:) /:)

২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই যে কি বলেন, আপনি অনেক বেশী ভাল লেখেন... আপনাদের মতো পারলে আর কিচ্ছু লাগতো না :/

১০| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

shfikul বলেছেন: +++++

২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!!!

১১| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: লিও আপনার এই কবিতা কয়েকবার পড়লাম। খুবই ভালো লেগেছে। :)

২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি!

১২| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

স্বপনবাজ বলেছেন: খুব সুন্দর ভাই !

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা স্বপ্নবাজ ভাই!

১৩| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: উৎসাহ না তোমারে পাম দিছিলাম তো! ;) ;)

অনেক ভাল কবিতা হইসে লিও আরো লিখো (এখনেরটা উৎসাহ B-) )। :)

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: উৎসাহ/পাম যাই হোক, ধন্যবাদ তো যায় ই!!! :)

১৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১০

নিরপেক্ষ মানুষ বলেছেন: চালায় যান।আপনেরে দিয়া হইবে :) ++

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই, উৎসাহ পাইলাম।

১৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮

মামুন রশিদ বলেছেন: একদিন আমিও ছিলাম,
দুহাত লোহিত রঙিন, আমি দাঁড়িয়ে আজ, পথের শেষে। সময়যন্ত্র থেমে গিয়েছে,
সময়যন্ত্র বলে দিয়েছে, ঘূর্ণনে আর নয় যাপন মুহূর্তেরও, সময় সকলি শেষ হয়েছে।


প্রান্জল ভাষায় সত্য কাহন । ভালো লাগা রইলো ;)

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই :) :) :)

১৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

শান্তা273 বলেছেন: খুব ভালো লাগলো।
++++++++++

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন শান্তা :)

১৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫২

তারছেড়া লিমন বলেছেন: আমি তোমাতে নই তোমার ভালবাসায় সমর্পন করবো আমাকে.............

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লিমন ভাই!

১৮| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:০৫

আমিই মিসিরআলি বলেছেন: বরাবরের মতই ভালো হয়েছে

এক কথায় অসাধারণ+++++++++++

আর চেয়ারম্যান সাবে তো যা বিশেষণ দেয়ার আগেই দিছে :)
তার সাথে প্রবলভাবে সহমত প্রকাশ করছি

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই, আপনাদের উৎসাহে লেখালেখি :)

১৯| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল পথিক ভাই :)

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ কুনোব্যাঙ ভাই! :)

২০| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩২

দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর কবিতা ! সবকিছুর পরেও গল্প কবিতা লেখা চালিয়ে যাবেন আশা করি। আপনার কবিতাগুলো বেশ ভালোই হয়। নিজের মনের খোরাকের জন্য লেখালেখি করেন বোঝা যায়, এটাই সবচেয়ে বেশি দরকার একজন লেখক বা কবির। চালিয়ে যান।

শুভকামনা।

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সুন্দর মন্তব্য ভাই, অনেক কৃতজ্ঞতা জানবেন।

২১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০

কাজী মামুনহোসেন বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর কবিতা ! সবকিছুর পরেও গল্প কবিতা লেখা চালিয়ে যাবেন আশা করি। আপনার কবিতাগুলো বেশ ভালোই হয়। নিজের মনের খোরাকের জন্য লেখালেখি করেন বোঝা যায়, এটাই সবচেয়ে বেশি দরকার একজন লেখক বা কবির। চালিয়ে যান।

শুভকামনা।

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়! আপনাকেও!!

২২| ২১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৫

নষ্ট শয়তান বলেছেন: অনেক কথাই মাথার ওপর দিয়ে গেছে, তারপরো যেটুকু ধরতে পারলাম
ভাল লাগা বলে গেল আপনার পরের কবিতা গুলোর অপেক্ষায় থাকতে


ভাল থাকুন

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এইটা আমার ব্যর্থতা, আরও ভাল করার চেষ্টা করবো ভাই :)

২৩| ২১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৯

শের শায়রী বলেছেন: অলি ব্রো আপনার কবিতার ফ্যান হয়ে যাচ্ছি দিন দিন দিন। আপনার গল্প তো আগেই ভাল লেগেছে।

আরো চাই ভাই

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই আপনার মন্তব্যে অনুপ্রানিত হই। অনেক ধন্যবাদ জানবেন।

২৪| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪

মাক্স বলেছেন: জাস্ট অসাম++++

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!

২৫| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫

মাগুর বলেছেন: উরে খাইসে! কবিতা পড়তে যায়া আমার দাঁত ত্যাড়া-ব্যাকা হয়া গেল রে! :((

এত্ত কঠিন কঠিন শব্দ সাজায়া ক্যামনে এমুন সুন্দর ল্যাখেন? :-* :-*

++++++

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নেক্সট টাইম কবিতার সাথে দাতের ডাক্তারের ঠিকানা দিয়া দিবো :) :)

ধইন্যা ভাই!!

২৬| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪১

শিপু ভাই বলেছেন:
+++++++++++++

পড়তে ভাল লাগছে।

তয় বুঝি নাই!!! এন্টিনা ছুডু!!!

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি না বুঝে থাকলে সত্যই আমার ব্যর্থতা ভাইম ভাল করার ট্রাই করবো অবশ্যই!! :) :)

২৭| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! চমৎকার।
১৯ তম ভালো লাগা জানিয়ে গেলাম।

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া শত ব্যাস্ততায় সময় করে দেখার জন্যে। :)

২৮| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

স্পাইসিস্পাই001 বলেছেন: চমৎকার অলি ভাই চমৎকার...... খুব ভাল লাগলো কবিতা ....

ধন্যবাদ ভ্রাতা ... ভাল থাকবেন .... শুভকামনা রইল :)

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইজান আপনাকে অনেক অনেক বেশী ধন্যবাদ উৎসাহ দেবার জন্যে। সাথে থাকবেন ভাই, চেষ্টাটি সবসময়ই আছে :)

২৯| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: সুন্দর !


কুন বনুলতা ? ব্লগে এরাম তিনডা আছে !

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি তো ভাবছিলাম আপনি আমার উপ্রে মাইন্ড খাইছেন, আসেনই না এই দিকে আর! :)

অনেক ধন্যবাদ ভাই পড়ছেন সময় করে।

আর সেইডা তো গোপন কথা! হে হে হে নাটোরের না এইটা শিউর থাকেন!=p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.