![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আর নেই।
বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হয়েছে জিল্লুর রহমানের। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
রাষ্ট্রপতির মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
দায়িত্ব নেয়ার তিন বছরের মাথায় জীবনাবসান ঘটল দেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের।
অসুস্থ জিল্লুর রহমানকে সিঙ্গাপুরে নেয়ার পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার আবদুল হামিদ।
গত ১০ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হয় জিল্লুর রহমানকে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তার আগের দিনই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। দায়িত্ব পালনের মধ্যে অসুস্থতার জন্য কয়েকবার হাসপাতালে ভর্তি হন তিনি। গত ডিসেম্বর মাসেও যুক্তরাজ্যে তার স্বাস্থ্য পরীক্ষা হয়।
জিল্লুর রহমান ১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জের ভৈরবে জন্ম গ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় এই নেতা '৭১ এর মুক্তিযুদ্ধেও যোগ দেন।
২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জিল্লুর রহমান তার স্ত্রী, মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী আইভী রহমানকে হারান। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও জিল্লুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্যসহ বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তারের সময় শেখ হাসিনা দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব জিল্লুর রহমানকে দেন।
২০০৮ সালের নবম সংসদ নির্বাচনসহ '৭৩, '৮৬, '৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের কুলিয়ারচর-ভৈরব আসন থেকে জিল্লুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭০ সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন।
আল্লাহতায়ালা উনাকে জান্নাতবাসী করুন, আমীন।
তথ্য সূত্রঃ
Click This Link
Click This Link
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আল্লাহতায়ালা উনাকে জান্নাতবাসী করুন, আমীন।
২| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০
ইখতামিন বলেছেন:
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন।
আমরা শোকাহত
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আল্লাহতায়ালা উনাকে জান্নাতবাসী করুন, আমীন।
৩| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন।
৪| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন ।
৫| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩
এম হুসাইন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। আল্লাহ্ পাক উনাকে জান্নাত দান করুন।
শেয়ারের জন্যে ধন্যবাদ ব্রো।
৬| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩
িপয়াসস বলেছেন:
৭| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: একজন লিজেন্ড চলে গেলেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন।
৮| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬
আমিনুর রহমান বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন । আল্লাহতায়ালা উনাকে জান্নাতবাসী করুন, আমীন।
৯| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩
যোগী বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন
১০| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮
বোকামন বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
১১| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮
নন্দনপুরী বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন।