নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণঃ আসিফ মহিউদ্দিন, বাক-স্বাধীনতা এবং ব্লগারদের নিরাপত্তা সংকট।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

আমাদের সহব্লগার আসিফ মহিউদ্দিন কে ব্যান করা হয়েছে। এই বিষয়ে নানা মত, নানা প্রতিক্রিয়া এসেছে।



কেউ খুশী হয়েছেন, কেউ হয়েছে যার পর নাই বিরক্ত, কেউ আবার ক্ষুব্ধ। আমারও একটি প্রতিক্রিয়া আছে, কিন্তু তা উল্ল্যেখ নিষ্প্রয়োজন। সবাই নিজ নিজ দৃষ্টিকোন থেকে বিষয়টি ভেবেছেন ও দেখেছেন।



এর পেছনে কারন কি? উনি লেখনী দ্বারা ব্লগে বেশ আলোচিত-সমালোচিত অনেক আগে থেকেই। সমালোচনার মাত্রাই হয়ত বেশী, কিন্তু উনাকে কখনও শাস্তির কোপে সামুতে পড়তে দেখা গেছে বলে আমার জানা নেই। বরং উনার বিরুদ্ধে কথা বলে অনেকের উপরে শাস্তির খড়গ নেমে আসতে দেখেছি আমরা।

কোটি টাকার প্রশ্ন যেটি, “উনি আজ নতুন করে কি করলেন যে উনার ব্লগটি স্থগিত করা হয়েছে?”




ছোট জ্ঞানের উত্তরে যা পাই, “সরকার এর বর্তমান সময়ে সাম্প্রদায়িক বিভিন্ন ইস্যু নিয়ে বিপর্যয়ে থাকা এবং উগ্র-নাস্তিক বিরোধী অবস্থান। সরকার এর মতে এই ধরনের ব্লগ সাইট যেখানে নাস্তিকতা চর্চা করার নামে ইসলাম এর উপরে আঘাত করে লেখালেখি করা হয়ে এবং মানুষের ধর্মীয় অনুভুতির উপরে আঘাত করা হয়, সেই ব্লগার ও ব্লগ এর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া উচিত।”



এতে অবশ্যই “মত প্রকাশের স্বাধীনতা” নামক সেই আপেক্ষিক বস্তুটি বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয় বটে, তবে দেশের সাম্প্রদায়িক হারমোনির কথা চিন্তা করলে কিছু ক্ষেত্রে এই অবস্থান হয়ত এখন সমর্থনও করা যায়। আর বিষয়টি শুধু সামুর নয়, আমার ব্লগ.কমও কাছাকাছি একটি অবস্থানে! যদিও তারা ব্লগারদের নিরাপত্তার বিষয়ে জানিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে, সামু কিন্তু জানামতে করেনি এখনও। নোটিশ বোর্ড থেকেও একটি বক্তব্য আসা উচিত ছিল।



কিন্তু আমার বলার বিষয় সেটি নয়। সামু কর্তৃপক্ষ সরকার এর চাপে যে একজন আসিফ মহিউদ্দিনকে ব্যান করে দিয়ে কিছু ইসলাম বিরোধিতা “লুকালো” এতে প্রমান হয়ে গেলো দেশের সরকার এর দ্বারা সামু প্রভাবিত হতে পারে। (এই কথা আসছে আসিফ এর সাম্প্রতিক “প্রায় নিষ্ক্রিয় অন্তরজাল অবস্থান” এর কারনেই। তার সাম্প্রতিক ব্লগ নীতিমালা ভায়োলেশনের বিষয়ে আমরা কেউই নিশ্চিত নই, না কেউ জানামতে ব্যান চেয়ে সম্প্রতি পোস্ট দিয়েছে।)



শঙ্কাটি শুধু আসিফকে নিয়ে নয়। একজন জাতীয়তাবাদী আদর্শের ব্লগার, যে সরকার বিরোধী অনেক কথা লিখে, সরকার যদি কাল তার উপরে নাখোশ হয়? এবং সামুর অস্তিত্বের উপরে চাপ দিয়ে তার হুলিয়া জানতে চায়? সামু কি বের করে দিবে ব্যাক্তির সব খুঁটিনাটি?



আশংকার শেষ হয়নি, জামাত বিরোধী ব্লগার এর সংখ্যা নেহায়েত কম নয় ব্লগে, এবং ব্লগ থেকে যে তাদের অস্তিত্বের উপরে কতো বড় আঘাত হয়েছে সে কথা বলার অপেক্ষা রাখেনা, তাদের অস্তিত্বই সংকটের মুখে!



কাল যদি “জামাত কে সাথে নিয়ে/ নিষিদ্ধ হবার পরে জামাতের সকলে বিএনপি তে যোগ দিয়ে” ক্ষমতা আসে এবং সরকার গঠন করে, এই দেশপ্রেমিক, একাত্তরের চেতনায় ব্লগিং করা এবং জামাত বিরোধী(বিএনপি রিলেটিভ টার্ম, এসেই পড়ে) ব্লগারদের জীবনের নিরাপত্তা কতটুকু জানতে চাই! তাদের ব্লগেরই বা কি দশা হতে পারে?



কাল যদি বিএনপি বা বিএনপি সমর্থিত জামাতের কোন মন্ত্রী আমার ব্লগ পাতাটি বন্ধ করে দিতে বলে, সামুর মাধ্যমে আমার অবস্থান এবং আমার আপনার পরিবার এর অবস্থান জেনে নিয়ে হামলা করে, হত্যা করে, তারই বা দায় কে নেবে?



এই প্রশ্ন আজ উঠছে, কারন বোঝা যাচ্ছে “সরকার” এর প্রভাব সামুর উপরে আছে এবং প্লাটফরমটি টিকিয়ে রাখতে তা থাকবে বলে আমার আশংকা।



এমতাবস্থায় সামু এবং সামুর ব্লগার কতটা নিরাপদ? আজ যারা বিএনপি/জামাত সমর্থন করছে, কাল হয়ত তার উপরে সরকারী হস্তক্ষেপে নেমে আসবে নির্মম পরিনাম! কাল “যদি” বিএনপি(জামাত সহ বা ছাড়া) ক্ষমতায় যায়, আওয়ামী পন্থী/ জামাত বিরোধী/বিএনপি বিরোধী ব্লগারদের নিরাপত্তা কতটুকু? যেহেতু প্রধান এই বিরোধী দলের চেয়ারপারসন প্রকাশ্যে ব্লগারদের ঢালাও নাস্তিক খেতাব দিয়ে দোষে দুষ্ট করেছে!



সামু যে কাল শেখ হাসিনা বা পরশু বেগম জিয়ার হুমকিতে নড়ে বসে আপনার আমার বিরুদ্ধে ব্যাবস্থা নিবে না এর নিশ্চয়তা কি? আমাদের পরিচয়/ঠিকানা/গোপন তথ্য সামুর হাওলায় কতটুকু নিরাপদ???



বাক স্বাধীনতা তো ভূলুণ্ঠিত! কিন্তু আমি তা নিয়ে আরও পরে ভাবতে চাইছি।



আমি এবং আমার সহব্লগার ব্লগ এবং ব্যাক্তিগত নিরাপত্তার বিষয়টি নিয়ে চিন্তিত এবং সামুর ও এর সকল ব্লগার এর এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, মতামত চাইছি, সমাধান এবং আশ্বাস চাইছি।

মন্তব্য ১২৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার বলার স্বাধীনতা দিতে হবে। আমি হতে পারি উল্টৈা মতের! কোথাও কি বলা আছে ভিন্ন মত হলেই আমাকে সরিয়ে দিতে হবে?? এখানেই উগ্রতার বীজ ছড়ানো! বাকস্বাধীনতা হরণ কোন ভাবেই মেনে নিতে পারি না!

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আজ আমি কোথাও যাবো না বলেছেন: একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার বলার স্বাধীনতা দিতে হবে। আমি হতে পারি উল্টৈা মতের! কোথাও কি বলা আছে ভিন্ন মত হলেই আমাকে সরিয়ে দিতে হবে?? এখানেই উগ্রতার বীজ ছড়ানো! বাকস্বাধীনতা হরণ কোন ভাবেই মেনে নিতে পারি না!

মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি আমাকে চিন্তিত করে বৈকি! কিন্তু আরও বেশী চিন্তিত ব্লগে যদি রাজনৈতিক হস্তক্ষেপ আসে আপনার আমার, এবং বিভিন্ন মতের ব্লগারদের উপরে খড়গ নেমে আসতে পারে বিভিন্ন সময়ে!!!

সরকার এর প্রভাব মুক্ত থাক ব্লগ, ব্লগ "নীতি মালা" কঠোর হোক, ব্লগিয় বিষয় যেন বঙ্গভবন পর্যন্ত না যায়!!

২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৪

কাজী রহমতুল্লাহ বলেছেন: বিএনপি তো জামাতি মুদ্রার এপিঠ হয়ে নিজেকে প্রমাণ করেছেই ...
এবার মুদ্রার ওপিঠ হবার দুর্দান্ত আর প্রানান্তকর অপচেষ্টায় লিপ্ত আওয়ামী লীগ, নিশ্চিত ভাবেই আরও খেল দেখাবে !
ফ্যাসিজম আরও স্পষ্ট হবে সামনের দিনগুলোতে ।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: উঁহু, আপনকে চিনি বলেই বলছি!

আওয়ামী-বিএনপি তর্ক করতে পোস্ট দেই নি।

আপনাকে খুঁজে যদি কাজ আওয়ামীলীগ সরকার কিছু করে? এবং চাপে পড়ে আপনার তথ্য যদি কাল সরকার কে দিতে বাধ্য হয়? ব্লগ পাতা বন্ধ করে দেয়?

আবারও বলতে হয়, জামাত বিরোধী অবস্থানের কারন, কাল নির্বাচনে জিতে যদি বিএনপি চাপ দিয়ে আমি বা আমার মত কারো অবস্থান বা তথ্য জেনে নিয়ে কোন অঘটন ঘটায়?

ব্লগ যে আমাদের বাঁচাবেনা, সেইটা ভেবেই চিন্তিত !! ক্যচাল পোস্ট দেই নি। তাই ক্যাচাল করতেও চাইনা, ফ্যাসিবাদীর ভুল থিউরি এখানে গেলাতে আসবেন না, ফ্যাসিবাদ এর সংজ্ঞা জানেন আগে।

৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:১০

রুদ্র মানব বলেছেন: ব্লগের মডারেটরদের কাছ থেকে এই বিষয়ে সুস্পষ্ট ভাবে তাদের মতামত জানতে চাই ??? ব্লগের উপর রাজনৈতিক হস্তক্ষেপে ব্লগারদের হুমকিতে ফেলা হবে কি না !!!

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জানা আপা যদি দৃষ্টি দিতেন, এই বিষয়ে উনার মতামত, অবস্থান ও দৃষ্টিভঙ্গি জানতে চাই!!

৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:১১

নষ্ট শয়তান বলেছেন: শুন বেরাদার সহব্লগারদের নিরাপত্তা চাও ভাল কথা, রাজাকারের বিচার চাও ভাল কথা। কিন্তু এর মধ্য খালি খালি ম্যাডাম জিয়াকে টাইন না সেটা ভাল হবে না। আমি যদি বলি শেখ হাসিনার বেয়াই রাজাকার তোমার ভাল লাগবে? বিএনপি আর জামাত এক না।

প্রাসাঙ্গিক আলোচনা কর। সাথে পাবা। না যদি না কর এই ছবি গুলা এখানে থাকল।






আমার যে কোন পোষ্টে তোমার দাওয়াত থাকল। ওইখানে খালেদা জিয়া নিয়া অনেক আলোচনা করব তোমার সাথে।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার কমেন্ট দেখে বেশ রাগ হচ্ছে। তবে ক্যচাল চাইনা। আপনাকে বুঝাচ্ছি আমার অবস্থানটি।

মেডাম জিয়ার থিউরি মতে আপনিও নাস্তিক(ব্লগার), আমি বুঝাতে চেয়েছি, যদি সকার এর প্রভাব থাকে কোনোভাবেই, আজ আসিফ এর ব্লগ গেলো, কাল বিএনপি এসে আমার ব্লগ খাবেনা, তার নিশ্চয়তা?

(খেয়ালে রাখতে হবে ঢালাও ভাবে ব্লগের উপরে জামাত এবং জামাত সমর্থিত বিএনপি বা বিএনপি সমর্থিত জামাত ব্যাকপ নাখোশ। জামাতের অস্তিত্বের টানই ব্লগ থেকে পড়েছে, তাই ওরা ক্ষমতায় আসলে এই নোংরা সংস্কৃতি আরও ভয়াবহ হতে পারে সেই আশংকাই করছি)

মেডাম জিয়া বা শেখ হাসিনা আমার পয়েন্ট না, আমার টার্ম ছিল "সরকার" আর ক্ষমতায় গেলে সবাই "বিরোধী দমনে নামবে" এটাই স্বাভাবিক, সেই সংস্কৃতির শুরু কিন্তু আসিফকে দিয়ে হল।

৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:১১

মেহেদী হাসান মানিক বলেছেন: অত্যন্ত যৌক্তিক একটি পোস্ট ।আমার মতে মত প্রকাশের স্বাধীনতার নামে বাক দায়িত্বশীলতার অবজ্ঞা করাটা ঠিক নয় আর আমাদের দেশটা মনেহয় এখনও সেই রকম হয় নাই। পাব্লিক সেন্টিমেন্ট যে কারো দ্বারা প্রভাবিত হতে দেখা যায়। নাস্তিক আর কোন বিশেষ ধর্মের প্রতি বিদ্বেষ কি এক জিনিস কি না আমার জানা নেই???
তবে পোস্টে অসংখ্য অসংখ্য ভাললাগা।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নাস্তিক, ধার্মিক হওয়া নিজ নিজ ব্যাক্তিগত বিষয়।

কাউকে আঘাত করলে তা আর ব্যাক্তিগত থাকে না।

সামু আসিফকে ব্যান করেছে ভাল কথা। তবে অতীত ইতিহাস থেকে জানি, ওর কর্মকান্ডের কারনে করে নি, সাম্প্রতিক চাপে করেছে।

সুতরাং চাপ আমাদের বিরুদ্ধেও একদিন আসতে পারে!!!

৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:১১

রায়ান ঋদ্ধ বলেছেন: Edesher sob theke borho somossa keu poromot sohisnu na!!!... Gowarh prokritir manush gulor ekguwetar jonno amader bortoman poristhiti eto korun!!..

Blog nirvik manush der attochetona prokasher platform..... sei platform er kotripokkher kachhe drirho prottoy porttashito, kintu amra ja dekhte pachchhi ta viruta!!!....

Sobai jodi nijer lejer chulkani mitaite besto thake tobe desher agun nivabe ke?????!!!!

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি একটি সুচিন্তিত ও সঠিক মতামত দিয়েছেন বলেই মনে করছি। কথাগুলোকে আমি স্বাগত জানাই!!!

৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৩

আহমেদ রিজভী বলেছেন: প্রথম কথা আমি কোন অবস্থাতেই যে কোন ব্লগারকে ব্যান করার পক্ষে নই । তবে আপত্তিকর পোস্ট ও মন্তব্য রিমোভ করার পক্ষে ।
দ্বিতীয় কথা হচ্ছে ধরুন আমি সরকার বিরুধি/ সরকার পন্থী এখন আমার নাড়ী নক্ষত্র যদি সরকারের/ বিরুধী দলের কাছে প্রকাশ হয়ে পড়ে এবং সরকার/ বিরুধি দলের কোন সংক্ষুব্দ ব্যক্তি বা ব্যক্তি বর্গ কর্তক আমার নিরপত্তা হুমকির সম্মুখিন হয় তা হলে এর দায় কে নিবে ?
তৃতীয় কথা হল যদি সবি প্রকাশ হয়ে পড়ে তাহলে ছদ্ম নামে ব্লগিং করে লাভ কি হল ? আর এ জাতীয় সুজোগ দানের মানেই বা কি ?

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কঠিন ভাবে সহমত!!!

৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৫

রিমন রনবীর বলেছেন: মগাচীফরে খেদাইছে,ভাল করছে। বাক বেশী স্বাধীন হয়ে গেলে সমস্যা।তবে এ ব্যাপারটা সংস্লিষ্ট ব্লগের মডারেটরদের হাতেই থাকা উচিত। সরকারের নাক গলানো ছাগলামীর পরিচয়। আসিফ মহিউদ্দীনকে যদি সরকারী হুকুমে ব্যান করা হয় তাহলে সেজন্য তীব্র নিন্দা জানাবো না,জানাবো এজন্য যে তারা তাদের নিজেদের পাছা নিজেরা মারার ধান্দায় আছে।
যথাসমভব নিজেদের পাছা রক্ষা করে জাতিকে বিনোদন দিন। ব্লগ ফেসবুককে নিয়ন্ত্রন করা কোনভাবেই সম্ভব হবে না।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নিয়ন্ত্রন আর দমনে অনেক পার্থক্য আছে। সোশ্যাল মিডিয়া দিয়া তাহরির স্কয়ার/শাহ্‌বাগ হয়েছে, আবার থাবা মরেছেও! ভেবেচিন্তে যা করার করতে হবে।

৯| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: বি এন পি আওয়ামীলীগ টানবো না ব্লগে ব্যক্তি স্বাধীনতা থাকা উচিৎ..যার ভালো লাগবে না সে না পড়লেই হলো......ব্লগে নগ্ন হস্তক্ষেপ অযৌক্তিক বলেই মনে করি।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমিও টানতে চাই না তো আমি মিন করেছি "সরকার" যদি তার ইচ্ছে মতো করে তাহলে তা নেগেটিভ হবেই।

১০| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৩

নষ্ট শয়তান বলেছেন: সেলিম সাহেব @ বিএনপি আওয়ামী লীগ টানলে ক্ষতি নেই কিন্তু সেটা যেন ভদ্রতা সীমা লঙ্গন না করে। আর প্রতিটা জাতীয় নেত্রীর সন্মান রাখতে হবে।ঊনি ম্যাডাম জিয়া, গুলাবী বেগম না। আর ব্লগে যে হেতু সবাই পড়ে তাই আপাঙ্কেই পোষ্টে সাবধান হতে হবে।
এখানে কথা হচ্ছে ব্লগারদের নিরাপত্তা আর সরকারের নগ্ন হস্তক্ষেপ কোথা থকে এই লাইন "কাল যদি বিএনপি বা বিএনপি সমর্থিত জামাতের কোন মন্ত্রী আমার ব্লগ পাতাটি বন্ধ করে দিতে বলে, সামুর মাধ্যমে আমার অবস্থান এবং আমার আপনার পরিবার এর অবস্থান জেনে নিয়ে হামলা করে, হত্যা করে, তারই বা দায় কে নেবে?" আসে আমাকে একটু বুজাবেন কি?

প্রসঙ্গের বাইরে যাবেন না।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার পয়েন্ট ছিল রাজনীতির প্রভাব আর কোন নেত্রিই রাজনীতির বাইরে না।

এটুকু বলাই যথেষ্ট।

১১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৬

কান্টি টুটুল বলেছেন:

বাকশাল স্বল্পজীবি হোক :-B

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এইটা যদি আওয়ামী বাকশাল হয়ে থাকে, তাহলে ব্লগারদের নাস্তিক বলা এবং ভবিষ্যতে তাদের পদক্ষেপ ও রিয়াকশন হবে বিএনপি বাকশাল, সহজ হিসাব।

১২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২

ভুমি_রাজস্ব্_কর বলেছেন: সাধারণ ব্লগারদের পছন্দ অপছন্দ অনুযায়ী ব্লগ পরিচালিত হবে। কারো কোনো বক্তব্য অপছন্দ হলে তাকে রিপোর্ট করতে পারে।

কর্তৃপক্ষ সেই রিপোর্টের কারনে যথাযথ ব্যবস্হা নিতে পারে।

কিন্তু এই সব নিয়মের ব্যত্যয় ঘটেছে আসিফের ক্ষেত্রে।

আসিফের বিরুদ্ধে যখন সাধারণ ব্লগারগণ রিপোর্ট করেছিল, তখন যদি ব্লগ কর্তৃপক্ষ সময় মতো ব্যবস্হা নিতো, তবে আজ এই অবস্হা হতো না।

এই অবস্হার জন্য আসিফ নয়, সরকারও নয়, ব্লগ কর্তৃপক্ষ দায়ী।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: একশত ভাগ সহমত!!! কিন্তু এর শেষ ইফেক্ট পড়তে পারে বিভিন্ন চেতনাধারি ব্লগারদের ব্লগিং এর উপড়ে। ভয়টা সেখানেই

১৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

মিথ্যুক আমি বলেছেন: সরকার আর মৌলবাদীদের মধ্যে আর কোন পার্থক্য থাকল না।

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিন্তু আমাদের ব্লগারদের ভাল মন্দ আমাদেরই নিশ্চিত করতে হবে। ধন্যবাদ আপনাকে :)

১৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

আহমেদ রিজভী বলেছেন: আমরা ধ্বংস হইয়া যামু মগর সবকিসুতেই পলিটিক্স টানমু । দয়া করে এ ব্যপারে কেউ রাজনীতি করবেন না বরং এখন ব্লগারদের একতার আসু প্রয়োজন । না হলে অনেকেরই বিপদ আছে ।

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: রাজনীতি চাইনা, সুস্থ আলোচনার মাধ্যমে এবং সবদিকে স্বচ্ছতা রেখে একটি সুন্দর পদক্ষেপ আশা করি। :)

১৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

ভুমি_রাজস্ব্_কর বলেছেন: আসিফের ব্যান হওয়া নিয়ে জানা আফার ভাষ্য আমার এই পোস্টের ৩১ নাম্বার মন্তব্যে হালকা পাবেন।

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই পোস্টটি লেখক নিজে সরিয়ে ফেলেছেন, বিস্তারিত জানতে পোস্টটির লেখকের সাথে যোগাযোগ করুন।

১৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

নিয়েল ( হিমু ) বলেছেন: নষ্ট শয়তান @ পোষ্টটা ভাল করে পড়ে একটা মাত্র কমেন্ট করা উচিত । শুধু শুধু ফ্লাডিং করা ঠিক না তাও মাল্টিতে /:)

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই। অপ্রাসঙ্গিক ছবিটা দেখে বেশ রাগ হলেও সামলে নিয়েছি। :)

১৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

নিয়েল ( হিমু ) বলেছেন: ব্লগিং এর জন্য না আবার কোপ খাইয়া মরি এই ধরনের চিন্তা মাথায় নেয়ার টাইম নাই । তাই পোষ্টের বিষয়ে আমার বলার কিছু নাই, +দেয়া ছাড়া :-<

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কোপ খাওয়ার বিষয়টি তো আছে, ব্লগ পাতা কোপ খেলে এর প্রতিকার কার কাছে পাবো? :( :(

১৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:০৬

নষ্ট শয়তান বলেছেন: নিয়েল ফ্লাডিং কিন্তু তুমি করলা। বহুত হইছে। আর বিএনপিকে নিয়ে কোন কথা না। টুদি পয়েন্ট কথা বল। মনে রাখবা জামার বিএনপি এক না। এক হল আওয়ামীলীগ আর জামাত।

ফ্লাডিং আমি পছন্দ করি না। লাগ্লে আমার ব্লগে আইস। কথা হবে

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আওয়ামীলীগ আর জামাত নিয়ে নয়, সরকার এবং ব্লগ নিয়ে পোস্ট। তাই এটিকে নির্দ্বিধায় ফ্লাডিং বলা যায় :)

১৯| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৩১

প্রেম_হীন_পথিক বলেছেন: আজব । পুরাই আজব। সবখানে রাজনীতি। আর ভাল্লাগেনা।

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এবং সাধারনের জন্যে রাজনীতি বড়ই অনিরাপদ বিষয় :)

২০| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০

কাজী মামুনহোসেন বলেছেন: আমি এবং আমার সহব্লগার ব্লগ এবং ব্যাক্তিগত নিরাপত্তার বিষয়টি নিয়ে চিন্তিত এবং সামুর ও এর সকল ব্লগার এর এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, মতামত চাইছি, সমাধান এবং আশ্বাস চাইছি।

লেখকের সাথে সহমত

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কাজি মামুনহোসেন@ আগের প্রোপিক বেশী পছন্দ ছিল! :)

অনেক ধন্যবাদ একমত হবার জন্যে :)

২১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৪

কাজী মামুনহোসেন বলেছেন: জানিনা লেখকের আশংকা সত্যি কি না, কি কারনে ব্লক করা হইছে তাও জানিনা, অনুমান করে কিছু বলবও না তবে

এ বিষয়ে মডারেটরদের কাছ থেকে স্পষ্ট জবাবা আশা করছি।


আমার আমাদের মত প্রকাশের জায়গাটুকু কোন রাজনৈতিক দলের হাতে তুলে দিতে চাইনা।

যতই মতবিরোধ থাকুক না কেন , আমাদের পরিচয় ব্লগার....

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: একশতভাগ সহমত ভাই। :)

২২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৫১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এবারের ব্লগ ডে'র শ্লোগানটাই ছিল বাকস্বাধীনতা এবং বাক দায়িত্বশীলতা। আমি জানি না পুরো ব্যাপারটা বর্তমান পরিস্থিতিতে সামুতে প্রয়োগ হচ্ছে কিনা?

একজন ব্লগারের মতপ্রকাশের স্বাধীনতা থাকতেই পারে। তা এবার সরকার, বিরোধীদল, ধর্ম, বর্ণ, গোত্র অনেক কিছুরই বিপক্ষেই যেতে পারে। ব্লগে মডারেশন আছে, পোস্ট মোছার যৌক্তিক কারন থাকলে তা মুছেও দিতে পারেন। তাই বলে তার ব্লগিং করার অধিকার কেড়ে নেয়া কোনভাবেই মেনে নেয়া যায় না।

এইবারই প্রথম সরকারের পক্ষ থেকে ব্লগার, কিংবা ব্লগিং এর বিরুদ্ধে কোন হস্তক্ষেপ নেয়া হচ্ছে। তাই অবশ্যই সকল ব্লগারের একাট্টা হয়ে কিছু একটা করা উচিত। নচেৎ আমাদের মত প্রকাশের সামান্যতম জায়গাটুকুও হারিয়ে ফেলতে হবে।

তবে এক্ষেত্রে সামু কর্তৃপক্ষের উপর সরকারি চাপ সেটাও বিবেচনায় আনতে হবে। তবে হ্যাঁ সরকার যদি উনার নিষিদ্ধের দাবির যৌক্তিক কারন দাঁড় করাতে পারেন তাহলে ভিন্ন কথা।

তারপরও বলবো ব্লগের উপর সরকারি হস্তক্ষেপ মেনে নিতে পারছি না।

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কঠিন ভাবে সহমত ভাই!!

ব্লগের উপড়ে সরকারী হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না।

সরকার যা করতে পারে, কিছু নীতিমালা প্রণয়ন করে দিতে পারে যা এই দেশে সকল ব্লগ সাইটের উপরে প্রযোজ্য হবে! এর অন্তর্ভুক্ত টার্ম হতে পারে কারো ধর্মঅনুভূতিতে আঘাত হয় এমন কুরুচিপূর্ণ বক্তব্যদানকারীদের নিরুৎসাহিত করা!

"নীতিমালার" গঠন ও প্রয়োগ দেখতে চাই, কারো অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ নয়। সাময়িকভাবে ঠিক দেখালেও এর ফলাফলে আশংকাজনক কিছু দেখার সম্ভাবনা থেকেই যায় !

২৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৪

ধ্রুব মহাকাল বলেছেন: @লেখক
আপনার সাথে সহমত ।
@নিয়েল
তোর আম্বা গরুদের ন্যায় সবসময় এত ইচিং কমেন্ট করস কেন ?এখনো সময় আছে ভালো হয়া যা

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নিয়েল আপনাদের কোথায় গিয়ে লাগে সেটা আমরা সবাই জানি।

২৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৭

আফজালনবীনগর বলেছেন: ব্লগ ধর্ম হইতে বড় নয় । এই কথা ব্লগারদের মাথায় রাখতে হইবে । আদিকাল হইতে ধর্ম একটা বিরাট ফ্যাক্টর । কিছু বিপদগামী নাস্তিকভেক ধারি ব্লগার এই সত্যটা বুঝতে পারেনি বলেই তাদের ভুলে সাধারন ব্লগাররাও আছে বিপদে ।

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কঠিনভাবে দ্বিমত পোষণ করছি।

২৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৩

দিশার বলেছেন: ভাই সত্যি কথা টা হলো ভোটের হিসাব আর কিসু না, ই দেশে এখনো মাদ্রাসা পাশ তালেবুল আলেম বা ছাত্রের সংখা ব্লগারদের তুলনায় বেশি . আর তাদের নিয়ন্ত্রণ করে মাদ্রাসার হুজুর রা, তাই সরকার ওই পক্ষ কে খুশি রাখতে ব্লগারদের হাতে ডান্ডা বেরি পরাচ্ছে।

বাক সাধীনতা হীন দেশ আমার দেশ হতে পারে না , এই দেশ পরাধীন আজ কতিপয় মানুষ এর হাতে।

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভোটের রাজনীতি অস্বীকারও করার উপায় নেই। আমাদের প্রেক্ষাপটে এ বাস্তব।

তবে বাক স্বাধীনতার মুক্তি এবং অপব্যাবহার রোধে আমাদের কলম যুদ্ধ চলুক, তবে অবশ্যই কল্যান ও সুস্থতার প্রয়োজনে।

২৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৮

শেখ মোহাম্মদ রাসেল উদ্দিন বলেছেন: একজন নাস্তিকের জন্য এত দরদ ক্যান?

তানভীর ইসলাম আজরেল কে ও ব্যান করছে , তাঁর জন্য আপনার প্রতিবাদ নাই ক্যান?

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এক এক করে জবাব দিচ্ছিলাম। আপনার মন্তব্য দেখে জাম্প করে আসতে হইছে।

প্রথম কথা হইছে, পোস্ট পড়েন।

দ্বিতীয় কথা হইছে, পোস্ট পড়েন।

তৃতীয় কথা হইছে, পোস্ট পড়েন।

শেষ কথা যেটা, মগজ থাকলে ব্যাবহার করেন, এবং মন্তব্য করেন। এই হচ্ছে প্রসেস।

আপনি পোস্ট পড়েন নাই। একশত ভাগ সত্য কথা।

২৭| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: লেখক বলেছেন: এক এক করে জবাব দিচ্ছিলাম। আপনার মন্তব্য দেখে জাম্প করে আসতে হইছে।

প্রথম কথা হইছে, পোস্ট পড়েন।

দ্বিতীয় কথা হইছে, পোস্ট পড়েন।

তৃতীয় কথা হইছে, পোস্ট পড়েন।

শেষ কথা যেটা, মগজ থাকলে ব্যাবহার করেন, এবং মন্তব্য করেন। এই হচ্ছে প্রসেস।

আপনি পোস্ট পড়েন নাই। একশত ভাগ সত্য কথা। =p~ =p~ =p~

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঘটনা সত্য, উক্ত কমেন্টের পরে আর উনার দেখা পাওয়া যায় নাই। :)

২৮| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৫

মাগুর বলেছেন: হায় হায়রে! আমি কৈ যামুরে! মাইরালা, আম্রে কেউ মাইরালা! :((

ও খোদা, দড়ি ফালাও, কোপ খায়া মরার আগে উডি যায় :(( :((

মুই তো আম্লিগ-বিম্পি-ঝামাত তিনটা্রেই পাজি কইসি :( তাইলে আমি কৈ যামু? জানা আপুর বাসার ঠিকানাটা কেউ জানেন? থাকলে পিলিজ দ্যান ভাই :( নিজের বাসায়ও তো নিরাপদ বোধ করতেছি না!

নিরাপদ আশ্রয়ের জইন্য মডুর বাসভবন অভিমুখে একটা লংমার্চ করলে কেমুন হয়? ;) =p~ :P

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: না ভাই সেটা মনে হয় সুবিবেচনা প্রসূত হবেনা :)

বাসায় নিরাপত্তার বিশেষ ব্যাবস্থা এমনিতেও নিয়ে নেন :) :)

যে পাজি, তাকে পাজি বলতে গিয়ে যা হবার হবে!

জয় বাংলা।

২৯| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪২

শয়ন কুমার বলেছেন: এই আসিফদের কারনেই ছাগুরা আজ গোটা জাগরণ মঞ্চরে নিয়া অপ্রপ্রচার চালাইতে পারতাছে ।

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সঠিক হলেও মন্তব্যের সাথে পোস্টের তেমন কোন সম্পর্ক নেই। :)

৩০| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১৮

রিমন রনবীর বলেছেন: জনৈক গণ্ডমূর্খ বলেছেন: লেখক বলেছেন: এক এক করে জবাব দিচ্ছিলাম। আপনার মন্তব্য দেখে জাম্প করে আসতে হইছে।

প্রথম কথা হইছে, পোস্ট পড়েন।

দ্বিতীয় কথা হইছে, পোস্ট পড়েন।

তৃতীয় কথা হইছে, পোস্ট পড়েন।

শেষ কথা যেটা, মগজ থাকলে ব্যাবহার করেন, এবং মন্তব্য করেন। এই হচ্ছে প্রসেস।

আপনি পোস্ট পড়েন নাই। একশত ভাগ সত্য কথা। =p~ =p~ =p~ =p~ =p~

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: একশত ভাগ সত্য কথা।

৩১| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

চলতি নিয়ম বলেছেন: পোস্টে +

বিষয় গুলো কিলিয়ার হওয়া দরকার। X(( X((

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অবশ্যই ভাইয়া!!!

৩২| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৩

জানা বলেছেন:

সামহোয়্যার ইন ব্লগের দায়িত্বশীল জায়গাটি থেকে আমি আপাতত কয়েকটি কথা এখানে বলছি:

আলোচ্য ব্যাপারে সামহোয়্যার ইন ব্লগের নোটিশ বোর্ড থেকেও একটি নোটিশ আসবে অবশ্যই। তবে, আরও কিছু বিষয় নিয়ে (অবশ্যই বাকস্বাধীনতা রক্ষা এবং ব্লগারদের নিরাপত্তা বিষয়ক) জরুরী ভিত্তিতেই আমাদের কার্যকলাপ চলছে। একটি স্বস্তিকর অবস্থার জন্য আমরাও অপেক্ষা করছি।

গত বৃহষ্পতিবার রাতে ঘটনাটি ঘটে। আমরা কেবলমাত্র উল্লেখিত একাউন্ট বাতিল করেই বসে নেই। এই সংক্রান্ত বিষয়ে কিভাবে একটি মঙ্গলজনক ভাবনা বা দায়িত্বশীলতা আসতে পারে সেসব নিয়েও দরকারী পদক্ষেপ/কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সামহোয়্যার ইন কর্তৃপক্ষ।

বিষয়টি ততখনিই স্পর্শকাতর যে সার্বিক অবস্থা বিবেচনা করে শুক্র-শনি এই দু'টি ছুটির দিনে নোটিশটি আমরা দিতে চাইনা। কর্মদিবসই আমরা বেছে নেবো। হয়তো কালই।

আলোচনা চলতে থাকুক, তবে এই সিদ্ধান্তের বিরোধিতায় আমরা একখনও কোন কোঠোর পদক্ষেপ নিয়ে ভাবছি না বরং সংশ্লিষ্ট প্রশাসনে যোগাযোগ, যৌক্তিক ও শান্তিপূর্ণ আলোচনা এবং বাক স্বাধীনতা রক্ষায় সম্ভাব্য সবরকম জোরালো প্রচেষ্টাগুলিই চালিয়ে যাচ্ছি। আমি আশা করি এতে বাকস্বাধীনতার পক্ষে একটি ভাল সম্ভাবনা তৈরী হবে। বাংলা ব্লগ এবং ব্লগারদের যাবতীয় মঙ্গলময় ভবিষ্যৎ নিয়েই আমাদের কাজ এটি মনে রাখুন, আস্থা রাখুন।

আরো বিষদ আলোচনার সুযোগ থাকবে নোটিশবোর্ড পোস্টে।

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রিয় আপু,

প্রথমেই অনেক ধন্যবাদ বিষয়টির প্রতি নজর দেবার জন্যে। আমাদের ভাল মন্দ আপনাদের হাতেই, সুতরাং এ বিষয়ে আপনাদের নজর রয়েছে দেখে অনেক আনন্দিত।

নোটিশবোর্ড থেকে অফিশিয়াল স্টেটমেন্ট আসবে জেনে ভাল লাগলো, গুজবের ধুঁয়া এতে কমবে বলে মনে করি।

ব্লগ নীতিমালাকে লঙ্ঘন করে, এমন যে কোন ব্লগার এর উপরে অপরাধ অনুযায়ী পদক্ষেপ নেবার এখতিয়ার সামুর রয়েছে।

ভয়টা এখানেই, হিসেবটি আসিফ মহিউদ্দিনের বেলায় মিলছে না। তবে আমারব্লগ এর স্টেটমেন্ট পাওয়ার পরে বুঝতে অসুবিধা হয়নি কারন।

বর্তমান পরিস্থিতিতে দেশের যে অস্থিতিশিলতা এবং ধর্মবিরোধীতা করে লেখাগুলোকে আরও বেশী হাইলাইট করে যেভাবে মুসলমানদের মেনুপুলেট করা হচ্ছে, তাতে এই রকম পদক্ষেপে আমার ভুল ধরার কোন কারন নেই। কারন সর্বোপরি, আমাদের "বাংলাদেশ" এর কথাই ভাবতে হবে।

তবে আশা করি, বিষয়টি এরকম দুই এক জন এক্সট্রিমিস্ট এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং ব্লগের সার্বিক পরিবেশ/বাকস্বাধীনতা/ ব্লগার এর নিরাপত্তার উপরে কোনভাবে ঝুকির কারন হবেনা।



৩৩| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৫

জানা বলেছেন:

পোস্টের জন্য ধন্যবাদ @ দিকভ্রান্ত*পথিক।

একটি শান্তিপূর্ণ ও যৌক্তিক আলোচনায় নজর রাখুন সবাই।

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু, বিষয়টি রাজনৈতিক হলেও পক্ষ বিপক্ষ উক্ত ইস্যুতে আমার কাছে অন্তত নেই, সুস্থ ব্লগ সংস্কৃতির পাশাপাশি সহনশীল এবং অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ বিহীন ব্লগ এর সুকামনাই থাকবে।

আপনার প্রতি কৃতজ্ঞতা উক্ত বিষয়ে কর্তৃপক্ষের অবস্থান পরিষ্কার করার জন্যে।

৩৪| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৬

বিপ্লব06 বলেছেন: সময়োপযোগী পোস্ট।
সামুর প্রাইভেসী পলিসিতে আছে.....

somewhere in... may share personal information about you under the following circumstances:

somewhere in... may share your personal information to respond to written police requests, court orders, or legal process, to establish or exercise our legal rights or, defend against legal claims and if deemed necessary by us to comply with emergency powers or in such circumstances disclosure is appropriate.

বোল্ড করা (বিশেষ করে এই অংশটুকু emergency powers or in such circumstances ) লেখাগুলো যদি সামু আরেকটু ক্লিয়ার করে দিতো তাহলে ভালো হতো।

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল লিখেছেন, বিষয়গুলো শুধু পরিষ্কার থাকা দরকার ছিল। আর সরকার এভাবে নগ্ন হস্তক্ষেপ না করে বিষয়টির কূটনৈতিক ফলাফলও টানা যেতো।

৩৫| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩২

রাফা বলেছেন: দল ,মত,পথ,চিন্তা ,চেতনা সব কিছু ভিন্ন হোতে পারে কিন্তু কারো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ সমর্থন যোগ্য নয়।

কিন্তু এমন স্বাধীনতায় আমি বিশ্বাসি নই যা অন্য মতবাদের মানুষকে আঘাত করে।

ধন্যবাদ।

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিন্তু এমন স্বাধীনতায় আমি বিশ্বাসি নই যা অন্য মতবাদের মানুষকে আঘাত করে।

ওটা স্বাধীনতার অপব্যাবহার, তাই কঠিনভাবে সহমত।

৩৬| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭

স্পাইসিস্পাই001 বলেছেন: পথিক ভাই প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এমন একটি পোষ্ট দেয়ার জন্য....

ব্যাপার গুলো এখনই পরিস্কার হওয়া দরকার....

প্রত্যেক ব্লগারের প্রতি সামু যথাযথ দৃষ্টি রাখবে বলে আমার বিশ্বাস .... জানা আপা সেরকমই ইংগিত দিয়েছেন উনার নিজ কমেন্টে .....

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন:
আপনাকেও ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্যটির জন্যে, আপনার সাথে সহমত। উনি সঠিকটিই করবেন, সেই আশবাদ রাখছি।

৩৭| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১০

ভাল ছাত্র বলেছেন: সবখানে রাজনীতি।

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবার উপরে মানুষ ও স্বাধীনতা।

৩৮| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৯

জানা বলেছেন:

দৃঢ়তার সাথে আবারও বলছি, সামহোয়্যারইন ব্লগ কখনও কোন ব্যক্তি, দল, সরকারী, বেসরকারী, প্রাতিষ্ঠান, সংগঠন বা এই জাতিয় কোন কিছুর সাথে যেমন যুক্ত/সম্পৃক্ত ছিল না/ এখনও নয়; তেমনি কারোর কোন অযৌক্তিক/অমূলক অনুরোধ, আদেশ-নিষেধ, পরামর্শ ইত্যাদিতে বিন্দুমাত্র প্রভাবিত নয়।

বাংলা ব্লগ এবং সোশ্যাল মিডিয়ার পাইওনিয়র হিসেবে এই দিকটার সর্বোচ্চ সুযোগ-সুবিধা এবং নিশ্চয়তার জন্য শুরু থেকেই যে দায়িত্বশীল অবস্থানে ছিল/রয়েছে সেখান থেকে বিন্দুমাত্র বিচ্যুতি ভবিষ্যতেও হবেনা, নিশ্চিত থাকুন।


@@ দিকভ্রান্ত*পথিক,
এই পোস্টে কিছু মন্তব্য আছে যেগুলো নানাভাবে সাংঘর্ষিক অস্থিরতায় সহায়ক, অশালীন এবং বাকস্বাধীনতার চুড়ান্ত অপব্যবহারের নমুনা। এগুলো আপাতত মুছে না দেবার এবং নজর রাখার অনুরোধ থাকছে।

যে কোন পরিস্থিতি সামলাতে বা সুষ্ঠু সমাধানে মাথা ঠান্ডা রেখে প্রয়োজনীয় পদক্ষেপে দৃঢ়তার সাথে এগিয়ে যাওয়াই সবার জন্য মঙ্গল। ভেবে দেখুন সবাই।

বিদ্রোহ করার মত কোনকিছু এখনও ঘটেনি বলে বিশ্বাস করি। আমাদের সঠিক কাজটি করতে দিন। সময়মত প্রয়োজনীয় পদক্ষেপের সবটাইই এই কমিউনিটিতে উন্মুক্ত করা হবে। সেটাই আমাদের এই মুহূর্তের উদ্দেশ্য।

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার ব্লগিং এর একটি মতাদর্শ রয়েছে, তাই আমি যাই পোস্ট করি, তার দিকে একটি পক্ষ সন্দেহের চোখে তাকায়। :(

আমার উদ্দেশ্য অবশ্যই রাজনৈতিক বাক-বিতণ্ডা সৃষ্টি করা নয়, ব্লগ ও ব্লগারের সার্বিক মঙ্গল মন থেকে কামনা করি আপু।


দৃঢ়তার সাথে আবারও বলছি, সামহোয়্যারইন ব্লগ কখনও কোন ব্যক্তি, দল, সরকারী, বেসরকারী, প্রাতিষ্ঠান, সংগঠন বা এই জাতিয় কোন কিছুর সাথে যেমন যুক্ত/সম্পৃক্ত ছিল না/ এখনও নয়; তেমনি কারোর কোন অযৌক্তিক/অমূলক অনুরোধ, আদেশ-নিষেধ, পরামর্শ ইত্যাদিতে বিন্দুমাত্র প্রভাবিত নয়।

বাংলা ব্লগ এবং সোশ্যাল মিডিয়ার পাইওনিয়র হিসেবে এই দিকটার সর্বোচ্চ সুযোগ-সুবিধা এবং নিশ্চয়তার জন্য শুরু থেকেই যে দায়িত্বশীল অবস্থানে ছিল/রয়েছে সেখান থেকে বিন্দুমাত্র বিচ্যুতি ভবিষ্যতেও হবেনা, নিশ্চিত থাকুন।


এর পরে আর তেমন কিছু বলার থাকেনা, আশা করি এর বাস্তব প্রয়োগ দেখতে পাবো।

অনেক ভাল থাকুন, শুভকামনা।

৩৯| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

নিয়েল ( হিমু ) বলেছেন: ধ্রুব মহাকাল @ ওপেন স্পেসে হুমকি দিলি ? সামলাইতে পারবি তো ? তুই কইলি এখনো সময় আছে ভাল হয়া যা তো এখন তোর দৃষ্টিতে ভাল হইলাম না । এখন বল কবে কই দেখা করতে হবে ? ভাল না হওয়ার শাস্তি বুইঝা নিতে ?

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কমেন্ট রিপোর্ট করেছি, আপনিও করে দিন প্লীজ।

সবখানে-সব বিষয়ে ট্যাগিং এবং রাজনীতি টেনে এনে নোংরা করা এদের মানসিক রোগ হয়ে দাঁড়িয়েছে। :( :(

৪০| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬

সোহানী বলেছেন: হা আমিও আপনার সাথে একমত..... লিখা যার যার ব্যাক্তিগত স্বাধীনতা। এ হস্তক্ষেপ কোনক্রমেই কাম্য নয়। উগ্র লিখার পাল্টা লিখা দিতে পারি কিন্তু নিক ব্যান কি ঠিক..সামুর কাছে প্রশ্ন ???

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্যাক্তি আক্রমণ এবং রেসিজম এভোয়েড করা নীতি অনুসারেই সারা বিশ্বে কমবেশী প্র্যাক্টিস করা হচ্ছে! উগ্র নাস্তিকতা কিন্তু রেসিজম এর মধ্যেই পড়ছে, তাই এর বিরুদ্ধে ব্যাবস্থা নেয়াতে কোন সমস্যা দেখিনা।

কিন্তু সরকার নীতি বানাতে পারে, কোন সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেনা অবশ্যই। শেষ কথায় দেশ ও মানুষের মঙ্গল।

৪১| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১০

অয়োময় বলেছেন: ইসলাম ধর্ম নিয়ে কুটক্তি করা নাস্তিকদের প্রস্রয় দেয়ার ক্ষেত্রে সামু অবদান ছিল অনেক।নাস্তিকতা আর নাস্তিকতার নামে অন্য ধর্ম নিয়ে কুটক্তি করা এক নয়।এটা কি সামু বুঝেনি!নাকি বুঝেই প্রস্রয় দিয়েছে সামুই ভাল জানে।
আর একি কারনে আগে করেনি কিন্তু এখন আসিফকে ব্যান করার কারন ব্যাখ্যা করতে পারেনি সামু।
তারপরও বলি, পরে হলেও সামুর শুভ বুদ্ধির উদয় হয়েছে।

তবে এখনকার গুরুত্বপূর্ণ কথা হল ,সামুকে ব্লগাদের প্রাইভেসির নিশ্চয়তা দিতে হবে।না পারলে সেটিও বলতে হবে।
অন্যথায় ব্লগারদের কোন কিছু হলে সামুকেই দায় নিতে হবে।

লেখককে ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য।

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তবে এখনকার গুরুত্বপূর্ণ কথা হল ,সামুকে ব্লগাদের প্রাইভেসির নিশ্চয়তা দিতে হবে।না পারলে সেটিও বলতে হবে।
অন্যথায় ব্লগারদের কোন কিছু হলে সামুকেই দায় নিতে হবে।


একমত, আপনাকেও ধন্যবাদ।

৪২| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫

s r jony বলেছেন:
এক দিকে বাক স্বাধীনতা, অন্য দিকে নিরাপত্তা। ভাবনার বিষয়।

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিক বলেছেন ভাই!!!!

৪৩| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪

শিক্ষানবিস বলেছেন: এক সময় মনে করতাম, সামু ব্লগ বাক স্বাধীনতায় বিশ্বাস করে। এখন পাচ বছরের বাস্তব অভিজ্ঞতা অন্য রকম। যখন দেখলো তাদের স্টিকি করা পোস্টে মাইনাস বেশী হয়ে যাচ্ছে তখন তারা মাইনাস অপসনটি তুলে দিল। এরপর দেখা গেল শুধু পোস্ট আসছে, পড়া হচ্ছে না। চলছে এমনি...।
অনেক সময় ব্লগগুলো দেশী-বিদেশী গোয়েন্দা চক্রের হয়ে কাজ করে থাকে। ভিন্ন মত লালন নয়, তখন উদ্দেশ্য থাকে ভিন্ন মতের লোকদের সনাক্ত ও শায়েস্তা করা।
শাহবাগিদের সম্পর্কে ভিন্ন মত দেয়ার কারণে বহু ব্লগারকে ব্যান করা হয়েছে। এখন নিরাপদ থাকতে হলে আগে সামুর লালিত আদর্শ সম্পর্কে জানতে হবে আর সে অনুযায়ী পোস্ট ও মন্তব্য করতে হবে।

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: স্বাধীনতার চেতনাকে ধারন করে পলিটিক্যাল এবং ধর্মভিত্তিক হারমোনি মেইন্টেইন হউক।

৪৪| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: একজন ইসলাম বিরোধী, ধর্ম অবমাননাকারী নাস্তিককে ব্যান করায় মডুদের ধন্যবাদ।

তবে,

ব্যান করার প্রক্রিয়াটা মনে ধরেনি, কারণ

এখন কেন ব্যান করা হলো?

যে সময় বা যখন তার উগ্র নাস্তিকতা পূর্ন পোষ্ট আসতো কিংবা কমেন্ট আসতো তখন শত প্রতিবাদ করার পরও কেন ব্যান করা হয়নি ?? ব্যান করাতো দুরে থাক, পোষ্ট মুছে ফেলা তো দুরে থাক, তার বিরুদ্ধে প্রতিবাদ করায় শত নিকের মৃত্যু ঘটেছে অন্যায় ভাবে। এখন যেখানে সে বাংলার ২য় মুক্তিযুদ্ধে =p~ অংশ নিয়ে বীর বিক্রমে লড়াই =p~ করে যাচ্ছে তখনি কেন তাকে ব্যান করা হলো??

জবাবটা মনে হয় সবার কাছেই পরিষ্কার। সরকার কর্তৃক প্রভাবিত । জানা আপা যথই বলেন না কেন

" জানা বলেছেন:

দৃঢ়তার সাথে আবারও বলছি, সামহোয়্যারইন ব্লগ কখনও কোন ব্যক্তি, দল, সরকারী, বেসরকারী, প্রাতিষ্ঠান, সংগঠন বা এই জাতিয় কোন কিছুর সাথে যেমন যুক্ত/সম্পৃক্ত ছিল না/ এখনও নয়; তেমনি কারোর কোন অযৌক্তিক/অমূলক অনুরোধ, আদেশ-নিষেধ, পরামর্শ ইত্যাদিতে বিন্দুমাত্র প্রভাবিত নয়।""

কেউ এটাতে (আপনার কথায়) বিশ্বাস আনবে কিনা মনে হয়না । বর্তমান পরিপ্রেক্ষিতেতো সেটার কোন সুযোগই নেই।

যদি বলেন, যে কারো দ্ধরা প্রভাবিত না হয়েই তাকে ব্যান করা হয়েছে, তাহলে তার করা পোষ্ট, কমেন্ট সব ইসলাম, ধর্ম এবং ব্লগ নীতিমালা বিরুধী ছিল। তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তারা সঠিক ছিল, তাহলে যারাই প্রতিবাদ করতে গিয়ে ব্যান হয়েছে তাদের ফিরিয়ে দেয়া হোক। @ জানা আপা

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অকাজের কথার পরিমান বোধয় একটু বেশী হল।

৪৫| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন: জানা বলেছেন:

দৃঢ়তার সাথে আবারও বলছি, সামহোয়্যারইন ব্লগ কখনও কোন ব্যক্তি, দল, সরকারী, বেসরকারী, প্রাতিষ্ঠান, সংগঠন বা এই জাতিয় কোন কিছুর সাথে যেমন যুক্ত/সম্পৃক্ত ছিল না/ এখনও নয়; তেমনি কারোর কোন অযৌক্তিক/অমূলক অনুরোধ, আদেশ-নিষেধ, পরামর্শ ইত্যাদিতে বিন্দুমাত্র প্রভাবিত নয়।



শক্তভাবে সহমত ।

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমিও!!!

৪৬| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

নিয়েল ( হিমু ) বলেছেন: ভেজা ২য় মুক্তিযুদ্ধ হোক আর না হোক কথাটা নিয়ে মশকরা করা যাদের কাজ আপনি নিজেকে সব সময় সেই সম্প্রদায়ের আওতামুক্ত দাবি করেন যদিও ঐ সম্প্রদায়ের লোক হিসেবে চিহ্নিত । আজকে আবার দিলেন পরিচয় লজ্জা থাকা উচিত । থু ।

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: লজ্জা থাকা উচিত । থু ।

৪৭| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
লুটিশ বুডের আশায় রইলাম দেখি ! :#>

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমিও!!!

৪৮| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: হে উপরওয়ালা উঠায়া নেও তারাতারি এই ধরণী থেকে।
আহা! আমারে না। আমারে বাদ দিয়া সবাইরে।


আসিফ মহিউদ্দীনের ব্যাপারে কোন কথা বলব না। কারন আমি তার কোন পোস্ট আমার সরাসরি পরা হয়নি। তবে হঠাৎ করে তাকে ব্যান করে দেয়া যদি আমারব্লগকে দেয়া ব্টিআরসির নোটিশ এর ভিত্তিতে হয়ে থাকে তবে আমার মনে হয় সামু কর্তৃপক্ষ অতিরিক্ত সাবধানতাবসত দায়িত্ব এড়াতে চাচ্ছে।


দেখা যাক কালকে নোটিশে কি আসে।




Politics can't be avoid

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেখা যাক কালকে নোটিশে কি আসে।

৪৯| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: একাত্তর পরবর্তী দেশের স্বার্থে যতবড় আন্দোলনই হকোনা কেন, সেটাকে যদি কেউ মুক্তিযুদ্ধের সাথে তুলনা করার স্পর্ধা দেখায় , সে ঘৃনিত স্পর্ধা নিয়ে গৌরব করার কিছুই দেখিনা আমি। বরং যারাই সেই স্পর্ধা দেখাবে তাদের মুখে আমি থু দেই।


মুক্তিযুদ্ধকে কি মনে করেন আপনি/আপ্নারা? মুক্তিযুদ্ধটা কি এতই সস্তা?

হোক না হোক মানে? মুক্তিযুদ্ধের সাথে তুলনা করবেন আবার সেটাকে বলবেন হোক না হোক?? সেই মহান মুক্তিযুদ্ধকে নিয়ে মশকরা করিনি, করেছি মুক্তিযুদ্ধের সাথে তুলনা করাটাকে। কথাটি বুঝতে যদি এতই কষ্ট হয় তাহলে তো আমার কিছুই করার নেই। তাই বলে কাউকে কোন সম্প্রদায়ের বলে চাপিয়ে দেয়াটাও বোকামী। আপনি যদি বোকা না হয়ে থাকেন, তাহলে আমার আগের কমেন্টটি আরেকবার পড়েন, বুঝতে কষ্ট হবেনা আশা করি। @ হিমু

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মুক্তিযুদ্ধ কে বলেছে। তবে যুদ্ধ বটে এবং সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক মনে করছি শাহ্‌বাগ নিয়ে কথা বলা।

৫০| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১০

রুদ্র মানব বলেছেন: জানা আপুর মন্তব্য দেখে ভাল লাগলো ,

আশা করি ব্লগারদের বাকস্বাধীনতা ও নিরাপত্তার ব্যাপারে সামু কর্তৃপক্ষ তাদের মূল ভূমিকা সবার কাছে তুলে ধরবে ।

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আশা করি ব্লগারদের বাকস্বাধীনতা ও নিরাপত্তার ব্যাপারে সামু কর্তৃপক্ষ তাদের মূল ভূমিকা সবার কাছে তুলে ধরবে ।

সে আশা রইলো।

৫১| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

নেক্সাস বলেছেন: বাক স্বাধীনতার কন্ঠ রোধ করা কিছুতেই মানা যায়না।

আজ আসিফ
তো কাল আমি....

তাহলে...???

৫২| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

একাকী বাংলাদেশি বলেছেন: বাংলাদেশ এমন একটি দেশ যার আগা থেকে গোড়া পর্যন্ত খালি তেল দাও।

আপনার অন্য কোন যোগ্যতা না থাকলেও চলবে কিন্তু তেল দেওয়ার যোগ্যতা ভালোমত থাকলেই আপনার উন্নতি রকটের গতিতে উর্ধমূখী।


যেদিকেই তাকাই শুধু তেল, তেল এবং শুধুই তেল। কোন সুস্থ আত্ম-মর্যাদা সম্পন্ন লোক এই বাতাসে শান্তিমত নিঃশ্বাস নিতে পারেনা।

৫৩| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪

হুমায়ূন লিটন বলেছেন: নগ্ন হস্তক্ষেপ! ধর্মবিরোধী লেখা লেখুক আর ধর্মের পক্ষেই লেখুক কার কি আসে যায় এটাই বুঝি না। ভালো না লাগলে না পড়লেই হয়।

৫৪| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

এম.ডি জামান বলেছেন: এখানে বলার অপেক্ষা রাখেনা সামু তার অস্তিত্ব রক্ষার জন্য এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
তবে যখন প্রায় সকল বল্গার আসিফের বিরুদ্ধে রিপোর্ট করেছে তখন যদি সামু সঠিক সিদ্ধান্ত নিতো তাহলে আর আজকের অবস্থার অবতরণ হতোনা।

৫৫| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

গ্যাম্বলার বলেছেন:
দেখুন, বাকস্বাধীনতা এক আপেক্ষিক শব্দ, তার একটা সীমারেখা অবশ্যই থাকতে হবে। কোন ভাবেই নীতিমালার বাইরে হতে পারে না। যারা সীমাহীন বাকস্বাধীনতা চায় আমি তাদের দলে নই।

সামুর যে নীতিমালা আছে তা ক্রমাগত ভাবে লঙ্ঘন করেছেন আসিফ সহ বেশ কয়েকজন ব্লগার (আস্তিক-নাস্তিক নির্বিশেষে)। তাদের কুৎসিত থাবা গত বছর জানা'র উপর ও পড়েছিল। নীতিমালা ফলো করলে অনেক আগেই তো আসিফের শাস্তি পাবার কথা, তা হয় নি। এখন পিঠ বাচানোর জন্য সামু তার পোষা খাসি আসিফরে অগ্রিম বলি দিল এই আর কি, উপায় নাই গোলাম হোসেন...

ধন্যবাদ।

৫৬| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

না পারভীন বলেছেন: বাক স্বাধীনতা মানে বাক দায়িত্বশীলতা , এই নীতিতে সামু বিশ্বাসী ।
উক্ত ব্লগার সামুর নীতিমালা ভেংগেছেন যেমনি সংবিধান ও লংঘন করেছেন অনেকবার ।

সামুর নীরবতাকে উক্ত ব্লগারের প্রতি এতদিন থাকলেও , যেকোন কারণেই সামুর ব্যাবস্থা নেয়াকে যুক্তিযুক্ত মনে হয় । জানা আপাকে ধন্যবাদ ।


৫৭| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩

সৈকত ইকবাল বলেছেন: কোনো ব্লগার যদি তার নিজস্ব দর্শন প্রকাশ করে থাকেন, ভিন্নমতপোষণকারীরা লেখনীর মাধ্যমেই তার জবাব দিবেন- এটাই যুক্তিসঙ্গত। সুস্থ জ্ঞান-বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এর বিকল্প নেই। কিন্তু আসিফ মহিউদ্দিন-কে ব্যান করার মধ্য দিয়ে সামু মত প্রকাশের স্বাধীনতাকে কোন বিশেষ মহলের চাপে রুদ্ধ করার প্রয়াস পেলেন। আমি এর তীব্র নিন্দা জানাই।

৫৮| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

কয়েস সামী বলেছেন: গত কয়েকদিনে আমার পরিচিত অন্তত পাচজন ব্লগারকে ব্যান করা হইছে, অনেকের কমেন্ট ব্যান করা হইছে। এই কাজটা করা হইছে সরকারের নির্দেশের আগেই। তাদের অনেকের অপরাধ কেবল ভিন্নমত পোষন করা। এটা বুঝাই যায় অজানা অচেনা আরো অনেকের ক্ষেত্রেও এমন দুর্ভাগ্য ঘটেছে। কিছু কিছু ক্ষেত্রে এইসব ব্যানের কোন যুক্তি পাওয়া যায় না। এমনকি জানা আপু নিজেও একটা কমেন্টে ব্যান খাওয়া একটা ব্লগারের নাম উল্লেখ করে বলেছেন তাকে ব্যান করার কোন কারন তিনি খুজে পাননি বলে তার ব্যান উঠিয়ে দেওয়া হয়েছে। কালো পরী নামের নিকটিও এমন অযথা কমেন্ট ব্লকের শাস্তি পেয়ে আবার তা ফিরেও পেয়েছেন। আমার মনে হচ্ছে আরো অনেক ব্লগার বিনা কারনে ব্যান খেয়ে এখনো সে অবস্থাতেই আছেন।
এখন আবার সরকারের নির্দেশে ব্যান করা হল কয়েকজনকে।
মত প্রকাশের অধিকার সবার আছে। সরকারের এ নির্দেশ অথবা শুধুমাত্র পলিটিকেল কারনে কাউকে ব্যান করা আমাদের মৌলিক অধিকার পরিপন্থী। সামুর কাছে অনুরোধ গত কয়েকদিন যাদের ব্যান করা হয়েছে সবাইকে মুক্ত করে দেয়া হোক। সামু আর সবার মত না ।

৫৯| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫

সরোজ রিক্ত বলেছেন: তাকে ব্যান করা ঠিক হয়নি। তবে আমার মনে হয় চাতুরিটা অন্য জায়গায়। সরকার চাইছে আসিফকে রক্ষা করতে। খেয়াল করে দেখুন, সরকার বলছে তাদের পোষ্টও ডিলিট করতে। তার মানে, ধর্ম-বিদ্বেষ নিয়ে তাদের কোন প্রমাণ থাকবে না। এবং কোন শাস্তিও দিতে হবে না। বলা যায়, আসিফকে রক্ষা করার জন্যই এটা করা হয়েছে। চিন্তা করবেন না, আসিফ আবার ফিরে আসবে।

৬০| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫১

মাগুর বলেছেন: পোস্টে জানা আপুর কমেন্ট দেখে ভালো লাগলো। তবে আমার আগের একটি পোস্টে মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করেও সাড়া পাইনি। যদিও পোস্টটি নির্বাচিত পাতায় গিয়েছিলো। আজ এই পোস্টে জানা আপুকে পেয়ে আবারো একটা বিষয় জানতে চাই, প্রায় প্রতিটি ব্লগেই ব্লগারদের পোস্টের নিচে ডিফল্ট হিসাবে লেখা থাকে, “এই ব্লগের সমস্ত লেখার দায়-দ্বায়িত্ব এবং স্বত্ত্ব প্রকাশকারীর”। যেমন আমাদের সামুতে লেখা আছে:

সর্বস্বত্ব সংরক্ষণ ও দায়বদ্ধতা:
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর।

স্ব-স্ব পোস্টের এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্লগারের বা মন্তব্যকারী কর্তৃক সংরক্ষিত থাকবে। এ ক্ষেত্রে ব্লগার অথবা মন্তব্যকারীর অনুমতি ব‍্যতিরেকে পোস্টের অথবা মন্তব্যের আংশিক বা পুরোটা কোন মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না।


কথাটি বুঝতে অক্ষরজ্ঞানসম্পন্ন কোন মানুষের নিশ্চয় বেগ পেতে হয় না? একটা ব্লগারের কোন এক বা একাধিক পোস্ট দিয়ে সকল ব্লগারকে পরিমাপ করা সম্ভব নয়। আবার কোন ব্লগারের অনুমতি ছাড়া সেই পোস্ট অন্য কোথাও প্রকাশ করাও বেআইনি। আর ব্লগারের পোস্টের বা কমেন্টের সমস্ত দায়ভার ব্লগারের উপর বর্তায়। তাহলে কোন অধিকারবলে মিডিয়া ব্লগারদের পোস্ট নিয়ে বিতর্ক শুরু করার সাহস দেখায়? কোন অধিকারবলে দেশের অন্যতম একটি দলের প্রধাণ সমস্ত ব্লগারকে নাস্তিক বলে পার পেয়ে যায়? কার অনুমতি নিয়ে আমার দেশ এর মতো জন্ডিস আক্রান্ত মিডিয়া ব্লগের স্ক্রিনশট নিয়ে প্রতিবেদন করে? কোন অধিকারবলে বিটিআরসি ব্লগারদের পরিচয় জানতে চায়? এ ব্যাপারে মডারেটরদের কাছে ব্যাখা দাবি করছি। আপনারা নিজেরাই এই আইন বানিয়েছেন, অথচ এই আইনের প্রয়োগ নিয়ে আপনাদের কোন মাথা ব্যাথা নাই কেন?

আপনারাই বলছেন "স্ব-স্ব পোস্টের এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্লগারের বা মন্তব্যকারী কর্তৃক সংরক্ষিত থাকবে। এ ক্ষেত্রে ব্লগার অথবা মন্তব্যকারীর অনুমতি ব‍্যতিরেকে পোস্টের অথবা মন্তব্যের আংশিক বা পুরোটা কোন মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না।"

এখন যারা অলরেডী এই কাজ করে ফেলেছে তাদের বিরুদ্ধে কে ব্যবস্থা নিবে? ব্লগার না ব্লগ? যদি ব্লগারদেরকেই ব্যবস্থা নিতে হয় তাহলে ব্লগ কি কোন রকম সহায়তা করবে? আর যদি ব্লগ নিজেই আইনগত ব্যবস্থা নেয় তাহলে এক্ষেত্রে নীরব কেন? জানা আপু, আমরা কি করবো?

ব্যাক্তিগত ভাবে কোন ব্লগারের সাথে আমার বিরোধ নাই। বিতর্কিত পোস্ট এবং ব্লগারদের ব্যাপারে আমার কোন আপত্তিও নাই। আমার মতে কারো যদি কোন পোস্ট ভালো নাই লাগে তাহলে সেটা না পড়লেই হলো। অযথা বিতর্কিত পোস্ট গুলোতে মন্তব্য করে হিট বাড়িয়ে লাভ কি? খুব খারাপ লাগলে রিপোর্ট অপশন আছে, রিপোর্ট করে চলে আসলেই হয়।

আর নাস্তিক-আস্তিক নিয়ে এত মাতামাতি না করলেও চলে। কারণ নাস্তিক জিনিসটা এমন কিছু নয় যে বাংলা ব্লগেই এর প্রথম উদ্ভব। তবে ভয়ঙ্কর হলো ধর্ম বিদ্বেষীরা! এই ধর্ম বিদ্বেষীদের কারণেই বর্তমানে এই অবস্থা! একজন মুসলমান হিসাবে আমার কাছে ইসলাম ধর্ম বা নবীজিকে নিয়ে বলা উল্টাপাল্টা কথা সহ্য করা সম্ভব নয়। আবার ঠিক তেমনই একজন হিন্দু বা খ্রিস্টানের পক্ষেও কিন্তু তাদের ধর্মকে নিয়ে বলা উল্টাপাল্টা কথা সহ্য করা সম্ভব নয়। আর নাস্তিকরা তো সৃষ্টিকর্তার অস্তিত্বকেই বিশ্বাস করেন না। সুতরাং ধর্ম নিয়ে কোন কথা বলা তাদের শোভা পায় না। ধর্ম মানুষের মনের বিশ্বাস, আবার অধর্মও কিন্তু মানুষের মনের বিশ্বাস। যার যার বিশ্বাসে অটুট থাকলে্ই হলো। অন্যের বিশ্বাস খাঁটি না ভেজাল সেটা গবেষণা করলে সমস্যা বাড়বে বৈ কমবে না!

এগুলো নিয়ে আলাদা একটা পোস্ট দেওয়ার ইচ্ছা ছিলো, কিন্তু জানা আপুকে দেখে এখানেই দীর্ঘ কমেন্ট করে বসলাম।

মডারেটরদের কাছে একটাই অনুরোধ, এমন কিছু বলবেন না বা করবেন না যেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়! ব্লগে এমনিতেই হাজারো বিতর্কিত বিষয় রয়েছে। এখন আপনাদের ভূমিকাই নিয়েই যদি বিতর্ক সৃষ্টি হয় তাহলে আমরা কার কাছে যাবো?

"মহাকাল বা যুগের শপথ! নিশ্চয়ই মানুষ ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে বা বিশ্বাস করেছে, আর যারা কোন আমল বা সৎকর্ম করেছে এবং সত্য প্রতিষ্ঠায় পরস্পরকে উৎসাহ প্রদান করেছে, আর ধৈর্যের ব্যাপারে পরস্পরকে উপদেশ দিযেছে।"
সূরা আছর


পারলে কথা গুলো মুখস্ত করে নেন সবাই।

৬১| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

সোহাগ সকাল বলেছেন: এই বিষয়ে নোটিশ বোর্ডের মাধ্যমে সামু কর্তৃপক্ষের বক্তব্য শুনতে আগ্রহী।

৬২| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

তোমোদাচি বলেছেন: বাক স্বাধীনতার নামে ব্লগে যা খুশি লিখতে দেওয়ার পক্ষপাতি নই আমি। কোন ব্লগার শালীনতার মাত্রা ছাড়িয়ে গেলে তাকে প্রথমে সতর্ক এবং তাতে কাজ না হলে ব্যান করা উচিত।

এক/দুই জন বিতর্কিত ব্লগার কে রক্ষা করতে গিয়ে সুমুর লক্ষ লক্ষ ব্লগারকে বিপদে ফেলার পক্ষে নই আমি।

আসিফ মহিউদ্দিনের মত ব্লগারকে ব্যান করা সামুর জন্য ভাল বই মন্দ হবে না।

৬৩| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪

তোমোদাচি বলেছেন: তবে তাকে আরো আগে ব্যান করা উচিত ছিল।

যাই হোক, ল্যাটার ইজ বেটার দ্যান নেভার!!

৬৪| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯

তন্ময় ফেরদৌস বলেছেন: গতকাল থেকে এই কথা গুলা বলতে বলতে জান শেষ। কোনভাবেই ব্লগারদের উপর সরকারি হস্তক্ষেপ আমাদের কাম্য নয়। যাই হোক, পোস্টের জন্য অনেক ধন্যবাদ। অনেক কিছুই বলার আছে। সময় করে বলে যাবো দেখি।

+++++

৬৫| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আসিফ মহিউদ্দিন, থাবা বাবা এবং দাড়িপাল্লা - এসব ব্লগার লিমিট ক্রস করে গেছে।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ট মানুষের অনুভূতির কথা মাথায় রেখে ঐ সব ব্লগার নামের অসভ্যদের "ব্যান" স্থায়ী হোক - এটাই আমি চাই।

মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার সাথে দায়িত্বশীলতা, শালীনতা, লেখাজোখার সামাজিক প্রতিক্রিয়া- এসবও নিয়েও ভাবতে হবে।

ধন্যবাদ।

৬৬| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

চৈতী আহমেদ বলেছেন: একজন ব্লগারের লেখায় যদি আমার আপত্তি বা আমার অনুভুতি আঘাত প্রাপ্ত হয় তবে আমি সেই ব্লগারের লেখা পড়বো না বা এড়িয়ে যাবো এটা খুবই সহজ একটা পন্থা নিজের অনুভুতিকে সুরক্ষিত রাখার। কিন্তু আমি সব সময়ই দেখেছি আসিফের লেখা যাদের অনুভুতিকে বেশি বেশি আঘাত করছিলো তারাই পতঙ্গের মতো বেশি বেশি তার লেখায় হুমড়ি খেয়ে পড়ে আঘাত প্রাপ্ত হচ্ছিলো। ব্লগ ব্যান করে দিয়ে আমার বাকস্বাধীনতা কেড়ে নেয়াকে কিছুতেই মানতে পারছি না। যে কারণে মানতে পারছি না আসিফের ব্লগ ব্যান করাকেও। আমি খুব কম দেখেছি যে আসিফ কারো ব্লগে গিয়ে তার অনুভুতিকে আঘাত করছে। মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার উপর এহেন হস্তক্ষেপ চাই না।

৬৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

জানা বলেছেন:


লেখক বলেছেন: নাস্তিক, ধার্মিক হওয়া নিজ নিজ ব্যাক্তিগত বিষয়।

কাউকে আঘাত করলে তা আর ব্যাক্তিগত থাকে না।

সামু আসিফকে ব্যান করেছে ভাল কথা। তবে অতীত ইতিহাস থেকে জানি, ওর কর্মকান্ডের কারনে করে নি, সাম্প্রতিক চাপে করেছে।

সুতরাং চাপ আমাদের বিরুদ্ধেও একদিন আসতে পারে!!!




এখানে একটু বলা দরকার। আসিফের একাউন্টটি এবারই কিন্তু প্রথমবারের মত বন্ধ হয়নি। বহুবার তার একাউন্ট মডারেটেড হয়েছে ব্লগের নীতিমালার আওতায়। এমন কি ২০১০ এর সম্ভবত জুলাই আগস্টের দিকে তার ব্লগ একাউন্টটি একবার সম্পূর্নভাবে স্থগিত করা হয়। পরে তার একাউন্টটি আমরা আবারও খুলে দিই তার ব্লগিং এর আরেকটি বিশেষ দিক বিবেচনায় এনে, তা হলো নানান সামাজিক ও জাতিয় স্বার্থে সচেতনতামূক তার লেখালিখি এবং সক্রিয় অংশগ্রহণ।

বৃহষ্পতিবার রাতে বি টি আর সি'র মেইলে ৪টি ব্লগ একাউন্ট বন্ধ করে দেবার অনুরোধ ছিল। তার মধ্যে একটি একাউন্ট গত বছর সেপ্টেম্বর থেকেই স্থায়ীভাবে আমরা বন্ধ রেখেছি ধর্ম বিকৃতি ও অশ্লীলতার কারণে। বি টি আর সি'র মেইলটি পাওয়ার পর আসিফ এর একাউন্টটি সহ আরও দুটি ব্লগ একাউন্ট আমরা বন্ধ করেছি, যা কোন 'চাপে' নয়; বরং সাম্প্রতিক সময়ের অস্থিরতা, সহিংসতা ও নানান অপপ্রচার এর ফলে সৃষ্ট অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলার লক্ষে এবং তা নীতিমালার আওতায়ই। প্রশ্ন হতে পারে তাহলে কেন বি টি আর সি'র মেইলটি পাওয়ার পর এই পদক্ষেপ? আমাদের এই পদক্ষেপ নতুন নয়, সামহোয়্যার ইন ব্লগ নন মডারেটেড ব্লগ নয়। গত সাত বছরের কিছু বেশী সময়ের মধ্যে নীতিমালা আওতায় অসংখ্য ব্লগ আমরা বাতিল করেছি এবং একইভাবে তা অব্যহত রয়েছে।

স্বাভাবিকভাবেই যে নীতিমালার আওতায় ব্লগ পোস্ট বা ব্লগ একাউন্ট আমরা মডারেট করে থাকি, এটাও অনেকটা তারই অংশ বৈ নয়। তবে, এখানে 'অনেকটা' বলছি এই কারণে যে, আসিফের একাউন্টটি বাদে বাকীগুলোর বিরুদ্ধে আমরা আরও আগেই ব্যবস্থা নিয়েছি, যাদের ব্লগিং ছিল ধর্ম বিষয়ের বিরুদ্ধে চুড়ান্ত অশ্লীল ও বিকৃত। সেই পুরনো ধারায় মধ্যরাতের যেকোন সময়ে (অবশ্যই উদ্দেশ্য প্রনোদিত) আপত্তিকর পোস্ট দেয়ার স্বল্প সময়ের মধ্যেই আবার ড্রাফট করে নেয়ার চর্চা ছিল এদের। পার্থক্য এতটুকুই, এখন কেবল সম্পূর্ণভাবে একাউন্টগুলি বাতিল করা হয়েছে মাত্র।

একই ব্লগিং আচরণের কারণে আসিফের একাউন্টটিও অভিযুক্ত হওয়ায় আমরা তা বন্ধ করেছি। তবে ইমেইলে আমাদের কাছে চাওয়া হলেও কোন ব্লগারেরই কোন কন্টেন্ট বা অন্য যে কোন তথ্য দিতে আমরা অস্বীকৃতি জানিয়েছি।


সামহোয়্যার ইন ব্লগ এবং ব্লগারদের যেমন অস্তিত্ব সংকটে ভোগার কারণ নেই তেমনি বাকস্বাধীনতার সদ্ব্যবহারে দায়িত্বশীল ব্লগিং করে কোন ব্লগারেরই ব্লগীয় নিরাপত্তাহীনতায় ভোগার কোন যুক্তি নেই।

উপরে বেশ কিছু মন্তব্যকারীর জন্য আমার এই মন্তব্যটি নানাভাবে সাহায্য করবে আশা করি।



৬৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২

ইনকগনিটো বলেছেন: আসলে বিষয়টি নিয়ে বলার মতো অনেক কিছুই আছে।

প্রথমেই বলে রাখি, একজনের ব্লগার বাক স্বাধীনতায় হস্তক্ষেপ অবশ্যই গ্রহণযোগ্য নয়, এবং আমি এর তীব্র বিরোধিতা করি।

ব্লগ হচ্ছে মুক্তচিন্তার জায়গা, এখানে নানা মতের নানা মানুষ থাকবে, তারা তাদের নিজস্ব চিন্তাভাবনা প্রকাশ করবে, অন্যের চিন্তাধারার সাথে যৌক্তিকভাবে নিজস্ব চিন্তাভাবনার সমন্বয় ঘটাবে, অথবা গঠনমুলক সমালোচনা, যেটাই হোক না কেন, সেটা আমন্ত্রনযোগ্য। এখন ব্যাপার হচ্ছে, ব্লগ একটা কমিউনিটি। এখানে মুক্তবুদ্ধি, কিংবা মুক্তচিন্তার চর্চা করতে গেলেও কিছু নিয়মকানুনের মধ্য দিয়ে যেতে হয়। বাক স্বাধীনতা চাই, কিন্তু তাই বলে আমি তো নিয়ম কানুন অস্বীকার করতে পারি না।

আসুন, ব্লগ ব্যবহারের জন্য কিছু শর্তাবলী দেখি-

১ক. বাক স্বাধীনতা প্রসঙ্গ:

সামহোয়্যার ইন ব্লগের যাত্রা শুরু হয়েছিলো সাধারণ মানুষের কথা বলার একটি স্বাধীন মঞ্চ হিসাবে, যেখানে সবাই তাদের চিন্তা, মতামত, সৃজনশীলতা বিনিময় করতে পারবে। চিন্তাধারা যতই চরম-পন্থী(radical) কিংবা রক্ষণশীল (conservative) হোক না কেন, তার স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে।

আসুন দেখি, ধর্ম নিয়ে বাংলাদেশের সংবিধানে কি বলা আছে-

ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য
কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন,
বিলোপ করা হইবে।


কাজেই কারো ধর্ম নিয়ে কটূক্তি করা রাষ্ট্রের আইনের পরিপন্থী। এমনকি ব্লগেরও নিয়মের পরিপন্থী।


যেসকল কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:

যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।

বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।


যেসকল কারণে আমরা কোন ব্লগারকে কিংবা কোন ব্লগ সাময়িকভাবে অথবা চিরতরে বন্ধ করে দিতে পারি :


যদি কোন ব্লগার অন্য একজন ব্লগারের ব্লগে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত মন্তব্য করেন।


নিয়মাবলী গুলো থেকে কি দেখা যায়? এই সকল অভিযোগে অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে অবশ্যই ব্লগ থেকে ব্যবস্থা নেওয়া উচিৎ। যদি এগুলি করা হয়, তাহলে বাক স্বাধীনতার উপরে কিন্তু কেউই হস্তক্ষেপ করতে পারে না।


কিন্তু এগুলি কিছু কিছু ক্ষেত্রে পালন করা হয়নি, যেটার পরবর্তীতে টোটাল ব্লগোস্ফিয়ার তথা দেশের বর্তমান পরিস্থিতির সাথে অনেকটাই সম্পর্কিত হয়ে পড়েছে এবং এই কারনে যদি ব্লগের উপর সরকারের হস্তক্ষেপ আসে, তবে আমি বলবো সেটা আসলে ব্লগের মডারেশনের দোষ, কারন তারা আগে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে নি।

৬৯| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৩

জানা বলেছেন:

@ মাগুর,


আপনার মন্তব্যটি অসাধারণ। খুব যৌক্তিক।

আমার মন্তব্যটি আশা করছি আপনার কষ্ট লাঘব করবে, ব্লগ এবং ব্লগারদের পক্ষে আমাদের অবস্থান নিয়েও যে গুমোট তৈরী হয়েছে তার অনেকটাই কেটে যাবে। তাছাড়া আমাদের নোটিশ পোস্টও আসবে।

মঙ্গল হোক সবার।

৭০| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০

কয়েস সামী বলেছেন: জানা অাপুকে বলছি,
এই কদিনে যাদের যাদের নিক ব্যান করা হয়েছে অথবা কমেন্ট ব্লক করা হয়েছে তাদের কি অাবার ফিরিয়ে দেয়া হবে?

৭১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৮

আশফাক সুমন বলেছেন: আফজালনবীনগর বলেছেন: ব্লগ ধর্ম হইতে বড় নয় । এই কথা ব্লগারদের মাথায় রাখতে হইবে । আদিকাল হইতে ধর্ম একটা বিরাট ফ্যাক্টর । কিছু বিপদগামী নাস্তিকভেক ধারি ব্লগার এই সত্যটা বুঝতে পারেনি বলেই তাদের ভুলে সাধারন ব্লগাররাও আছে বিপদে । ---- সহ মত পুরোপুরি ।

৭২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:২০

কালো যাদু বলেছেন: জানা আপা বলেছেন:

"দৃঢ়তার সাথে আবারও বলছি, সামহোয়্যারইন ব্লগ কখনও কোন ব্যক্তি, দল, সরকারী, বেসরকারী, প্রাতিষ্ঠান, সংগঠন বা এই জাতিয় কোন কিছুর সাথে যেমন যুক্ত/সম্পৃক্ত ছিল না/ এখনও নয়; তেমনি কারোর কোন অযৌক্তিক/অমূলক অনুরোধ, আদেশ-নিষেধ, পরামর্শ ইত্যাদিতে বিন্দুমাত্র প্রভাবিত নয়।"

আন্তরিকতার সাথে সহমত পোষণ করছি।

জানা আপা আরও বলেছেন:

"এখানে একটু বলা দরকার। আসিফের একাউন্টটি এবারই কিন্তু প্রথমবারের মত বন্ধ হয়নি। বহুবার তার একাউন্ট মডারেটেড হয়েছে ব্লগের নীতিমালার আওতায়। এমন কি ২০১০ এর সম্ভবত জুলাই আগস্টের দিকে তার ব্লগ একাউন্টটি একবার সম্পূর্নভাবে স্থগিত করা হয়। পরে তার একাউন্টটি আমরা আবারও খুলে দিই তার ব্লগিং এর আরেকটি বিশেষ দিক বিবেচনায় এনে, তা হলো নানান সামাজিক ও জাতিয় স্বার্থে সচেতনতামূক তার লেখালিখি এবং সক্রিয় অংশগ্রহণ।

বৃহষ্পতিবার রাতে বি টি আর সি'র মেইলে ৪টি ব্লগ একাউন্ট বন্ধ করে দেবার অনুরোধ ছিল। তার মধ্যে একটি একাউন্ট গত বছর সেপ্টেম্বর থেকেই স্থায়ীভাবে আমরা বন্ধ রেখেছি ধর্ম বিকৃতি ও অশ্লীলতার কারণে। বি টি আর সি'র মেইলটি পাওয়ার পর আসিফ এর একাউন্টটি সহ আরও দুটি ব্লগ একাউন্ট আমরা বন্ধ করেছি, যা কোন 'চাপে' নয়; বরং সাম্প্রতিক সময়ের অস্থিরতা, সহিংসতা ও নানান অপপ্রচার এর ফলে সৃষ্ট অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলার লক্ষে এবং তা নীতিমালার আওতায়ই।"

এখন জানা আপার কাছে প্রশ্ন সাম্প্রতিক সময়ের অস্থিরতা, সহিংসতা দূর হলে আসিফের একাউন্টটি আবারও কি খুলে দেওয়া হবে ?

৭৩| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

মাহমুদা সোনিয়া বলেছেন: না পারভীন বলেছেন: বাক স্বাধীনতা মানে বাক দায়িত্বশীলতা , এই নীতিতে সামু বিশ্বাসী ।
উক্ত ব্লগার সামুর নীতিমালা ভেংগেছেন যেমনি সংবিধান ও লংঘন করেছেন অনেকবার ।

সামুর নীরবতাকে উক্ত ব্লগারের প্রতি এতদিন থাকলেও , যেকোন কারণেই সামুর ব্যাবস্থা নেয়াকে যুক্তিযুক্ত মনে হয় ।


আমারও তাই মনে হয়। কোন উগ্রবাদী লেখাই কাম্য নয়, তা সে যে বিষয়ের উপরই হোক। সম্প্রীতি নষ্ট করে, অপরাদকে উস্কে দেয় এমন কোন কিছুই ব্লগে অন্ততপক্ষে প্রকাশ না করাই ভালো। বেশিরভাগ ব্লগেও সেরকম নীতিমালা থাকলেও অনেক ব্লগাররা তা মানেন না। সেক্ষেত্রে কর্তৃপক্ষের উচিত সেগুলোকে নিরুৎসাহিত করা, বা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া। সবার ব্লগ তো ব্যান হচ্ছে না, যারা নীতিমালা ভঙ্গ করছেন, তাদেরটি করা উপযুক্ত মনে হচ্ছে।

৭৪| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬

আমিনুর রহমান বলেছেন: আসিফ মহিউদ্দিনকে যদি ব্লগের নীতিমালায় এনে নিষিদ্ধ করা হয় সেখানে আমি সামুকে সাধুবাদ জানাই। আসিফ বিভিন্নভাবে নীতিমালা ভঙ্গ করেছে। আসিফের বাক-স্বাধীনতা পেয়ে স্বাধীনতার পাশে দায়িত্বশীলতা বলেও একটা কথা আছে তা ভুলে যেতেন।

কিন্তু সরকারী চাপে যদি যদি ব্যন করা হয়ে থাকে সেক্ষেত্রে বলব সরকার হয়ত কিছুদিন পর কেউ তাদের বিরুদ্ধে কেউ পোষ্ট দিলে তখন ওই ব্লগারকেও ব্যন করতে বলবে। সেইক্ষেত্রে আমি বা তুমি বা যেকোন ব্লগারেরই যেকোন সময় ব্যন হতে পারি বা আমাদের ইনফরমেশন নিয়ে যা খুশি তাই করতে পারে।

তবে সরকার দেশের স্বার্থে সুনিদির্ষ্ট অভিযোগের ভিত্তিতে আইনের আওতায় এনে অর্থাৎ আদালত থেকে অনুমতি সাপেক্ষে অবশ্য যে কারো তথ্য/ব্যন ব্লগের কর্তৃপক্ষের কাছে চাইতে পারে।


সামু কর্তৃপক্ষের কাছে এই সম্পর্কিত একটি পোষ্ট অথবা নোটিশ বোর্ডের মাধ্যমে একটি পোষ্ট ষ্টিকি করে এই বিষয়ে সকলের আলোচনার সুযোগ করে দেয়ার জন্য অনুরোধ করছি

৭৫| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১২

বাংলাদেশের আইডল বলেছেন: বৃহষ্পতিবার রাতে বি টি আর সি'র মেইলে ৪টি ব্লগ একাউন্ট বন্ধ করে দেবার অনুরোধ ছিল। তার মধ্যে একটি একাউন্ট গত বছর সেপ্টেম্বর থেকেই স্থায়ীভাবে আমরা বন্ধ রেখেছি ধর্ম বিকৃতি ও অশ্লীলতার কারণে। বি টি আর সি'র মেইলটি পাওয়ার পর আসিফ এর একাউন্টটি সহ আরও দুটি ব্লগ একাউন্ট আমরা বন্ধ করেছি, যা কোন 'চাপে' নয়; বরং সাম্প্রতিক সময়ের অস্থিরতা, সহিংসতা ও নানান অপপ্রচার এর ফলে সৃষ্ট অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলার লক্ষে এবং তা নীতিমালার আওতায়ই।"

বাকি একাউন্টগুলো কি ?

৭৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৫

জানা বলেছেন:


চারটি একাউন্ট:

১. আসিফ মহিউদ্দিন (তার একাউন্টটি একবার স্থায়ীভাবে আমরা বন্ধ করেছিলাম একই অভিযোগে। তবে পরে জাতিয় স্বার্থ ও নানান সামাজিক আন্দোলনে তার সক্রিয় অংশ গ্রহণ এবং বিশেষ ভূমিকা বিবেচনায় আবারও খুলে দেয়া হয়।)

২. আইনস্টাইন ( এটি বেশ কিছুদিন আগেই আমরা লগিন ব্যন করেছি ধর্ম বিকৃতি ও অশ্লীলতার অভিযোগে)

৩. দাড়িপাল্লা (গতবছর সেপ্টেম্বর থেকে আমরা এই একাউন্টটি স্থায়ীভাবে বন্ধ রেখেছি এই অভিযোগে)

৪. চিকন কালা (সম্প্রতি মধ্যরাতে একটি ঐরকম লেখা পোস্ট করে অল্প সময়ের মধ্যেই তা ড্রাফট করে নেয় এবং অতীতেও সে একই কাজ করেছে যার ফলে সে সবার নজরে তেমন আসেনি)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.