![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে জীবন থাকেনা।
চৌকোণা ঘর, লাশের কফিন কিংবা বাক্স বন্দি যাপনে,
জীবন হয়না। শুধু শ্বাস নেওয়া আত্মদহনে, মরনে।
নিজের মাঝে আরও একটু ডুবে, হারিয়ে, বাঁচা হয়না,
নিজেকে ছড়িয়ে বাঁচতে হয়- এভাবে বাঁচা যায়না,
সাহসে দুর্বার হবার চেষ্টাটির নাম জীবন, ভয় না।
শূন্য আমিত্বের ফাঁদে পড়োনা।
অন্তঃসার শূন্যতার মাঝে হারানোতে শুধু প্রানহীনতার আর্তনাদ,
শুধু কিছু একা থাকার দুঃসহতা কিছুটা সংকীর্ণতা, মুক্তির প্রতিবাদ।
ফেলে রেখোনা জানালার পর্দাগুলো, ঢেকে রেখোনা তোমার তুমিকে,
আলোরা তোমাকে ছুঁতে চায়। বাতাসের কানাকানি শুনে দেখো, ওরা গল্প বলছে,
তোমার পাশে সর্বক্ষণে, বলছে বাঁচো! দেখো অপেক্ষায় কোটি আশার সঞ্চারণ
তোমারও, দুচোখ মেলে তাকাও, দুহাত বাড়িয়ে ছুয়ে দেখো প্রেরনার বরিষণ।
শুধু সারা দিও অপেক্ষমানে।
শত সবুজ রয়েছে প্রতীক্ষায়, যাবেনা ওদের সাথে?
মৃদু স্পর্শে শতরঙ্গি প্রজাপতিকে যদি উড়িয়ে দিতে মন না চায়,
কতটা বেঁচে রয়েছ তুমি, যদি ওই দূর নীল
আকাশের উড়তে না চাও তুমি, না চাও হতে বিলীন
সন্ধ্যার আবীর যদি, ইচ্ছে না করে গালে মাখতে,
যদি কেটে যায় সূর্য না দেখেই, কোন একটি দিন।
সারা দাও তুমি, ছুটে চলো শিশির ভেজা প্রান্তর ধরে,
কান পেতে শোনো ভোরের পাখির গান, ওরা তোমার অপেক্ষা করে।
(৩১/৩/১২, রাত ৩.৫৬ মিনিট)
উৎসর্গঃ মৃত্যু আঁকড়ে ধরছে যে প্রাণগুলোকে।
০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন
২| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: কবিতা ভালো লাগছে।
উৎসর্গটা খুব ভালো লাগলো !
+++
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: Many many THANKS Brother!!!
৩| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অসম্ভব সুন্দর একটা কবিতা পড়লাম। অনেক অনেক ভালো লাগলো! ++++++++++++++++++++++++++++++
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। এটি হয়ত ততটা ভাল হয়নি, উৎসাহ দেবার জন্যে কৃতজ্ঞতা রইলো, ভাল করার চেষ্টা থাকবে
শুভকামনা, সার্বিক ভাল থাকা কামনা করছি।
৪| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৫
সোহাগ সকাল বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো।
শুভ কামনা।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ সোহাগ সকাল!!
৫| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Ovinondon kobi.+++
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কোটি ধন্যবাদ গিয়াসলিটন ভাই!!
৬| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫
শান্তা273 বলেছেন: খুব ভালো লাগলো।
++++++
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানবেন শান্তা।
৭| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৯
shfikul বলেছেন: ভীষণ ভালো লাগল।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা ও শত শুভকামনা রইলো ভাইয়া!
৮| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০
বৃতি বলেছেন: চমৎকার!
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ বৃতি! আমার পাতায় প্রথম মন্তব্যে ধন্যবাদ জানাচ্ছি !!
৯| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২
বোকামন বলেছেন: মৃদু ভালোলাগা কবি ...
শুভকামনা নিরন্তর
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ বোকামন!! আপনাকেও শুভকামনা দিলাম।
১০| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২
মামুন রশিদ বলেছেন: মৃদু স্পর্শে শতরঙ্গি প্রজাপতিকে যদি উড়িয়ে দিতে মন না চায়,
কতটা বেঁচে রয়েছ তুমি, যদি ওই দূর নীল
আকাশের উড়তে না চাও তুমি, না চাও হতে বিলীন
চমৎকার লাগলো । উৎসর্গ ভালো হইসে ।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মামুন ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে
১১| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
মাক্স বলেছেন: সুন্দর হৈসে!
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সময় করে পড়েছেন জন্যে খুশী হলাম ভাইয়া!!
১২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩
শুকনোপাতা০০৭ বলেছেন: সুন্দর কাব্য
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা, আপনার জন্যে অনেক শুভকামনা রইলো।
১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২
স্বপনবাজ বলেছেন: এক কথায় অসাধারণ !
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: একজন কবির এমন মন্তব্যে বেশ অনুপ্রাণিত হয়েছি।
১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৩২
ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ খুব সুন্দর ।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া!
১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন: কবিতা ভালো হইছে।
+++++++++
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা শোভন ভাই!!
১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৮
আমিই মিসিরআলি বলেছেন: সপ্তম ভালোলাগা ++++++++
ব্লেড দিয়া কি হাতের রগ কাটবেন নিকি
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: না, আপাতত সিরাম কোন প্ল্যান করিনাইক্কা!!
১৭| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪২
আমিই স্বার্থপর বলেছেন: সুন্দর পোস্ট++
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানবেন ভাই।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৪
বাংলাদেশী দালাল বলেছেন: উৎসর্গঃ মৃত্যু আঁকড়া ধরছে যে প্রাণগুলোকে।
অসম্ভব সুন্দর কবিতাটা। পরার মাঝেই কেন জানি উৎসর্গ টা বুঝে ফেলেছিলাম।